Dr.Mohammad Abubakar Siddique suman

Dr.Mohammad Abubakar Siddique suman FCPS, MS, FICS (USA)
Bringing you inside the OR with real ENT surgery insights & practical tips for ear and nose health.

Your guide to better hearing & breathing.

আমি একজন ইএনটি বিশেষজ্ঞ এবং প্রধানত নাক, কান ও গলার বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করে থাকি। এছাড়াও, এই বিষয়ে বিস্তারিত জানতে...
01/07/2025

আমি একজন ইএনটি বিশেষজ্ঞ এবং প্রধানত নাক, কান ও গলার বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করে থাকি। এছাড়াও, এই বিষয়ে বিস্তারিত জানতে বা সঠিক দিকনির্দেশনার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

#ইএনটিবিশেষজ্ঞ

#নাককানগলা

#ডাঃসুমন

#অস্ত্রোপচার

#কানব্যথা

#নাকসমস্যা

#গলাব্যথা

#স্বাস্থ্যসেবক

#বিশেষজ্ঞচিকিৎসক

24/06/2025

আপনার কি সবসময় নাক বন্ধ থাকে? 👃 আর কোনো কিছুর গন্ধ ঠিকমতো পান না? তাহলে এর কারণ হতে পারে নাকের পলিপ! এই ভিডিওতে আমরা জানাবো নাকের পলিপ কী এবং কীভাবে এর সফল চিকিৎসার মাধ্যমে আমাদের একজন রোগী আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পেরেছেন।

#নাকেরপলিপ

সাবম্যান্ডিবুলার গ্রন্থির পাথরসাবম্যান্ডিবুলার গ্রন্থির পাথরকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সালাইথিয়াসিস বা সাবম্যান...
01/05/2025

সাবম্যান্ডিবুলার গ্রন্থির পাথর

সাবম্যান্ডিবুলার গ্রন্থির পাথরকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সালাইথিয়াসিস বা সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড স্টোন। এটি এক ধরনের কঠিন পদার্থ, যা লালা গ্রন্থির (সাধারণত সাবম্যান্ডিবুলার গ্রন্থি) নালীতে তৈরি হয়। এর ফলে লালার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং ব্যথা, ফোলাভাব, বিশেষ করে খাওয়ার সময় অস্বস্তি হতে পারে।

লক্ষণসমূহ:

খাওয়ার সময় বা খাওয়ার পরে হঠাৎ ফোলাভাব ও ব্যথা

গ্ল্যান্ডের কাছে স্পর্শে ব্যথা

লালা নিঃসরণে বাধা

কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণজনিত পুঁজ

কারণসমূহ:

লালায় উচ্চ ক্যালসিয়াম ঘনত্ব

পানিশূন্যতা বা পর্যাপ্ত পানি না খাওয়া

দীর্ঘ সময় লালা থেমে থাকা (যেমন ঘুমের সময়)

লালার নালীর সরু বা বাঁকানো গঠন

চিকিৎসা:

কনজারভেটিভ পদ্ধতি (প্রাথমিক স্তরে):

প্রচুর পানি পান করা

টকজাতীয় খাবার (যেমন লেবু বা অন্য সাইট্রাস ফল) খাওয়া যাতে লালার প্রবাহ বাড়ে

আক্রান্ত অংশে হালকা ম্যাসাজ ও উষ্ণ সেঁক

ব্যথা ও সংক্রমণ হলে পেইনকিলার ও অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে

মিনিমালি ইনভেসিভ পদ্ধতি:

সায়ালেন্ডোস্কোপি: এক ধরনের ছোট ক্যামেরা ও যন্ত্রের মাধ্যমে ডাক্ট থেকে পাথর সরানো হয়

ডাক্ট ইন্সিশন: মুখগহ্বরে ডাক্ট কেটে পাথর বের করা হয় (ছোট পাথরের ক্ষেত্রে)

সার্জিকাল চিকিৎসা:

পাথর বড় বা বহুবার সমস্যা হলে সাবম্যান্ডিবুলার গ্রন্থি সম্পূর্ণ অপসারণ করতে হতে পারে

প্রতিরোধের উপায়:

প্রচুর পানি পান করা

মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা

দীর্ঘ সময় মুখ শুকনো না রাখার চেষ্টা করা

লালাগ্রন্থির পাথরের ক্ষেত্রে (সালাইথিয়াসিস), একাধিক পাথর থাকা কিছুটা বিরল হলেও সম্ভব। গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী, প্রায় 10% থেকে 20% ক্ষেত্রে একাধিক পাথর (multiple calculi) পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে ৩-৫ টা পাথর দেখা যায়।

আজকে আমদের রুগির ক্ষেত্রে প্রায় ১৭ টা পাথর পাওয়া যায়।

বেশি করে পানি পান করুন।লালাগ্রন্থি কে সুস্থ রাখুন।

কানে পুজ (pus) পরা সাধারণত কোনো সংক্রমণের লক্ষণ, বিশেষ করে মধ্যকর্ণের সংক্রমণ (Otitis Media) বা বাহ্যিক কানের সংক্রমণ (O...
22/04/2025

কানে পুজ (pus) পরা সাধারণত কোনো সংক্রমণের লক্ষণ, বিশেষ করে মধ্যকর্ণের সংক্রমণ (Otitis Media) বা বাহ্যিক কানের সংক্রমণ (Otitis Externa) হলে এমনটা দেখা যায়। পুজ পরা যদি দীর্ঘদিন ধরে হয় বা বারবার হয়, তাহলে সেটি কানপাকা রোগ বা Chronic Suppurative Otitis Media (CSOM) এর লক্ষণ হতে পারে। নিচে এর জটিলতা এবং অপারেশন সম্পর্কে আলোচনা করা হলো:

জটিলতা (Complications)
১. শ্রবণশক্তি হ্রাস (Hearing Loss) – সংক্রমণ বা কানের পর্দা ফুটো থাকলে কম শুনতে পারেন।
২. কানের পর্দা ফুটো (Tympanic Membrane Perforation) – দীর্ঘমেয়াদী পুজে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়।
৩. মস্তিষ্কে সংক্রমণ (Meningitis/Brain Abscess) – খুব জটিল ক্ষেত্রে সংক্রমণ মাথার ভেতরে ছড়াতে পারে।
৪. Vertigo বা মাথা ঘোরা – কানের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হলে ভারসাম্য হারাতে পারেন।
৫. Facial nerve palsy – মুখের নার্ভ ক্ষতিগ্রস্ত হলে একপাশ বেঁকে যেতে পারে।

অপারেশন (Surgical Treatment)
যদি ওষুধে উপকার না হয়, তাহলে কিছু সাধারণ অপারেশন করা হয়:

১. Myringoplasty / Tympanoplasty
কানের পর্দা ফুটো হলে সেটি মেরামতের জন্য করা হয়।

এতে কৃত্রিম বা নিজের টিস্যু ব্যবহার করে কানের পর্দা ঠিক করা হয়।

২. Mastoidectomy
যদি সংক্রমণ কানের পেছনের হাড়ে ছড়িয়ে পড়ে (mastoid bone), তখন ওই অংশ কেটে ফেলা হয়।

৩. Ventilation Tube (Grommet) Insertion
শিশুদের ক্ষেত্রে তরল জমে থাকলে ছোট টিউব বসিয়ে তা বের করার ব্যবস্থা করা হয়।

কখন অপারেশন দরকার হতে পারে?
পুজ দীর্ঘদিন ধরে থাকলে

কানের পর্দা ফুটো থেকে গেলে

বারবার সংক্রমণ হলে

শ্রবণশক্তি কমে গেলে

মাথাব্যথা, মাথা ঘোরা বা মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে

10/07/2024
65yrs male patient of thyroid carcinoma with huge bil metastasic cervical lymphadenopahty.We have done total thyroidecto...
05/02/2024

65yrs male patient of thyroid carcinoma with huge bil metastasic cervical lymphadenopahty.

We have done total thyroidectomy with bil lvl ll to level V and lvl VI clearance. Rt sided IJV was engulfed by the tumour and it was ligated, Vagus was also invaded by the mass and we meticulously dissected it from the mass.All the vital structures Spinal accessory, RLN, Phrenic nerves, parathyroids were identified and preserved.
রুগির গলায় দীর্ঘদিন একটি থাইরয়েড এর টিউমার নিয়ে ভুগছিলেন,উনি ডক্টর এর কাছে না গিয়ে বিভিন্ন হার্বাল চিকিৎসা বাহ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে চেস্টা করেছেন।ফলস্রুতি তে টিউমার টি বিশাল আকার ধারন করে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে জটিলতার সৃষ্টি করে।আমরা খুব সতর্কতার সাথে উনার জটিল অপারেশন টি সম্পন্ন করি।
তাই গলায় টিউমার নিয়ে ঘরে বসে না থেকে অতি দ্রুত নাক কান গলা ডাক্তার এ-র শরনাপন্ন হন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mohammad Abubakar Siddique suman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mohammad Abubakar Siddique suman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category