13/06/2025
আজকের টপিক্স:::ডায়াবেটিস কি এবং কেন হয়?🎴___________ডায়াবেটিস (বহুমূত্ররোগ) একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীর রক্তে শর্করার মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এই রোগটি মূলত দুটি কারণে হতে পারে: অগ্ন্যাশয় (pancreas) পর্যাপ্ত ইনসুলিন তৈরি না করা বা শরীর ইনসুলিনের প্রতি সাড়া দিতে না পারা______
🎴ডায়াবেটিসের ধরন:::::::
ডায়াবেটিস একধরনের মেটাবলিক ডিজঅর্ডার। শরীরে ইনসুলিন আছে, কিন্তু কাজ করতে পারছে না। কিংবা ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে। সাধারণত চার ধরনের ডায়াবেটিস রয়েছে। টাইপ-১, টাইপ-২, জেস্টেশনাল এবং অন্যান্য।
🪀টাইপ-১ মানে হলো, যেভাবেই হোক, যাঁদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে গেছে, তাঁদের যদি আলাদা করে ইনসুলিন দেওয়া না হয়, তাহলে তাঁরা মারা যেতে পারেন।🪀 আমরা যখন বাইরের নানা ধরনের খাবার খাই, ফাস্ট ফুড খাই, তখন শরীরে একধরনের পরিবর্তন আসে। দেখা যায়, শরীরে ইনসুলিন আছে, কিন্তু সেটা কাজ করতে পারছে না। তখন আমরা যে খাবারই খাই, সেটার গ্লুকোজ জমে যায়। এটা টাইপ-২ ডায়াবেটিস।____________________________
🎴ডায়াবেটিস কেন হয়? লক্ষণগুলো কী?🎴
আমরা যখন খাবার খাই, তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো, যে খাবার খাচ্ছি, সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত
গ্লুকোজ থাকে। সেই অবস্থাকে ডায়াবেটিস বলে
🪀 খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা ৭-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি ১১-এর বেশি থাকে, তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলে।
🪀 টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে সবাই বুঝতে পারে।🪀 হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যায়।🪀 ওজন কমে যায়। সমস্যা হয়
🎴টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের বেলায়। তাঁরা বুঝতেই পারেন না যে তাঁদের ডায়াবেটিস আছে🪀
🪀বারবার প্রস্রাব করা,🪀 খাবার খেয়েও ক্ষুধা না মেটা,🪀 ক্লান্ত লাগা,🪀 ঝিম ধরা ভাব,🪀 কোথাও কেটে গেলে বা ঘা হলে সহজে সেটা না শুকানো—এ রকম কিছু লক্ষণ থাকে।
যেহেতু তাঁরা চিকিৎসকের কাছে যান না, তাই তিন-চার বছরে অনেক ক্ষতি হয়ে যায়। দেখা গেল, চোখে রক্ত জমেছে। হার্টে ব্লক, যকৃতে ক্রিয়েটিনিন বেশি ইত্যাদি!!!
❤️পোষ্টিট ভাল লাগলে শেয়ার করে রাখুন.।।।