Dr. Asaduzzaman - MBBS, BCS

Dr. Asaduzzaman - MBBS, BCS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Asaduzzaman - MBBS, BCS, Doctor, Dhaka.

MBBS (Rajshahi Medical College)
BCS (Health)
FCPS (Medicine -F.P)
PGT(Medicine)
MCGP (BGHRI)
---------------------------------------------------------------------------

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ অন্তঃবিভাগ উদ্বোধন করা হয়েছে যা হাসপাতালের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ২৫ শয্যার ও...
03/12/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ অন্তঃবিভাগ উদ্বোধন করা হয়েছে যা হাসপাতালের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ২৫ শয্যার ওয়ার্ডটিতে এখন থেকে মানসিক রোগীরা ভর্তি থেকে চিকিৎসা নিতে পারবেন।

03/12/2025

কাজকর্ম বা মুভমেন্টের সময় কোনো সমস্যা নেই কিন্তু বিশ্রাম নিতে গেলেই বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় সমস্যা শুরু হয় - এর নামই Restless Leg Syndrome

01/12/2025

খিচুনি বন্ধ করার জন্য এভাবে চামড়ার জিনিস নাকে শুঁকানো ঠিক না।
খিচুনির সময় করণীয় :
১) রোগীর চারপাশ থেকে ধারালো জিনিস সরিয়ে ফেলুন।
২) বাম কাত করে শুইয়ে দিন। যেন লালা,বমি শ্বাসনালীতে না যায়।
৩) মাথার নিচে নরম কিছু দিন
৪) কাপড় একটু ঢিলা করে দিন, বিশেষ করে গলার অংশ।
৫) কিছুই মুখে দেবেন না। পানি, ওষুধ, চামচ, আঙুল ইত্যাদি – কিছুই নয়। এতে গুরুতর আঘাত হতে পারে।
৬) খিচুনি থামার পর রোগীকে পাশে কাত করে শোয়ানো অবস্থায় থাকতে দিন।তিনি পুরোপুরি সচেতন হওয়ার আগ পর্যন্ত কাছেই থাকুন।

28/11/2025

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে বাম সাইড প্যারালাইসিস হয়ে গেছে।

27/11/2025

মরিচা ধরা লোহা, পেরেক, কাঁটা ইত্যাদিতে পা/হাতে কাটা বা ফুটো হলে, রোড ট্রাফিক ইনজুরি হলে টিটেনাস (ধনুষ্টংকার) হতে পারে। এছাড়া কুকুরের কামড়েও টিটেনাস হতে পারে।

প্রতিরোধের উপায়ঃ

১.তৎক্ষণাৎ ১০–১৫ মিনিট ধরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন

২. ভেতরের ময়লা, মাটি, ধুলো, কাঁচ, লোহা থাকলে যতটা সম্ভব বের করে ফেলুন

৩. অবহেলা না করে দ্রুততার সহিত ডাক্তারের পরামর্শে টিটেনাস প্রতিরোধের টিকা নিন।

26/11/2025

ছোলামুড়ি-চটপটিসহ ৬ পথখাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু।

24/11/2025

চোখের পাতায় এগুলো থাকলে বুঝবেন আপনি হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।

23/11/2025

উনার দুইটা হাতই আছে কিন্তু কিছুই করতে পারেন না। অথচ সময়মত চিকিৎসা নিলে এই অবস্থা হতো না। #বাতব্যথা

22/11/2025

হাত কাঁপুনির একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে - পারকিনসন ডিজিজ (Parkinson Disease)

গ্রামের অধিকাংশ মানুষ এখনো জানেনা যে আজকে ভূমিকম্প হয়েছে। গ্রামে একটা সুবিধা হচ্ছে চারপাশ পুরো ফাঁকা।  #ভূমিকম্প
21/11/2025

গ্রামের অধিকাংশ মানুষ এখনো জানেনা যে আজকে ভূমিকম্প হয়েছে।
গ্রামে একটা সুবিধা হচ্ছে চারপাশ পুরো ফাঁকা।

#ভূমিকম্প

21/11/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।
আল্লাহ সকলকে হেফাজত করুন আমিন।
(ভিডিও সংগৃহীত)
#ভূমিকম্প

20/11/2025

রোগী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ জীন শয়তানে পুরো শরীরে তাদের চোখের সামনে নাকি এরকম আঁচড় দিয়েছে। রোগী একজন নার্স।
কি মনে হয় এরকমটা হতে পারে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asaduzzaman - MBBS, BCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category