
28/08/2025
Copied from Platform :
--------------------------------------
আজকে এনাম মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগে আমরা একটি জরুরী জীবন বাচানো অপারেশন সম্পন্ন হয়েছে।
৩০ বছরের পুরুষ হোটেল বয় তার আরেক কলিগের সাথে কথা কাটাকাটির সময় হঠাট করেই গ্রীল কাবাবের শিক বুকের পেছন দিয়ে ঢুকে যায়। রোগীকে দ্রুত সিটি স্ক্যান করে দেখা গেল রড ফুসফুসের লোয়ার লোব দিয়ে ঢুকে মেরুদণ্ড এর (বডি অফ ভার্টিবার) পর্যন্ত চলে গেছে। আমার থোরাসিক সার্জারী টিম নিয়ে আমি অপারেশন শুরু করি।
আলহামদুলিল্লাহ নিরাপদে লোহার রড সরানো গিয়েছে কোনো বড় ধরনের ক্ষতি ছাড়া। রোগী ভালো আছেন।
সার্জারী টিমের সকলকে ধন্যবাদ
Mashukur Rahman Chisty (Thoracic surgeon)
Asaduzzaman Nur Nahid ( Hepatobilliary Surgeon)
Masud Rana Nehal (Orthopedic)
Tarafder Habibullah (General surgeon)
Ashok Sarker (General surgeon)
Ifran Ahmed (Anesthesiologist)