30/07/2025
কিছু আনন্দ মনের অনেক কষ্ট একটু হলেও লাঘব করে
মনটা অস্থির অনেক কারণেই
এই বাবুটার মা ১ ম বার সন্তান কোলে নিয়েছেন
তার ১ ম সন্তান গর্ভে মারা যায়
তারপর দীর্ঘ ৭ বছর conceive করেনি
আজ ২ দিন তার বাবুর বয়স
আমার কোলে দিয়ে বলেছে madamদোয়া করে দিবেন
আমার বাবুটাভালো থাকে
একজন চিকিৎসক এর আনন্দ হয় যখন তার চিকিৎসাটা
সফল হয়
কি জানি হয়েছে আমার চোখে পানি চলে আসছে,
আমার দোয়া সব বাবুদের জন্য বাবা মার জন্য।
পরামর্শ -
(যাদের বেবি হচ্ছে না
অনিয়মিত মাসিক হচ্ছে
বা অন্য কোন কারণ
১ বছর চেষ্টা করার পর বেবি না হলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিবেন)