Pharmacist Israt Jahan Mim

Pharmacist Israt Jahan Mim Dear customers,
We always make sure your good health with good amount medication. Thank you

Dear customers,
We are offering online services during this pandemic,also available for offering prescription by graduated pharmacist,thank you
Regards
Mimurad pharmacy

২০০ টাকা দামের যে এন্টিবায়োটিক  (IV) দিয়ে চিকিৎসা নিতে পারতেন এখন সেই চিকিৎসা নিতে ৪৬০০ টাকা দিয়ে একটি এন্টিবায়োটিক ইনজে...
15/09/2025

২০০ টাকা দামের যে এন্টিবায়োটিক (IV) দিয়ে চিকিৎসা নিতে পারতেন এখন সেই চিকিৎসা নিতে ৪৬০০ টাকা দিয়ে একটি এন্টিবায়োটিক ইনজেকশন কিনতে হচ্ছে।

মানে Cephalosporin এন্টিবায়োটিকের ৩য় জেনারেশন যখন আর আপনার শরীরে কাজ করছে না , Staphylococcus aureus ব্যাকটেরিয়া যখন শক্তিশালী হয়ে হয়েছে MRSA হয়ে যাবে।
তখন লাগবে ৫ম জেনারেশনর Cephalosporin, যার দাম ৪৬০০ টাকা (600 mg/vial)

বুঝেন এবার।
এর একমাত্র কারণ এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স!
শরীরের ব্যাকটেরিয়াকে দরকার ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার করে মারতে গেছেন, মাতুব্বরি করে পুরো ডোজ শেষ করেন নাই এখন খেলা দেখাছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে মারতে মারতে এখন ৫ম জেনারেশনর Cephalosporin বানানো দরকার হয়ে পড়ছে।

যখন এই নতুন এন্টিবায়োটিক ও কাজ করবে না, তখন? লাখ টাকা দিলেও এন্টিবায়োটিক পাবেন? উত্তর না, ব্যাকটেরিয়ার কাছে হারতে হবে।

তাই বলি, সময় থাকতে সচেতন হোন। অপরকে সচেতন করুন। MBBS ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাবেন না। ডাক্তার এন্টিবায়োটিক দিলে ভালোভাবে শুনে নিবেন, প্রশ্ন করবেন, খাওয়ার নিয়ম বুঝে নিবেন।

Note: MRSA (Methicillin-Resistant Staphylococcus aureus) সম্পূর্ণভাবে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে তৈরি হয়। মূল কারণ হলো mecA gene, যা ব্যাকটেরিয়াকে PBP2a প্রোটিন তৈরি করতে বাধ্য করে → antibiotic binding হয় না → ওষুধ কাজ করে না।

প্রতিটি শিশু আলাদা — তুলনা নয়, যত্ন দিনদুইজন শিশু একই বয়সের এবং একই খাবার খাওয়া সত্ত্বেও তাদের গঠন ভিন্ন হতে পারে। এক...
19/08/2025

প্রতিটি শিশু আলাদা — তুলনা নয়, যত্ন দিন

দুইজন শিশু একই বয়সের এবং একই খাবার খাওয়া সত্ত্বেও তাদের গঠন ভিন্ন হতে পারে। একজন মোটাসোটা নয়, আরেকজনও অপুষ্টিতে ভুগছে না। এর কারণ হলো, প্রতিটি শিশুর বেড়ে ওঠার ধরণ ও গতি আলাদা।

অভিভাবক হিসেবে মনে রাখা জরুরি, সন্তানের বৃদ্ধি অন্য কারও সঙ্গে তুলনা করা উচিত নয়। শারীরিক, মানসিক এবং আবেগীয় দিক থেকে প্রতিটি শিশু আলাদা, তাই তাদের বিকাশের পথও ভিন্ন হতে পারে।

সন্তানের জন্য ভালোবাসা, যত্ন, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যকর পরিবেশ দেওয়াই সুষম বিকাশের মূল চাবিকাঠি। মনে রাখবেন, আপনার সন্তান অনন্য, আর সেই অনন্যতাই তার শক্তি।

24/07/2025
এটি একটি গাছ, যা বজ্রপাতের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং এর ভাস্কুলার সিস্টেমটি উন্মোচিত হয়েছে।প্রকৃতি কতটাই না জটিল!এক...
07/09/2024

এটি একটি গাছ, যা বজ্রপাতের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং এর ভাস্কুলার সিস্টেমটি উন্মোচিত হয়েছে।
প্রকৃতি কতটাই না জটিল!

একটি গাছের ভাস্কুলার সিস্টেম শিকড় থেকে পানি ও খনিজ উপাদানগুলি পাতা পর্যন্ত পৌঁছে দেয়, এবং পাতায় তৈরি খাদ্যটি আবার গাছের বাকি অংশে পাঠিয়ে দেয়।

মজার তথ্য: গাছের কোনো পেশি বা স্নায়ুতন্ত্র নেই, তাই এই সমস্ত চলাচল ঘটে টার্গার চাপের মাধ্যমে, যা পাতার স্টোমাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রয়োজন অনুযায়ী স্টোমাটা খুলে এবং বন্ধ হয়।

08/08/2024

ছাত্রলীগ ভয়ংকর রুপে ফিরে আসবে, কিন্তু ডাকাত হয়ে ফিরে আসবে এটা পক্ষে ছিলাম না 🙃

05/08/2024

খুব সূক্ষ্ম কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এটা কি পরাজিত শক্তির শেষ হাতিয়ার???

বিকালে যখন সেনাপ্রধান ভাষণ দেওয়ার পর যখন উনাকে জিজ্ঞেস করা হয় কার কার সাথে আলোচনা করা হয়েছে?
উনি উত্তর দেন বিএনপি, জামাতসহ অন্যান দলের নেতৃবৃন্দ।

রাতে রাষ্ট্রপতি যখন ভাষণ দেন সেখানে তিনি বলেন অতিদ্রুত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। এটা কি এ আন্দোলনের কোন মূখ্য বিষয়!!!

আবার দেখা যাচ্ছে সেনাবাহিনী কে অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এ মহূর্তে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারায় রাখা উচিত। এভাবে বিপ্লবের মাধ্যমে হঠাৎ করে দিন দুপুরে সরকার পরিবর্তন হলে সারা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে এটা বাস্তব। কারফিউ নাকি রাত ১২ টা থেকে ভোর ৬টা পর্যন্ত। ১২ টা কেন! সন্ধ্যা ৬ টা থেকে নয় কেন! আর সরকার প্রধান ঠিকই বুঝতে পেরেছেন উনি আর টিকতে পারবেন না। উনি রাতে রাষ্টপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে দেশ ছাড়েন নাই কেন! কেন সারাদেশ থেকে মানুষকে ঢাকা এনে তারপর দিন দুপুরে ক্ষমতা ছাড়লেন! এমনকি মানুষকে ঢাকা আসার পথে এবার তেমন কোন বাধাও দিলেন না। নেটও অফ করলেন না। করেছেন সকাল ১১টার পর আবার খুলে দিলেন ১টার পর!

আবার গণভবন, সংসদ ভবন একদম খুলে দিলো। যার যা খুশি খাচ্ছে নিয়ে যাচ্ছে কোন বাধা নাই। কোন সেনাবাহিনী নাই! কোন সিকিউরিটি নাই। এটা কি আন্দোলন সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে?

সব থেকে বড় বিষয় সরকার পতনের সাথে সাথে সেনাপ্রধান বিএনপি, জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দল গুলোর সাথে প্রথম বৈঠক করে।ওদের সাথে কেন আগে বৈঠক! কেন আগামীকাল বা পরশু নয়। এ আন্দোলন কি ওরা ডেকেছে? কেন প্রথম ছাত্র নেতাদের সাথে নয়??? তাহলে কি উনারা এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা কোন গণআন্দোলন নয়। এটা নিচক বিএনপি জামাতের ষড়যন্ত্র! ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। উনারা কি এখন মানুষকে বিভাজিত ও বিভ্রান্ত করতে চাচ্ছে?

দিন শেষে তাহলে কে জিততে যাচ্ছে???

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো! অথচ আমরা বোকারা ভাবতাম,এটা ১৯৫২ সালের চিত্র😅
18/07/2024

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো!
অথচ আমরা বোকারা ভাবতাম,
এটা ১৯৫২ সালের চিত্র😅

23/03/2024

Ipswich central

- লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যাতে এদের পাশে দাড়াতে পারি!🙂✨
25/02/2024

- লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যাতে এদের পাশে দাড়াতে পারি!🙂✨

Mashallah
22/02/2024

Mashallah

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacist Israt Jahan Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pharmacist Israt Jahan Mim:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram