09/12/2024
মনস্তাত্ত্বিক চা চক্র - Psychic Tea Discussion
মনস্তাত্ত্বিক চা চক্র - ১১তমপর্ব
১০ম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় আমরা ১১তম পর্ব আয়োজনের উদ্যোগ নিয়েছি।
মন, আচরণ, ব্যক্তি / ব্যক্তিত্ব, সম্পর্ক, মানসিক অবস্থা, মানসিক চাপের নানা কারণ ও তার নিরসন। মানসিক সমস্যাসহ আমাদের চেতনা ও আবেগ কীভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রভাব বিস্তার করে থাকে। যার ফল হতে পারে সাফল্য বা ব্যর্থতা। আবেগীয়ভাবে এনে দিতে পারে সুখ, শান্তি বা হতাশা, মানসিক বিপর্যয়, অসুখী অবস্থা বা অশান্তি। মানুষের পক্ষে কী সুখী ও সাফল্যপূর্ণ জীবন যাপন করা সম্ভব?
এই সব বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনস্তাত্ত্বিক চা চক্র।
আড্ডা দিব, অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় এক উজ্জীবিত সন্ধ্যা কাটাবো বলে আশা করছি।
আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।
বিদ্রঃ মনস্তাত্ত্বিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক, গবেষক, গবেষণা সহকারী / সহযোগী, বা গবেষণায় অংশগ্রহণকারী হিসেবে মনোবিজ্ঞানের স্নাতক বা শিক্ষার্থী, মনোবিজ্ঞান শিখতে বা জানতে আগ্রহী ব্যাক্তিবর্গদের মনস্তাত্ত্বিক চা চক্র শুরুর এক ঘণ্টা পূর্বে বা বিকেল ৫.৩০ ঘটিকায় উপস্থিত হয়ে তালিকাভুক্ত হতে অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
অধ্যাপক ড. মাহমুদুর রহমান
মনোবিজ্ঞানী ও সাইকোথেরাপিস্ট
তারিখঃ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার।
সময়ঃ সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত।
স্থানঃ ৮৩ নিউ পল্টন (লিফটের ৮)
নতুন পল্টন লাইন স্কুলের পশ্চিম দিকে।
আজিমপুর, লালবাগ, ঢাকা -১২০৫।
যোগাযোগঃ ০১৭২৯০৫৫৩৫৫, ০১৯৭৭৮০২৪৫২
ইমেইলঃ mrbhuyanfaruk@gmail.com
১০ ডিসেম্বর ২০২৪, বুধবার এর মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আসন সীমিত।
বিদ্রঃ কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।