
14/10/2023
বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা দিচ্ছি স্বল্প খরচে প্লাস্টিক সার্জারী সকল ধরনের চিকিৎসা।
(Contructure)
দুর্ঘটনায় বা জন্মগতভাবে যাদের হাত বাঁকা থাকে,পুঁড়ে যাবার ফলে চামড়া টান হয়ে বেকে যায়। প্লাস্টিক সার্জারি মাধ্যমে এটা ঠিক করে দেওয়া হয়।
( Dupuytren's contracture)
যাদের আঙ্গুল বাঁকা হয়ে থাকে,সোজা করে দেওয়া।
(Syndactyly)
দুটি বা তার বেশি আঙ্গুল একসাথে জোড়া লাগা থাকলে, আলাদা করে দেওয়া।
(OBPI & ABPI)
ছোট বাচ্চা এবং বড়দের হাতের উপরে কাধের কাছে নার্ভে অনেক সময় ইনজুরি হয়ে যায়।যার ফলে হাতের নড়াচড়া,কাজ করা অসম্ভব হয়ে পড়ে। সার্জারির মাধ্যমে ঠিক করে দেওয়া হয় (Brachial plexus Injury)
(Burn Contracture)পোঁড়া জনিত কারণে হাত বাঁকা থাকলে তা সোজা করে দেওয়া।
(Glomus Tumor)
যাদের আঙ্গুলের মধ্যে টিউমার আছে।সার্জারির মাধ্যমে ঠিক করে দেওয়া হয়।
(Ganglion Cyst
হাতের কব্জির জয়েন্টে বা আঙ্গুলের জয়েন্টেরের উপর মার্বেলের মত গোল শক্ত টিউমার বিশেষ থাকে। সার্জারি মাধ্যমে ঠিক করে দেওয়া হয়।
(Finger Flexor Tendon Injury)
দূর্ঘটনায় হাতের (Tendon) কেটে গেলে বা ইনজুরি হলে তখন রোগী সেই আহত অংশ ভাজ করতে পারেনা বা সোজা করতে পারে না। সার্জারি মাধ্যমে ঠিক করে দেয়া হয়।
(Wrist Drop)
হাতের কব্জি বাঁকানো থাকলে, সোজা করে দেওয়া হয়।
(Median Nurve Injury)
মিডিয়ান নার্ভ ইনজুরি হল কনুইয়ের মধ্যবর্তী স্নায়ুর আঘাত।এগুলি প্রায়ই আঘাতের কারণে ঘটে যা স্নায়ুকে আটকে দেয় বা ছিঁড়ে ফেলে। এগুলোকে ঠিক করে দেওয়া।
(Hand Soft Tissue Defect)
জন্মগতভাবে বা দুর্ঘটনায় হাতের নরম টিস্যু বা হাতের কোন অংশে নরম মাংস থাকলে সেই সমস্যার চিকিৎসা করা হয়।
(Hidradenitis suppurativa)
শরীরের চামড়ার নিচে গভীরে ব্যাথাযুক্ত পিণ্ড তৈরি হয়।যেমন, বগল, ভিতরের উরু এবং কুঁচকির অংশ।এই রোগ সার্জারির মাধ্যমে চিকিৎসা করে দেওয়া হয়।
(Stiff Finger)
দূর্ঘটনাজনিত কারনে অথবা কোন রোগে হাতের আঙ্গুল শক্ত হয়ে যায়।এসময় আঙ্গুল ভাজ করা বা নড়াচড়া করা সম্ভব হয় না। সার্জারির মাধ্যমে এই রোগের চিকিৎসা করে দেওয়া হয়।
Contract: 01728 46 42 38 (WhatsApp / Messenger)
01720 100 293