Marriage Media

Marriage Media MarriageMedia.Com.BD is a leading trustworthy marriage media service provider in Bangladesh. It helps to find out the best-matched life partner for you.

পাত্র চাই: সরকারী ১ম শ্রেনীর চাকুরীজীবি মেয়ের জন্য উপযুক্ত পাত্র চাই ==================================================ম...
24/06/2020

পাত্র চাই: সরকারী ১ম শ্রেনীর চাকুরীজীবি মেয়ের জন্য উপযুক্ত পাত্র চাই
==================================================
মেয়ে সরকারী ১ম শ্রেনীর চাকুরীজীবি পদবী- সহকারী ব্যবস্থাপক(৯ম গ্রেড)
জন্মসাল: ১৯৮৮
ফর্সা,স্লিম।
উচ্চতা- ৫ ফুট ৩ ইঞ্চি।
কর্মস্থল : কুমিল্লা।
শিক্ষা: সরকারী স্কুল,কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংএ বিবিএ, এমবিএ।
বাবা: বিশিষ্ঠ এডভোকেট ছিলেন। বর্তমানে বেঁচে নেই।
মা: গৃহিণী।
ভাই-বোন: ৩ ভাই ২ বোন। বড় ২ ভাই এর পর সে।

মেয়ে ৫ ওয়াক্ত নামাজি এবং পরহেজগার। তার সাথে মানানসই একজন সৎ, নামাজি ও পরহেজগার ও ভাল মন-মানসিকতার উপযুক্তপাত্র চাই। ছেলে সরকারী চাকুরিজীবী হলে ভাল হয় (ব্যবসায়ী আগ্রহী নই)।

আগ্রহী পাত্রের পূর্ণাঙ্গ বায়োডাটা, ছবি, ইমেইল, ফোন নম্বর দিয়ে ইনবক্সে মেসেজ করুন।
ধন্যবাদ।

সুযোগ্য পাত্রী চাই=============পাত্র: বর্তমানে সিনিয়র অফিসার, জনতা ব্যাংক। (পাত্র ৩৮ তম বিসিএসের ভাইভা দেয়া আছে, সামনে চ...
20/06/2020

সুযোগ্য পাত্রী চাই
=============
পাত্র: বর্তমানে সিনিয়র অফিসার, জনতা ব্যাংক। (পাত্র ৩৮ তম বিসিএসের ভাইভা দেয়া আছে, সামনে চুড়ান্ত ফলাফল হবে। তাই আরো ভালো কিছু হতে পারে, ইন শা আল্লাহ)
স্থায়ী ঠিকানাঃ ঝালকাঠি
বর্তমান ঠিকানাঃ হাজারীবাগ, ঢাকা
মাসিক আয়ঃ ৪৫০০০+ (নিজের নামে কোনো সম্পদ নেই)
শিক্ষাঃ এমবিএ, ইন্টারন্যাশনাল বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়,
বিবিএ ও এমবিএ, ফিন্যান্স, ইবাইস ইউনিভার্সিটি, এইচএসসি-২০০৫, এসএসসি-২০০৩
পিতাঃ প্রাইভেট চাকরি(রিটায়ার্ড)।
মাতাঃ গৃহিণী।
ভাইবোনঃ ৪ ভাই ও এক বোন (পাত্র বড়, ছোট দুই ভাই সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, বোন বিবাহিত)

পাত্রী যেমন হওয়া চাই:
================
বরিশাল বিভাগের মেয়ের অগ্রাধিকার
ধার্মিক, সুন্দরী, শিক্ষিত, মিনিমাম ৫'২", স্লিম, ভালো বংশীয়, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন অথবা চলমান, চাকরিরতা হলে প্রথম শ্রেণির সরকারি চাকরি, রুচিশীল পাত্রী চাচ্ছি। পাবলিক বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের স্টুডেন্ট অথবা পড়াশোনা সম্পন্ন পাত্রী চাচ্ছি। আমি বাদে আমার পরিবারের সবাই ঝালকাঠি থাকে। পাত্রীকে বিয়ের পরে ঢাকায় থাকতে হবে। সুতরাং ঢাকায় সেটেল্ড হলেও সমস্যা নাই। আর সার্বিক যোগ্যতা ও গুণাবলি সম্পন্ন পাত্রীর ক্ষেত্রে যেকোনো জেলার হলেও সমস্যা নেই।

সুযোগ্য পাত্রীদের পূর্ণাঙ্গ বায়োডাটা, ছবি, ইমেইল, ফোন নম্বর সহ ইনবক্সে মেসেজ দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

পাত্রী চাই:========একজন সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত পাত্রের জন্য উপযুক্ত পাত্রী দরকার। পাত্রের বর্তমান অবস্থার সংক্ষিপ্ত বর...
08/06/2020

পাত্রী চাই:
========
একজন সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত পাত্রের জন্য উপযুক্ত পাত্রী দরকার। পাত্রের বর্তমান অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো:

কর্মস্থান
======
পাত্র বর্তমানে একটি কলেজ এ শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ব্যাক্তিগত বিষয়:
============
জন্ম সাল: ১৯৮৬ ইং
নিজ জেলাঃ রাজশাহী
বসবাস জেলাঃ কুমিল্লা
ধর্মঃ ইসলাম
উচ্চতাঃ ৫'৮''
রক্তের গ্রূপ : এ+
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
পিতাঃ ব্যাবসায়ী
মাতা: গৃহিনী
ভাই-বোন: ২ ভাই ২ বোন (১ ভাই এবং ২ বোন বিবাহিত)

শিক্ষাগত যোগ্যতাঃ
==============
এস এস সি: ২০০২ ইং
এইস এস সি: ২০০৪ ইং
বি বি এ (অনার্স): ২০০৯ ইং
এম বি এ (ম্যানেজমেন্ট): ২০১১ ইং

উপরে সংক্ষেপে বর্ণিত পাত্রের জন্য নম্র, ভদ্র, শিক্ষিত, পরহেজগার পাত্রী আবশ্যক। পাত্রীর নিবাস রাজশাহী, কুমিল্লা, কিংবা ঢাকার হলে ভালো হয়। পাত্রের চাহিদার সাথে সমন্বয় হয় এমন সম্ভাব্য পাত্রীর ছবি, ইমেইল, ফোন নম্বর এবং পূর্ণ বায়োডাটা ইনবক্সে প্রদান পূর্বক যোগাযোগ করুন।

আর আপনা যারা পাত্র/পাত্রী খুঁজছেন, ইনবক্সে মেসেজ দিন।
ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবার জন্য মঙ্গোল কামনা পূর্বক ধন্যবাদ জানানো হলো।

পাত্র চাই:=======একজন শিক্ষিতা হিন্দু মেয়ের জন্য পাত্র দরকার।বয়স: 26 গায়ের রং: ফর্সাথানা: গৌরনদীজেলা: বরিশালভাই ও বোন:...
07/06/2020

পাত্র চাই:
=======
একজন শিক্ষিতা হিন্দু মেয়ের জন্য পাত্র দরকার।
বয়স: 26
গায়ের রং: ফর্সা
থানা: গৌরনদী
জেলা: বরিশাল
ভাই ও বোন: তিন বোন এক ভাই
বড় বোন: বিবাহিত ( স্বামী মেডিসিন ব্যবসায়ী)
মেজো বোন: বিবাহিত (স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে)
ছোট বোন :অবিবাহিত (পাত্রী)
ছোট ভাই :ছাত্র (অনার্স তৃতীয় বর্ষ)(বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ)
পাত্রীর শিক্ষাগত যোগ্যতা
বাংলায় অনার্স
বাংলায় মাস্টার্স (ফার্স্ট ডিভিশন 2019 সালে)(কলেজ বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ)

আগ্রহী প্রাথীকে পূর্ণাঙ্গ বায়োডাটা, ছবি, ইমেইল, ফোন নম্বরসহ ইনবক্সে মেসেজ দেয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া আপনাদেরও যদি কোনো পাত্র/পাত্রীর দরকার হয়, ইনবক্সে মেসেজ দেয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ,
ম্যারেজ মিডিয়া

মেডিকেল অফিসার মেয়ের জন্য পাত্র চাই ==============================পেশা: মেডিকেল অফিসার (RHSTEP কুমিল্লা মেডিকেল কলেজ হাস...
05/06/2020

মেডিকেল অফিসার মেয়ের জন্য পাত্র চাই
==============================

পেশা: মেডিকেল অফিসার (RHSTEP কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল)
চেহারা: উজ্জ্বল সুন্দর
বয়স: ৩২ বছর
বৈবাহিক অবস্থা: ডিভোর্সড
সন্তানঃ একটি ছেলে আছে
বাবা-মা: উভয়ে সুস্থ দেহে জীবিত আছেন
ভাই-বোন: ২ ভাই ও ২ বোনের মধ্যে সে বড়।

কেমন পাত্র খুঁজছে সে:
=================
পাত্রকে অবস্যই সুশিক্ষিত, ভালো মনের হতে হবে।
পাত্রের পূর্বে ডিভোর্সড হয়ে থাকলে কোনো অসুবিধা নেই।
পাত্রের জেলা অবশই ঢাকা, কুমিল্লা অথবা নোয়াখালী হতে হবে।
পাত্রের পেশা: শিল্পপতি, ইঞ্জিনিয়ার, ব্যাংকার বা দেশের বাইরের এডুকেটেড ডিভোর্স।

আগ্রহী প্রাথীকে পূর্ণাঙ্গ বায়োডাটা, ছবি, ইমেইল, ফোন নম্বরসহ ইনবক্সে মেসেজ দেয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া আপনাদেরও যদি কোনো পাত্র/পাত্রীর দরকার হয়, ইনবক্সে মেসেজ দেয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ,
ম্যারেজ মিডিয়া

24/05/2020

সবাইকে আন্তরিক ভাবে জানাচ্ছি পবিত্র ঈদুল ফেতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

আচ্ছালামু আলাইকুম জনাব/জনাবা,আপনি কি পাত্র/পাত্রী খুঁজছেন? তাহলে আপনার মোবাইল এ তোলা কয়েকটি ছবি সহ বায়োডাটা এবং কেমন পাত...
16/05/2020

আচ্ছালামু আলাইকুম জনাব/জনাবা,

আপনি কি পাত্র/পাত্রী খুঁজছেন? তাহলে আপনার মোবাইল এ তোলা কয়েকটি ছবি সহ বায়োডাটা এবং কেমন পাত্রী খুঁজছেন উল্লেখ করে ইমেইল করুন। কাঙ্খিত পাত্রী খুঁজে দেয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।

যদি কোনো প্রশ্ন থাকলে সরাসরি ইনবক্সে মেসেজ করুন।

"আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যদি না সে জাতি তার ভাগ্য পরিবর্তনে স্বচেষ্ট হয়" (আল কুরআন)।

সকল বিষয়ে সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং প্রার্থনার মাধ্যমে কাঙ্খিত ফলাফ অর্জন করা যায়। কাজেই একনিষ্ঠভাবে চেষ্টা ও তদবীর করলে উপযুক্ত পাত্র/পাত্রীর সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া, উপযুক্ত পাত্র/পাত্রীর সন্ধান পেতে ম্যারেজ মিডিয়া হিসেবে আমাদের সহযোগিতা নিন।

আমরা উভয় পক্ষের সার্বিক খোঁজ খবর এবং পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মূল্যায়ন সাপেক্ষে নিজস্ব তত্ত্বাবধায়নে বিবাহ-বন্ধন সমন্বয় করে থাকি। কাজেই, ধোকায় পরার সম্ভাবনা কম।

আপনার জন্য সর্বদিক থেকে উপযুক্ত পাত্র/পাত্রী খুঁজে পেতে উপরে বর্ণিত বিষয়ে মনোযোগী হাওয়া দরকার। অনেক সময় শুধু বাহ্যিক সৌন্দর্য বিচারে অগ্রসর হলে বিপরীত ফলাফল অর্জন হয়। তাই, বাহ্যিক সৌন্দর্য বিচারের সাথে সাথে পাত্র/পাত্রীর অন্তর নিহিত গুনাগুন বিচারে প্রাধান্য দেয়া জ্ঞানী লোকের কাজ।

ধন্যবাদ
ম্যারেজ মিডিয়া
marriagemedia.com.bd@gmail.com

পাত্র চাই =======একজন শিক্ষিতা  বিদুষিনী মুসলিম নারীর জন্য পাত্র দরকার। সংক্ষিপ্ত বিবরণ:জন্ম সন: ১৯৮৬ ইং বাবাঃ অ্যাডভোকে...
16/05/2020

পাত্র চাই
=======
একজন শিক্ষিতা বিদুষিনী মুসলিম নারীর জন্য পাত্র দরকার।

সংক্ষিপ্ত বিবরণ:
জন্ম সন: ১৯৮৬ ইং
বাবাঃ অ্যাডভোকেট (ইনকাম ট্যাক্স), ঢাকা বার এসোসিয়েশন
মা: গৃহিনী
বর্তমান ঠিকনা : ঢাকা
স্থায়ী ঠিকানা: পিরোজপুর
উচ্চতাঃ ৫'১"
রক্তের গ্রূপ: AB-
ওজন: ৪৮ কেজি
শখ: রান্না, ইসলামিক বই পড়া এবং বৈষয়িক জ্ঞান অর্জন করা
শিক্ষাগত যোগ্যতাঃ বি এ অনার্স (ইংলিশ)
ভাই ও বোন: দুই বোন ও এক ভাই
বোন: কম্পিউটার সাইন্স ইঞ্জিনীরিং এ মাস্টার্স, ব্র্যাক ইউনিভার্সিটি, সুইজারল্যান্ডে একটি এনজিও তে আইটি অফিসার হিসেবে কর্মরত
বোনের স্বামী: শাহজালাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ার, মাস্টার্স বুয়েট, জব করছেন UNICEF.
ছোট ভাই: ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনীরিং শিক্ষারত।

আগ্রহী প্রার্থীঃ
==========
একজন শিক্ষিত, মার্জিত, ধার্মিক চাকুরীজীবি/ব্যাবসায়ী পাত্রের সন্ধান করছি। যিনি পাত্র হবেন তার
বয়স ৩৫-৩৮ বছর
কর্মস্থান দেশে বা বিদেশে হলেও হবে
আগ্রহী প্রার্থীকে নিম্নে দেয়া ইমেইল এ পূর্ণাঙ্গ বায়োডাটা দিতে অনুরোধ করা হলো।
marriagemedia.com.bd@gmail.com

29/11/2019

ম্যারেজ মিডিয়ায় সবাইকে স্বাগতম।
আপনারা যারা নিজেদের জন্য উপযুক্ত পাত্র/পাত্রী খুঁজছেন, তারা পূর্ণাঙ্গ বায়োডাটা এবং কেমন পাত্র/পাত্রী চান তা জানাবেন। আমরা আপনার চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজেপেতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

24/09/2018

বর্তমান যুগে আল্লাহ যাকে একজন উত্তম জীবন সঙ্গী / সঙ্গিনী দিয়েছেন, তিনিই সর্বাপেক্ষা সুখী ব্যাক্তি। একজন উত্তম জীবন সঙ্গী/সঙ্গিনী আপনার জীবনকে সুখী করতে পরশ পাথরের মতো কাজ করবে। আপনার যখন কোনো কারণে মন খারাপ থাকবে, সে আপনার মন ভালো করার / রাখার জন্য কাজ করবে অথবা এমন কিছু কথা বা সান্তনার কথা বলবে যে আপনি তাৎক্ষণিক আপনি খুশি হবেন এবং সুখ অনুভব করবেন। তাই যাদের জীবন সঙ্গী / সঙ্গিনী আছে, নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আরোও সচেষ্ট হন। আর যারা বিবাহ করতে যাচ্ছেন অর্থাৎ জীবন সঙ্গী / সঙ্গিনী খুঁজছেন, তারা আল্লাহর কাছে একজন উত্তম জীবন সঙ্গী / সঙ্গিনীর জন্য নিয়মিত প্রাথনা করুন। সবাই সুখী এবং দীর্ঘজীবী হন। আমিন। 😀

Address

BNS Center, Sector 07, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801992350024

Alerts

Be the first to know and let us send you an email when Marriage Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marriage Media:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

MarriageMedia.Com.BD

The MarriageMedia.Com.BD has started a new journey with the aim of providing the true service for finding out the best life partner according to the needs of a candidate.

Now a days, we are so busy with our career and daily tight activities, we have no enough time to find out a life partner in time. That’s why day by day we are being depenent on the marriage media service provider to get the right people. But, most of the time we the people gets cheated / falls promised by service providers. In this case, we, the MarriageMedia.Com.BD works only for the right people with the satisfactory service.