Dr Yasmin Ara

Dr Yasmin Ara “Happy skin is healthy skin”

ত্বকে ক্ষতিকর Wart/ আচিল, তিল বা Skin Tag CO2 লেজার প্রযুক্তির মাধ্যমে এখন এগুলো খুব সহজেই অপসারণ সম্ভব –❌ কাটাছেঁড়া ছাড়...
02/08/2025

ত্বকে ক্ষতিকর Wart/ আচিল, তিল বা Skin Tag
CO2 লেজার প্রযুক্তির মাধ্যমে এখন এগুলো খুব সহজেই অপসারণ সম্ভব –
❌ কাটাছেঁড়া ছাড়াই
❌ রক্তপাত ছাড়াই
✅ কম সময়ে
✅ নিরাপদ ও কার্যকরভাবে

➡️ ত্বকের সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন
➡️ অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিন

📍আপনার সমস্যা অনুযায়ী পরামর্শ ও চিকিৎসা নিতে চেম্বারে আজই যোগাযোগ করুন।
Dr Yasmin Ara Zaman
MBBS, DDV, FCPS, FAM (German)
Consultant
Lab Aid diagnostic center
Mirpur 1 ( Saturday, Monday, Wednesday)
Lab Aid Laser Iconic
Kolabagan (Tuesday)
01338541716

31/07/2025

⚠️ সৌন্দর্যচর্চা শুধু ফ্যাশন নয়, এটা স্বাস্থ্যসচেতনতাও!
ভুল পদ্ধতি বা অজ্ঞতার কারণে হতে পারে চর্মের ক্ষতি।
আসুন, সচেতন হই — সঠিক তথ্য ও চিকিৎসকের পরামর্শ নিয়ে সৌন্দর্যচর্চা করি।
💡 সচেতন থাকুন, সুস্থ থাকুন।

10/07/2025
🌍✨ World Skin Day 2025 ✨🌍Skin health is essential, not optional. On this day, let’s raise awareness, fight stigma, and e...
05/07/2025

🌍✨ World Skin Day 2025 ✨🌍

Skin health is essential, not optional. On this day, let’s raise awareness, fight stigma, and ensure access to proper dermatological care for all.
Every skin matters.



🔬 বিশ্ব ত্বক দিবস ২০২৫
ত্বকের স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক প্রয়োজন।
এই দিনে আসুন ত্বকের রোগ নিয়ে সচেতনতা বাড়াই, কলঙ্ক দূর করি এবং সবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করি।
প্রত্যেকটি ত্বকই গুরুত্বপূর্ণ।

#ত্বক_সচেতনতা

Dr Yasmin Ara Zaman
Consultant
Dept. Dermatology & Venereology
Labaid Ltd. Diagnostics), Mirpur

🌍 আজ বিশ্ব ভিটিলিগো দিবস! 💜ভিটিলিগো (শ্বেতী) একটি সম্পূর্ণ নিরীহ, অসংক্রামক চর্মরোগ, যেখানে শরীরের কিছু অংশে সাদা দাগ দে...
25/06/2025

🌍 আজ বিশ্ব ভিটিলিগো দিবস! 💜

ভিটিলিগো (শ্বেতী) একটি সম্পূর্ণ নিরীহ, অসংক্রামক চর্মরোগ, যেখানে শরীরের কিছু অংশে সাদা দাগ দেখা দেয়। এর প্রধান কারণ শরীরের মেলানোসাইট বা রঙ তৈরি করা কোষগুলো হারিয়ে যাওয়া।

অনেকেই ভিটিলিগো নিয়ে সামাজিক ভয় বা ভুল ধারণায় ভুগে থাকেন। আসুন আমরা সচেতন হই — ভিটিলিগো ছোঁয়ায় ছড়ায় না, এটি জীবনহানিকর নয় এবং সঠিক চিকিৎসায় অনেকক্ষেত্রে উন্নতি সম্ভব।

আসুন সচেতন হই, ভিটিলিগো আক্রান্তদের পাশে দাঁড়াই এবং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলি।

💙 ভালোবাসা, সচেতনতা ও গ্রহণযোগ্যতা ছড়িয়ে দিই।

স্কেবিস (Scabies): 🧴স্কেবিস একটি সংক্রামক চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র আকৃতির পোকা দ্বারা হয়। এটি ত্বকের ন...
20/05/2025

স্কেবিস (Scabies): 🧴

স্কেবিস একটি সংক্রামক চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র আকৃতির পোকা দ্বারা হয়। এটি ত্বকের নিচে বাসা বাঁধে এবং চুলকানির কারণ হয়।

🔍 লক্ষণসমূহ:
✅ প্রচণ্ড চুলকানি (বিশেষ করে রাতে)
✅ আঙুলের ফাঁকে, কবজি, কোমর, নাভি, স্তন ও যৌনাঙ্গের আশেপাশে ছোট ছোট গুটি বা ফোসকা
✅ পরিবার বা আশেপাশের কারো একই ধরনের সমস্যা

⚠️ স্কেবিস খুব সহজে ছড়িয়ে পড়ে—বিশেষ করে একই বিছানা, কাপড় বা তোয়ালে ব্যবহারের মাধ্যমে। তাই গোটা পরিবারকে একসাথে চিকিৎসা নেওয়া জরুরি।

💡 করণীয়:
👉 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ও মলম ব্যবহার করুন
👉 ব্যবহৃত জামা-কাপড়, বিছানার চাদর ও তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান
👉 চুলকানির ও গুটির জন্য নিজে থেকে স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না

আপনি বা আপনার পরিবারে কারো যদি এই ধরনের উপসর্গ থাকে, দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

#স্কেবিস #চর্মরোগ

Successfully attented a free health camp at Hathazari, Chittagong on 9th May,2025 offering free consultations, skin chec...
10/05/2025

Successfully attented a free health camp at Hathazari, Chittagong on 9th May,2025 offering free consultations, skin check-ups, and awareness sessions. Grateful to all who joined and made it meaningful. Together for a healthier community!

পলিমরফাস লাইট ইরাপশন (PMLE)রোদে বেরিয়ে মুখ, গলা, হাত, পা বা বুকের খোলা অংশে লালচে দানা, ফুসকুড়ি ও চুলকানি দেখা দিলে, এ...
27/04/2025

পলিমরফাস লাইট ইরাপশন (PMLE)

রোদে বেরিয়ে মুখ, গলা, হাত, পা বা বুকের খোলা অংশে লালচে দানা, ফুসকুড়ি ও চুলকানি দেখা দিলে, এটি হতে পারে PMLE।
লক্ষণ: চুলকানি, র‍্যাশ, লাল দাগ।
প্রতিরোধ: সানস্ক্রিন ব্যবহার করুন, ঢিলেঢালা কাপড় পরুন, সরাসরি রোদ এড়িয়ে চলুন।

সমস্যা হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

শুভ নববর্ষ!নতুন বছরের প্রথম দিনে রোদ, ঘাম আর মেকআপের মাঝে ত্বকের যত্নে কিছু সহজ টিপস: 1. সানস্ক্রিন ব্যবহার করুন – বাইরে...
14/04/2025

শুভ নববর্ষ!
নতুন বছরের প্রথম দিনে রোদ, ঘাম আর মেকআপের মাঝে ত্বকের যত্নে কিছু সহজ টিপস:
1. সানস্ক্রিন ব্যবহার করুন – বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগান
2. হালকা মেকআপ বেছে নিন – স্কিনকে ব্রেথ করার সুযোগ দিন।
3. পর্যাপ্ত পানি পান করুন – স্কিন হাইড্রেটেড রাখলে উজ্জ্বল দেখায়।
4. শরীর ও মুখ ধুয়ে নিন ঘোরাফেরার পরে – দূষণ ও ঘামের প্রভাব কমাতে।

এই নববর্ষে ত্বক থাকুক সতেজ, উজ্জ্বল ও সুন্দর!
Happy Skin, Happy You!

– Dr. Yasmin Ara Zaman

ঈদ মোবারক! ✨ঈদের এই আনন্দময় মুহূর্তে আপনার জীবন হোক সুখ, শান্তি ও ভালোবাসায় ভরপুর। সুস্থ ও উজ্জ্বল ত্বকের মতোই আপনার দ...
31/03/2025

ঈদ মোবারক! ✨

ঈদের এই আনন্দময় মুহূর্তে আপনার জীবন হোক সুখ, শান্তি ও ভালোবাসায় ভরপুর। সুস্থ ও উজ্জ্বল ত্বকের মতোই আপনার দিনগুলো হোক আলোয় উজ্জ্বল!

আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা ও দোয়া।

ডা. ইয়াসমিন আরা জামান
োবারক #সুস্থ_ত্বক_সুন্দর_জীবন #ডার্মাটোলজি_কেয়ার

🌙 রমজান মুবারক! ✨রোজার সময় ত্বকের যত্ন নিতে কিছু সহজ টিপস:🔹 পর্যাপ্ত পানি পান করুন – ইফতার থেকে সেহরি পর্যন্ত হাইড্রেটেড...
14/03/2025

🌙 রমজান মুবারক! ✨

রোজার সময় ত্বকের যত্ন নিতে কিছু সহজ টিপস:

🔹 পর্যাপ্ত পানি পান করুন – ইফতার থেকে সেহরি পর্যন্ত হাইড্রেটেড থাকুন।
🔹 ময়েশ্চারাইজার ব্যবহার করুন – ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে।
🔹 সানস্ক্রিন লাগান – বাইরে গেলে রোদ থেকে সুরক্ষা নিশ্চিত করুন।
🔹 পুষ্টিকর খাবার খান – খেজুর, বাদাম ও ফল ত্বক উজ্জ্বল রাখবে।
🔹 অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন – এটি ত্বক ডিহাইড্রেট করতে পারে।

সুস্থ থাকুন, ত্বকও রাখুন উজ্জ্বল! ✨

#রমজান_মুবারক #ত্বকের_যত্ন #ডার্মাটোলজিস্ট_পরামর্শ

“বসন্তের রোদ মিষ্টি হলেও ত্বককে রক্ষা করা জরুরি, নাহলে সৌন্দর্য হারিয়ে যেতে পারে।”
13/02/2025

“বসন্তের রোদ মিষ্টি হলেও ত্বককে রক্ষা করা জরুরি, নাহলে সৌন্দর্য হারিয়ে যেতে পারে।”

Address

Mirpur 1
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Yasmin Ara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category