Nutri Help

Nutri Help Your Ultimate Nutrition Support Center

On this "World Nutrition Day" let's commit to eating a balanced and nutritious diet for a healthier body and mind...   #...
28/05/2025

On this "World Nutrition Day" let's commit to eating a balanced and nutritious diet for a healthier body and mind...

#জাতীয়পুষ্টিসপ্তাহ২০২৫
#শিশুথেকেপ্রবীণপুষ্টিহোকসর্বজনীন
#পুষ্টহোকপ্রত্যেকেরজন্য

"কোন কাজই তুচ্ছ নয়,সমস্ত শ্রম যা মানবতাকে উন্নীত করে তার মর্যাদা রয়েছে।"  - মার্টিন লুথার কিংসবাইকে নিউট্রিহেল্পের পক্...
01/05/2025

"কোন কাজই তুচ্ছ নয়,
সমস্ত শ্রম যা মানবতাকে উন্নীত করে তার মর্যাদা রয়েছে।"

- মার্টিন লুথার কিং

সবাইকে নিউট্রিহেল্পের পক্ষ হতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা!

UTI কী?UTI এর full form হলো Urinary Tract infection. মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণুর সংক্রমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বল...
27/04/2025

UTI কী?
UTI এর full form হলো Urinary Tract infection. মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণুর সংক্রমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বলে। ডাক্তারি ভাষায় একে 'Urinary Tract infection' বা 'UTI' বলা হয়। এই রোগটি সাধারণত মেয়েদের বেশি হয়ে থাকে।

চলুন এইবার লক্ষণ গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক -

১. প্রসাব করার সময়ে জালাপোড়া।
২. প্রসাব করার জন্য ঘন ঘন এবং অবিরাম তাগিদ ।
৩.ঘন ঘন অল্প পরিমাণে প্রসাব করা।
৪. তীব্র গন্ধ যুক্ত প্রসাব।
৫.শরীরের তাপমাত্রা উঠানামা করা।

প্রতিকার-

১.দিনে ২.৫-৩ লিটার পানি খেতে হবে।
২. প্রোবায়োটিক যুক্ত খাবার যেমন ইয়োগারট, কিমচি এগুলো খেতে হবে
৩. ভিটামিন সি যুক্ত খাবার যেমন- কমলা, লেবু,ব্রকলি এসব খেলে ব্যাকটেরিয়াল ইনফেকশন কমে যাবে।
৪. পানি আছে এমন শাক সবজি বেশি বেশি করে খেতে হবে
৫. ক্র‍্যানবেরী জুস গ্রহণ UTI এ বেশ ভালো কাজ করে।

-মায়মুনা ফারুক
টিম নিউট্রিহেল্প

বাঙ্গালীর পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশ। তবে এই পান্তা ভাত কি শুধুই ঐতিহ্য?  নাকি এরও আছে পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা? ...
14/04/2025

বাঙ্গালীর পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশ। তবে এই পান্তা ভাত কি শুধুই ঐতিহ্য? নাকি এরও আছে পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা? হ্যা,পান্তাভাত হলো পুষ্টিতে ভরপুর একটি খাবার।

🍚আমরা জানি ভাতে প্রায় ৭০% কার্বোহাইড্রেট থাকে। গবেষনায় দেখা গিয়েছে পান্তাভাত তৈরির জন্য যখন ভাতকে ফার্মেন্টেশন করা হয় তখন এতে থাকা ল্যাকটিক অ্যাসিড কার্বোহাইড্রেট পরিবর্তন করে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এমনকি পান্তাভাতে থাকা ইস্ট ভাতের ফ্যাটের পরিমাণ ও কমিয়ে দেয়। তাই পান্তা ভাত খেয়ে মানুষ মোটা হয় না।

🍚 পান্তা ভাতে ভিটামিন বি১, বি১২, বি৬, ফলিক এসিড, ভিটামিন সি, এ, ই, জিংক, আয়রন ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে। যেখানে ১০০ গ্রাম সাধারণ ভাতে আয়রন থাকে ৩.৪ মি.গ্রাম, সেই জায়গায় সমপরিমাণ পান্তা ভাতে আছে ৭৩.৯১ মি.গ্রাম আয়রন। গবেষণায় এও দেখা গিয়েছে যে ১০০ গ্রাম পান্তা ভাতে ক্যালসিয়াম থাকে ৮৫০ মি.গ্রাম যেখানে সাধারন ভাতে থাকে মাত্র ২১ মি.গ্রাম।

পান্তাভাতে ভিটামিন বি১২ এর পরিমাণ বেড়ে যায় এই পুষ্টি শরীরের ক্লান্তি ভাব কমাতে এবং দুর্বলতা কমাতে সাহায্য করে,সেই সঙ্গে অনিদ্রার সমস্যা দূর করে।

🍚 দীর্ঘ সময় ভাত ফার্মেন্টেশনের ফলে এতে থাকা anti nutrient substance (যা বিভিন্ন micronutrient শোষণে বাধা দেয়) যেমন Lectin & trypsin inhibitor, phytate নষ্ট হয়ে যায় ফলে পুষ্টি উপাদান দেখে ভালো করে দেহে শোষিত হতে পারে।

🍚 পান্তাভাতের বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। খাবার হজম জনিত কোন সমস্যা হয় না। কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার প্রতিকার করে।

🍚দেহের ph ভারসাম্য রক্ষা করে ও গ্যাস, এসিডিটির সমস্যা হতে মুক্তি দেয়।

🍚 এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও কোলেস্টেরল কমায় ও ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। নিয়মিত পান্তা ভাত খেলে আলসার, ক্যান্সারের মতো রোগ থেকেও দূরে থাকা যায়।

🍚 যেহেতু এখন গ্রীষ্মকাল, চারদিকে প্রচুর তাপদাহ তাই গরমে শরীর ঠান্ডা রাখতেও এই পান্তা ভাত উপকারী। এটি শরীরকে হাইড্রেট রাখে।

তাই শুধু পহেলা বৈশাখে নয় আমাদের চেষ্টা করা উচিত প্রতিদিন একবেলা পান্তা ভাত খাওয়ার।

🛑 কিডনি রোগীদের পান্তা ভাত খাওয়া নিয়ে সকর্ত থাকতে হবে। অথবা না খাওয়াই ভালো।

[Source : Researchgate.net, National Institute of Health (NIH) ]

🖋️Nujat Tabassum Turna
Team Nutrihelp

এসো হে বৈশাখ এসো এসো,নব সাজে এসো।নিউট্রি হেল্পের পক্ষ হতে সবাইকে পহেলা বৈশাখ ১৪৩২ এর শুভেচ্ছা! Nutri Help Your ultimate ...
14/04/2025

এসো হে বৈশাখ এসো এসো,
নব সাজে এসো।

নিউট্রি হেল্পের পক্ষ হতে সবাইকে পহেলা বৈশাখ ১৪৩২ এর শুভেচ্ছা!

Nutri Help
Your ultimate Nutrition support center

৩০ এর উপরে বয়স হলে অনেকেরই দেখা যায় বিভিন্ন হাড়ের জয়েন্ট ফুলে গিয়েছে ও প্রচন্ড ব্যাথা হয়। এই অবস্থা বিশেষ করে হয় হাঁটুতে...
11/04/2025

৩০ এর উপরে বয়স হলে অনেকেরই দেখা যায় বিভিন্ন হাড়ের জয়েন্ট ফুলে গিয়েছে ও প্রচন্ড ব্যাথা হয়। এই অবস্থা বিশেষ করে হয় হাঁটুতে। একে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস এটি একধরনের বাত রোগ।

অস্টিওআর্থ্রাইটিস রোগে হাঁটুর লুব্রিকেন্ট পদার্থ synovial fluid শুকিয়ে যায় ফলে হাঁটু নড়াচড়া করতে খুব কষ্ট হয়, হাঁটু ফুলে যায়, প্রচন্ড ব্যাথা হয় এবং স্বাভাবিক হাঁটাচলা দুঃসাধ্য হয়ে পড়ে। এই শারীরিক প্রতিবন্ধকতা সারাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়ার পাশাপাশি কিছু খাবার খেতে হবে নিয়মিত।(অনেক গবেষণায় দেখা গিয়েছে অস্টিওআর্থ্রাইটিস হতে মুক্তি পেতে ঔষধ এর প্রভাব কম। তাই সঠিক খাদ্য দিয়ে প্রতিকার এর চেষ্টা করা উত্তম)।

🦵অস্টিওআর্থ্রাইটিসে যা যা খাবার খাওয়া উচিত :-
👉 ভালো ফ্যাট জাতীয় খাবার যেমন : মাছের তেল, সামুদ্রিক মাছ, অলিভ অয়েল, বাদাম ইত্যাদি।
👉 গোটাশস্য যেমন ওটস, লাল চলের ভাত, লাল আটার রুটি, ইত্যাদি
👉 গাঢ় সবুজ শাকসবজি যেমন পালংশাক।
👉 ফলমূল বিশেষ করে বেরি জাতীয় ফল।
👉 ডিম ও দুধ
👉 বীজ জাতীয় খাদ্য যেমন মটরশুঁটি, শীমের বিচি ইত্যাদি।
👉 আদা, রসুন, হলুদ ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত মশলা।
👉 চিকিৎসক এই রোগে chondroitin sulfate & glucosamine sulfateজাতীয় ঔষধ প্রদান করেন যা Bone broth থেকেও পাওয়া যায়।
📌কিছু টিপস রাতে ঘুমানোর আগে একগ্লাস গরম দুধের সাথে হাফ চা-চমচ হলুূদ এর গুড়া ও সামন্য গোলমরিচের গুড়া মিশিয়ে খেতে পারেন।
নিয়মিত হাটুর ব্যায়াম করতে হবে।

আশা করি সঠিক খাদ্যাভাসে হাঁটুর ব্যাথা হতে কিছুটা হলেও মুক্তি মিলবে।

🖋️Nujat Tabassum Turna
Team Nutrihelp.

Today, April 7, is World Health Day. This year's theme has been set as 'Let birth be safe, let future be bright'. Which ...
07/04/2025

Today, April 7, is World Health Day. This year's theme has been set as 'Let birth be safe, let future be bright'. Which emphasizes maternal and newborn health. Bangladesh also celebrate the day in light of this theme set by the World Health Organization.

রমজানের ঐ রোজার শেষেএলো খুশির ঈদ।নিউট্রি হেল্পের পক্ষ হতে সবাইকে ঈদ মোবারক! Nutri Help Your ultimate Nutrition support c...
30/03/2025

রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।

নিউট্রি হেল্পের পক্ষ হতে সবাইকে ঈদ মোবারক!

Nutri Help
Your ultimate Nutrition support center

২৬শে মার্চ শুধুই দিন নয়, এটি একটি জাতির নবজন্ম। আসুন, এই স্বাধীনতাকে রক্ষা করি সততা, দেশপ্রেম ও একতার দ্বারা!সবাইকে নিউট...
25/03/2025

২৬শে মার্চ শুধুই দিন নয়, এটি একটি জাতির নবজন্ম। আসুন, এই স্বাধীনতাকে রক্ষা করি সততা, দেশপ্রেম ও একতার দ্বারা!

সবাইকে নিউট্রি হেল্পের পক্ষ হতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

Nutri Help
Your ultimate Nutrition support center

প্রায় শেষ হয়ে এলো পবিত্র রমজান মাস। তবে শেষ কয়েকদিন ইফতারের জন্য চলুন জেনে নিই স্বাস্থ্যকর কিছু খাবারের নাম ও গুণাগুণ।👉খ...
25/03/2025

প্রায় শেষ হয়ে এলো পবিত্র রমজান মাস। তবে শেষ কয়েকদিন ইফতারের জন্য চলুন জেনে নিই স্বাস্থ্যকর কিছু খাবারের নাম ও গুণাগুণ।

👉খেঁজুর: এতে রয়েছে প্রাকৃতিক শর্করা, ফাইবার, মিনারেলস যেমন পটাশিয়াম,ম্যাঙ্গানিজ ও কপার যা সারাদিনের রোজার ক্লান্তি দূর করে।
👉 ফল - ফল বিভিন্ন ভিটামিন ও মিনারেলস এর উৎস, এবং শরীর হাইড্রেট রাখতে সহায়তা করে।
👉 পুদিনা পাতা: গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয়।
👉 বাদাম: ভালো ফ্যাটের উৎস ও শক্তি দেয়।
👉 ডিম: রোজা রাখার পর প্রোটিনের চাহিদা পূরণ করে। শক্তি যোগায়।
👉 হালিম: অতিরিক্ত শক্তির উৎস হিসেবে কাজ করে ও প্রোটিনের চাহিদা পূরণ করে। শক্তি দেয়।
👉 স্যুপ: সহজে হজমযোগ্য ও ক্লান্তি দূর করে।
👉দই-চিড়া: পেট ঠান্ডা রাখে, অন্ত্রের যেকোনো সমস্যা দূর করে। স্বস্তি প্রদান করে।
👉স্মুদি: সারাদিন রোজা রাখার পর ইফতারে একগ্লাস স্মুদি খেলে একসাথে অনেক শক্তি পাওয়া যায়।

🖋️Nujat Tabassum Turna
Team: Nutrihelp

ইফতারে শরবত খেতে কমবেশি সবাই পছন্দ করে।অধিকাংশ সময়েই আমরা লেবুর শরবত, স্যালাইন, রুহ আফজা, প্যাকেট জাত ড্রিংক, ফ্রুট জুস ...
21/03/2025

ইফতারে শরবত খেতে কমবেশি সবাই পছন্দ করে।অধিকাংশ সময়েই আমরা লেবুর শরবত, স্যালাইন, রুহ আফজা, প্যাকেট জাত ড্রিংক, ফ্রুট জুস এগুলো খেয়ে থাকি।এক্ষেত্রে বিটরুট জুস কিন্তু একটা ভালো আইটেম হতে পারে। এই ফল এ রয়েছে নানা ধরণের উপকারিতা।
যেমন -
১.বিটরুট এ নাইট্রেট বেশি থাকে যা ব্লাড প্রেসার কমিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ।
২.শুধু তাই নয় এতে থাকা নাইট্রেট, এনার্জি বাড়ায়।
৩. উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪. লিভার এর কাজকে সাপোর্ট করে দেহের বর্জ্য বের করে দেয়।
৫.ওজন কমাতে সাহায্য করে।
তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা একটা ভালো আইটেম হতে পারে।

রেসিপি -
বিটরুট ১টি
আপেল ১টি
পানি - ১/২ কাপ
একসাথে ব্লেন্ড করে ছেকে গ্লাসে ঢালুন।
উপরে গোলমরিচ এবং লবন সামান্য পরিমাণে দিলেই চলবে
মধু-২ টেবিল চামচ ( ব্যাক্তিভেদে কম বেশি হতে পারে)
আদাকুচি- ১ টুকরো যোগ করে পরিবেশন করুন

-মায়মুনা ফারুক
টিম নিউট্রিহেল্প

সেহরিতে খেতে ইচ্ছে হয়না? বা সেহরি রেডি করতে সময় পাচ্ছেন না তাহলে দ্রুত তৈরি করে নিতে পারেন এই পুষ্টিকর রেসিপিটি।  এতে প্...
20/03/2025

সেহরিতে খেতে ইচ্ছে হয়না? বা সেহরি রেডি করতে সময় পাচ্ছেন না তাহলে দ্রুত তৈরি করে নিতে পারেন এই পুষ্টিকর রেসিপিটি। এতে প্রচুর ফাইবার, শক্তি ও মিনারেল রয়েছে যা দিয়ে একটি পুরু বেলার (সেহরি) খাবার কভার করা সম্ভব।

🔵 চিয়াসিড-কলা র স্মুদি:-
🔵প্রয়োজনীয় উপকরণ:-
১টি বড় সাগর কলা,
৫ টি খেজুর,
৫ টি কাঠবাদাম,
১/২ কাপ ওটস,
২ টেবিল চামচ চিয়াসিড,
১ গ্লাস(২৫০ মিলি) দুধ।
🔵প্রস্তুত প্রণালী:-
সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিন। চাইলে সাথে বরফ মিশাতে পারেন।

🔵 উপকারীতা:
- এতে রয়েছে প্রায় ৬৮০ কিলোক্যালরি শক্তি যা সারাদিনের শক্তি যোগান দিতে পারে।
- কলা ও খেজুরে রয়েছে প্রচুর পটাসিয়াম যা কিনা পেশি, স্নায়ু ও হার্টের কার্যক্রম ঠিক রাখে ও দেহের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।
- দুধ প্রোটিনের ভালো উৎস ও বাদাম ওমেগা ৩ ফ্যাটি এসিডের উৎস।
- এছাড়া ওটস, কলা ও খেজুর সবই ফাইবার যুক্ত খাবার যা দীর্ঘসময় পেট ভরা আছে এই অনুভূতি দেয়।
-দুধ ও চিয়া সীড সারাদিন রোজা রাখার জন্য দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ও শক্তি যোগায় ও চিয়া সীড পানি ধরে রেখে শরীর হাইড্রেট রাখতো সাহায্য করে।

তাই যাদের সেহরি করতে ইচ্ছে হয় বা বা সময় পান না তারা না খেয়ে রোজা না রেখে এই স্মুদি ট্রাই করতে পারেন। করণ একদম না খেয়ে রোজা রাখা উচিত নয় এতে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে ও সেহরির একদম শেষ সময়ে সেহরি করা উত্তম।

🖋️Nujat Tabassum Turna
Team- Nutrihelp

Address

House 21-22, Road/2 , Block/C , Kaderabad Housing , Mohammadpur
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 13:00
Thursday 10:00 - 13:00
Friday 10:00 - 13:00
Saturday 10:00 - 13:00
Sunday 10:00 - 13:00

Telephone

+8801718189321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutri Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutri Help:

Share