Raqi Abu Ibrahim

Raqi Abu Ibrahim কালো জাদু ও জ্বিনের সমস্যা সমাধানে কুর'আন-সুন্নাহ সম্মত রুকইয়াহ শারীয়াহ সেবা প্রদানে নিয়োজিত।

20/10/2025

পূজা চলছে, অনেক জ্বিনের রোগীরা অসুস্থতা অনুভব করছেন, পরিবারে ফাসাদ হচ্ছে! আল্লাহ তা'আলা সহজ করুন, আমীন।

আমল বাড়ান, রুকইয়াহ করান বা সেলফ রুকইয়াহ করুন, দুরুদ পাঠ করা বাড়ান, আল্লাহু মুস্তাআন।

19/10/2025

অধিক পরিমাণে এলার্জির সমস্যা বা স্কিনের সমস্যার অন্যতম কারণ জিনের আঈন বা নজর!

কালো জাদুতে আক্রান্ত এক বোনের কিছুদিন রুকইয়াহ করার পর বোনটির শরীরে বসবাসকারী জাদুর খাদেম জিনটি বাধ্য হয়ে তাদের বাসায় লুক...
18/10/2025

কালো জাদুতে আক্রান্ত এক বোনের কিছুদিন রুকইয়াহ করার পর বোনটির শরীরে বসবাসকারী জাদুর খাদেম জিনটি বাধ্য হয়ে তাদের বাসায় লুকিয়ে রাখা জাদুর তাবিযগুলোর সন্ধান দেয়!
১০ টিরও বেশী তাবিয লুকানো ছিলো তাদের বাসায়, তাবিযগুলো নষ্টের পর এক পর্যায়ে জিনটিও শরীর ছাড়তে বাধ্য হয় আল্লাহ তা'আলার ইচ্ছায়। অতঃপর বোনটি তাঁর দীর্ঘদিনের সমস্যা হতে পরিত্রান পান।
জিন-জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তির একমাত্র শারঈ চিকিৎসা হলো রুকইয়াহ।
এপয়েন্টমেন্ট বা সিরিয়াল বুক করতে কল বা WhatsApp করুনঃ 01838-951751

12/10/2025

আশিক জিনের প্রভাবে আপনার বিয়ে হচ্ছে না? তাহলে গুরুত্ব সহকারে রুকইয়াহ করুণ, অন্যথায় যদি আপনার বিয়ে হয়েও যায়, সেক্ষেত্রে কু-পাত্রের সাথে বিয়ের হওয়ার সম্ভাবনাই বেশী! আর যদি সু-পাত্রের সাথেও বিয়ে হয়, সেক্ষেত্রেও আপনার বৈবাহিক জীবন সুখময় হওয়ার সম্ভাবনা খুবই কম!

06/10/2025

জিন, জাদু, বদ-নজর ও হিংসা দূর করার রুকইয়াহ

02/10/2025

বাসা-বাড়িতে জিন বা জাদু থাকার লক্ষণসমূহ:
১. পরিবারে ক্ষুদ্র-তুচ্ছ কারণে ঝগড়া-বিবাদ লেগে থাকা।
২. পরিবারের সদস্যদের অতিরিক্ত রাগী ও খিটখিটে হয়ে যাওয়া ।
৩. একে অপরের প্রতি ঘৃণা, অবাধ্যতা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়া।
৪. পরিবারের এক বা একাধিক ব্যক্তির প্রায়শই মৃত্যু বা মুক্তির জন্য অভিশাপধর্মী দোয়া করা।
৫. ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, একের পর এক অসুস্থতা লেগেই থাকা।
৬. দম্পতীর মাঝে অযৌক্তিক কারণে কলহ-বিবাদ, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক দূরত্ব, ঘৃণা তৈরি হওয়া ও বৃদ্ধি পেতে থাকা।
৭. টাকাপয়সা, স্বর্ণালংকারের বা মূল্যবান জিনিসপত্র মাঝে মাঝেই হারিয়ে যাওয়া।
৮. বিয়ের প্রস্তাব না আসা অথবা প্রস্তাব আসলেও ব্যর্থ হওয়া।
৯. বাসার বাহিরে থাকলে ভালো লাগা কিন্তু ঘরে আসলেই খারাপ লাগা বা অসুস্থবোধ করা।
১০. একাকীত্ব অনুভব করা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া।
১১. অনিদ্রা, বিছানায় গেলে অসুস্থতা অনুভব করা।
১২. বারবার ভয়ংকর স্বপ্ন দেখা বা দুঃস্বপ্ন দেখা।
বিঃ দ্রঃ উপরোক্ত লক্ষণগুলোর কিছু কিছু লক্ষণ সেসকল মানুষের সাথেও মিলে যাবে যাদের ঘড়ে বা বাসায় কোনো জাদু নেই; কিন্তু তারা নিজেরা জ্বিন, জাদু বা আঈন দ্বারা আক্রান্ত।

29/09/2025

হিন্দুদের পূজার সময় চলছে, অর্থাৎ জাদুর রিনিউ বা নয়াবনও শুরু হয়ে গেছে!

জাদুর নবায়ন বা রিনিউ রোধ করতে আপনাদের সাহায্য করবে বি ইযনিল্লাহ এমন একটি রুকইয়াহ অডিও আমরা তৈরি করেছি, রুকইয়াহটি মাত্র ১৫ মিনিটের।

পূজা চলাকালীন প্রতিদিন অন্তত ৩-৪ বার রুকইয়াহটি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনুন।
লিংকঃ https://youtu.be/slBVtruD7JI
এবং অবশ্যই গুরুত্ব সহকারে মেইনটেইন করবেন:
⛔৫ ওয়াক্ত সালাত
⛔সকাল-সন্ধ্যার হিফাজতের আমল
⛔ঘুমানোর আগে ওজু ও মাসনুন আমল
⛔টয়লেটে প্রবেশ-বাহির হওয়ার দুআ
⛔অধিকহারে ইস্তিগফার, নফল জিকির ও দুআ ইউনুস পাঠ
⛔যারা পুরাতন জাদুর ভুক্তভোগী, সম্ভব হলে প্রতিদিন অন্তুত ৩০ আয়াত সূরা বাকারাহ তিলাওয়াত
⛔সূরা ইউনুস এর ৮১-৮২ নং আয়াত প্রতিদিন সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার তিলাওয়াত
আল্লাহ রব্বুল আলামীন সবাইকে জীন-জাদু, বদনজর ও হাসাদের কবল থেকে মাহফুজ রাখুন! আমীন।

07/04/2025

হে আল্লাহ! ইস\রা\ঈ\ল ও তার সাহায্যকারীদের ধ্বংস করুন, যেভাবে ধ্বংস করেছেন আদ ও সামুদ জাতিকে।

06/04/2025

ফিলি+স্তিন বাসীর জন্য আমরা কিছুই করতে পারিনি, অন্ত্যত তাঁদের জন্য আল্লাহ তা'আলার দরবারে দু'আ ও ইস+রা+ঈ+লের বিরুদ্ধে লা'নতের বদ-দুআ যেনো আমাদের ছুটে না যায়!

মাত্র ২২ মিনিটের আমাদের এই রুকইয়াহটি একবার শুনে দেখুন!পেটের জাদু, খাওয়ানো জাদু, মানুষের খাওয়ানো জাদু, স্বপ্নে জিনের খাওয়...
18/03/2025

মাত্র ২২ মিনিটের আমাদের এই রুকইয়াহটি একবার শুনে দেখুন!
পেটের জাদু, খাওয়ানো জাদু, মানুষের খাওয়ানো জাদু, স্বপ্নে জিনের খাওয়ানো জাদুকে পেট থেকে বের করার কার্যকরি রুকইয়াহ বি ইযনিল্লাহ।
লিংকঃ https://youtu.be/nAHbHUy_LYU
কমেন্টে দেখুন এক পেশেন্ট রুকইয়াহটি লাগাতার ৩ বার শুনেই বমি করেছেন!

13/03/2025

আপনার ব্যবসা বা চাকরির কর্মস্থলে গেলে আপনার যদি ঘুম ঘুম লাগে, অমনোযোগ বা ক্লান্তি লাগে, মাথা বা ঘাড় ব্যাথা করে, রাগ বা বিরক্তি কাজ করে তাহলে নিশ্চিত থাকুন আপনার চাকরি/ব্যবসার উপর আঈন, হাসাদ বা যাদু রয়েছে!

আমাদের এক পেশেন্ট বোন দীর্ঘদিন যাবত জাদু ও জ্বীন দ্বারা আক্রান্ত ছিলেন। বেশ কিছু সেশন নেওয়ার পর বোনটির শরীরে থাকা জিন যা...
13/03/2025

আমাদের এক পেশেন্ট বোন দীর্ঘদিন যাবত জাদু ও জ্বীন দ্বারা আক্রান্ত ছিলেন। বেশ কিছু সেশন নেওয়ার পর বোনটির শরীরে থাকা জিন যাদুর সন্ধান দিতে বাধ্য হয় এবং সে অনুযায়ী এই তালা ও চুলগুলো পাওয়া যায়! আলহামদুলিল্লাহ

Address

Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Abu Ibrahim:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram