26/01/2024
بسم الله الرحمن الرحيم
২৩/০১/২৪ইং মিটিংয়ে গৃহিত সিদ্ধান্তবলী:
১, আল মাফায কার্যক্রম কমপক্ষে ৫ বছর বহাল থাকবে।
২,কার্যক্রম আগের মতই বহাল থাকবে।
৩,অর্থ সম্পর্ক হিসাবে নির্ধারণ করা হয়েছে:মুহাম্মাদ উসামা আব্দুল্লাহ কে।
সহ সভাপতি নির্ধারণ করা হয়েছে: মুহা.রাশেদুল ইসলামে কে।
৪,আল মাফাযের একটি ব্যাংক একাউন্ট খুলা হবে তিন জনের সমষ্টি গত ভাবে,মুহাম্মদ রাসেল আহমাদ (নাহিদ) মুহাম্মাদ উসামা আব্দুল্লাহ, মুহা.বায়েজিদ।
৫,ব্যাংক একাউন্ট খুলা নিয়ে মুফতি মাসূম বিল্লাহ সাহেবের কাছে আলোচনা করবেন মুহা,ইমরান হুসাইন।
৬,বিকাশ,নগদ রকেট ইত্যাদির মাধ্যমে টাকা পাঠাতে হলে খরচ নিজেকে বহন করতে হবে,এবং পাঠানোর পূর্বে অর্থ সম্পাদকপর সাথে ফোনে আলোচনা করতে হবে।