Pop of Secrets

Pop of Secrets Dedicated to mental well-being through belief, acceptance, and healing.

নিঃশব্দে কাঁদার চেয়ে কথা বলা ভালোআপনার যদি কষ্ট হয়, বলুন। মনে রাখবেন, কষ্ট চেপে রাখলে তা মনের গভীরে জমে বিষ হয়ে যায়। একজ...
26/07/2025

নিঃশব্দে কাঁদার চেয়ে কথা বলা ভালো

আপনার যদি কষ্ট হয়, বলুন। মনে রাখবেন, কষ্ট চেপে রাখলে তা মনের গভীরে জমে বিষ হয়ে যায়। একজন বিশ্বাসযোগ্য মানুষকে খুঁজে বের করু এটাই মুক্তির শুরু।

সকালের শুরুটা নিজের মতো করে করুন।অন্যের জন্য দিন শুরু করার আগে ১০ মিনিট নিজের জন্য রাখুন। ধ্যান, প্রার্থনা বা শুধু জানাল...
25/07/2025

সকালের শুরুটা নিজের মতো করে করুন।

অন্যের জন্য দিন শুরু করার আগে ১০ মিনিট নিজের জন্য রাখুন। ধ্যান, প্রার্থনা বা শুধু জানালার বাইরে তাকিয়ে থাকা এই সময়টুকু আপনার মানসিক শক্তি ফিরিয়ে দেবে।

রাগ, কষ্ট, ভয় এগুলো আবেগ, শত্রু না। এগুলোকে দমন না করে বুঝতে শিখুন। নিজেকে বলুন, “আমি বুঝি কেন আমি এমন বোধ করছি। এটা ঠিক...
24/07/2025

রাগ, কষ্ট, ভয় এগুলো আবেগ, শত্রু না। এগুলোকে দমন না করে বুঝতে শিখুন। নিজেকে বলুন, “আমি বুঝি কেন আমি এমন বোধ করছি। এটা ঠিক।”

ডিজিটাল সংযুক্তি কমানসোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানোর বদলে নিজের মনের সাথে সময় কাটান। ২০ মিনিট বই পড়া, গাছ দেখা ব...
23/07/2025

ডিজিটাল সংযুক্তি কমান

সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানোর বদলে নিজের মনের সাথে সময় কাটান। ২০ মিনিট বই পড়া, গাছ দেখা বা নিজের চুল আঁচড়ানো মন শান্ত হবে।

প্রত্যাখ্যান মানেই আপনি অযোগ্য ননজীবনে না শুনতে হতে পারে। চাকরি, সম্পর্ক, পরিবার সব ক্ষেত্রেই। এটা আপনাকে ছোট করে না। বর...
22/07/2025

প্রত্যাখ্যান মানেই আপনি অযোগ্য নন

জীবনে না শুনতে হতে পারে। চাকরি, সম্পর্ক, পরিবার সব ক্ষেত্রেই। এটা আপনাকে ছোট করে না। বরং এটা অন্য কোনো নতুন হ্যাঁ’র পথ খুলে দেয়।

নিজেকে ক্ষমা করতে শিখুনযে ভুলগুলোতে আপনি আজও কাঁদেন, সেই ভুলগুলো আপনাকে মানুষ করেছে। নিজেকে একবার বলুন “তুই তো মানুষ। ভু...
20/07/2025

নিজেকে ক্ষমা করতে শিখুন

যে ভুলগুলোতে আপনি আজও কাঁদেন, সেই ভুলগুলো আপনাকে মানুষ করেছে। নিজেকে একবার বলুন “তুই তো মানুষ। ভুল হতেই পারে। আমি তোকে ক্ষমা করলাম।”

নিজেকে একা মনে করলে, অন্য কাউকে খোঁজ করুন।মন খারাপের সময় শুধু নিজের মধ্যে না থেকে অন্য কাউকে ছোট্ট মেসেজ দিন“কেমন আছো?” ...
19/07/2025

নিজেকে একা মনে করলে, অন্য কাউকে খোঁজ করুন।

মন খারাপের সময় শুধু নিজের মধ্যে না থেকে অন্য কাউকে ছোট্ট মেসেজ দিন“কেমন আছো?” এতে হয়তো তারও মন ভালো হবে, আপনারটাও হালকা হবে।

দিনের শেষে নিজের প্রশংসা করুনআজ আপনি কী করলেন সেটা হিসাব করুন। এমন কিছু তো ছিলই যেটা আপনার জন্য ছোট সাফল্য। সেটাকে সম্মা...
18/07/2025

দিনের শেষে নিজের প্রশংসা করুন

আজ আপনি কী করলেন সেটা হিসাব করুন। এমন কিছু তো ছিলই যেটা আপনার জন্য ছোট সাফল্য। সেটাকে সম্মান দিন। নিজের হাত চাপড়ে বলুন“আমি পেরেছি।”

আবেগের প্রতি জবাবদিহিতা থাকুক, কিন্তু শাস্তি নয়।রাগ পেলে আপনি খারাপ মানুষ না, কষ্ট পেলে আপনি দুর্বল না। আবেগ থাকবেই, তবে...
17/07/2025

আবেগের প্রতি জবাবদিহিতা থাকুক, কিন্তু শাস্তি নয়।

রাগ পেলে আপনি খারাপ মানুষ না, কষ্ট পেলে আপনি দুর্বল না। আবেগ থাকবেই, তবে প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ধারণ করার ক্ষমতা আপনার।

গান শোনাকে থেরাপি বানানমন ভালো না থাকলে একটা নির্জন জায়গায় গিয়ে গান শুনুন। আপনার প্রিয় সেই পুরনো গানগুলো হয়তো আপনাকে আবা...
16/07/2025

গান শোনাকে থেরাপি বানান

মন ভালো না থাকলে একটা নির্জন জায়গায় গিয়ে গান শুনুন। আপনার প্রিয় সেই পুরনো গানগুলো হয়তো আপনাকে আবার সেই সহজ সময়ে ফিরিয়ে নিয়ে যাবে।

ঘুম ঠিক না হলে মনও ঠিক থাকে নারাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুম কম হলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় না, ফলে ছোট বিষয়ের প...
15/07/2025

ঘুম ঠিক না হলে মনও ঠিক থাকে না

রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুম কম হলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় না, ফলে ছোট বিষয়ের প্রতিক্রিয়াও বড় মনে হয়।

নিজেকে আবিষ্কার করার সময় দিনকারা আপনাকে ভালোবাসে, সেটাও জরুরি but কে আপনি, সেটা জানা আরও বেশি জরুরি। মাঝে মাঝে লিখে ফেলু...
14/07/2025

নিজেকে আবিষ্কার করার সময় দিন

কারা আপনাকে ভালোবাসে, সেটাও জরুরি but কে আপনি, সেটা জানা আরও বেশি জরুরি। মাঝে মাঝে লিখে ফেলুন “আমি কে?”

Address

1st & 2nd Floor. 75 Sheikh Rasel Square. 1/Ka. Sukrabad. Panthopath
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Pop of Secrets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pop of Secrets:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram