Shoshan Thakoor

Shoshan Thakoor By birth he is a writer.A fighter who fight for his country and work for his country Bangladesh. আমি একটি চিহৃ মাত্র
যা আমার ‘মা’ এঁকেছেন।

20/09/2025
14/09/2025
এক জীবন, এক বাজি,বাংলাদেশ ভালোবাসি।
12/09/2025

এক জীবন, এক বাজি,
বাংলাদেশ ভালোবাসি।

07/09/2025

প্রেম অন্ধ!
আমি জন্মান্ধ তার সন্ধান হলো না।।

06/09/2025

বাঙালীর বড় সুষম জীবনের লোভ। রাজনীতি-অর্থনীতি নিয়ে লেখা রাষ্ট্র পছন্দ করে না, যৌনতাকে সহ্য করে না সুশীতল সমাজ। খুব বেশি ধর্মের কথা লেখায়, হেসে হেসে রেগে উঠবে কিশোরী নাস্তিক । ভাব-দর্শনের পাঠক অ্যাংরেজি পড়ে আর কবিতা! সে পাঠক না হলেও, বাঙালি সবাই কবিতা লিখে কিন্তু পড়ে না।
সহ্য এবং ধৈর্য, উভয়ের যে জাতিগত অনুপস্থিতি তা নিয়ে লিখবার আছে। তবে পরিচিত রাজনীতিবিদ- লেখক-বুদ্ধিজীবি-সাংবাদিক এবং নিজেকে উন্মুক্ত করতে হয় কিন্তু, সে দায় অর্থহীন। এখানে ধর্ম চর্চার নাটক যত বিশাল হোক, সত্যের পথে লড়াই করার মানুষ নাই।
তাই বাঙালী বাজার, বেঁচে থাকতে চায়। আরশোলার সাথে অন্ধকারে সবকিছু খেয়ে বেচে থাকুক হাজার বছর আর আমি, কলম ভেঙ্গে, কালি মেখে দাড়িয়ে থাকি চৌরাস্তায়।

04/09/2025

লেখাগুলো মৃত। তাকে কেউ পাঠ করলে, তখন সে প্রাণ পায়। জীবনের উপ্যাখান লিখতে গিয়ে এক সময় মনে হলো, রাজনীতিতে মানুষের পক্ষে একটি সংগঠন খুব দরকারী। সংগঠন তৈরির জন্য চাই, সে বিষয় বিস্তর জ্ঞান এবং অভিজ্ঞতা। পুস্তক জ্ঞান প্রধান সহায়ক, যা সহজ লভ্য ছিলো আমার জন্য। রাজনৈতিক সংগঠন তৈরির জন্য একটি পরীক্ষামূলক সংগঠন করলাম। সে সব ২০০৩ সালের কথা। আজ যখন রাজনীতির ময়দানে প্রায় অধিকাংশ নেতা আমার পরিচিত মানুষ, আমার জানা। সেখানে ক্ষমতার ভাগ এবং আত্মচর্চা ছাড়া কিছু দেখলাম না।
একদিকে মূল্যবান লোডশেডিং, ব্যবসায়ীর হাতে গ্যাস, নোংরা পানি; রাজধানীর মানুষ সর্বোচ্চ দাম দিয়ে নিকৃষ্ট আহার খাচ্ছে, সেখানে দৃশ্যগত রাজনীতি সরকারের ক্ষমতা ভাগাভাগি। আমাদের দেশের সরকারে রয়েছে, দেশের সবচেয়ে অক্ষম, অযোগ্য, অপরাধী মানুষগুলো। সেখানে তাদের বিপরীতে যারা গণতন্ত্রের কথা বলছেন, তারা তাদের সংগঠনে একজন চিরস্থায়ী শেখ হাসিনা। তারা আসমান-জমিনে নিজেদের চেয়ে উত্তম এবং নিজের পরেও কোন মানুষকে দেখেন না। গণতন্ত্র কি তারা জানে না, তবে মুখস্ত বলতে পারে।
মানুষ গণজাগরণ থেকে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, সেখানে বিএনপিকে জনগণ ঢুকতে দেয়নি। আন্তর্জাতিক চাপে তারা এখন রাজনৈতিক হওয়ার নাটকে অভিনয় করছে। বাঙলার জনগণ অক্ষম সিরাজের চেয়ে লুটেরা ক্লাইভকে গ্রহন করা উত্তম মনে করেছিলো। এখনও তাই। এরা কেউ এ ভূমির সন্তান নয়।
ভূমিপুত্রের রাজনীতিতে কলোনিয়ান চিন্তা এবং চরিত্র বাঁধা। ১৮০০ সাথে যে ঢাকার জনসংখ্যা ছিলো ২ লক্ষ, প্রায় ৩৫ বছর পর তার সংখ্যা কমে ষাট হাজারের কাছে এসে থামে। ঢাকার ইতিহাসের সাথে বাঙালীর ভাগ্যের ইতিহাস উঠেছে নেমেছে।
হয়তো এখনও অভাবে বাঙালী শহর ছাড়বে অথবা বদলে দিবে সমাজ বাস্তবতা। ভূমিপুত্রদের সরকার এবং সরকার বিরোধী দৃশ্যগত চরিত্রগুলোকে উপড়ে যেতে হবে। তখন হবে একটি স্বাধীন মানুষের দেশ, বাংলাদেশ।

03/09/2025

ওহে প্রজন্ম!
তোমার বাবা-দাদা'র ইতিহাস সংগ্রহ করো
তোমার সন্তান এবং নাতিকে জানানোর জন্য
কারণ তুমিই অতীত আর ভবিষ্যতের সেতু বন্ধন।

29/08/2025

সংকটে মৃত্যু আমাকে ছেড়ে পালিয়েছে
কিন্তু প্রকৃত সহযোদ্ধা নয়।

21/08/2025

যখন আমি ঈশ্বরের সন্ধান করলাম,
তখন শয়তানের খোঁজ পেলাম।
আর যখন শয়তানের সন্ধানে বের হলাম,
তখন তোমার দেখা পেলাম,
প্রিয়তমা।

19/08/2025

জনগণের রাজনৈতিক অবস্থান ছাড়া রাষ্ট্রের সমস্যা সমাধান অসম্ভব।

Address

১২/১, এ পশ্চিম নাখালপাড়া
Dhaka
১২১৫

Alerts

Be the first to know and let us send you an email when Shoshan Thakoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shoshan Thakoor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram