Piles Medical Care

Piles Medical Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Piles Medical Care, Medical and health, Dhaka.

আমাদের মেডিসিন গুলো বাংলাদেশের ১ নং মেডিসিন। আমাদের যেকোনো রোগের মেডিসিনের গায়ে যাবতীয় লাইসেন্স গুলো দাওয়া থাকে, যেমন: বাংলাদেশ সরকার, BSTI & BCSIR কতৃক পরীক্ষিত ও অনুমোদিত..!!

সুস্থতায় সফলতার চাবিকাঠি…‼️
Piles Medical Care

29/12/2024

আপনাদের সুস্বাস্থ্য করতে আমাদের নিয়মিত হেল্থ রিলেটেড আপডেট গুলো ফলো করুন!!

সুস্থতায় সফলতার চাবিকাঠি.. ‼️
Piles Medical Care

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ১০টি খাবার জেনে নিন এখনই..!!স্বাস্থ্য সচেতনতায়,Piles Medical Care                      ...
27/12/2024

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ১০টি খাবার জেনে নিন এখনই..!!

স্বাস্থ্য সচেতনতায়,
Piles Medical Care

#হার্ট

লাইভ  বা জীবন্ত খাবারের বৈশিষ্ট্য কি কি⁉️
26/12/2024

লাইভ বা জীবন্ত খাবারের বৈশিষ্ট্য কি কি⁉️

🔰আসসালামু আলাইকুম🔰🔝আলহামদুলিল্লাহ পেসে\ন্টের হাজার হাজার রিভিউ ও সুস্থতা আমাদের অনুপ্রেরণা জোগায়🤲🏻..!! সততা ও বিশ্বস্ততা...
10/12/2024

🔰আসসালামু আলাইকুম🔰
🔝আলহামদুলিল্লাহ পেসে\ন্টের হাজার হাজার রিভিউ ও সুস্থতা আমাদের অনুপ্রেরণা জোগায়🤲🏻..!!
সততা ও বিশ্বস্ততা সাথে দীর্ঘ ৫ বছর ধরে আমরা আপনাদের সেবায় নিয়োজিত!

🔚 কো\নো-কা\টাছেঁড়া, এসি\ড দিয়ে পু\ড়ানো বা ক\বিরাজি চি\কিৎসা করানো থেকে বিরত থাকুন.!

↪️ পা\য়ুপথের সে\নসিটিভ রোগ থেকে মুক্ত করুন সম্পূর্ণ লন্ডন ফর্মূলায়! যা ১০০% কার্যকর & BSTI, BCSIR ও বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত ও পরীক্ষিত।
🗣️ ডাঃ তাসনীম জারার সাজেশনকৃত একমাত্র মেডিসিন...!
➡️ কো\ষ্ঠকাঠিন্য-ব\দহজম,
➡️ গে\জ-মাংস পি\ন্ডি,
➡️ র\ক্তপাত-পুঁ\জ পড়া,
➡️ ম\লদ্বারের চারপাশে ফুলা,
➡️ তীব্র ব্যা\থা-জ্বা\লাপোড়া,
⬇️যাবতীয় সমস্যা কে স্থায়ীভাবে সমাধান করুন মাত্র ২০-৩০ দিনে। সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত।

🔛আপনার অ\তিষ্ঠ রোগ কে চিরবিদায় করতে " ORDER NOW" বাটনে ক্লিক করুন⬇️⬇️

কেন খাবেন অশ্বগন্ধা?অশ্বগন্ধা এমন একটি ভেষজ যা নানা রোগের ওষুধের কাজ করে। এর ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। অশ্বগন্ধ...
06/12/2024

কেন খাবেন অশ্বগন্ধা?
অশ্বগন্ধা এমন একটি ভেষজ যা নানা রোগের ওষুধের কাজ করে। এর ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। অশ্বগন্ধা মূলত ক্লান্তি, নানা ধরণের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। অশ্বগন্ধার আরেক নাম এডাপ্টোজেন, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

বর্তমানে এটি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারত, পাকিস্তান, স্পেন, আফ্রিকা, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে। প্রাচীনকাল থেকেই এই গাছের ফল, বীজ, পাতা ও শিকড় আয়ুর্বেদিক ওষুধ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

অশ্বগন্ধার উপকারিতা



১. শুক্রাণু তৈরিতে অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। এ গাছের রস শক্তি যোগাতেও সাহায্য করে।


২. অশ্বগন্ধার গুঁড়া খেলে ভালো ঘুম হয়।


৩. এটি সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

৪. চোখের ব্যথা দূর করতে বিশেষ উপকারী এটি।


৫. হজমের সমস্যা থেকে মুক্তি পেতে অশ্বগন্ধা অনেক উপকারী। পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী অশ্বগন্ধার ফল। তবে অশোধিত অশ্বগন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করতে পারে।


৬. অশ্বগন্ধায় অ্যানজাইলটিক উপাদান উপস্থিত থাকে বলে এটি মানসিক চাপকে কমিয়ে ফেলতে সাহায্য করে।


৭. অশ্বগন্ধা শরীরে টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের পরিমান বাড়াতে পারে। প্রাচীনকাল থেকেই ছেলেদের যৌনসমস্যা দূর করতে অশ্বগন্ধা ব্যবহার করা হয়

৮. অশ্বগন্ধায় অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকার ফলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে।


৯. হাইপোথাইরয়েডের অর্থাৎ যাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমান কম থাকে তাদের এই সমস্যা দূর করতে ব্যবহৃত হয় অশ্বগন্ধা। শরীরে থাইরক্সিন হরমোনের পরিমান বাড়ায় এই অশ্বগন্ধা।

১০. আর্থ্রাইটিস এর ব্যথার তীব্রতা কমাতে অশ্বগন্ধার গুঁড়ো খুবই উপযোগী। আয়ুর্বেদ শাস্ত্রে আর্থ্রাইটিস সারাতে অশ্বগন্ধা ব্যবহৃত হয়।

Piles Medical Care
সুস্থতায় সফলতার চাবিকাঠি..!

করলা আমাদের দেশীয় বহুল পরিচিত সবজি। করলা কিছুটা তেতো হলেও অনেকের প্রিয় সবজি। ভর্তা, ভাজি আর তরকারিতে করলার কদর অনেক। মান...
23/11/2024

করলা আমাদের দেশীয় বহুল পরিচিত সবজি। করলা কিছুটা তেতো হলেও অনেকের প্রিয় সবজি। ভর্তা, ভাজি আর তরকারিতে করলার কদর অনেক। মানবস্বাস্থ্যের জন্য এই সবজির উপকারীতাও অপরিসীম।

তাই আমাদের পক্ষ থেকে পরামর্শ রইল, খাদ্যতালিকায় নিয়মিত করলা রাখুন। পুষ্টি কর্মকর্তাগন বলেন, নিয়মিত করলা খেলে রোগবালাই থাকে অনেকটাই দূরে থাকা সম্ভব।

প্রতি ১০০ গ্রাম করলায় আছে ২৮ কিলোক্যালরি, ৯২ দশমিক ২ গ্রাম জলীয় অংশ, ৪ দশমিক ৩ গ্রাম শর্করা, ২ দশমিক ৫ গ্রাম আমিষ, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১ দশমিক ৮ মিলিগ্রাম লোহা ও ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি।

চলুন, জেনে নেওয়া যাক, করলার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা-

★ করলার রসে আছে অনেক গুণ। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দূষণ দূর করে। হজমপ্রক্রিয়ায় গতি বাড়ায়।

★ পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রংকাইটিস ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়।

★ করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল। এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালিতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা।

★ করলা তেতো রস কৃমিনাশক।

★ রক্তশূন্যতায় ভুগছেন - এমন রোগীর উত্তম পথ্য করলা। করলা হিমোগ্লোবিন তৈরি করে শরীরে রক্তের উপাদান বাড়ায়।

★ করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে।

★ ম্যালেরিয়ায় করলা পাতার রস খেলে খুব উপকার মেলে। এছাড়া ম্যালেরিয়ার রোগীকে দিনে তিনটে করলার পাতা ও সাড়ে তিনটি আস্ত গোলমরিচ এক সঙ্গে থেঁতো করে নিয়ম করে ৭ দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে ওঠে।

★ করলা রক্ত পরিষ্কার করে। স্ক্যাভিজের মতো রক্তরোগ প্রতিরোধেও সাহায্য করে।

★ করলায় আছে যথেষ্ট লৌহ, ভিটামিন এ, সি এবং আঁশ। এন্টি অক্সিডেন্ট-ভিটামিন এ এবং সি তারুন্য ধরে রাখতে সহায়তা করে।

★ করলার হজমের জন্য বেশ উপকারী।

★ করলা কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ভূমিকা আছে।

★ করলার রস শক্তিবর্ধক হিসেবেও কাজ করে। এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমে সহায়তা করে।

★ করলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান। ডায়াবেটিসের রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন।

★ করলা অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাকটিভেটেড প্রোটিন কাইনেজ নামক এনজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরের কোষগুলোতে সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি শরীরের কোষের গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়ায় ফলে রক্তের সুগারের মাত্রা কমে।

★ করলায় রয়েছে রোগ প্রতিরোধক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যানসার প্রতিরোধকারী লাইকোপিন।

★ করলার এক চা চামচ করে রস সকাল ও বিকালে খেলে খাবারে রুচি বাড়বে।

আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের রহমতে🤲🏻‼️আপনাদের সুস্থতা & হাজার হাজার রিভিউ আমাদের অনুপ্রেরণা🤲🤲↪মল'দ্বারের জ'টিল ও...
23/11/2024

আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের রহমতে🤲🏻‼️
আপনাদের সুস্থতা & হাজার হাজার রিভিউ আমাদের অনুপ্রেরণা🤲🤲
↪মল'দ্বারের জ'টিল ও ক'ঠিন রো/গ পা'ইল'স এ'না'ল ফি'সার,ফি'স্টু'লা রোগে ভুগছেন তাহলে আর নয় চিন্তা! আমরাই নিয়ে আসছি এলিট পিউর ড্রিংকিং পাউডার মেডি/সিন যেটা সম্পূর্ণ প্রা'কৃতিক ন্যাচেরাল উপাদান দিয়ে তৈরি; এবং সঠিক ট্রিট-মেন্ট দেওয়ার জন্য থাকছে আমাদের বিশে.ষজ্ঞ স্পেশালিষ্ট।

📛এমন যন্ত্র/ণাদায়ক একটি রো/গের বিরুদ্ধে আমরা কোনো প্রকার অপা/রেশন বা কৃত্তিম সা'ইড এফে'ক্ট ছাড়াই সমাধান

⬇স্থায়ী সমাধানের জন্য এখনই অর্ডার করুন↙

প্রতিদিন একটি করে আমলকি খাওয়ার করুন। কারণ আমলকি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। খেতে পারেন আমলকীর আচার কিংবা মোরব্বা...
23/11/2024

প্রতিদিন একটি করে আমলকি খাওয়ার করুন। কারণ আমলকি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। খেতে পারেন আমলকীর আচার কিংবা মোরব্বা। এই ছোট্ট ফলটি আপনাকে দেবে শারীরিক ও মানসিক সুস্থতার নিশ্চয়তা। চলুন জেনে নেই আমলকির বিশেষ কিছু উপকারিতা।

আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনায় আমলকি অনেক উপকারী।

আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।

চোখ ভালো রাখার জন্য উপকারী আমলকি। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।

আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।

আমলকি সর্দি-কাশি, পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলেও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে।

ব্রঙ্কাইটিস ও এ্যাজমার জন্য আমলকির জুস উপকারী। শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশী মজবুত করে।

আমলকি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে। শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে।

আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।

সকালে খালি পেটে আখরোট খেলে কী হয়?আখরোট ফলটিকে অনেকেই চেনেন না। এক ধরনের বাদাম জাতীয় ফল বলতে পারেন একে। বিভিন্ন ড্রাই ফুড...
23/11/2024

সকালে খালি পেটে আখরোট খেলে কী হয়?
আখরোট ফলটিকে অনেকেই চেনেন না। এক ধরনের বাদাম জাতীয় ফল বলতে পারেন একে। বিভিন্ন ড্রাই ফুডের সঙ্গে এই ফল খাওয়ার অভ্যাস আছে অনেকের। কেউ কেউ আবার সকালে খালি পেটে এটি খেয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন, সকালে খালি পেটে আখরোট খেলে শরীরের কী কী পরিবর্তন ঘটে?

আখরোট ফলটি দেখতে মূলত গোলাকার। এর ভেতরে থাকে একটি বীজ। সেটিই মূলত খাওয়ার উপযুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে আপনি এই ফলটি থেকে পাবেন প্রোটিন, স্নেহ পদার্থ, ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, অ্যান্টি অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।


বিভিন্ন ধরনের মিষ্টি সালাদে আখরোট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেশ-বিদেশের নামিদামি খাবারেও এর ব্যবহার রয়েছে। এটি খাবারে স্বাদকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে।

তবে শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয়, স্বাস্থ্যের যত্ন নিতেও বেশ উপকারী এই আখরোট। এতে থাকা পুষ্টিগুণ শরীরকে নানাধরনের রোগের সঙ্গে লড়াই করার জন্য সক্ষম করে তোলে।

কিন্তু সকালে খালি পেটে আখরোট খাওয়াটা কি ঠিক? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়। তারা হয়তো জানেন না, আখরোটের পুষ্টিগুণ সম্পর্কে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, সকালে খালিপেটে নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস ক্যানসার, হার্টের অসুখ, স্নায়ুগত সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণসহ নানা রোগের ওষুধ হিসেবে কাজ করে।

তাদের দীর্ঘদিনের গবেষণাটি জার্নাল অব নিউট্রিশনে সম্প্রতি প্রকাশ পেয়েছে। যাতে গবেষকরা দাবি করেছে, আখরোট একই সঙ্গে হৃদযন্ত্র এবং মস্তিষ্ক উভয়েরই সুরক্ষা নিশ্চিত করতে পারে। তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগের হাত থেকে বাঁচতে ডায়েটে এ খাবারটিকে রাখতে পারেন।

এছাড়া আখরোটে থাকা ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই'র মতো উপাদানগুলো ত্বক ও চুলের যত্নে দারুণ কার্যকরী। যাদের ঘুম হয় না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে এ সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। হাড় ও দাঁতের যত্নেও দারুণ কাজ করে এ আখরোট।

পুষ্টিবিদরা বলছে, সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে এবং হজম শক্তি বাড়াতে আখরোটকে পানিতে ভিজিয়ে সকালে খাওয়া ভালো। তবে পানির পরিবর্তে দুধ কিংবা মধুর সঙ্গেও সকালে আখরোট খাওয়া যেতে পারে।

একজন পূর্ণ বয়স্ক মানুষের নিয়মিত ৫টি আখরোট খাওয়াকেই যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রতিদিন ৫ টির বেশি আখরোট খাবেন না। কারণ দিনে ৫টির বেশি আখরোট খাওয়ার অভ্যাস শরীরে উপকারী নয়, বরং ক্ষতিকর বলেই অভিমত দিয়েছেন চিকিৎসকরা।

Medical Care

ঔষধি গুণ সম্পন্ন কালোজিরার রয়েছে দারুণ সব উপকারিতা। বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে পারে কালোজিরা ও এর তেল। এতে থাকা থাইমো...
23/11/2024

ঔষধি গুণ সম্পন্ন কালোজিরার রয়েছে দারুণ সব উপকারিতা। বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে পারে কালোজিরা ও এর তেল। এতে থাকা থাইমোকুইনন, নাইজেলেডিন ও আলফা-হেডেরিন নামের বায়োঅ্যাক্টিভ যৌগগুলো আমাদের সুস্থতায় ভূমিকা রাখে। উপকারী কালোজিরাতে রয়েছে ভিটামিন, প্রোটিন, ফাইবার, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট।

জেনে নিন কালোজিরার উপকারিতা সম্পর্কে:

কালোজিরায় থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, কালোজিরা খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে।
ক্যানসারের ঝুঁকি কমায় কালোজিরা।
বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে কালোজিরা।
কালোজিরায় থাকা সক্রিয় উপাদানগুলো প্রদাহ কমাতে সাহায্য করে।
নিয়মিত কালোজিরা খেলে ভালো থাকবে লিভার।
রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে কালোজিরা।
কালোজিরাতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। নাক বন্ধ হয়ে যাওয়ার অস্বস্তি দূর করতে পারে এটি। আবার কালোজিরার তেল ইনহেলেশন অ্যালার্জির ক্ষেত্রেও কাজে দেয়।
কালোজিরায় থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় শক্ত করতে ও রক্তে হিমোগ্লোবিন ঠিক রাখতে সাহায্য করে।
এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ কালোজিরার তেল মিশিয়ে খেলে সর্দি-কাশি থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া তুলসী পাতার রসের সঙ্গে মধু ও কালোজিরা মিশিয়ে খেলে গলা ব্যথা,জ্বর, সর্দি, কাশি কমে যায়।

কিভাবে দ্রুত ওজন কমাবেন..⁉️
23/11/2024

কিভাবে দ্রুত ওজন কমাবেন..⁉️

🔰আসসালামু আলাইকুম🔰🌿কো\নো কাটা\ছেঁড়া বা অপা\রেশন ছাড়াই মলদ্বা\রের জটিল স\মস্যা থেকে মুক্তি নিন, 🗓️মাত্র ১৫-২০ দিনে। সম্পূ...
04/11/2024

🔰আসসালামু আলাইকুম🔰
🌿কো\নো কাটা\ছেঁড়া বা অপা\রেশন ছাড়াই মলদ্বা\রের জটিল স\মস্যা থেকে মুক্তি নিন, 🗓️মাত্র ১৫-২০ দিনে। সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত & BSTI, BCSIR ও বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত ও পরীক্ষিত..!!

📩অ\ভিজ্ঞতা চি\কিৎসকের পরা\মর্শ নিতে এখন "SEND MESSAGE" অপশনে ক্লিক করে..!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Piles Medical Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share