H. Dr. Md Mahbubul Islam

H. Dr. Md Mahbubul Islam Hey I'm Health Counselor At Physio Medicine Of Naturopathy & Nutritionists (CHCP, DUMS & BUMS) In Dhaka.

H. Dr. Md Mahbubul Islam
24/12/2024

H. Dr. Md Mahbubul Islam

With Organic Plus – I just got recognized as one of their top fans! 🎉H. Dr. Md Mahbubul Islam
23/12/2024

With Organic Plus – I just got recognized as one of their top fans! 🎉H. Dr. Md Mahbubul Islam

30/11/2024

#জিনসেং অর্গানিক রিফ্রেশ জুস দিয়ে মূহুর্তেই সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা দূর করে নিজেকে করুন রিফ্রেশ ও হেলদি।

Refresh Juice এর উপকারিতাঃ
👉 মুহুর্তেই ক্লান্তি দূর করে, শরীরকে করে চাঙ্গা।
👉 শারীরিক দূর্বলতা দূর করে এবং এনার্জি বাড়ায়।
👉 স্ট্রেস দূর করে ও মানসিক প্রশান্তি আনে।
👉 সারাদিনের পানি শূন্যতা নিমিষেই দূর করে।

#রিফ্রেশ_জুস, পুরো 🕌রমজান জুড়ে আপনাকে এবং আপনার পরিবার কে রাখবে এনার্জেটিক।

রিফ্রেশ জুস খাওয়ার নিয়মঃ
এক গ্লাস নরমাল/ঠান্ডা পানির সাথে ১ সাসেট পরিমান পান করুন। সর্বোত্তম ফলাফলের জন্য ভালো করে মিশিয়ে সাথে সাথে পান করুন।

আরো বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://organicplus.com.bd/step/refresh-juice/
আথবা কল করুনঃ 09613-200002 এই নাম্বারে।
Organic Plus

30/11/2024

Energy Booster জীবনকে আনন্দময় করে তুলুন শতভাগ অর্গানিক ও ন্যাচারাল পুষ্টিকর খাবারের মাধ্যমে।

অর্ডার অথবা বিস্তারিত উপকারিতা সমূহ জানতে, ক্লিক করুন এই লিংকটিতেঃ👇 👉https://organicplus.com.bd/step/energy-booster/

প্রশ্ন অথবা অর্ডার করতে কল করুন এই নাম্বারে: 09613-200002
অথবা Order Now বাটনে ক্লিক করুন।

Organic Plus Ltd.
*Stay Healthy The Natural Way*
Hotline: 09613-200002
WhatsApp: 01977-220944

18/10/2024

🌸 Women's Food: নারীর স্বাস্থ্য ও সুস্থ জীবনের নির্ভরযোগ্য সঙ্গী! 🌸

আপনি কি হরমোনাল ইমব্যালেন্স, অনিয়মিত পিরিয়ড বা মানসিক অস্থিরতায় ভুগছেন?
🤔 চিন্তা নেই! Organic Plus Women's Food নিয়ে এসেছে আপনার দৈনন্দিন পুষ্টির সমাধান, যা প্রাকৃতিকভাবে নারীদের সুস্থতা ও শক্তির উৎস। 💪

🟢 Women's Food এর অসাধারণ উপকারিতা:
✅ দুশ্চিন্তা ও বিষণ্নতা নিয়ন্ত্রণে সহায়ক
✅ বিপাক ক্রিয়া উন্নত করে
✅ বার্ধক্য প্রতিরোধে সহায়ক
✅ অনিয়মিত পিরিয়ড ও ব্যথা উপশমে কার্যকর
✅ নারীদের প্রজননতন্ত্রের যত্নে কার্যকর প্রাকৃতিক ফর্মুলা

🌿 বিশেষ সুবিধা: এই পণ্যটি সম্পূর্ণ হালাল, নন-GMO এবং ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি।
✨ আপনার সুন্দর ও সুস্থ জীবন শুরু হোক আজই! ✨

👉 অর্ডার করতে ক্লিক করুন: https://organicplus.com.bd/step/womens-food/
📞 হটলাইন: 09613-200002
☎ হোয়াটসঅ্যাপ: 01977-220944
Organic Plus Women's Food – নারীর জন্য প্রকৃত পুষ্টি ও শক্তির চাবিকাঠি! 🌿

18/10/2024

Energy Booster | দাম্পত্য জীবনে সুখের সঞ্চার! 🌿
আপনার জীবনকে প্রাকৃতিকভাবে আরও সক্রিয় ও আনন্দময় করে তুলুন!

Energy Booster - শতভাগ অর্গানিক ও প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ খাদ্য, যা আপনাকে সারাদিন এনার্জি ও সতেজতা দেবে। 🌱💪
👉 শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন
👉 কর্মক্ষমতা বাড়ান এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন
👉 ক্লান্তি দূর করে, সারাদিন চাঙ্গা থাকুন!

অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে, ক্লিক করুন এখানে
👉 https://energy-booster.organicplus.com.bd/
📞 আমাদের হটলাইন: 09613-200002
📞 WhatsApp: 01977-220944

#এনার্জিবুস্টার

 #বিষয়:📖  #শরীরে_নীরব_ঘাতক_টক্সিন_এর_আধিক্য_বুঝবার_১২টি_উপায়! ( #পর্ব_১)হঠাৎ করেই ওজন বেড়ে যাচ্ছে, অল্পতেই ক্লান্ত হয়ে প...
18/10/2024

#বিষয়:📖 #শরীরে_নীরব_ঘাতক_টক্সিন_এর_আধিক্য_বুঝবার_১২টি_উপায়! ( #পর্ব_১)

হঠাৎ করেই ওজন বেড়ে যাচ্ছে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন বা সারারাত জেগে থাকতে হচ্ছে ঘুম না হবার কারণে অথবা কোন কারণ ছাড়াই প্রচুর ঘামছেন। সাম্প্রতিক সময়ে এ সমস্যাগুলোতে বেশিরভাগ মানুষ ভুগছেন। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার জন্য একেক জন একেক পন্থা অবলম্বন করছেন কিন্তু কিছুতেই যেন কোন কাজ হচ্ছে না! কেন কাজ হচ্ছে না? একবার ও খতিয়ে দেখেছেন কি? শরীরে নীরব ঘাতক টক্সিন এর আধিক্য এর কারণ। চলুন জেনে নিই এ নিয়ে বিস্তারিত।

#টক্সিন এই শব্দটি অনেকেই শুনেছেন। কিন্তু এর ভয়াবহতা এবং এর সৃষ্টির পিছনের কারণ সম্পর্কে জানেন খুব কম সংখ্যক মানুষ। তাই ঠিক করেছিলাম সময় করে এই বিষয়টি নিয়ে বিস্তারিত লিখব। এই পর্বে আপনারা জানবেন দেহে টক্সিন কীভাবে তৈরি হয়, দেহে টক্সিনের আধিক্য নির্ণয়ের উপায় সমূহ সম্পর্কে।

#টক্সিন_কী?

এটি হচ্ছে এক ধরণের জৈব বিষ যা দীর্ঘ সময় নিয়ে শরীরে প্রবেশ করে অভ্যন্তরীণ বিভিন্ন অর্গানগুলোকে আক্রান্ত করে ফেলে। মানবদেহে প্রতি মুহূর্তে টক্সিন তৈরি হয়। শরীর থেকে টক্সিন বের হতে না পারলে তা আমাদের শরীরের প্রতিটি কোষকে আক্রমণ করে বসে যা পরবর্তীতে বিভিন্ন জটিল রোগের কারণ হয়ে দাঁড়ায়। টক্সিন সাধারণত দূষিত পানি, অপরিষ্কার–অপরিচ্ছন্নতা, বাসি খাবার, দূষিত বায়ু ইত্যাদির মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে।

#টক্সিন_কিভাবে_তৈরি_হয়?

আমাদের শরীরে যে বর্জ্য উৎপন্ন হয় তা মল-মুত্র, ঘাম, নিঃশ্বাস ইত্যাদির সাথে দেহ থেকে বের হয়ে যায়। যদি উৎপন্ন বর্জ্যের পরিমাণ নির্গত বর্জ্যের থেকে বেশি হয় তবে কিছু পরিমাণ এই দূষিত দেহে জমতে জমতে টক্সিনে পরিণত হয়। হজমে সমস্যা থাকলে, মলত্যাগে সমস্যা হলে, ঘাম না হলে, পরিমিত পানি পান না করলে শরীরে টক্সিন জমতে শুরু করে বা টক্সিন উৎপন্ন হওয়া সহজ হয়ে যায়।

এছাড়া কায়িক পরিশ্রমের অভাবেও শরীরে টক্সিন জমে। যারা শাক সবজি কম খান, জাংক ফুড বেশি খান এবং মদ বা সিগারেট পান করেন তাদের শরীরে টক্সিন উৎপন্ন হওয়ার মাত্রা বেশি। মানবদেহে এমন কোন জায়গা নেই যেখানে টক্সিন জমতে পারে না। সামান্য সর্দি জ্বর থেকে শুরু করে স্ট্রোক, প্যারালাইসিস, ব্রংকাইটিস ছাড়াও বেশিরভাগ শারীরিক রোগের জন্য টক্সিন দায়ী ।

#শরীরে_টক্সিনের_আধিক্য_কিভাবে_বুঝবেন?

শরীরে অত্যধিক টক্সিন জমা হলে তা শরীর নিজেই তা জানান দেয়। কিছু শারীরিক লক্ষণ রয়েছে যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার শরীরে টক্সিনের আধিক্য রয়েছে।

ীরে_নীরব_ঘাতক_টক্সিন_কোষ্ঠকাঠিন্য।

লারজ ইন্টেস্টাইন প্রত্যহ মলের সঙ্গে শরীরের টক্সিন বের করে দেয়। নিয়মিত মল ত্যাগ না হলে শরীরে টক্সিন জমে এবং ফলস্বরুপ কোষ্ঠকাঠিন্য হয়।

ীরে_নীরব_ঘাতক_টক্সিন_এর_জন্য_ওজন_বেড়ে_যায়।

কিছুই খাচ্ছেন না অথচ ওজন বেড়ে যাচ্ছে অথবা হঠাৎ করেই ওজনটা বেড়ে গেল এমনটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। আবার অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না। এমন ক্ষেত্রে বুঝবেন শরীরে টক্সিন জমেছে। সাধারণত চিনি বেশি খেলে, রাসায়নিক খাবার, ক্যানবন্দি খাবার, জাংক ফুড বেশি খেলে এক সময় এই সমস্যার সম্মুখীন হতে হয় ।

ুতেই_ক্লান্ত।

শরীরে টক্সিনের আধিক্যে একটুতে ক্লান্তি ভর করে। রোজকার সাধারণ কাজ করতেই হাপিয়ে উঠছেন, অফিস থেকে ফিরে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না বা শুয়ে থাকলেই যেন ভালো লাগে। এমন হলে বুঝবেন টক্সিনের মাত্রা বেড়ে গেছে। টক্সিন শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বলেই এমনটি হয়।

ীরে_নীরব_ঘাতক_টক্সিন_চর্ম_রোগ।

চামড়া বা ত্বক আমাদের দেহ থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। অন্ত্র এবং লিভার যখন খাবারে থাকা টক্সিন বের করে দিতে পারে না, তখনই ত্বক সেই টক্সিন বের করার চেষ্টা করে এর ফলেই ফোঁড়া, র‍্যাশ, বিভিন্ন চর্ম রোগ হয় ।

ীরে_নীরব_ঘাতক_টক্সিন_মাথা_ব্যথা।

টক্সিনের অন্যতম লক্ষ্য হল মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বাসা বেঁধে যাওয়া । এর ফলে বিভিন্ন টিস্যু খুব অনুভূতি প্রবণ হয়ে পড়ে। তখন সামান্য কারণেই এই টিস্যুতে যন্ত্রণা দেখা দেয়। এর নাম হল মাইগ্রেন ।

ুড_সুইং।

প্রসেসড ফুড, এডিটিভ ফুড এবং কৃত্রিম উপায়ে তৈরি খাবার থেকে এক ধরণের টক্সিন শরীরে ঢোকে যাতে জেনোইস্ট্রোজেন থাকে। এ ধরণের টক্সিন এর প্রভাবে হঠাৎ করেই মেজাজের পরিবর্তন ঘটে। শুধু তাই নয় এস্পারটেস নামক ধরণের টক্সিন শরীরে প্রবেশ করলে ডিপ্রেশন হয়। যারা এসব খাবার বেশি খান তারা ডিপ্রেশনের শিকার হন।

েশিতে_ব্যথা_ও_কালশিটে।

কোন চোট লাগেনি কিন্তু শরীরে বিভিন্ন পেশিতে ব্যথা হচ্ছে। সঙ্গে রয়েছে কালশিটে। এটা অত্যধিক টক্সিনের লক্ষণ। খাবার, ঘর পরিষ্কার করার বিভিন্ন জিনিস প্রসাধনী ইত্যাদি ক্রমাগত ব্যবহারের ফলে আমাদের শরীরে স্ট্রেস পড়তে থাকে এবং ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এতে পেশিতে অক্সিজেনের জোগান কমে যায়, তার ফলেই পেশিতে ব্যথা হয়। সঙ্গে কালশিটে পড়ে যায়।

ীরের_তাপমাত্রা_বেড়ে_যাওয়া।

শরীরে অত্যধিক টক্সিন জমে গেলে রক্তের সংগে তা লিভারে পৌছায়।লিভার তখন সেই টক্সিন মিশ্রিত রক্ত শোধন করতে অতিরিক্ত খাটে। এর ফলেই দেহের তাপমাত্রা বেড়ে যায় ।সঙ্গে প্রচুর ঘাম হয়।

িদ্রা।

শরীরে টক্সিন বেড়ে গেলে ঘুমে ব্যাঘাত ঘটে বা ঘুম আসে না। কারণ টক্সিন শরীরের টিস্যুতে জমা হয়, ঠিক মতো ব্লাড সার্কুলেশন হতে দেয় না।

ীরে_নীরব_ঘাতক_টক্সিন_যকৃতে_অসুবিধা।

যকৃতে টক্সিন জমা হবার ফলে যকৃতের মুখ বুজিয়ে দেয়। এতে করে জিহ্বাতে হলুদ দাগ পড়ে থাকে। যদি এমনটা হয় তবে বুঝবেন রক্তে টক্সিন বেড়ে গেছে।

েটে_অতিরিক্ত_মেদ_জমা।

শরিরে ক্ষতিকারক টক্সিন বেড়ে গেলে শরীর গ্লুকোজ লেবেল ব্যালেন্সড থাকে না। এর সঙ্গে কোলেস্টেরলকে সঠিক ভাবে কাজে লাগাতে পারে না । ফলে পেটে মেদ জমে যায়।

ীরে_নীরব_ঘাতক_টক্সিন_নিঃশ্বাসে_দুর্গন্ধ।

প্রসেসড ফুড খাওয়ার ফলে শরীরে অত্যধিক মাত্রায় শর্করা প্রবেশ করে। যাতে ক্ষতিকর ব্যাক্টেরিয়া তৈরি হয় এবং বাড়তে থাকে। তা পরিপাক তন্ত্র তো বটেই সঙ্গে মুখেও বাসা বাধে। ফলে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পান না। এছাড়াও অত্যধিক ঢেকুর এবং হজমের সমস্যা হয়ে থাকে।

এই তো জেনে গেলেন শরীরে নীরব ঘাতক টক্সিন এর আধিক্য বুঝবার ১২টি উপায়। আজ এই পর্যন্তই। পরের পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই শরীরে নীরব ঘাতক টক্সিন থেকে পরিত্রাণের উপায় নিয়ে হাজির হয়ে যাব।

্যায়ে_আপনাদের_নিকট_আমার_পরামর্শ।

এক্ষেত্রে শরীর থেকে বিশাক্ত টক্সিন দূর করার সহ মরন বেধি গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা সমাধানের জন্য বিশেষ কার্যকরী অনেকগুলো পণ্যই বাজারে রয়েছে। তার মধ্যে বেশি এবং ভালো এমন একটি পণ্যের রেফারেন্স দিচ্ছি। পন্যের নাম👉 এই পন্যটির ধারা খুব দ্রুত এবং সহজ উপায়ে আপনার এই সকল সমস্যা গুলোর সমাধান আশা করি পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদেরকে এই পণ্যটি কোথা থেকে নেবেন তার লিংক নিচে দিয়েছি। চাইলে ক্লিকে ক্লিক করে এই পন্যের বিস্তারিত দেখতে ও জানতে পারবেন।

পন্যের লিংক:👉 https://organicplus.com.bd/step/tox-clean

Hey...!
I'm Physician H. Dr. Md Mahbubul Islam (EHCP, DUMS & BUMS). Counsellor Foods, lifestyle, Health Supplements & Nutrition Foods Or Physio Medicine Of Naturopathy. Researcher Unani Medicine And Human Methodology & Member Of World Unani Foundation (WUF) At Bangladesh Chapter.

❤️👍

09/09/2024

| আনন্দময় করে তুলুন আপনার দাম্পত্য জীবনকে শতভাগ অর্গানিক ও ন্যাচারাল পুষ্টিকর খাদ্য দিয়ে।

অর্ডার করতে অথবা বিস্তারিত উপকারিতা সমূহ জানতে, ক্লিক করুন এই লিংকটিতেঃ👇👉 https://organicplus.com.bd/step/energy-booster/

আমাদের Energy Booster
✅ বিসিএসআইআর অনুমোদিত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দ্বারা প্রস্তুত।
✅ ১০০% প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
✅ হাজার হাজার স্যাটিসফাইট কাস্টমার ।
Energy Booster: সুস্থ জীবন, সুখী পরিবার!

প্রশ্ন অথবা অর্ডার করতে কল করুন এই নাম্বারে: 09613-200002
অথবা Order Now বাটনে ক্লিক করুন।

12/03/2024

#জিনসেং অর্গানিক রিফ্রেশ জুস দিয়ে মূহুর্তেই সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা দূর করে নিজেকে করুন রিফ্রেশ ও হেলদি।

Refresh Juice এর উপকারিতাঃ
👉 মুহুর্তেই ক্লান্তি দূর করে, শরীরকে করে চাঙ্গা।
👉 শারীরিক দূর্বলতা দূর করে এবং এনার্জি বাড়ায়।
👉 স্ট্রেস দূর করে ও মানসিক প্রশান্তি আনে।
👉 সারাদিনের পানি শূন্যতা নিমিষেই দূর করে।

#রিফ্রেশ_জুস, পুরো 🕌রমজান জুড়ে আপনাকে এবং আপনার পরিবার কে রাখবে এনার্জেটিক।

রিফ্রেশ জুস খাওয়ার নিয়মঃ
এক গ্লাস নরমাল/ঠান্ডা পানির সাথে ১ সাসেট পরিমান পান করুন। সর্বোত্তম ফলাফলের জন্য ভালো করে মিশিয়ে সাথে সাথে পান করুন।
আরো বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://organicplus.com.bd/step/refresh-juice/ আথবা কল করুনঃ 09613-200002 এই নাম্বারে।

Organic Plus

11/03/2024

Parent tips.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when H. Dr. Md Mahbubul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to H. Dr. Md Mahbubul Islam:

Share

Category