Center for Self & Interpersonal Relationship - CSIR

  • Home
  • Center for Self & Interpersonal Relationship - CSIR

Center for Self & Interpersonal Relationship - CSIR Dr.MOHAMMAD MAHMUDUR RAHMAN,PhD

Professor Dr. Mohammad Mahmudur Rahman is a practicing clinical psychologist and a hypnotherapist, trained in hypnotherapy from UCL, London, UK, and from South Africa. He also obtained supervised Cognitive Behavior Therapy (CBT) practice training experience in UK while doing his post-doctoral training in clinical psychology in 1997. One of his current major mission is to integrate conscious and su

bconscious psychology, through research and clinical practice – specially combining and integrating his practice of CBT with hypnotherapy, to generate multidimensional assessment, formulation, and intervention. He obtained his PhD in Developmental Psychology from the University of Manitoba, Canada, in 1993, where his study focus was experimental approach to cognitive development of multiply handicapped children and adolescents, while he also studied developmental psychopathology. He worked as a Head of Clinical Psychology Department at the Princess Marina Hospital, Gaborn, Botswana, during 2010- 2012, where he handled successfully cases of childhood trauma, sexual abuse, PTSD, as well as su***de and self-harm. His special clinical interest is in “Integrated Intensive Psychotherapy” – to deal with intra-psychic distress, as well as interpersonal and intergroup conflict, violence — including family violence and organizational/community violence. He started his psychology career as a lecturer in the Department of Psychology at Dhaka University in January, 1981, and finally served as a professor of Clinical Psychology Department at the University of Dhaka from 2003, and served as chairperson of the same department from 2005 to 2008. From July 2021, he is on LPR as Professor of Dhaka University, but continuing his role as an independent researcher, writer, clinical practitioner, research supervisor, clinical supervisor, and consultant.

09/12/2024

মনস্তাত্ত্বিক চা চক্র - Psychic Tea Discussion
মনস্তাত্ত্বিক চা চক্র - ১১তমপর্ব
১০ম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় আমরা ১১তম পর্ব আয়োজনের উদ্যোগ নিয়েছি।
মন, আচরণ, ব্যক্তি / ব্যক্তিত্ব, সম্পর্ক, মানসিক অবস্থা, মানসিক চাপের নানা কারণ ও তার নিরসন। মানসিক সমস্যাসহ আমাদের চেতনা ও আবেগ কীভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রভাব বিস্তার করে থাকে। যার ফল হতে পারে সাফল্য বা ব্যর্থতা। আবেগীয়ভাবে এনে দিতে পারে সুখ, শান্তি বা হতাশা, মানসিক বিপর্যয়, অসুখী অবস্থা বা অশান্তি। মানুষের পক্ষে কী সুখী ও সাফল্যপূর্ণ জীবন যাপন করা সম্ভব?
এই সব বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনস্তাত্ত্বিক চা চক্র।
আড্ডা দিব, অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় এক উজ্জীবিত সন্ধ্যা কাটাবো বলে আশা করছি।
আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।
বিদ্রঃ মনস্তাত্ত্বিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক, গবেষক, গবেষণা সহকারী / সহযোগী, বা গবেষণায় অংশগ্রহণকারী হিসেবে মনোবিজ্ঞানের স্নাতক বা শিক্ষার্থী, মনোবিজ্ঞান শিখতে বা জানতে আগ্রহী ব্যাক্তিবর্গদের মনস্তাত্ত্বিক চা চক্র শুরুর এক ঘণ্টা পূর্বে বা বিকেল ৫.৩০ ঘটিকায় উপস্থিত হয়ে তালিকাভুক্ত হতে অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
অধ্যাপক ড. মাহমুদুর রহমান
মনোবিজ্ঞানী ও সাইকোথেরাপিস্ট
তারিখঃ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার।
সময়ঃ সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত।
স্থানঃ ৮৩ নিউ পল্টন (লিফটের ৮)
নতুন পল্টন লাইন স্কুলের পশ্চিম দিকে।
আজিমপুর, লালবাগ, ঢাকা -১২০৫।
যোগাযোগঃ ০১৭২৯০৫৫৩৫৫, ০১৯৭৭৮০২৪৫২
ইমেইলঃ mrbhuyanfaruk@gmail.com
১০ ডিসেম্বর ২০২৪, বুধবার এর মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আসন সীমিত।
বিদ্রঃ কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

06/11/2024

Psychic Tea, Monostattik Cha chokro, on 7th November, 2024, Thursday, at 83 Natunpoltan Azimpur Dhaka, level 8, from 5 pm. U R Invited. Pls join. Dr. Mahmud

26/10/2024

'আজ আমি আমার ঘরের নম্বর মুছে ফেলেছি
আমার গলির নামফলক সরিয়ে দিয়েছি
যে সকল পথ আমার বাড়ি পৌঁছায় সব নিশ্চিহ্ন করেছি
তারপরেও যদি সত্যি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও
তাহলে প্রতিটি দেশের প্রতিটি শহরের প্রতিটি দরজায় কড়া নেড়
এবং যেখানে মুক্ত আত্মার আভাস পাবে
ধরে নিও সেটিই আমার বাড়ি'

১৯৫৫!

মেয়েটির বয়স ৩৬ আর ছেলেটির বয়স ২৯!

মেয়েটি প্রতিষ্ঠিত লেখক।দুই সন্তানের জননী।সেই বছরই সাহিত্য অকাদেমি পাবেন আর ছেলেটি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য স্ট্রাগল করছে।

মেয়েটির কাব্যগ্রন্থ 'সুনেহরা'-র জন্য প্রচ্ছদ আঁকিয়ে হিসেবে ছেলেটি ও মেয়েটির প্রথম দেখা।ছেলেটি মেয়েটিকে সরাসরি প্রশ্ন করল, আপনার কবিতার নেপথ্যের পুরুষটি কে!

চমকে উঠল মেয়েটি।ছেলেটির তো জানবার কথা নয়, মেয়েটি রোজ রাতে স্বপ্ন দেখে, ব্রাশ হাতে একজন পুরুষ দ্রুত কিছু আঁকছে।বহু চেষ্টা করেও সেই পুরুষটির মুখ দেখতে পায়নি মেয়েটি।

এই ছেলেটিই কি তবে সেই স্বপ্নের পুরুষ!

সেই শুরু।

সবকিছু ভাসিয়ে, সবকিছু উড়িয়ে, সবকিছু পুড়িয়ে,অতঃপর শিকড়ে প্রোথিত হল ডানা আর ডানায় উড়াল পেল শিকড়।

খুব কম সময় তো নয়।মেয়েটির মৃত্যু অবধি টানা ৪০ বছর পরস্পর পরস্পরের সাথে জুড়ে থাকা, জুতে থাকা ও মগ্ন হয়ে থাকা।

না, প্রথাসিদ্ধ কোনও বিবাহবন্ধনে তারা বাঁধা পরেনি।ব্যতিক্রমীই তো ছিলেন যশস্বিনী লেখিকা অমৃতা প্রীতম।বিবাহসূত্রে নয় ইমরোজের সঙ্গে প্রেমের সুতোয় গাঁথা হয়েছিল তাঁদের বন্ধনহীন সম্পর্ক।

শেষের দিকে অমৃতার কথা বন্ধ হয়ে গিয়েছিল, শুধু চেয়ে থাকতেন।ইমরোজকে ডাকতেন অস্পষ্ট ঠোঁট নেড়ে শুধু।আর ইমরোজ জাদুবলে সব বুঝতেন।ইমরোজের ভাষায়, 'ওর চোখ-মুখ সব অভিব্যক্তিই আমার সাথে কথা বলে'।

অমৃতার মৃত্যুর পর ইমরোজ লিখলেন এক অসামান্য কবিতা:

'গতকাল অবধি
জীবন ছিল একটা গাছ
এক জীবন্ত গাছ...
আজ
জীবন শুধুই স্মৃতি
বেঁচে-থাকা এক স্মৃতি
সেই গাছ আর গাছ না, এখন
বীজ হয়ে গেছে
এইমাত্র বীজ উড়ল হাওয়ায়
নতুন মাটির সন্ধানে।'

এই সম্পর্কে দুজন মানব মানবী নানাভাবে নিজেদের ঋদ্ধ করেছেন।অমৃতার লেখনী ও ইমরোজের ছবি এক অন্য মাত্রা পেয়েছে।

একবার অমৃতা ইমরোজকে বলেছিলেন:

