Ruhan health care

Ruhan health care Save health save life
India Thailand Pakistan

Uterus (জরায়ুর ফাইব্রয়েড)জরায়ুর ভেতরে বা বাইরে বাড়তে থাকা অস্বাভাবিক মাংসপিণ্ডকে Fibroid বা Myoma বা Leiomyoma বলা হয়। ...
01/11/2025

Uterus (জরায়ুর ফাইব্রয়েড)
জরায়ুর ভেতরে বা বাইরে বাড়তে থাকা অস্বাভাবিক মাংসপিণ্ডকে Fibroid বা Myoma বা Leiomyoma বলা হয়। এটি ক্যান্সার নয়, এবং অধিকাংশ ক্ষেত্রে জীবন-ঝুঁকির কারণও নয়। তবে আকার, সংখ্যা ও অবস্থান অনুযায়ী সমস্যা সৃষ্টি করতে পারে।

কেন ফাইব্রয়েড হয়?

ফাইব্রয়েডের সঠিক কারণ পুরোপুরি জানা নেই, তবে নিচের বিষয়গুলো যুক্ত:

শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রভাব

বংশগত কারণ (মা বা বোনের থাকলে ঝুঁকি বেশি)

মোটা হওয়া / ওজন বৃদ্ধি

২০–৪৫ বছর বয়সে বেশি দেখা যায়

লক্ষণ (Symptoms)

সবসময় লক্ষণ নাও থাকতে পারে। তবে থাকলে দেখা যেতে পারে:

অত্যধিক মাসিক রক্তপাত

মাসিক দীর্ঘস্থায়ী হওয়া

পেট বা তলপেটে ভার অনুভব

পেট ফুলে যাওয়ার অনুভূতি

Back pain / কোমর ব্যথা

ঘন ঘন প্রস্রাব (ফাইব্রয়েড মূত্রাশয় চাপলে)

বন্ধ্যাত্ব বা গর্ভধারণে সমস্যা (কিছু ক্ষেত্রে)

ফাইব্রয়েডের ধরন

ধরন অবস্থান

Submucosal জরায়ুর ভেতরের লাইনিং এ
Intramural জরায়ুর দেয়ালের ভেতরে (সবচেয়ে সাধারণ)
Subserosal জরায়ুর বাইরের দিকে

ডায়াগনোসিস (কীভাবে ধরা পড়ে)

Ultrasound (USG) → সহজ ও প্রথম পরীক্ষা

MRI (বিশেষ কিছু ক্ষেত্রে)

ডাক্তার পেলভিক পরীক্ষা করেন

চিকিৎসা

চিকিৎসা নির্ভর করে:

আকার (Fibroid Size)

সংখ্যা

লক্ষণ আছে কি না

রোগীর বয়স

ভবিষ্যতে গর্ভধারণের ইচ্ছা

1) ওষুধে নিয়ন্ত্রণ (ছোট ও উপসর্গ কম হলে):

Painkiller

Hormonal medicines

Injection (GnRH Analog) → কিছু সময়ের জন্য সাইজ কমায়

2) সার্জারি

পদ্ধতি উপযুক্ত পরিস্থিতি

Myomectomy (Fibroid কেটে বাদ, জরায়ু রাখা) গর্ভধারণ করতে চাইলে
Hysterectomy (জরায়ু তুলে ফেলা) বয়স বেশি/সন্তান আছে/লক্ষণ বেশি এবং সাইজ বড়
Uterine Artery Embolization রক্তনালী ব্লক করে ফাইব্রয়েড শুকানো

ফাইব্রয়েড কি ক্যান্সারে রূপ নেয়?

খুবই বিরল (কম ১% ক্ষেত্রে)।
প্রায় সব ফাইব্রয়েড benign (non-cancerous)।

কখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে

মাসিক রক্তপাত খুব বেশি ও অ্যানিমিয়া হচ্ছে

পেট দ্রুত বড় হচ্ছে

গর্ভধারণে সমস্যা হচ্ছে

ব্যথা সহ্য করা যাচ্ছে না

জীবনযাপন পরামর্শ

ওজন নিয়ন্ত্রণ করুন

নিয়মিত হাঁটাচলা

Vitamin D ও Iron সমৃদ্ধ খাবার

Fast food ও উচ্চ চর্বিযুক্ত খাবার কমান

যদি চান, আমি ফাইব্রয়েডের চিকিৎসা প্ল্যান আপনার বয়স, সাইজ ও উপসর্গ অনুযায়ী ঠিক করে দিতে পারি।
শুধু বলুন:

1. আপনার বয়স

2. USG-তে ফাইব্রয়েডের Size ও সংখ্যা

3. সন্তান নেওয়ার ইচ্ছা আছে কি না
ruhanhealthcare

23/10/2025

For everyone's information, it is hereby informed that Ruhanhealthcare's Whatsapp number +917319481228 has been changed to the current number +8801618896774

✅ আয়ুষ লেটার ও ভিসা ইনভাইটেশন লেটার পান মাত্র এক দিনে!✅ ভারতের শীর্ষ হাসপাতালগুলো এখন এক প্ল্যাটফর্মে Ruhanhealthcare✨ আ...
23/10/2025

✅ আয়ুষ লেটার ও ভিসা ইনভাইটেশন লেটার পান মাত্র এক দিনে!
✅ ভারতের শীর্ষ হাসপাতালগুলো এখন এক প্ল্যাটফর্মে Ruhanhealthcare

✨ আমাদের সার্ভিস সমূহ:
🔹 মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার
🔹 ডাক্তার এপয়েন্টমেন্ট
🔹 ভিডিও কনসাল্টেশন
🔹 আরও অনেক প্রিমিয়াম সেবা

📌 আজই রেজিস্ট্রেশন করুন:
👉 https://ruhan-health-care.webnode.page/
📞 যোগাযোগ: ⁨+8801618896774⁩ (WhatsApp Available)
Hotline +8809611599868

আমাদের পরিষেবাবিদেশে চিকিৎসা সংক্রান্ত আমরা যেসব সেবা দিয়ে থাকি:-

14/10/2025

কিডনির যত্ন নেন। ডায়ালাইসিসের খরচ জানেন? এক বার করলে এপোলো ইউনাইটেডে মাত্র ৮ হাজার টাকা, অনেক জায়গায় আড়াই থেকে চার। শুধু গণস্বাস্থ্যে আটশ টাকা। কম না অনেক? সপ্তাহে ৩ বার করে লাগে। কিন্তু বিন্দুবিন্দু করে ৫ বছরে সাগর হয়।

কিডনি নিজে ব্লাড ফিল্টার করতে না পারলে তখন ডায়ালাইসিস করতে হয়। কন্টিনিউয়াসলি মোট রক্তের ১~২% বের করে তা থেকে মেমব্রেন দিয়ে আয়ন ও পানি সরায়। আর রক্তটা আবার শরীরে ফেরত দেয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বললে purge টাকে সেপারেটরের পর আবার রিসাইকেল করা।

মেডিকেল ক্যাম্পাস

৫ বছর ধরে সপ্তাহে ৩টা করে করালে সাড়ে তিন হাজার করে প্রায় ২৮ লাখ। প্রচুর ওষুধ লাগে, সপ্তাহে ৩~৯ হাজার হলে প্রায় ৮~২৬ লাখ, প্রতিবার যাওয়া আসায় ৮০০ টাকা লাগলে মোট ৬.৫ লাখ। রেগুলার টুকটাক টেস্টে ৩ লাখ। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হবেই, তাই বছরে দুই একবার হসপিটালাইজ করতেই হবে। দশবার লাগলে খরচ ৫~২০ লাখ। লোক কম হলে বা স্বচ্ছল হলে বাসায় নার্সও রাখা যায়।

মানে ৫ বছরে ৬০ লাখ থেকে দেড় কোটি টাকার মতো লাগে। এর ফলে আপনি ভালো হবেন না, জাস্ট বেচে থাকবেন। আসল খরচ তো রোগীর সামর্থ্য অনুযায়ী।

রাত জাগতে ভালো লাগে? পানি কম খান? হিসু চেপে রাখেন? ডায়াবেটিস নিয়ে চিন্তা নাই? হাই ব্লাডপ্রেশার পাত্তা দেন না? হাবিজাবি খাইতে ভাল্লাগে? ফাস্ট ফুড? দোকানের ফ্রিজে রাখা বার্গারের পেটির ডীপ ফ্রাই বা মেয়নেস ভর্তি পিজ্জা? আইসক্রিম? ভাজা পোড়া? হাবিজাবি? সফট আর হার্ড ড্রিংক্স?ওজন কমানোরর জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট?

Ruhanhealthcare
+8801618896774
Whatsapp
Hotline
+8809611599868

11/08/2025

Eid Mubarak
06/06/2025

Eid Mubarak

29/03/2025

Ruhan Health Care Wishing you a joyous Eid filled with love, laughter, and cherished moments with family and friends. Eid Mubarak

Ruhanhealthcare Service is one of the leading medical service providers that connects patients with the right healthcare...
07/01/2025

Ruhanhealthcare Service is one of the leading medical service providers that connects patients with the right healthcare providers and doctors. We are affiliated with the top most hospitals in Pakistan Thailand India. We have organized information for the treatment of various transplants such as LIVER, KIDNEY, AND BONEMARROW, Cancer IVF We provide all support as you wish.
Please make a call or message in our inbox to get detailed assistance regarding all medical related services. For Inquiry, call +8809611599868
+91 73194 81228
WhatsApp

Happy New Year! May this year bring happiness, good health, and success to all of us.
31/12/2024

Happy New Year! May this year bring happiness, good health, and success to all of us.

28/10/2024
"ডেংগু জ্বরে সচেতনতা এবং এ সময়ে খাবার কেমন হওয়া উচিৎ "ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। এ জ্বরে শরীর দূর্বল হওয়ার পাশাপা...
16/09/2024

"ডেংগু জ্বরে সচেতনতা এবং এ সময়ে খাবার কেমন হওয়া উচিৎ "

ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। এ জ্বরে শরীর দূর্বল হওয়ার পাশাপাশি খাবারের রুচি একদম কমে যায়।জ্বরের তীব্রতা কমানোর পাশাপাশি রোগীর দেহের সঠিক পুষ্টি চাহিদা বজায় রাখার জন্য জ্বরের সময় সঠিক খাদ্য তালিকা খুবই গুরুত্বপূর্ণ।এ সময় রোগীর খাবার এমন হওয়া উচিৎ যা পুষ্টিকর এবং দ্রুত হজমে সহায়তা করে,সেই সাথে খেতে ও ভালো লাগে।ডেংগু জ্বরে আক্রান্ত রোগীর খাবার কেমন হওয়া উচিৎ তা নিয়ে আমার আজকের আলোচনা :

🔹ডেঙ্গু জ্বর হলে প্রথমেই খেয়াল রাখতে হবে দেহকে কিভাবে হাইড্রেটেড রাখা যায়। সারাদিনে কমপক্ষে ৩ লিটার পানি পান করতে হবে,জ্বর হলে সাধারণত পানি পান করতে অনীহা দেখা যায়,তাই পানির চাহিদা পূরণ করতে পানির পাশাপাশি তাজা ফলের জুস, ডাবের পানি পান করতে হবে।

🔹ভিটামিন সি যুক্ত ফলের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাবারের রুচি বাড়াতে সাহায্য করে সেই সাথে দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে। মাল্টা, কমলা, লেবু, পেয়ারা, কিউই, স্ট্রবেরি, পেঁপে,পাকা বেল, আনার, বাংগি, নাসপাতি, আনারস, লিচু, ডালিম সহ পানি জাতীয় ফল ও ফলের রস খেতে হবে এ সময়। এছাড়া ডেংগু জ্বরে আক্রান্ত রোগীকে ডাবের পানি, লেবু পানি বা লেবুর শরবত দিতে হবে এতে ভিটামিন সি, খনিজ বা ইলেট্রোলাইটস আছে, যা খুব এসময় খুব উপকারি ভূমিকা পালন করে।

🔹তরল জাতীয় খাবার :

জ্বরের সময় রোগীকে একটু হলেও সুস্থ রাখতে সহায়তা করে তরল জাতীয় খাবার।এছাড়া শরীরের তাপমাত্রাকে স্বাভাবিকে আনতে ও সহায়তা করে এই তরল জাতীয় খাবার। এছাড়া তরল খাবার খেলে হজমেও খুব বেশি সমস্যা হয় না। তরল খাবার হিসেবে যে খাবার গুলো দেওয়া যেতে পারে সেগুলো হলো : মিক্স সবজির স্যুপ, টমেটোর স্যুপ, চিকেন স্যুপ বা কর্ণ স্যুপ দেওয়া যেতে পারে। এতে পানির চাহিদা পূরণ হবে, পাশাপাশি প্রোটিন এর ঘাটতি পূরণ হবে। এছাড়া এতে সবজি যোগ করে দেওয়া যেতে পারে যা এন্টি -অক্সিডেন্ট সোর্স হিসেবে কাজ করবে।

🔹তরল খাবারের পাশাপাশি অর্ধতরল খাবার যেমন- নরম সেদ্ধ করা খাবার, জাও ভাত, সুজি,সাগু দেওয়া যেতে পারে, এছাড়া ভাতের মাড়, চিড়া ভেজানো পানি এ সময় দ্রুত রিকভারি করতে সাহায্য করে।

★★ডেংগু জ্বরে আক্রান্ত রোগীকে যেসব খাবারগুলো অবশ্যই দেওয়া যাবে না : ভাজা পোড়া,বাসি খাবার, শক্ত খাবার - মোটা চালের ভাত,বেশি মশলা যুক্ত খানার, মাখন,পনির,বাদাম,ঘি,তৈলাক্ত খাবার,ক্রীম জাতীয় খাবার,ভাজা -পোড়া,শাক পাতা,গরু/ খাসির মাংস, মাংসের চর্বি,গ্রীল,রিচ ফুড, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার।

রুচি না থাকলেও খেতে হবে আর বিশ্রাম নিতে হবে। আর অবশ্যই ডক্টরের এর পরামর্শ নিতে হবে।সবচেয়ে বড় কথা সবাইকে সচেতন থাকতে হবে, যেনো সহজে এ জ্বরে আক্রান্ত না হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ

রুহান হেলথ কেয়ার এর পক্ষ থেকে বন্যার্তদের জন্য সামান্য এই প্রচেষ্টা
29/08/2024

রুহান হেলথ কেয়ার এর পক্ষ থেকে বন্যার্তদের জন্য সামান্য এই প্রচেষ্টা

Address

Zigatola
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Ruhan health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruhan health care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram