26/03/2024
স্পাইনাল এনেস্থেসিয়া কি মেরুদন্ডের জন্য ক্ষতিকর?
- কদাচিৎ, ব্যথা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং মেরুদন্ডের সুচ ঢোকানোর সময় স্নায়ুর আঘাতের কারণে মাঝে মাঝে ব্যাথা স্থায়ী হয়ে যায়। গবেষণায় দেখা গেছে যে মেরুদণ্ডের অ্যানেস্থেশিয়ার পরে পিঠে ব্যথার রেঞ্জ ১০.৭ - ১২.৩ % । তাই সাধারনত এই পদ্ধতিতে এনেস্থেসিয়া কে অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে গণ্য করা হয়।
Rarely, the pain may persist for some weeks and becomes permanent because of nerve injury during spinal needle insertion. Studies showed the incidence of back pain ranges 10.7–12.3% after spinal anesthesia.
#জাতির_মেরুদন্ড_বাঁচান