'তোমার বয়স কম, এখন নিজের জীবন নিয়ে ভাবনাচিন্তার সময়,আমি হয়তো আর বেশিদিন নেই, প্লিজ তুমি চলে যাও।'

উত্তরে ইমরোজ বলেছিলেন :

'তুমি ছাড়া বাঁচব না।আর এত তাড়াতাড়ি মরে যাওয়ার বাসনাও আমার নেই।'

হতাশ বিষণ্ন সঙ্কুচিত অমৃতা ইমরোজকে বোঝালেন:

'তোমার সামনে অনন্ত পৃথিবী পড়ে আছে, লক্ষ্মীটি ঘুরে এস।'

ইমরোজ অমৃতার ছোট্ট ঘরটির মধ্যে তিনবার ঘুরপাক খেয়ে সামনে এসে বললেন:

'বেশ, এই আমি বিশ্বদর্শন সেরে এলাম,এবার...'!

চিঠি লিখতেন তাঁরা।অমৃতা ইমরোজকে সম্বোধন করতেন জিতি,ইমা, ইমজা।আর ইমরোজ অমৃতাকে ডাকতেন আসি, আমি,জোরবি ও মাহা বলে।

কী সব মরমি চিঠি।

'আমার সবকিছুই তোমাকে উৎসর্গ করছি।যখনই আমি তোমাকে মননে,চেতনায় অনুভব করি, সেই মুহূর্তে আমাদের মধ্যে যে ন'শো মাইল দূরত্ব রয়েছে সেটা যেন নিমিষে উধাও হয়ে যায়।যতদিন তুমি আমার ভাগ্যের নির্ধারক, ততদিন আমি কোনও দুর্ভাগ্যকে পরোয়া করি না।'

এটা ইমরোজের লেখা অমৃতাকে।আর অমৃতা লিখছেন:

'তোমার ভালোবাসায় কোনও স্বার্থ নেই।আমি সেটা সবসময় স্বীকার করেছি।তবে তোমার মধ্যে একটা অদ্ভুত বাসনা আমি লক্ষ করেছি।অল্প বয়সের ছেলেদের মধ্যে যে আকাঙ্ক্ষা দেখা যায় সেটাই।এটা কাটতে আমি তোমাকে দশ বছর সময় দিলাম।তুমি এর মধ্যে সব আকাঙ্ক্ষা পূর্ণ কর।সাধ আহ্লাদ মিটিয়ে নাও।তারপর আমি ঠোঁট দিয়ে তোমার দেহ থেকে সব কলঙ্ক মুছে দেব।এরপর যদি তুমি চাও তবে আমি তোমার সঙ্গে জীবন কাটাব।'

তাঁরা ভাবতেন ছবি আঁকার রঙ বা কবিতা লেখার শব্দ সবই হচ্ছে একটা খোঁজ।পূর্ণতা নেই কোনও সৃষ্টিতে।এই খোঁজই আজন্ম দু'জন মানুষকে একে ওপরের মধ্যে নিমজ্জিত রেখেছে।পূর্ণতার খোঁজেই তো মানুষের যাত্রা।

অমৃতা প্রীতমের লেখা শুরুর কবিতাটি আবার উল্লেখ করি:

'আজ আমি আমার ঘরের নম্বর মুছে ফেলেছি
আমার গলির নামফলক সরিয়ে দিয়েছি
যে সকল পথ আমার বাড়ি পৌঁছায় সব নিশ্চিহ্ন করেছি
তারপরেও যদি সত্যি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও
তাহলে প্রতিটি দেশের প্রতিটি শহরের প্রতিটি দরজায় কড়া নেড়
এবং যেখানে মুক্ত আত্মার আভাস পাবে
ধরে নিও সেটিই আমার বাড়ি'

ঋণ:চৈতালী চট্টোপাধ্যায় ও কৃষ্ণা চক্রবর্তী।
লেখা গৌতম মিত্র স্যারের।

18/09/2024

Thursday 5.30 pm on 19th Sept. 2024 is a day of psychic Tea (Monostattic Cha Chokro) program at Geo Barira Mahal 83 Natun Paltan Azimpur Level 8.pls join.

23/08/2024

Aj Friday rat 11
25pm thakchi Bangla vision talk show te,topic- dirgo premier por biye tarporo keno biye vangar zhuki theke Jai? Watch & make comment.

07/07/2024

মনস্তাত্ত্বিক চা চক্র - ৮ম পর্ব
৭ম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় আমরা ৮ম পর্ব আয়োজনের উদ্যোগ নিয়েছি।
মন, আচরণ, ব্যক্তি / ব্যক্তিত্ব, সম্পর্ক, মানসিক অবস্থা, মানসিক চাপের নানা কারণ ও তার নিরসন। মানসিক সমস্যাসহ আমাদের চেতনা ও আবেগ কীভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রভাব বিস্তার করে থাকে। যার ফল হতে পারে সাফল্য বা ব্যর্থতা। আবেগীয়ভাবে এনে দিতে পারে সুখ, শান্তি বা হতাশা, মানসিক বিপর্যয়, অসুখী অবস্থা বা অশান্তি। মানুষের পক্ষে কী সুখী ও সাফল্যপূর্ণ জীবন যাপন করা সম্ভব?
এই সব বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনস্তাত্ত্বিক চা চক্র।
আড্ডা দিব, অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় এক উজ্জীবিত সন্ধ্যা কাটাবো বলে আশা করছি।
আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।
বিদ্রঃ মনস্তাত্ত্বিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক, গবেষক, গবেষণা সহকারী / সহযোগী, বা গবেষণায় অংশগ্রহণকারী হিসেবে মনোবিজ্ঞানের স্নাতক বা শিক্ষার্থী, মনোবিজ্ঞান শিখতে বা জানতে আগ্রহী ব্যাক্তিবর্গদের মনস্তাত্ত্বিক চা চক্র শুরুর এক ঘণ্টা পূর্বে বা বিকেল ৫.৩০ ঘটিকায় উপস্থিত হয়ে তালিকাভুক্ত হতে অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
অধ্যাপক ড. মাহমুদুর রহমান
মনোবিজ্ঞানী ও সাইকোথেরাপিস্ট
তারিখঃ ১১ই জুলাই, বৃহস্পতিবার।
সময়ঃ সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত।
স্থানঃ ১০৬/ড, দায়েম ম্যানশন, আজিমপুর রোড।
মেয়র হানিফ মসজিদের বিপরীত পাশে।
লালবাগ, ঢাকা-১২০৫।
যোগাযোগঃ ০১৭২৯০৫৫৩৫৫, ০১৯৭৭৮০২৪৫২
ইমেইলঃ mrbhuyanfaruk@gmail.com
১০ই জুলাই ২০২৪, বুধবার এর মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আসন সীমিত।
বিদ্রঃ কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
মনস্তাত্ত্বিক চা চক্র - Psychic Tea Discussion
মনস্তাত্ত্বিক চা চক্র - Psychic Tea Discussion
We will discuss psychological issues and have tea together

05/07/2024

I will be at Bangla Vision talk show at 11.25pm to 1 am today Friday, where I will talk on relationship issues diversity & complexity. Pls watch, and give me feedback!

ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা
12/04/2024

ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা

14/03/2024

Friday 15th March 2024 rat 11.25 Bangla vision talk show te bishoy - kara romantic love e closeness er high demand kore,baba mar valobasha bonchitorai ki? I will b there!

গত কাল ১৫ ই ফেব্রুয়ারি  "মনস্তাত্ত্বিক চা চক্র পর্ব -৫" নির্দিষ্ট ভেনুতে অনুষ্ঠিত হয়। উক্ত চা চক্রে বিভিন্ন মনস্তাত্ত্বি...
16/02/2024

গত কাল ১৫ ই ফেব্রুয়ারি "মনস্তাত্ত্বিক চা চক্র পর্ব -৫" নির্দিষ্ট ভেনুতে অনুষ্ঠিত হয়। উক্ত চা চক্রে বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়। অংশগ্রহন কারিগন তাহাদের নিজ নিজ সম্স্যা সমূহ মুক্ত ও স্বাচ্ছন্দ ভাবে উত্থাপন করেন । প্রফেসর ডঃ মাহমুদুর রহমান এর দিক নির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে চা চক্র সমাপ্ত হয়।

16/02/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Center for Self & Interpersonal Relationship - CSIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Center for Self & Interpersonal Relationship - CSIR:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share