Mukti Blood Bank and Transfusion Center

Mukti Blood Bank and Transfusion Center মুক্তি ব্লাড ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান
HEALTH MINISTRY LICENSE NO: HSM7016289

30/09/2025
করোনাভাইরাসের নতুন ধরনের লক্ষণসমূহ:
10/06/2025

করোনাভাইরাসের নতুন ধরনের লক্ষণসমূহ:

আরাফাতের দিন (৯ জিলহজ্জ) ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিসে বিশেষভাবে উল্লেখ...
05/06/2025

আরাফাতের দিন (৯ জিলহজ্জ) ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন।

এই দিনে দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এবং যারা হজে না থাকলেও এই দিনে রোজা, নামাজ ও দোয়া দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন।



🕌 আরাফাতের দিনের নামাজ ও দোয়া

✅ নামাজ:

যারা হজে নেই, তাদের জন্য সাধারণ পাঁচ ওয়াক্ত নামাজই ফরজ থাকবে। তবে:

•এই দিন সকালে (ফজর) নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বেশি বেশি নফল ইবাদত ও দোয়া করা উত্তম।
•চাইলে ২ বা ৪ রাকাত করে নফল সালাত (তাহাজ্জুদ, হাজত বা তওবা নামাজ) পড়া যেতে পারে।

আল্লাহ সবার দোয়া কবুল করুক, আমিন।

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scab...
30/04/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’

স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।

স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:

* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা, ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* আঙুল ও পায়ের আঙুলের মাঝে
* কবজি
* কনুই ও হাঁটুর ভাঁজে
* বগলের নিচে
* কোমর
* নিতম্ব

স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।

শুভ নববর্ষ ১৪৩২ মুক্তি ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। মুক্তি ব্লাড ব্যাংক৫৪, গ্রীন রোড,ধ...
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২
মুক্তি ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
মুক্তি ব্লাড ব্যাংক
৫৪, গ্রীন রোড,ধানমন্ডি, ঢাকা -১২০৫
#নববর্ষ #১৪৩২ #ব্লাডব্যাংক

"ঈদ মোবারক! 🌙✨ এই আনন্দঘন উপলক্ষটি উদযাপন করার সময়, আসুন আমরা মনে রাখি যে ঈদের আসল চেতনা দান করার মধ্যেই নিহিত। একটি মা...
30/03/2025

"ঈদ মোবারক! 🌙✨ এই আনন্দঘন উপলক্ষটি উদযাপন করার সময়, আসুন আমরা মনে রাখি যে ঈদের আসল চেতনা দান করার মধ্যেই নিহিত। একটি মাত্র রক্তদান জীবন বাঁচাতে পারে - ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? রক্তদান করুন, জীবন বাঁচান । ❤️🩸 #ঈদমুবারক #রক্তদান করুন #জীবনবাঁচান"

শহীদ মোবারক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। শ্রদ্ধা জানাই জুলাই আন্দোলনের সকল শহীদ দের।Sponsor হিসেবে GRSQ টিম এর পাশে ...
17/02/2025

শহীদ মোবারক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
শ্রদ্ধা জানাই জুলাই আন্দোলনের সকল শহীদ দের।
Sponsor হিসেবে GRSQ টিম এর পাশে আমরা ।

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবস...
14/11/2024

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।

17/07/2024

চলমান কোটা সংস্কার আন্দোলনে যেসকল শিক্ষার্থী ভাই/বোনেরা আহত হয়ে হাসপাতালে আছেন রক্তের প্রয়োজন-তারা অথবা তাদের পরিবার আমাদের স্যাথে যোগাযোগ করুন,আমদের যতটুকু সাধ্য আমরা চ্যাষ্টা করবো পাশে থাকার ।
রক্তের জন্য একটি প্রাণ ও জড়বে না ইন শা আল্লাহ।
মানুষ মানুষের জন্য,পৃথীবি'টা হোক সত্যিকারের মানুষের বাসস্থান😓

Donate blood and be a hero🅰️🅱️🅾️🆎
28/06/2024

Donate blood and be a hero🅰️🅱️🅾️🆎

ঢাকায় রক্তদান এবং ট্রান্সফিউশন পরিষেবার জন্য আপনার বিশ্বস্ত গন্তব্য মুক্তি ব্লাড ব্যাংক এ স্বাগতম। শহরের কেন্দ্রস্থলে স...
09/05/2024

ঢাকায় রক্তদান এবং ট্রান্সফিউশন পরিষেবার জন্য আপনার বিশ্বস্ত গন্তব্য মুক্তি ব্লাড ব্যাংক এ স্বাগতম। শহরের কেন্দ্রস্থলে সুবিধাজনকভাবে অবস্থিত, আমরা আমাদের সম্প্রদায়কে জীবন রক্ষাকারী রক্তের পণ্য এবং ব্যতিক্রমী যত্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তি ব্লাড ব্যাংক এ আমরা রক্তদান, ABO রক্তের গ্রুপ পরীক্ষা, সহ একটি বিস্তৃত পরিসরের ব্লাড ব্যাংকিং পরিষেবা অফার করি। প্লেটলেট দান, এবং রক্ত সঞ্চালন। আমাদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং অভিজ্ঞ চিকিৎসা পেশাদাররা রক্ত-সম্পর্কিত প্রতিটি পদ্ধতিতে নিরাপত্তা, নির্ভুলতা এবং দক্ষতার সর্বোচ্চ মান নিশ্চিত করে। আপনি জীবন বাঁচাতে রক্ত দান করতে চান বা ট্রান্সফিউশনের প্রয়োজনে, আমাদের নিবেদিত দল আপনাকে পথের প্রতিটি পদক্ষেপে সমর্থন করার জন্য এখানে রয়েছে। আমাদের বিস্তৃত ডোনার ডাটাবেস এবং দক্ষ রক্তের ম্যাচিং সিস্টেমের মাধ্যমে, আমরা সারা ঢাকা জুড়ে রোগীদের বিভিন্ন চাহিদা মেটাতে সচেষ্ট। আমাদের সুবিন্যস্ত দান প্রক্রিয়া, কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং সহানুভূতিশীল যত্ন আমাদের ব্যক্তি এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য পছন্দের পছন্দ করে তোলে। রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে আমাদের মিশনে আমাদের সাথে যোগ দিন।
মুক্তি ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার
৫৪,গ্রীন রোড, ধানমন্ডি,dhaka-১২০৫
মোবা - ০১৭১৪-৩৩৭০৭৭

Address

54, Green Road
Dhaka

Telephone

+8801704001783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukti Blood Bank and Transfusion Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mukti Blood Bank and Transfusion Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram