সালাফি রুক্বইয়্যাহ সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সালাফি রুক্বইয়্যাহ সেন্টার

সালাফি রুক্বইয়্যাহ সেন্টার ব্ল্যাক ম্যাজিক,জিনের আসর,বদনজর এর কুরআন ও সুন্নাহ মুতাবিক চিকিৎসা দেয়া হয়।

03/12/2024

স্বপ্নে বারবার হিংস্র প্রাণীর আক্রমণের মুখে পরতে দেখা মুলত জ্বীন পিছনে লাগার ইংগিত।

23/09/2024

কাজ শুরু করতে গেলেই বা কাজের আগ মুহুর্তে মনের মধ্যে নানান চিন্তাভাবনা আসে পরে আর কাজ করা হয়না, যদি এমন হয় তাহলে এই দুয়াটা পড়ুন

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَوَسْوَسَةِ الصَّدْرِ
উচ্চারণ :- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ওয়া ওয়াসওয়াসাতিস সাদরি

অর্থঃ - হে আল্লাহ! আমি পানাহ চাই মনের ওয়াসওয়াসা থেকে।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَوَسْوَسَةِ الصَّدْرِ وَشَتَاتِ الأَمْرِ

উচ্চারণ :- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ওয়া ওয়াসওয়াসাতিস সাদরি,ওয়া সাতাতিল আমরি।

অর্থঃ - হে আল্লাহ! আমি পানাহ চাই মনের ওয়াসওয়াসা থেকে, কাজের বিশৃঙ্খলা থেকে।

20/08/2024

চোখের দেখা অনেক পেশেন্টের ঘটনা থেকে লেখা..

শাশুড়ি হয় নিজেই কবিরাজ,, না হয় কবিরাজের কাছে যাওয়া আসা করে বেশি এটাই যথেষ্ট আপনার দাম্পত্য জীবন নষ্ট করার 💔

বিয়ের আগে ছেলের থেকে ছেলের মার সম্পর্কে জানা প্রয়োজন.

না হয় দেখবেন শাশুড়ি কুফরি করে আপনাদের মাঝে বিচ্ছেদের জাদু করছে.. আপনার স্বামীকে বশ করে রাখছে.. তখন আপনি তার উপর হাজারো মায়া মমতা দেখালে আপনার স্বামী আপনার কথা শুনবে না

20/08/2024

আপনার জীবনে কি এমন কেউ আছে যার যন্ত্রণায় আপনি অতিষ্ঠ?
আপনাকে একটা দু'আর সন্ধান দেই, যেটা মাজলুমের মতো পড়তে থাকবেন।
আমি অসংখ্য বার এই দু'আ করে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ।
যেকোনো সময় পড়তে পারেন, দুরুদ পড়ে পড়েন, আজানের পর পড়েন, অজুর পর পড়েন। পড়তেই থাকেন, পড়তেই থাকেন.....
জিহ্বাটা থামাবেন না। এই দু'আটা পড়তে পড়তে ঠোঁটটা ক্লান্ত করে ফেলেন......
اَللّٰهُمَّ اكْفِنِيْهِمْ بِمَا شِئْتَ

(আল্ল-হুম্মাক্ ফিনী হিম বিমা শিতা)
অর্থ : হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।
(মুসলিম ৪/২৩০০, নং ৩০০৫)

বিঃদ্রঃ আরবি উচ্চারণের সাথে মিলিয়ে পড়বেন, শুধু বাংলা উচ্চারণ দেখে পড়লে উচ্চারণ শুদ্ধ হবে না।

(সংগৃহীত লিখা)

11/08/2024

এক জায়গায় অল্পক্ষণ থাকলেই অধৈর্য হয়ে যাওয়া।

কোনো কাজ ধীরস্থিরভাবে করতে না পারা।
'পাগল বানানোর জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ!

11/07/2024

❌অনেক মায়েরা আছে যারা তান্ত্রিকদের কাছে গিয়ে নিজের ছেলেকে বশে রাখার জন্য জাদুর জিনিস খাওয়ায়❗

🔹এক্ষেত্রে অনেক কারনই থাকে যেমন,"যে ছেলে(বিশেষ করে বড় ছেলে) বেশি ইনকাম করে তাকে বশ করে অন্য সন্তানদের ভরনপোষণ করানো।

🔸আবার কিছু কিছু মহিলারা আছে যে,"ছেলে তার হাজার হক্ পালন করার পরেও ছেলে ও তার বউয়ের ভালবাসা সহ্য করতে পারে না।

🔹আবার এমনও হতে পারে যে,"ছেলে খারাপ দিকে চলে গেছে তাকে ভাল করার জন্য।

🚫ভয়ংকর দিক:এর ভয়ংকর দিক হচ্ছে একতো সেই তান্ত্রিকই তাকে বশ করে রাখে ফলে কিছু হলেই ওই মহলা তান্রিকের কাছেই যায়।

🔹 কোন তান্ত্রিক আছে এমন ভাবে বশ করে ফলে তান্ত্রিকের সাথেই ওই মহিলা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়।

🔸আর নিজের ছেলেকে ওইসব জাদুর জিনিস গুলো যা হচ্ছে নোংরা নাপাক জিনিস যা খাওয়ার পরে ক্ষনিকের জন্য বশে আসে ঠিকই,"কিন্তু শরির খারাপ হতে থাকে এক পর্যায়ে এমন এমন রোগ দেখা যায় যে ডা:চিকিৎসায় ধরাও পরে না আর কোন কাজও হয় না।

🔹ওই ছেলে ব্যাবসা-বানিজ্য ধ্বংস হতে থাকে।

🔸অন্য মেয়েদের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে যায়।

🔹নিজের স্ত্রী সন্তানকে ভালই লাগে না অন্যান্য যেমন বন্ধুর বউ,মেয়ে বা অন্যান্যদের অনেক আপন মনে হয়।

🔸ওই ছেলে নামাজ পরার ক্ষেত্রে উদাসীন থাকে মসজিদের ধারে কাছেও যায় না।

🔹হঠাৎ তার সাক্ষতা খারাপ মানুষের সাথে গড়ে উঠে।

🔸ওই ছেলে নিচু মানসিকতার হয়ে যায়।

➡️আর এভাবেই এসব জাদুকরের কবলে পরে ধ্বংস হয়ে যায় একটি ছেলের জীবন ও তার পুরো পরিবার।

✅"মহান-আল্লাহু" আমাদের এসব জাদুকরদের কাছ থেকে হেফাজত করুক ও এসব জাদুকরদের হ ⚔️ ত্যা করে দিক(আমিন)

24/06/2024

যাদু গ্রস্ত রুগিদের মানসিক ভাবে শক্তিশালী হওয়া খুব জরুরি।এই জন্য প্রতিদিন আল্লাহর দুটি গুনবাচক নাম ১০০ বার করে পড়ুন।
১) ইয়া হাইয়্যুল ইয়া ক্বইয়ুম( হে চিরঞ্জীব চিরস্থায়ী।
২) ইয়া ক্বহহারু ( হে দমন কারী)

22/06/2024

#বাড়িতে_বা_ঘরে_যাদু_থাকার_লক্ষণসমূহ #

১. পরস্পর প্রেম ভালোবাসা ও মহব্বত থেকে হঠাৎ ঘৃণা ও বিদ্বেষে পরিবর্তন হওয়া।

২.। বাহিরে থাকলে ভালো লাগে কিন্তু বাড়িতে আসলে ভালো না লাগা, মাথা ব্যথা ও যন্ত্রণা করা।

৩.। বাড়িতে বা কোনো নির্দিষ্ট রুমে থাকলে মাথায় অশান্তি, অস্থিরতা,হতাশা, বিষন্নতা কাজ করা

৪.। বাহিরে থাকলে ভালো কিন্তু বাড়িতে আসলেই অলস প্রকৃতির হয়ে যাওয়া।

৫.। অন্যের কাজ করতে সাহায্য নেই ,ভালো লাগে কিন্তু নিজের বা বাড়ির কাজ করতে একদম ইচ্ছা না হওয়া।

৬.। কোনো বিছানা বা বালিশে শুইলে খারাপ লাগা, অশান্তি, অস্থিরতা, মাথা, ঘাড় বা শরীর ব্যথা করা।

৭.। পরিপূর্ণ সুস্থতা থেকে হঠাৎ অবিরাম বা একেরপর এক রোগে ভুগতে থাকা।

৮.। তাকওয়া ও ইমান থেকে গোনাহ ও কুফরীর দিকে আকৃষ্ট হওয়া।তথা গোনাহের কাজ ভালো লাগা।

৯.। ইচ্ছা ছাড়াই কোনো কথা বলা বা কোনো কাজকর্ম করা বা করার প্ররোচনা আসা।

১০.। কোনো কথা বলা বা কোনো কাজকর্ম করার পর অনুশোচনাবোধ আসা, চাই তা বাড়ির লোকজনদের একজনের পক্ষ থেকে বা প্রত্যেকেরই হোক।

১১.। পিঠের নিচে ব্যাথা অনুভব করা। নারীদের ক্ষেত্রে তলপেটে রেহেম বা জরায়ুতে ব্যথা বা অবর্ণনীয় সমস্যা অনুভব করা।

১২.। কোনো কোনো যাদুগ্রস্থ ব্যক্তির চোখে জ্যোতি/দীপ্তির বৃদ্ধি লক্ষ্য করা যায়।

১৩.। যাদুগ্রস্থ ব্যক্তি কারো দিকে তাকিয়ে কথা কথা বলতে পারে না। কারণ বেশিরভাগ সময় তিনি অনিচ্ছাকৃতভাবে নীচের দিকে তাকিয়ে থাকে।

১৪.। যাদুগ্রস্থ ব্যক্তির ব্যাক্তিত্ব নষ্ট হয়ে যাওয়া। ব্যক্তিত্বের দুর্বলতা এবং সন্দেহ প্রবণ হয়ে উঠার বিষয়টি লক্ষ্য করা যায়।

১৫.। পরিপাকযন্ত্রে বা মুখে রোগ ও স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্ত হওয়া সত্ত্বেও মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া। আর মুখ থেকে দুর্গন্ধ বের হয় সাধারণত পানাহারের যাদুর সমস্যা থাকলে।

১৬.। হঠাৎ হতাশা বা বিষন্নতা লাগা, নিকটে মৃত্যুর অনুভূতি হওয়া, এবং আত্মহত্যা করতে আকাঙ্ক্ষা বা ইচ্ছা করা।

১৭.। দূর থেকে কোনো আওয়াজ শোনা বা কোনো অদ্ভুত আওয়াজ শোনা, চায় একা থাকুক বা লোকজনের মধ্যে থাকুক এবং কখনও কখনও অদ্ভুত প্রাণী, বিশেষত বিড়াল এবং সরীসৃপ স্বপ্নে দেখা।

১৮.। কোনো বিষয় সংঘটিত হবে বা ঘটবে আগে থেকেই এর পূর্বাভাস পাওয়া বা অনুভূতি হওয়া। কিন্তু কি হবে বা ঘটবে তা নির্দিষ্ট করে বলতে,জানতে ও বুঝতে না পারা।

১৯.। দ্রুত রাগান্বিত হওয়া এবং নার্ভাস

16/06/2024
13/06/2024

বরুই পাতার রুকইয়াহ খুব পরিক্ষিত, আলহামদুলিল্লাহ। এই রুকইয়াহর সাথে সকাল সন্ধার দুয়াসমুহ,বাকারাহ সুরা নিয়মিত করে নিচের এই রুকইয়াহ গুলু শুনলে আমার মনে হয় যাদুকর খুব বেশি সফল হবে না ইন শা আল্লাহ।
বাধাগ্রস্ত হওয়ার রুকইয়াহ, সবার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার রুকইয়াহ, মেমোরি লুজ হওয়ার রুকইয়াহ, যাদুকরের উপরে অভিশাপের রুকইয়াহ।

এই ৩ প্রকার যাদু কমন রাখে এতে রুগি মানসিক পিড়ায় থাকে,

যাদুকরকে ভয় নয়,বরং ওর সাথে চ্যালেঞ্জ নিন,ঘুরে দাড়ান, আর কত ভুগবেন??

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সালাফি রুক্বইয়্যাহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram