Ecomate ইকোমেট

Ecomate ইকোমেট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ecomate ইকোমেট, Dhaka.

The platform's mission is to promote
organic and eco-friendly products while
fostering a supportive community of
like-minded consumers dedicated to green
living. ইকোমেট-এ স্বাগতম !
আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্যকর আর সবুজ জীবন ব্যবস্থা গড়ে তুলি।
পরিবেশবান্ধব অর্গানিক পণ্যই আমাদেরকে আমাদের প্রতিদিনের জীবন এবং সেই সাথে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতকে নিরাপদ করে তুলতে পারে।
সম্মিলিত স্বার্থে ইকোমেট হয়ে উঠতে চায়- একসাথে প্রোডাক্টস, কমিউনিটি আর অনুপ্রেরণা এক সমন্বিত প্লাটফর্ম।
সকলের জীবন সুন্দর ও স্বাস্থ্যকর হোক।

ইকোমেট পণ্যের জন্য যোগাযোগ করুন:
01833-438777, 01714-591205

প্লাস্টিককে "না" বলুন, প্রতিদিনের জীবনে প্রকৃতির ছোঁয়া আনুন ! 🌿প্রতিদিনের প্রয়োজনে, পরিবেশবান্ধব আর স্বাস্থ্যকর খাবার পর...
02/12/2025

প্লাস্টিককে "না" বলুন, প্রতিদিনের জীবনে প্রকৃতির ছোঁয়া আনুন !
🌿

প্রতিদিনের প্রয়োজনে, পরিবেশবান্ধব আর স্বাস্থ্যকর খাবার পরিবেশনের লক্ষ্যে Ecomate নিয়ে এসেছে সুপারির খোলের বাহারি পণ্য।

পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এগুলো আপনার উন্নতমানের রুচি এবং সংস্কৃতিকেও তুলে ধরবে, সেই সাথে খরচও সাশ্রয় করবে।

✨ কেন আমাদের পণ্যগুলো নিতে পারেন?

(১) ১০০% অর্গানিক ও পরিবেশবান্ধব: সুপারি পাতা থেকে তৈরি, কোনো কেমিক্যাল নেই।

(২) টেকসই এবং মজবুত: খাবার পরিবেশনের জন্য একদম উপযুক্ত, ফাটার বা গলে যাওয়ার ভয় নেই।

(৩) আকর্ষণীয় ডিজাইন: বিভিন্ন অনুষ্ঠান বা দৈনন্দিন ব্যবহারের জন্য সুন্দর আকার ও ডিজাইনের প্লেট ও বাটি।

(৪) পুনর্ব্যবহারযোগ্য (Reusable) ও বায়োডিগ্রেডেবল: একবার ব্যবহার করেই ফেলে দিতে হবে না, এবং ব্যবহারের পর মাটিতে সহজেই মিশে যায়।

(৫) প্লাস্টিকমুক্ত জীবন: আপনার পরিবার ও পৃথিবীর জন্য প্লাস্টিকমুক্ত জীবন বেছে নিন।

এ ছাড়া, সবচেয়ে কম দামে সেরা মানের পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা।

অর্ডার করতে বা আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন:
📞 01714-591205 🌐 www.ecomateltd.com

আসুন, প্রকৃতির সাথে জীবনযাপন করি। 💚

#টেকসই #সুপারিখোল #পরিবেশবান্ধব

Upgrade your laundry day with style and sustainability!

30/11/2025

শুভ সকাল...

প্লাস্টিককে "না" বলুন, প্রতিদিনের জীবনে প্রকৃতির ছোঁয়া আনুন ! 🌿প্রতিদিনের প্রয়োজনে, পরিবেশবান্ধব আর স্বাস্থ্যকর খাবার পর...
17/10/2025

প্লাস্টিককে "না" বলুন, প্রতিদিনের জীবনে প্রকৃতির ছোঁয়া আনুন !
🌿

প্রতিদিনের প্রয়োজনে, পরিবেশবান্ধব আর স্বাস্থ্যকর খাবার পরিবেশনের লক্ষ্যে Ecomate নিয়ে এসেছে সুপারির খোলের বাহারি পণ্য।

পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এগুলো আপনার উন্নতমানের রুচি এবং সংস্কৃতিকেও তুলে ধরবে, সেই সাথে খরচও সাশ্রয় করবে।

✨ কেন আমাদের পণ্যগুলো নিতে পারেন?

(১) ১০০% অর্গানিক ও পরিবেশবান্ধব: সুপারি পাতা থেকে তৈরি, কোনো কেমিক্যাল নেই।

(২) টেকসই এবং মজবুত: খাবার পরিবেশনের জন্য একদম উপযুক্ত, ফাটার বা গলে যাওয়ার ভয় নেই।

(৩) আকর্ষণীয় ডিজাইন: বিভিন্ন অনুষ্ঠান বা দৈনন্দিন ব্যবহারের জন্য সুন্দর আকার ও ডিজাইনের প্লেট ও বাটি।

(৪) পুনর্ব্যবহারযোগ্য (Reusable) ও বায়োডিগ্রেডেবল: একবার ব্যবহার করেই ফেলে দিতে হবে না, এবং ব্যবহারের পর মাটিতে সহজেই মিশে যায়।

(৫) প্লাস্টিকমুক্ত জীবন: আপনার পরিবার ও পৃথিবীর জন্য প্লাস্টিকমুক্ত জীবন বেছে নিন।

এ ছাড়া, সবচেয়ে কম দামে সেরা মানের পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা।

অর্ডার করতে বা আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন:
📞 01714-591205 🌐 www.ecomateltd.com

আসুন, প্রকৃতির সাথে জীবনযাপন করি। 💚

#টেকসই #সুপারিখোল #পরিবেশবান্ধব

পরিবেশবান্ধব, স্টাইলিশ, এবং টেকসই ফ্লোরমেট এখন আপনার হাতের কাছে !আমাদের নতুন ফ্লোরমেটগুলো একইসাথে আপনার ঘরের সৌন্দর্য বা...
03/10/2025

পরিবেশবান্ধব, স্টাইলিশ, এবং টেকসই ফ্লোরমেট এখন আপনার হাতের কাছে !

আমাদের নতুন ফ্লোরমেটগুলো একইসাথে আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে, বরং পরিবেশ রক্ষার পাশাপাশি বহু বছর ব্যবহার করা যাবে।

আমরা প্রতিটি ফ্লোরমেট পরিবেশবান্ধব, ১০০% টেকসই এবং নিরাপদ উপকরণ পাট থেকে তৈরি করেছি। তাই এই ফ্লোরমেট ব্যবহার করা মানে- পৃথিবীকে আরও সবুজ ও সুস্থ রাখতে ভূমিকা রাখা।

কেন ইকোমেট ফ্লোরমেট?
✔ ১০০% প্রাকৃতিক উপকরণ থেকে তৈরি
✔ দৃঢ় এবং দীর্ঘস্থায়ী – বহু বছর ব্যবহারযোগ্য
✔ আকর্ষণীয় নান্দনিক ডিজাইন, যা আপনার ঘরের শোভা বাড়ায়
✔ টেকসই, পরিবেশবান্ধব এবং সহজে বায়োডিগ্রেডেবল
✔ প্রতিটি ফ্লোরমেটের জন্য কাস্টম ডিজাইন এবং সাইজের অপশন
✔ একাধিক ডিজাইন ও রঙের বিকল্প – আপনার প্রয়োজনের সাথে মানানসই

আপনার ঘরকে নান্দনিক এবং পরিবেশবান্ধব করতে Ecomate ফ্লোরমেট বেছে নিন, এবং টেকসই ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখুন।

📦 আমরা সরবরাহ করি:
• রিটেইলারদের জন্য হোলসেল প্রাইস
• কাস্টম ডিজাইন ও সাইজ
• কর্পোরেট অর্ডার

বিস্তারিত জানতে এবং অর্ডার করতে যোগাযোগ করুন:
Inbox করুন অথবা কল করুন: 01714-591205

🌿 শতভাগ অর্গানিক, পরিবেশবান্ধব Ecomate Jute Bags !ক্ষতিকর প্লাস্টিক দূষণ কমিয়ে, পরিবেশ ভালো রাখার সহজ সমাধান এখন আপনার হ...
19/09/2025

🌿 শতভাগ অর্গানিক, পরিবেশবান্ধব Ecomate Jute Bags !

ক্ষতিকর প্লাস্টিক দূষণ কমিয়ে, পরিবেশ ভালো রাখার সহজ সমাধান এখন আপনার হাতের কাছে !
Ecomate নিয়ে এসেছে নিজস্ব কারখানায় তৈরি শতভাগ অর্গানিক, পরিবেশবান্ধব, টেকসই পাটের ব্যাগ।
সাথে থাকছে Ecomate এর নিজস্ব শিল্পী দিয়ে ইচ্ছেমতো নান্দনিক ডিজাইন করে নেয়ার সুযোগ 😍

কেন Ecomate Jute Bag?

✔ ১০০% প্রাকৃতিক ও অর্গানিক পাট থেকে তৈরি
✔ মজবুত ও দীর্ঘস্থায়ী – বহুবার ব্যবহারযোগ্য
✔ আকর্ষণীয় ডিজাইন, এবং নিজের মনমতো ডিজাইন করে নেয়ার সুযোগ
✔ দৈনন্দিন ব্যবহার থেকে ব্যবসায়িক প্রয়োজন- সর্বত্র মানানসই
✔ সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল – প্রকৃতিতে কোন ক্ষতিকর প্রভাব ফেলে না
✔ সবচেয়ে কম খরচে সর্বোচ্চ মানের নিশ্চয়তা

🌍 আপনি যখন পরিবেশবান্ধব Ecomate পণ্য বেছে নেন, তখন শুধু নিজের জন্যে নয়, বরং ভবিষ্যত প্রজন্মের জন্যও বিনিয়োগ করেন।

📦 আমরা সরবরাহ করি:
* রিটেইলারদের জন্য হোলসেল
* কর্পোরেট অর্ডার
* কাস্টম ডিজাইন ও প্রিন্টেড ব্যাগ

📲 অর্ডার করতে এখনই যোগাযোগ করুন:
Inbox করুন বা কল করুন: 01714-591205

Ecomate – Carry Green, Live Clean. 🌱

কেন পরিবেশবান্ধব অর্গানিক পণ্য ব্যবহার করা জরুরি? ইকোমেট কীভাবে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? আমরা প্রতিদিন খাবার থেকে শু...
29/08/2025

কেন পরিবেশবান্ধব অর্গানিক পণ্য ব্যবহার করা জরুরি? ইকোমেট কীভাবে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে?

আমরা প্রতিদিন খাবার থেকে শুরু করে কাপড় বা কসমেটিক্স- যেসমস্ত জিনিস ব্যবহার করি, সবই আমাদের শরীরে প্রভাব ফেলে। একইসাথে ছাপ রেখে যায় প্রকৃতিতে। কেমিকেল-ভর্তি, প্লাস্টিক-নির্ভর কিংবা ক্ষতিকর উপাদানযুক্ত পণ্য আমাদের স্বাস্থ্যকে যেমন ঝুঁকিতে ফেলে, তেমনি মাটির উর্বরতা নষ্ট করে, পানিকে দূষিত করে আর পরিবেশকে ধীরে ধীরে বিপন্ন করে ফেলে।

অন্যদিকে, অর্গানিক ও পরিবেশবান্ধব পণ্য স্বাস্থ্যকর, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে টেকসই জীবনযাপন নিশ্চিত করে। এগুলোতে নেই ক্ষতিকর রাসায়নিক, বরং আছে প্রকৃতির প্রতি সম্মান আর যত্ন। একটি অর্গানিক পণ্য ব্যবহার মানে- একসাথে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং প্রকৃতি বা পৃথিবীর প্রতি দায়িত্ব পালন করা।

এখানেই আসে ইকোমেট।
ইকোমেটের মাধ্যমে আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা এক নতুন ধরণের অভ্যাস গড়ে তুলতে সহায়তা। আমরা ভোক্তাদের হাতে পৌঁছে দিতে চেষ্টা করি এমন সব অর্গানিক ও ইকো-ফ্রেন্ডলি পণ্য, যেগুলো সহজলভ্য, সাশ্রয়ী এবং বিশ্বাসযোগ্য।

অর্গানিক ও পরিবেশবান্ধব জীবনযাপন কোনো বিলাসিতা নয়, বরং আমাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য জরুরি প্রয়োজন। আর সেই যাত্রাকে সহজ, আনন্দদায়ক ও অনুপ্রেরণামূলক করে তুলতেই ইকোমেট আছে আপনার পাশে।

সবুজে বাঁচুন, সুস্থ থাকুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ecomate ইকোমেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram