01/08/2025
সুপারমাইক্রো সার্জারি ও আঙ্গুলের অগ্রভাগ জোড়া লাগানো
হাত ও পায়ের আঙ্গুলের অগ্রভাগের অংশ খুবই গুরুত্বপূর্ণ। কারন এর সামনের দিকে অনেক সংবেদন কোষ থাকে যা আমাদের স্পর্শ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, ফলে কোন কিছু না দেখেই শুধু স্পর্শ করেই নিখুঁতভাবে আমরা বুঝতে পারা যায়।
আবার এর পেছনে থাকে শক্ত নখ যা একদিকে প্রতিরক্ষা দেয়, অন্যদিকে শারীরিক সৌন্দর্যের অংশ।
তাই কোন দূর্ঘটনায় আঙ্গুলের অগ্রভাগ ক্ষতিগ্রস্ত(Fingertip injury) হলে তার চিকিৎসা করা অতীব জরুরি।
তবে আঙ্গুলের অগ্রভাগ শরীর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন(Finger tip amputation)হলে তার চিকিৎসা অনেক কষ্টসাধ্য। সাধারণত বিচ্ছিন্ন অংশ ফেলে দিয়ে বাকি অংশ সেলাই করা হয় ফলে ভুক্তভোগী রোগীকে তার আঙ্গুলের অগ্রভাগ ছাড়াই নখবিহীন খাটো আঙ্গুল নিয়ে জীবন যাপন করতে হয় যা শারীরিক ও মানসিক বিষন্নতার কারন।
তবে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় সুপার মাইক্রোসার্জারির (Super microsurgery) মাধ্যমে আঙ্গুলের অগ্রভাগের খুবই সূক্ষ্ম রক্তনালী (যা খালি চোখে ভালোভাবে দেখা যায় না) জোড়া দেওয়ার মাধ্যমে (Finger tip replantation)রোগীকে তার সম্পূর্ণ আঙ্গুল ফেরত দেয়া যায়। এজন্য দরকার অত্যাধুনিক মাইক্রোসকোপ ও দক্ষ প্লাস্টিক সার্জন।
আপনারা জেনে থাকবেন আমরা আমাদের সেন্টারে দীর্ঘদিন ধরে সবধরনের হ্যান্ড ও প্লাস্টিক সার্জারির পাশাপাশি নিয়মিতভাবে মাইক্রোসার্জারির(Microsurgery) মাধ্যমে ফ্রিফ্লাপ অপারেশন(Free flap or free tissue transfer)ও রিপ্লানটেশন (শরীর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অংশ জোড়া লাগানো) করে আসছি।তবে আপনাদের জন্য সুখবর এই যে গত দুইবছর আমরা বেশকিছু সফল সুপারমাইক্রোসার্জারি অপারেশন করেছি যেখানে অত্যাধুনিক মাইক্রোসকোপ দিয়ে ০.৮ মিলিমিটার (১ মিলিমিটারের কম) সাইজের চিকন রক্তনালী জোড়া দিয়ে বিভিন্ন অপারেশন করা হয়।
সর্বশেষ করা সুপারমাইক্রোসার্জারির (Super microsurgery)মাধ্যমে সফলভাবে এক রোগীর আঙ্গুলের সম্পূর্ণ বিচ্ছিন্ন অগ্রভাগ জোড়া লাগানো (Finger tip replantation)হয়েছে । আলহামদুলিল্লাহ ভালো আছে।
তাই আপনার চিকিৎসায় আমরা আশাবাদী, আপনাকে বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হবে। আপনি আস্থা রাখতে পারেন।
ধন্যবাদ