The Clinician

The Clinician Be a great clinician with The Clinician…
(225)

আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের   Target: January’ 26আগামীকাল ওরিয়েন্টেশনপ্রতিদিন ৮-১০ ঘণ্টা পড়তে পারলে রিস্ক নিতে পার...
19/09/2025

আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের


Target: January’ 26
আগামীকাল ওরিয়েন্টেশন

প্রতিদিন ৮-১০ ঘণ্টা পড়তে পারলে রিস্ক নিতে পারেন
জানুয়ারিতে ইনশাআল্লাহ ।

19/09/2025

The Clinician’s Clinical Clash
Motto:Crown your case

🔔 Attention The Clinician Family!

একবার ভাবুন তো—

আপনি যদি নিজ হাতে গড়া টিম নিয়ে নামতে পারতেন এক মেডিকেল ব্যাটলফিল্ডে, কেমন হতো?

এবার আর তরবারি বা কামান নয়,লড়াই হবে জ্ঞানের অস্ত্রে!

🏆 মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার লড়াই হবে জ্ঞানের মঞ্চে The Clinician-এর নতুন Clash Arena তে!

👉 প্রস্তুত হোন, কারণ এ লড়াইয়ে জয়ী হবে স্মার্টেস্ট ক্লিনিশিয়ানরা!

আনন্দের সাথে প্রতিদ্বন্দ্বিতা,জ্ঞান অর্জন এবং একই সাথে ট্রফির জন্য লড়াই আর টান টান উত্তেজনা দরকার?

তাহলে আপনার স্পোর্টস ফিভার আর শিখার স্পিরিট নিয়ে এবার চলে আসুন আপনার নিজের মাঠে—মেডিকেলের মঞ্চে!

📣 Introducing: The Clinician Clinical Clash 🧠
more details & sample post in comment section..

Review😇 # 5Minutes_Survival_In_Medicine_Viva
16/09/2025

Review😇
# 5Minutes_Survival_In_Medicine_Viva

বন্ধুকে বলেছিলাম, ক্লাস গুলো ২বার করে দেখ, ডেভিডসন পানি হয়ে যাবে ইন শা আল্লাহ গতবার শুভ যখন ইন্টার্নি শেষ করেই এফসিপিএস ...
16/09/2025

বন্ধুকে বলেছিলাম,
ক্লাস গুলো ২বার করে দেখ, ডেভিডসন পানি হয়ে যাবে ইন শা আল্লাহ

গতবার শুভ যখন ইন্টার্নি শেষ করেই এফসিপিএস এ চান্স পেলো

ও বললো: ভাই, আমি ডেভিডসন খুলে দেখিনি
ক্লাস দেখেছি আর প্রশ্ন সলভ করেছি ।

শেষে রিভিশন ও দিছি ক্লাস ২ গুন স্পিডে।

যারা বলেন, আগে কখনও ডেভিডসন পড়িনি,
আমি কি পারবো??

তাদের কে বলবো
ওয়েবসাইটে গিয়ে Respiratory Concept ক্লাস টা করেন (ফ্রি)

Course details:
https://theclinician.org/en/course/fcps-medicine

14/09/2025

Endocrine এর কিছু নিয়ম নীতি আছে।

নিয়ম নীতি বুঝলে Total Endocrinology বুঝা সহজ হয়ে যায়।

FCPS Surgery, Obs Gynae, Residency, Diploma দের জন্য Physiology পড়াচ্ছিলাম...

🌟 Clinician – DCR Intern Summit 2025 🌟“ইন্টার্নশিপ হবে স্বপ্ন পূরণের টার্নিং পয়েন্ট”বাংলাদেশের চিকিৎসা জগতে সবচেয়ে বড় পর...
14/09/2025

🌟 Clinician – DCR Intern Summit 2025 🌟
“ইন্টার্নশিপ হবে স্বপ্ন পূরণের টার্নিং পয়েন্ট”

বাংলাদেশের চিকিৎসা জগতে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে তরুণ প্রজন্মের ডাক্তাররা।
কিন্তু প্রশ্ন হলো—
👉 ইন্টার্নশিপের সময়টা কীভাবে সবচেয়ে বেশি কাজে লাগানো যায়?
👉 পোস্ট-গ্র্যাজুয়েশন বা স্পেশালাইজেশনের জন্য কোন পথটা সঠিক?
👉 ক্যারিয়ার প্ল্যানিং শুরু করবেন কোথা থেকে?

এই সব প্রশ্নের উত্তর মিলবে এক ছাদের নিচে—
✨ Clinician – DCR Intern Summit 2025 ✨
এখানে থাকছে—
✔️ দেশের সেরা ডাক্তারদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা
✔️ ক্যারিয়ার ও স্পেশালাইজেশনের সঠিক রোডম্যাপ
✔️ ইন্টার্নশিপকে Meaningful করার টিপস
✔️ এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সুযোগ

আমরা চাই—আর কোনো রোগী শুধু ডাক্তার দেখানোর জন্য বিদেশগামী বিমানে না উঠুক।
তাই আজকের ইন্টার্নরাই আগামী দিনের গেমচেঞ্জার।
📅 তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৫
🕑 সময়: বিকেল ২:৩০ – ৬:০০ টা
📍 ভেন্যু: কনফারেন্স হল, সুপারস্পেশালটি হাসপাতাল, বিএমইউ
Bangladesh Medical University (PG Hospital)

✨এই ইন্টার্ন সামিট এর মূল লক্ষ্য হচ্ছে, একজন চিকিৎসক যেন সূচনালগ্ন থেকেই তার সামনের পাহাড় সমান পথকে সুগম করবার জন্য একটা সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে পারে।

👉 তুমি যদি ইন্টার্ন হও, তবে এই ইভেন্ট মিস করা মানেই তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করা!

✨ সম্মানী রেজিস্ট্রেশন ফি (১০০ টাকা)।

Comment 'Interested', Registration link will be sent inbox..

আলহামদুলিল্লাহ FCPS Preparation ইন্টার্নশিপে কোর্সের Orientation ক্লাস নিলাম .৬০ জনের ওপর ফেসবুক লাইভে ছিলেন ২ ঘণ্টায় অ...
13/09/2025

আলহামদুলিল্লাহ

FCPS Preparation ইন্টার্নশিপে কোর্সের
Orientation ক্লাস নিলাম .

৬০ জনের ওপর ফেসবুক লাইভে ছিলেন
২ ঘণ্টায় অনেক প্রশ্নের উত্তর দিলাম ♥️

FCPS নিয়ে ভয় আর থাকবে না ইন শা আল্লাহ
লাইভ শেষে ভিউ ২১০০ প্লাস ….

অনেকে কোর্স জয়েনিং এর জন্য মেসেজ দিচ্ছেন

কোর্স লিঙ্ক কমেন্টে দিলাম
ওয়েবসাইটে অটো পেমেন্ট করে এড হয়ে যেতে পারবেন, ইন শা আল্লাহ

13/09/2025

#ইন্টার্নশিপে

কেন Internship থেকে FCPS Preparation শুরু করবেন?
Internship হলো আপনার medical career-এর সবচেয়ে golden সময়।

এই সময়ে clinical practice-এর পাশাপাশি theoretical knowledge এখনও fresh থাকে। তাই যদি এই সময়টা কাজে লাগান, তবে FCPS preparation হবে আরও সহজ এবং কার্যকর।

কিছু কথা:
, → Internship থেকেই শুরু করলে এক বছরের মধ্যে পুরো syllabus কভার করা সম্ভব।

→ অল্প অল্প করে পড়া হলেও নিয়মিত থাকলে বড় achievement আসবে।

→ Internship-এ যেসব case দেখছেন, সেগুলো পড়ার সাথে মিলিয়ে নিলে মনে অনেক ভালোভাবে গেঁথে যাবে।

→ Internship শেষে exam-এর জন্য আলাদা করে এক বছর sacrifice করতে হবে না।

→ Internship শেষে exam-এর মুখোমুখি হওয়ার মতো আত্মবিশ্বাস তৈরি হবে।

মনে রাখবেন — "Success doesn’t come from what you do occasionally, it comes from what you do consistently."

কেন The Clinician কে বেঁছে নিবেনঃ
- আমরা Conception based পড়াই, প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। এতে পড়া অনেক দিন পর্যন্ত মনে রাখা যায়, সহজে মুখুস্ত করা যায়। আর কিছু টপিক তো মুখুস্ত করতে হবে।
- আমাদের কোর্সে একবার ভর্তি হলে চান্স না পাওয়া পর্যন্ত আপনি ভিডিও এক্সেস পাবেন, ইন শা আল্লাহ
- কোর্স ফি কম রাখা হইছে, যাতে সবাই এফোর্ড করতে পারে।
সাথে Exam, Practice, Revision ক্লাসের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে আরো গোছানো, আরো মজবুত।

বিস্তারিত প্রথম কমেন্টে

Just a reminder!!!শুরু হচ্ছে এখুনি
13/09/2025

Just a reminder!!!

শুরু হচ্ছে এখুনি

FCPS Preparation During Internship কোর্সটি শুরু হচ্ছে আগামীকাল Orientation ক্লাস এর মাধ্যমে … ♥️ক্লাস টি শুরু হবে আগামীক...
10/09/2025

FCPS Preparation During Internship কোর্সটি শুরু হচ্ছে আগামীকাল Orientation ক্লাস এর মাধ্যমে … ♥️

ক্লাস টি শুরু হবে আগামীকাল রাত ১০ টায়
সকল ইন্টার্ন ও ফাইনাল প্রফ রিজাল্ট প্রত্যাশী সবার জন্য ক্লাসটি ওপেন থাকবে, ইন শা আল্লাহ

আর নয় ইন্টার্নশিপ শেষ করে প্রস্তুতি বা ৬ মাসের প্রস্তুতি।
ইন্টার্নশিপ থেকেই প্রস্তুতি নেন ♥️

সাথে যতদিন না হবে পাশ, ততদিন থাকবে রেকর্ড ক্লাস ।

The Clinician’s Clinical ClashMotto:Crown your case 🔔 Attention The Clinician Family!একবার ভাবুন তো—আপনি যদি নিজ হাতে গড়...
05/09/2025

The Clinician’s Clinical Clash

Motto:Crown your case

🔔 Attention The Clinician Family!

একবার ভাবুন তো—

আপনি যদি নিজ হাতে গড়া টিম নিয়ে নামতে পারতেন এক মেডিকেল ব্যাটলফিল্ডে, কেমন হতো?

এবার আর তরবারি বা কামান নয়,লড়াই হবে জ্ঞানের অস্ত্রে!

🏆 মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার লড়াই হবে জ্ঞানের মঞ্চে The Clinician-এর নতুন Clash Arena তে!

👉 প্রস্তুত হোন, কারণ এ লড়াইয়ে জয়ী হবে স্মার্টেস্ট ক্লিনিশিয়ানরা!

আনন্দের সাথে প্রতিদ্বন্দ্বিতা,জ্ঞান অর্জন এবং একই সাথে ট্রফির জন্য লড়াই আর টান টান উত্তেজনা দরকার?

তাহলে আপনার স্পোর্টস ফিভার আর শিখার স্পিরিট নিয়ে এবার চলে আসুন আপনার নিজের মাঠে—মেডিকেলের মঞ্চে!

📣 Introducing: The Clinician Clinical Clash 🧠

এবার বলের বদলে খেলবে ডিজিজ, গোলের বদলে হবে জ্ঞান বিস্ফোরণ!

নিজের জানা সেরা ৩টি ইন্টারেস্টিং/রেয়ার কেস নিয়ে বানান একটা শক্তিশালী টিম,

আর নেমে পড়ুন Clash-এর ময়দানে!

বিস্তারিত:

The Clinician Clinical Clash - এটা আসলে কী?

এটা মূলত একটি আকর্ষণীয় মেডিকেল প্রতিযোগিতা, যেখানে আপনাকে গঠন করতে হবে ৩টি ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে একটি দল। প্রতিটি দলই একটা ইউনিক কনসেপ্ট বহন করবে।

জয়ী দলগুলো পাবেন The Clinician এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, এবং পরিচিতি পাবে The Clinician Family-র পক্ষ থেকে!

🏆 Champion

🥈 Runner-up

🥉 Third Place — তিন দলই সম্মাননা পাবে!

★ কোন ধরনের ডিজিজ নিয়ে টিম গঠন করবো?

• যে কোনো ধরনের রোগ যেগুলোকে আপনার কাছে মনে হবে দর্শকের কাছে আকর্ষণীয় হতে পারে।

•অথবা এমন কোন ডিজিজ যেটা সবাই জানে, কিন্তু আপনি সেটাকে তুলে ধরেছেন একদম ইউনিক স্টাইলে।এমন ইনফরমেশন দিয়ে সাজালেন যেটা অনেকের কাছে হয়ত নতুন।

•এক কথায়, এমন কিছু যেটা আপনার পোস্টের পাঠকদের আগ্রহী করে তুলবে।

★ টিম বানাবো কীভাবে?

• যেকোনো তিনটি ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে একটি দল বানাতে হবে।

• দলের একটি ইউনিক নাম দিতে হবে, যা মেডিকেল রিলেটেড হবে।

• দল হতে পারে একক বা দুই মালিকের—আপনি একাই থাকতে পারেন, অথবা বন্ধুকে নিয়ে বানাতে পারেন টিম।

★ টিমের মালিক কে হবেন?

দলের মালিক একজন বা দুইজনও হতে পারেন। শুধু আপনি অথবা আপনার বন্ধু কিংবা দুইজন মিলেও মালিক হতে পারেন।

★ আপনার দলের তিনটা ডিজিজ নিয়ে কি কি লিখবেন?

আপনি আপনার পোস্টে ৩ টা ইন্টারেস্টিং ডিজিজের নাম লিখবেন,সেখানে ৩ টা ডিজিজের যাস্ট সারমর্ম লেখার চেষ্টা করবেন। বা ডিজিজটা কি সেটা শুধু বুঝিয়ে লেখার চেষ্টা করবেন।ডিজিজের ইন্টারেস্টিং ইনফো গুলো লিখবেন।প্যাথলজি /মেকানিজম/প্যাথোফিজিওলজি এসব ডিটেইলস লিখতে হবে না। একটা ডিজিজ নিয়ে আপনি ১০০ শব্দের একটা বায়ো লিখবেন।এর চেয়ে বড় লেখা লিখতে পারবেন না।আপনি যতটুকু ইনফো দিয়ে লিখলে পাঠক আপনার লেখা পড়ার আগ্রহ পাবে ততটুকু লিখনীর জাদু ব্যবহার করে লেখবেন। তবে প্রতি ডিজিজে ১০০ শব্দের বেশি লিখবেন না।বেশি লিখা হলে পাঠক আগ্রহ হারাতে পারেন।

★ তিনটা ডিজিজ একই পোস্টে হবে?

হ্যাঁ অবশ্যই।যেহেতু এটা একটা টিম। সেহেতু তিনটা ডিজিজ একটা পোস্টেই করতে হবে।

★ পোস্টের ফরম্যাট কেমন হবে?

পোস্ট করার সময় নিচের মত একটি ফরম্যাট মেইনটেইন করতে হবে।

হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।এরপর দলের নাম দিবেন।দলের নামের আগেও হ্যাশট্যাগ ব্যবহার করবেন।এরপর দলের মালিকের নাম।এরপর আপনার টিমের তিনটা ডিজিজের নাম পরপর হ্যাশট্যাগ দিয়ে লিখবেন।

নিম্নে নমুনাদলের একটি পোস্ট দেয়া হলো:



দলের নামঃ

দলের মালিকঃ Dr. Neuron (আপনার নাম)

: [এখানে এই ডিজিজ রিলেটেড যা জানেন এবং ইন্টারেস্টিং তথ্য ১০০ শব্দের মধ্যে লিখবেন]

: [এখানে এই ডিজিজ রিলেটেড যা জানেন এবং ইন্টারেস্টিং তথ্য ১০০ শব্দের মধ্যে লিখবেন]

's Disease: [এখানে এই ডিজিজ রিলেটেড যা জানেন এবং ইন্টারেস্টিং তথ্য ১০০ শব্দের মধ্যে লিখবেন]



ব্যাস।আপনার কাজ শেষ।এটুকু লিখেই পোস্ট করে দিন।

★প্রতিযোগিতাটি কিভাবে চলবে এবং কিভাবে সিলেকশন করা হবে কাঙ্ক্ষিত উইনার?

আমাদের এই প্রতিযোগিতাটি দুইটি পর্বে চলবে।

১.বাছাই পর্ব

২.নক আউট পর্ব।

বাছাই পর্ব সম্পুর্ন রিয়েক্টের ভিত্তিতে। বেশি রিয়েক্টধারীদের থেকে আমরা ১৬ টি টিম বেছে নিব। এরপর এই ১৬ দলের মধ্যে নক আউট পর্ব অনুষ্ঠিত হবে।যা হবে ভোটের মাধ্যমে।এক্ষেত্রে বাছাই পর্বের পর ড্র এর মাধ্যমে Pair সিলেক্ট করা হবে।প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচে দুই দলের জন্য দুইটা রিয়েক্ট সিলেক্ট করা হবে। সেখান থেকে দর্শকের ভোটে ম্যাচ উইনার সিলেক্ট করবেন।

★ একই ডিজিজের নাম যদি দুইটা টিমে থাকে?

না, থাকা যাবে না। যিনি আগে পোস্ট করছে তার ডিজিজের নাম অন্য কোন টিম পরবর্তীতে আর রাখতে পারবে না। যদি অভিযোগ আসে, চোখে পড়ে এবং প্রমাণ দেখানো হয় তাহলে যে টিমের সাথে যে ডিজিজ মিলে গেছে সেটি বাদ দিয়ে অন্য ডিজিজ দিতে হবে। অর্থাৎ কোনমতেই ডিজিজ মিলা যাবে না।এক্ষেত্রে যিনি আগে পোস্ট করবেন তিনি অগ্রাধিকার পাবেন।

★ প্রতিযোগিতা কখন শুরু?



৫ই সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু বলে গণ্য হবে। সহজে বললে, আপনি এই পোস্ট পড়ার পর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

★ প্রতিযোগিতা কতদিন চলবে, সময়সীমা?

আপনি বাছাই পর্বের আগের দিন পর্যন্ত পোস্ট করতে পারবেন। তবে যত আগে পোস্ট করবেন, তত আপনার লাভ। যেহেতু সর্বোচ্চ রিয়েক্ট প্রাপ্ত বেস্ট ১৬ টি টিমকে সিলেক্ট করা হবে। বাছাই পর্ব শুরু হবে ১৪ ই সেপ্টেম্বর সুতরাং আপনি ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট করতে পারবেন। এরপর ড্র এর মাধ্যমে পেয়ার সিলেক্ট করে নক আউট ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৬ই সেপ্টেম্বর থেকে নক আউট ম্যাচ শুরু হবে।

★ পোস্ট কি বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে?

আপনার যেটা ইচ্ছে লিখতে পারেন। মিক্সড, ইংলিশ, বাংলা যেটা মন চায়। তবে, বাংলায় লিখলে সবার বুঝতে বেশি সুবিধা হবে।

তাহলে আর দেরি কিসের?আপনার পড়া সেরা ডিজিজ গুলো নিয়ে টিম গঠন করে আপনিও হয়ে যেতে পারেন আমাদের প্রতিযোগিতার চ্যাম্পিয়নস। সেই সাথে আপনার জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন এবং জিতে নিন এবারে The Clinician এর পক্ষ থেকে সবচেয়ে চমকপ্রদ পুরষ্কার।তাহলে,চ্যাম্পিয়নস লীগ টাইটেল এবার আপনারই? 😉

শুভ কামনা আপনার এবং আপনার টিমের জন্য।

Shajnin Kona
Central Event Secretary
The Clinician

আলহামদুলিল্লাহ ♥️আমাদের FCPS P-1 (Medicine) কোর্সের পার্টিসিপেন্ট ৮০০ ক্রস করেছে!!!
30/08/2025

আলহামদুলিল্লাহ ♥️

আমাদের FCPS P-1 (Medicine) কোর্সের পার্টিসিপেন্ট ৮০০ ক্রস করেছে!!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Clinician posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Clinician:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram