Santir Neer

Santir Neer Be fit & be Healthy. Santir Neer is the place where you get health & wealth benefits

23/10/2024
আসসালামু আলাইকুম  বন্ধুরা কেমন আছেন সবাই?
04/09/2024

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?

সবাই মেনে চলতে পারেন এই নিয়মগুলো।
07/06/2024

সবাই মেনে চলতে পারেন এই নিয়মগুলো।


“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে এসেছে। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ ...
07/06/2024

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে এসেছে। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত


I have reached 2K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
10/01/2024

I have reached 2K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

08/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! জয়নাল আবেদিন, Iqbal Hossin, Md Towhid

29/10/2023
16/10/2023

শুধু আজকের জন্যে ডেলিভারি চার্জ ফ্রী।

গ্যাস্ট্রিক, আমাশা, কোষ্ঠকাঠিন্য!! কখনো ভোগেনি এমন মানুষ দেশে খুঁজে পাওয়া কঠিন। এসকল সমস্যা আজকাল নিত্তনৈম
এসব সমস্যার সহজ সমাধান “Stomach Care” প্যাকটিতে, যার মধ্যে আপনি পাবেন যাবতীয় পেটের অশান্তি ও কঠিন সমস্যার সমাধান, এই প্যাকটি সেবনে আপনার সমস্যার কাঙ্খিত সমাধান দেখতে পাবেন ১দিনের মধ্যেই।

উপকারিতা:
• কঠিন গ্যাস্ট্রিক পেট ব্যথা
• নতুন বা পুরাতন কোষ্ঠকাঠিন্য দূর করে
• হজম-শক্তি বাড়ায়
• নতুন এবং পুরাতন আমাশয় ভালো করে।
• লিভারের যাবতীয় কাজকর্মে এর শক্তি বাড়ায়
• পাক-স্থলীর জন্য প্রয়োজনীয় শক্তি বাড়ায়
• পেট ফাঁপা পেট ভারী ভাব দূর করে
• ক্ষুধা বাড়ায় খাবারে রুচি বাড়ায়।

আরো যানতে এবং অর্ডার করতে 'Order Now' বাটনে ক্লিক করুন।
অথবা WhatsApp করুন এই নাম্বারে 01720040115

11/10/2023

প্রাকৃতিক ন্যাচারালাই সমাধান ইনশাআল্লাহ।
Order Now... http://santirneer.com/

Address

Madaripur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Santir Neer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share