02/01/2026
আলহামদুলিল্লাহ। আজ আমার জীবনের বিশেষ একটি দিন। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মন্টানার ডক্টর অব ফিজিক্যাল থেরাপি (DPT) কোর্সটি শুরু করেছিলাম তখনও সংশয়ে ছিলাম.... আদৌ ক্লিনিক্যাল ডক্টরেটটা ভালোভাবে শেষ করতে পারব কি-না। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ডিগ্রি প্রাপ্ত হয়েছি।
DPT' র capstone প্রজেক্টের ক্লিনিক্যাল কেস রিপোর্টটি আজ যুক্তরাষ্ট্রের বিখ্যাত Clinical Case Reports জার্নালে প্রকাশিত হয়েছে।
লিঙ্ক: https://doi.org/10.1002/ccr3.71806