Oliullah Farabi

Oliullah Farabi সর্বদা সত্য নিয়ে পথ চলা।

15/04/2025

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যত বাণীতে ফি/লি/স্তিন নিয়ে কি বলা আছে এবং ই/হু/দি জাতির পরাজয় কখন হবে এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা।






video credit - https://pixabay.com/
music credit - https://pixabay.com/

13/04/2025

Beautiful Recitation Sura An-Naba M***i salman bin hussain

এই সূরায় জান্নাত-জান্নাম, কিয়ামত দিবস, জান্নাতে বসবাসকারীদের নেয়ামতরাজি ও জাহান্নামে বসবাসীদের শান্তি কেমন হবে- এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।
একইসঙ্গে এই সূরার শুরুর দিকে মানুষকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে দান করা এমন কিছু নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে, যা একজন সুস্থ-স্বাভাবিক মানুষ প্রতিনিয়ত গ্রহণ করে থাকে।

video footage credit - https://pixabay.com/





12/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফ'ত প্রতিষ্ঠা করবে।
"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী!
রাসূলুল্লাহ (সা.) ও বলেছেন: যখন তুমি খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সৈন্য আসতে দেখবে, তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে। কেননা তার মাঝে আল্লাহর খলীফাহ্ মাহদী থাকবেন। (আহমাদ ও বায়হাক্বী’র “দালায়িলুন্ নুবুওয়্যাহ্”)
সহীহ হাদীছের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে, আখেরী যামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমণ করে এই উম্মাতের নের্তৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন। ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়'তের মাধ্যমে বিচার-ফয়সালা করবেন। পৃথিবী হতে জু'লুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মাদী তাঁর আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাছীর (রঃ) বলেনঃ তখন ফল-ফলাদীতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে।

#খোরাসান #জেরুজালেম #কালো_পতাকা

11/04/2025

Complete Ruqyah for Protection from Black Magic, Sihr, Jinn Powerful Recitation

যাদুর ক্ষেত্রে সাধারণ লক্ষণগুলো এরকম বলা যায়-

১. শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা
২. কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া
৩. পুরো শরীর নিশ্চল হয়ে যাওয়া
৪. মাঝেমধ্যেই শরীর ঝাঁকুনি বা খিঁচুনি দিয়ে বেহুঁশ হয়ে যাওয়া।
৫. কোনো ইন্দ্রিয়শক্তি নষ্ট হয়ে যাওয়া (যেমন: স্বাদ বা গন্ধ না বুঝতে পাওয়া, শুনতে না পারা)
৬. মানসিক অশান্তিতে থাকা, বিশেষত বিকেল থেকে মধ্যরাত
৭. বেশিবেশি মতিভ্রম হওয়া
৮. শর্ট টাইম মেমোরি লস
৯. ঘুমের মাঝে অস্থিরতা, ঠিকভাবে ঘুমাতে না পারা
১০. মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা
১১. ভয়ংকর সব স্বপ্ন দেখা

এতক্ষণে একটা বড় প্রশ্ন আপনার মনে উঁকি দেয়ার কথা, ‘প্যারালাইসিস, পোলিও, এপিলেপ্সি কিংবা অন্যান্য অসুখ-বিসুখের কারণেও তো এসব হয়, তাহলে কেউ যাদু করেছে না অসুখের কারণে হয়েছে তা বুঝার উপায় কী?’
হুম, যৌক্তিক প্রশ্ন বটে! যাদুটোনা বা জ্বিনের সমস্যার কারণে সমস্যা হলে সাধারণত ডাক্তারের চিকিৎসায় ফায়দা হয়না। ল্যাব টেস্ট, এক্স-রে, সিটি স্ক্যানে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, রুকইয়া করে দেখতে হবে। যদি কোরআনের আয়াত কিংবা দোয়া পড়ার সময় ইফেক্ট দেখা যায়, যেমন- শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে, অজ্ঞান হয়ে যায়, মাথাব্যথা পেটব্যথা শুরু হয় তবে বুঝা যাবে যাদু করেছে কেউ। আর এরকম কিছু না হলে বুঝতে হবে যাদুটাদু নাই, তখন ডাক্তারের চিকিৎসা করাতে হবে।

যাদু আক্রান্ত হলে বোঝার উপায়ঃ

ভালোভাবে পাক-পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ পড়ুন। এরপর দু’হাত তুলে আল্লাহর কাছে আপনার সমস্যা থেকে ‘পরিত্রাণের’ জন্য এবং সুস্থতার জন্য দু’আ করে ইস্তিগফার, দরুদ শরিফ পড়ে শুনা শুরু করুন।
রুকইয়ার আয়াতগুলো যাদু আক্রান্ত ব্যক্তি শুনলে যাদুগ্রস্তের অস্বাভাবিক অনুভূতি হয়।
আপনার যদি জাদুর সমস্যা থাকে তাহলে কিছু ইফেক্ট হতে পারে। যেমন: পেটব্যাথা বা মাথাব্যথা করতে পারে। কিছু খাইয়ে যাদু করলে পেটব্যথা করবে, বমি বমি লাগতে পারে, হাত-পা-পিঠ ব্যথা করতে পারে, শরীর অবশ হয়ে আসতে পারে, প্রচণ্ড রাগ বা বিরক্ত লাগতে পারে ইত্যাদি। এরকম কিছু হলে বুঝে নিবেন সমস্যা আছে।



10/04/2025

আমরা দেখি ধ্বংস, রক্ত, মৃত্যু…
আল্লাহ দেখেন শহীদ, জান্নাত, উম্মাহর জাগরণ।
March fo G

10/04/2025

এই গল্প আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে !
ইমাম মালেক বিন দিনার রহ:
আল্লাহ আমাদে সঠিক বুঝ দান করুক ।



09/04/2025

যাদের আমালনামা ডান হাতে হবে তাদের জন্য জান্নাতে যা যা থাকছে, আল্লাহ্ সুবহানাহু তায়ালা এই আয়াত গুলোতে জান্নাতিদের পুরুষ্কার উল্লেখ করেছেন।
কল্পনা করুন নিজেকে এই সিচুয়েসনে নিয়ে যান কেমন হবে 😍

Oliullah farabi





07/04/2025

Heart touching Taraweeh tilawat || তারাবির তিলাওয়াত || 2025 Oliullah farabi


#তারাবি

05/04/2025

কলিজা কাপিয়ে দেয় এমন কিছু আয়াতের অর্থ এই কঠিন মুহুর্ত গুলোতে নিজেকে নিয়ে কল্পনা করে একবার ভাবুনতো কেমন হবে আমাদের অবস্থা ।

কুরআনের প্রতিটি আয়াত আমাদের জীবনের পথপ্রদর্শক, আমাদের
অন্তরকে আলোকিত করে।

তেলাওয়াত: Oliullah farabi

Address

Gazipur
Gazipura

Alerts

Be the first to know and let us send you an email when Oliullah Farabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share