পাশে আছি

পাশে আছি (পাশে আছি) পেইজ থেকে আপনাদের সবাই কে স্?

এই পেজের উদ্দেশ্য ও লক্ষ্য একমাত্র মানুষের সেবা করা,স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় জানানো। একজন মানুষের সুস্থ ভাবে চলার জন্য যা দরকার সে সম্পর্কে বিভিন্ন তথ্য ও পদ্ধতি এবং Medicine এর কথা বলা হবে। আর যারা অসুস্থ রোগী তাদেরকে সুস্থ করার চেষ্টা করা হবে। সব সময় একটা জিনিস মনে রাখবেন রোগ দেয়ার মালিক আল্লাহ্ এবং সুস্থ করার মালিক ও আল্লাহ, ডাক্তার ও Medicine উছিলা মাত্র। তাই শরীরে রোগ দেখা দিলে ভয় না পেয়ে প্রথমে আল্লাহ্ সাহায্য চাওয়া এবং এক জন ভালো ডাক্তার এর পরামর্শ নেয়া। ইন-শা-আল্লাহ খুব তাড়াতাড়ি রোগ মুক্তি লাভ করবে।
সবাই কে বলবো এ পেজ এ দেওয়া যে কোন টিপস বা মেডিসিন যদি আপনি ব্যাবহার করতে চান। তা হলে কষ্ট করেও হলে একবার জিজ্ঞাসা করবেন । যে এটা আপনি ব্যাবহার করতে পারবেন কিনা।

যদি কারো "স্বাস্হ্য সমপর্কে কথা'' কোন সমস্যা থাকে, সবাই কে যেন সাহায্য করতে পারেন।
পেইজ সম্পর্কে কয়েক টি কথা:
১.এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
২.কোনো অর্থ নেওয়া হয় না ।
৩.কেও কখনো নিজের সমস্যা লুকাবেন না ।
৪.সবার জন্য সেবা উন্মুক্ত ।
৫.কেও কোন খারাপ comment & post করবেন না ।
৬.যদি পারেন আপনার কয়েক টি বন্ধু পেইজ এ suggest করতে পারেন।

সবাই ভাল থাকবেন ও আমার জন্য দোয়া করবেন।

শুভেছান্তে - পাশে আছি।

 #করোনার_পর_বিশ্বব্যাপী_নতুন_আতংকের_নাম           🔴🔴🔴 #মাংকিপক্স🔴🔴🔴🟥 #মাংকিপক্স কি?মাংকিপক্স ভাইরাস (MPXV) দ্বারা সৃষ্ট ...
25/05/2022

#করোনার_পর_বিশ্বব্যাপী_নতুন_আতংকের_নাম

🔴🔴🔴 #মাংকিপক্স🔴🔴🔴

🟥 #মাংকিপক্স কি?
মাংকিপক্স ভাইরাস (MPXV) দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মানুষ সহ কিছু প্রাণীর মধ্যে ঘটতে পারে।লক্ষন সমূহ যেমন -
১জ্বর,
২)মাথাব্যথা,
৩)পেশীতে ব্যথা,
৪)লিম্ফ নোড ফুলে যাওয়া এবং
৫ খুব ক্লান্ত বোধের মাধ্যমে লক্ষণগুলি শুরু হয় তবে পরে
৬)শরীরে বড় বড় ফোস্কা পড়ে যায়।

#উপসর্গের_সময়কাল–
সাধারণত দুই থেকে চার সপ্তাহ এর মধ্যে সচরাচর ভাল হয়ে যায় তবে মৃত্যুর হার ৫-১০℅ এর কম।

🔴 #রোগের_সূত্রপাত এবং কারনঃ
এই রোগের প্রথম আবিস্কার হয় আফ্রিকাতে ১৯৫৮ সালে তবে প্রথম রোগী পাওয়া যায় ১৯৭০ সালে আফ্রিকায়।

োগ_বন্য_প্রাণীর_মাংস খেলে আমাদের শরীরে আসে। যেমন–

#বানর,
#কাঠবিড়ালি
#ইদুর, ইত্যাদি প্রানীর মাংস খেলে রোগটি ছড়িয়ে পড়ে।
বন্যপ্রাণী মাংস ছাড়াও পশুর কামড় বা আঁচড়, শরীরের তরল, দূষিত বস্তু, বা সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থেকে ছড়াতে পারে।ভাইরাসটি সাধারণত আফ্রিকার নির্দিষ্ট কিছু তীক্ষ্ণদন্তী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা মানুষের শরীরে সংক্রামিত করে এবং পরে লক্ষন প্রকাশ পায়।
আক্রান্ত ব্যক্তির হাচি কাশি থেকে এই রোগ জীবানু বায়ুমণ্ডলে আসে যা পরে সুস্থ ব্যক্তি নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সংক্রামিত হয়,এভাবে এই রোগ ছড়িয়ে পড়ে।যা বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তা ভয় এবং আতংকের বিষয়। তবে সংক্রমণ ক্ষমতা খুব কম।
লক্ষণ প্রকাশের ১৪ থেকে ২১ দিন পরে সচরাচর ভাল হয়ে যায় যদিও কিছু কিছু রোগী জটিল হতে পারে।

😷 #রোগনির্ণয়ের_পদ্ধতি-
ভাইরাল ডিএনএ পরীক্ষা করা এবং লক্ষন দেখে।
পার্থক্যমূলক রোগনির্ণয়ের ক্ষেত্রে অনেকেই এই রোগকে জলবসন্ত বা গুটিবসন্ত এর সাথে গুলিয়ে ফেললেও এখানে লিম্ফনোড বড় বড় হয় যা গুটি বসন্তে হয় না।
তাছাড়া এখানে খুব অবসাদ বোধ হয়।

🧑‍⚕️ #প্রতিরোধ ও চিকিৎসা –
১)গুটিবসন্ত টিকা।
২এন্টি ভাইরাল ড্রাগ।
৩)ভি আই জি
গুটিবসন্তের টিকা ৮৫% কার্যকারিতা সহ সংক্রমণ প্রতিরোধ করতে পারে।২০১৯ সালে জিনিওস নামে একটি মাংকিপক্স ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত হয়েছিল। চিকিৎসার জন্য বর্তমানে টেকোভিরিম্যাট নামের একটি অ্যান্টিভাইরাল যা বিশেষত গুটিবসন্ত এবং মাঙ্কিপক্সের মতো অর্থোপক্সভাইরাস গুলির সংক্রমণের চিকিৎসার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে।

#বর্তমান_বিশ্বের_পরিস্থিতি -
ইউরোপের প্রায় ১১টি দেশে ১০০জনের অধিক রোগী সনাক্ত হয়েছে।বাংলাদেশ সরকার নৌ,স্থল এবং বিমানবন্দরে অসতর্কতা জারি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ গুরত্ব সহকারে বিষয় টি পর্যবেক্ষণ করছে।

#সংক্রমণ_নিয়ন্ত্রণ_পদ্ধতি –
মাস্ক পরিধান করুন এবং আক্রান্ত ব্যক্তির থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন।
আক্রান্ত ব্যক্তি আসোলেশনে থাকুন।

 #মাসিকের_সময়_কি_কি_খাওয়া_যাবে_ও_যাবে_না-⛔⛔⛔ খাওয়া যাবে না ⛔⛔⛔🥛দুধ ও দুগ্ধজাত খাবার 🧊ঠাণ্ডা পানি ও কোল্ড ড্রিঙ্কস খাও...
08/02/2022

#মাসিকের_সময়_কি_কি_খাওয়া_যাবে_ও_যাবে_না-

⛔⛔⛔ খাওয়া যাবে না ⛔⛔⛔
🥛দুধ ও দুগ্ধজাত খাবার
🧊ঠাণ্ডা পানি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না
☕কফি
🌶️ঝাল ও তেল মশলা জাতীয় খাবার
🥒শসা ভুলেও খাওয়া যাবে না
🧂বেশি লবণ জাতীয় খাবার
🥡🌯ফাস্টফুড জাতীয় খাবার
🌃রাত জাগা যাবে না

✅✅✅ খাওয়া যাবে ✅✅✅
🥦ব্রোকলি
🥚ডিম
🍌কলা
🍫ড্রাক চকলেট
✅আদা
🍋কমলা ও লেবু
🌡️পানি ও গরম পানি
✅কলিজা
🥕গাজর
🫘🫘ডাল
🥜🥜বাদাম
✅দারুচিনি পানি

🎆🎆 ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!🎆🎆"পাশে আছি " পেইজ এর পক্ষ থেকে সবাইকে  জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ ঈদের এ...
13/05/2021

🎆🎆 ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!🎆🎆

"পাশে আছি " পেইজ এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷

ঈদের এই আনন্দে একটি জিনিষ ভুলে গেলে চলবে না স্বাস্থ্যেই সুখের মূল। তাই এমন কোন খাবার খাবেন না যা শরীরের জন্য ক্ষতি ও অস্বস্তি সৃষ্টি করে । কোন বেলায় বেশি খাবার খেয়ে ফেললে পরের বেলায় কম খাবেন বা দরকার হলে খাবেন না । যেহেতু ঈদে একটু বেশি পরিমাণে খাবার হওয়া হয় এবং বিশেষ করে চর্বি জাতীয় খাবারও খাওয়া হয়। তাই খাবার পর কুসুম গরম পানি পান করুন ও ব্যায়াম করুন। তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ।
আর একটি গুরুত্বপূর্ণ কথা - ঠাণ্ডা পানিও যেমন- কোকাকোলা, স্প্রাইট খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন । এবং যে যাই কিছু খাবেন তার উৎকৃষ্ট ময়লা – 🚮🚮আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন । নিজে পরিস্কার থাকুন ও অন্যদের কে উৎসাহিত করুন ।

🌹🌹🌹এই পবিত্র ঈদ-উল-ফিতর বিশ্বের সকল মুসলিম ভ্রাতৃত্বের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি । বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, এই শুভ প্রত্যায়ে "পাশে আছি " পেইজ এর পক্ষ থেকে সবাইকে আবার জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ❤❤❤....

ভালো থাকবেন, ভালো রাখবেন 💓💓 ..... শুভকামনা রইল সবার প্রতি 💓💓

আপনারা অনেকই আমাদের বলেছেন আমরা যেন আবার আগের মত পোস্ট করি । আপনাদের এই অনুরোধের জন্য ধন্যবাদ কিন্তু আপনারা যেই পোস্ট গু...
09/09/2020

আপনারা অনেকই আমাদের বলেছেন আমরা যেন আবার আগের মত পোস্ট করি । আপনাদের এই অনুরোধের জন্য ধন্যবাদ কিন্তু আপনারা যেই পোস্ট গুলো দিতে বলছেন তার বেশির ভাগ পোস্ট গুলো আমাদের পেজে আগেই দেয়া হয়েছে । তাই আমরা একই পোস্ট বার বার দেয়ার পক্ষে না । এতে করে আপনাদের মধ্যে অল্প কয় জনের ভালোর জন্য আমাদের বাকি মেম্বারদের কে বিরক্ত করার কোন মানে হয় না।
আপনাদের যাদের পোস্ট গুলো দরকার পেইজে ঘেঁটে দেখুন পেয়ে যাবেন তারপরও যদি না পান তাহলে আমাদের ইনবক্সে বলুন সেই পোষ্টের লিংক দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যেই জিনিসটি আপনাকে ভালো রাখতে সাহায্য করবে সেই জিনিসটির জন্য কিছু সময় ব্যয় করুন এতে উপকৃত আপনি-ই হবেন।

সহজে যেই জিনিস পাওয়া যায় তার মূল্য কমে যায় ।

আমাদের পেইজে নাই এমন কোন পোস্ট, যেটি সবার উপকারে আসবে, তা আপনি আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন । আমরা চেষ্টা করবো সেই বিষয়টি আপনাদের কাছে সহজে এবং সঠিক ভাবে তুলে ধরতে ।

সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন

তালের শাঁসের যত পুষ্টিগুণ ও উপকারিতা------তালের শাঁস খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু তালের শাঁসে যে অনেক পুষ্টিগুণ রয়েছে ...
27/06/2020

তালের শাঁসের যত পুষ্টিগুণ ও উপকারিতা------

তালের শাঁস খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু তালের শাঁসে যে অনেক পুষ্টিগুণ রয়েছে তা আমরা অনেকেই জানি না। তালের শাঁস যেমন সুস্বাদু, তেমনি রয়েছে পুষ্টিগুনে ভরপুর। এই করোনাকালে সবার-ই উচিৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তবে নাকি করোনাকে ঠেকানো সম্ভব, এমনই মত বিশেষজ্ঞদের। জানেন কি? তালের শাঁসে রয়েছে হাজারো পুষ্টিগুণ। এই মৌসুমে তালের শাঁস খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলবে। সেই সঙ্গে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। শুধু গ্রীষ্মকালেই বাজারে কচি তাল দেখতে পাওয়া যায়। এর নরম কচি শাঁস খেতে ছোট বড় সবাই পছন্দ করে। এতে থাকা অনেক খাদ্যশক্তি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরের বহু রোগের দাওয়াই। এবার তবে জেনে নিন তালের শাঁসের পুষ্টিগুণ এবং এর উপকারিতা সম্পর্কে।

মিষ্টি স্বাদের কচি তালের শাঁস শুধু খেতেই সুস্বাদু নয় বরং পুষ্টিতেও অনেক ভরপুর। প্রতি ১০০ গ্রাম তালের শাঁসে আছে জলীয় অংশ ৮৭ দশমিক ছয় গ্রাম, আমিষ শূন্য দশমিক আট গ্রাম, ফ্যাট শূন্য দশমিক পাঁচ গ্রাম, কার্বোহাইড্রেট ১০ দশমিক নয় গ্রাম, খাদ্য আঁশ এক গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম, আয়রন এক মিলিগ্রাম, থায়ামিন শূন্য দশমিক চার গ্রাম, রিবোফাভিন শূন্য দশমিক দুই মিলিগ্রাম, নিয়াসিন শূন্য দশমিক তিন মিলিগ্রাম, ভিটামিন সি মিলিগ্রাম। এসব উপাদান আমাদের শরীরকে নানা রোগ থেকে রক্ষা করাসহ রোগ প্রতিরোধে সহায়তা করে।

>তালের শাঁসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

>ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ থেকেও রক্ষা করে রসালো এই তালের শাঁস।

>তালের শাঁস আমাদের স্মৃতিশক্তি ভালো রাখে এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা করে থাকে।

>বমি ভাব আর মুখের অরুচিও দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

>তালের শাঁসে ক্যালসিয়াম থাকায় এটি দাঁতের জন্য অনেক ভালো। দাঁতের এনামেল ভালো রাখে এবং দাঁতের ক্ষয় রোধ করে।

>তালের শাঁস হাড়কে শক্তিশালী করে তোলে। কচি তালের শাঁস রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে।

>তালে শাঁসে আছে পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, সালফার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার এবং ম্যাগনেসিয়ামের মতো বেশ কিছু উপকারী উপাদান। যা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও চোখের এলার্জি সহ অন্যান্য চোখের রোগের প্রকোপ কমাতে তাল অনেক কার্যকরী।

>তারুণ্য ধরে রাখে।

>তালের শাঁস ত্বকের সৌন্দর্য বাড়ায়।

>অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এর ফলে আমরা বিভিন্ন রকম মৌসুমী অসুখ থেকে মুক্তি পাই।

>তালের শাঁস খেলে লিভারের সমস্যা দূর হয়। এতে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স খাবারে রুচি বাড়াতে সাহায্য করে।

>আপনার যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে থাকে, তাহলে তা দূর করতে খান কচি তালের শাঁস।

>তালের শাঁস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি খেলে শরীরে নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়, যা প্রাকৃতিক উপায়ে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে।

>গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ পানিশূন্যতা দূর করে। প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন।

🔴যাদের ডায়াবেটিক, ক্রিয়েটিনিন আছে এবং ডায়ালাইসিস নেন সেসব রুগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন ।

🔴শেষে একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে যত উপকারি জিনিষ থাকুক না কেন যদি আপনি তা বেশি পরিমানে খান তাহলে সেই উপকারি জিনিষ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই পরিমিত পরিমাণে খাবেন।

সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ।
সব কিছুর সঠিক নিয়ম মেনে চলবেন ।

16/05/2020

করোনাঃ বেশি ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের পরিবার কি করবেন।

অবহেলা করবেন না । ভিডিওটি দেখুন বুঝুন ও মানুন, নিজে সুস্থ থাকুন অন্যকেও সুস্থ রাখুন। সব কিছু মেনে আল্লাহর উপর সঠিক বিশ্বাস ও ভরসা রাখুন। আল্লাহ্‌ উপর বিশ্বাস, ভরসা ও আস্থা কারীদের আল্লাহ্‌ কখনই নিরাশ করবেন না। তবে সেটি হতে হবে সত্যিকারের🙏🙏

নিচের Formula টি সব জায়গায় ব্যবহার করা যাবে। এটি আপনি নিজেই তৈরি করতে পারবেন স্বল্প খরচে । যা যা লাগবে ----> ডিটারজেন্ত ...
26/03/2020

নিচের Formula টি সব জায়গায় ব্যবহার করা যাবে। এটি আপনি নিজেই তৈরি করতে পারবেন স্বল্প খরচে ।
যা যা লাগবে ----

> ডিটারজেন্ত পাউডার ( যে কোন ব্র্যান্ডের ) - ৪ চা চামুচ.
> পানি - --- - - - - - - - - - - - - - - - ১.৫(দেড় লিটার)

একটি বোতলে উপরের দেওয়া ২টি উপাদান ভালো ভাবে মিশিয়ে ব্যাবহার করুন ।



 #করোনা_ভাইরাসের  বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়, প্রাণঘাতী নোভেল কর...
29/01/2020

#করোনা_ভাইরাসের

বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়, প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য রাশিয়ার নোভোসিবির্স্কের ভাইরোলোজি ও বায়োটেকনোলোজি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ভেক্টর ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কাজ করছেন

প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের (2019-nCoV) টিকা উদ্ভাবনে কাজ করছেন রাশিয়া ও চীনের বিজ্ঞানীরা। এরইমধ্যে চীন করোনা ভাইরাসের জেনোম রাশিয়ার বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করেছে। তারা আশা করছেন, শিগগিরই ভাইরাসটির প্রতিষেধক উদ্ভাবন করা সম্ভব হবে।প্রতিষ্ঠানটির পরিচালক রিনাত মাকসুইতভ জানান, আগামী জুনে টিকাগুলোর প্রোটোটাইপ প্রথমবারের মতো পরীক্ষা করা হবে।

https://www.facebook.com/VirtualRx/posts/524813458152358

#করোনা_ভাইরাস #পাশেআছি
#পাশে_আছি #ভাইরাস
#চিকিৎসা #ডাক্তার
#পাশে_আছি

 #করোনা_ভাইরাস লক্ষন এবং প্রতিরোধ -করোনা ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এই ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের...
28/01/2020

#করোনা_ভাইরাস লক্ষন এবং প্রতিরোধ -

করোনা ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এই ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে।

#করোনা #ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হল সর্দি, কাশি থেকে নিউমোনিয়া। এর সাথে সাথে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট হয়ে থাকে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। এটা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে ।

এখনো পর্যন্ত এই রোগের কোন অ্যান্টিবায়োটিক আবিস্কার হয়নি আর প্রাথমিকভাবে এর উপসর্গও বোঝা কঠিন। তাই সবথেকে কার্যকরী উপায় নিজেকে যতটুকু সাবধান রাখা যায়। অ্যান্টিবায়োটিক তৈরি কাজ চলছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক আবিস্কার হবে ইনশাআল্লাহ্‌ ।

যা যা করতে পারেনঃ-

> সবসময় নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
> বার বার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন।
> আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন।
> অযথা হাত দিয়ে নাক বা মুখ ঘষা থেকে বিরত থাকুন।
> পকেটে টিস্যু পেপার রাখুন। হাচি বা কাশি হলে সেটি ব্যাবহার করুন এবং ব্যাবহার করার পর ডাস্টবিনে ফেলে দিন।
> বাসার বাইরে বের হলে মুখোশ (মাস্ক) পরে বের হোন। এই মাস্ক বার বার না ব্যাবহার করার চেষ্টা করুন আর যদি করতেই হয় তাহলে খুব ভালো মতো পরিষ্কার করে তারপর ব্যাবহার করুন ।

ধারনা করা হচ্ছে, ভাইরাসটির উৎপত্তি চীনের কোন বন্যপ্রাণী কেনাবেচার একটি অবৈধ বাজার থেকে। ইতিমধ্য ভাইরাসটি চীনের বাইরেও ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর ইউরোপ-আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়ার নেপালেও ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

একটু সাবধানতা অবলম্বন করুন, আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ্য থাকুন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সতর্কতা অবলম্বন করুন ।

পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব ও প্রিয়জনকে জানিয়ে দিন ।
New Update----
https://www.facebook.com/VirtualRx/posts/524813458152358

#পাশেআছি
#করোনা_ভাইরাস #পাশে_আছি #ভাইরাস
#ডাক্তার #চিকিৎসা
#পাশে_আছি

এই লক্ষন গুলো যদি আপনার শিশুর মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে ভয় না পেয়ে তাড়াতাড়ি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ।    #পাশ...
13/01/2020

এই লক্ষন গুলো যদি আপনার শিশুর মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে ভয় না পেয়ে তাড়াতাড়ি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ।

#পাশেআছি #শিশু
#পাশে_আছি #ডাক্তার #চিকিৎসা

📛📛 হুঁশিয়ারিঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ  সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ...
09/11/2019

📛📛 হুঁশিয়ারিঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

#১০নং মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।

#৯নং মহাবিপদ সংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

#৪নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত: বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিমি। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপদজনক অবস্থা এখনও আসেনি।

আল্লাহ পাক আমাদের সবাইকে এই দূর্যোগ থেকে রক্ষা করুন... আমিন 🤲🤲

এই দুর্যোগের সময়ে (রাঃ) এই দোয়া টি বেশি করে পড়তে নির্দেশ দিয়েছেন,, ⏬⏬

Address

Gobindapur, Nur Mosjid Road, Matuail, Jatrabari
Dhaka
1232

Opening Hours

Monday 11:00 - 13:00
16:00 - 13:00
Tuesday 11:00 - 13:00
16:00 - 01:00
Wednesday 11:00 - 13:00
16:00 - 01:00
Thursday 15:00 - 11:00
Friday 17:00 - 22:00
Saturday 11:00 - 13:00
16:00 - 00:00
Sunday 11:00 - 13:00
16:00 - 01:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাশে আছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পাশে আছি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram