22/06/2024
#বাড়িতে_বা_ঘরে_যাদু_থাকার_লক্ষণসমূহ #
১. পরস্পর প্রেম ভালোবাসা ও মহব্বত থেকে হঠাৎ ঘৃণা ও বিদ্বেষে পরিবর্তন হওয়া।
২.। বাহিরে থাকলে ভালো লাগে কিন্তু বাড়িতে আসলে ভালো না লাগা, মাথা ব্যথা ও যন্ত্রণা করা।
৩.। বাড়িতে বা কোনো নির্দিষ্ট রুমে থাকলে মাথায় অশান্তি, অস্থিরতা,হতাশা, বিষন্নতা কাজ করা
৪.। বাহিরে থাকলে ভালো কিন্তু বাড়িতে আসলেই অলস প্রকৃতির হয়ে যাওয়া।
৫.। অন্যের কাজ করতে সাহায্য নেই ,ভালো লাগে কিন্তু নিজের বা বাড়ির কাজ করতে একদম ইচ্ছা না হওয়া।
৬.। কোনো বিছানা বা বালিশে শুইলে খারাপ লাগা, অশান্তি, অস্থিরতা, মাথা, ঘাড় বা শরীর ব্যথা করা।
৭.। পরিপূর্ণ সুস্থতা থেকে হঠাৎ অবিরাম বা একেরপর এক রোগে ভুগতে থাকা।
৮.। তাকওয়া ও ইমান থেকে গোনাহ ও কুফরীর দিকে আকৃষ্ট হওয়া।তথা গোনাহের কাজ ভালো লাগা।
৯.। ইচ্ছা ছাড়াই কোনো কথা বলা বা কোনো কাজকর্ম করা বা করার প্ররোচনা আসা।
১০.। কোনো কথা বলা বা কোনো কাজকর্ম করার পর অনুশোচনাবোধ আসা, চাই তা বাড়ির লোকজনদের একজনের পক্ষ থেকে বা প্রত্যেকেরই হোক।
১১.। পিঠের নিচে ব্যাথা অনুভব করা। নারীদের ক্ষেত্রে তলপেটে রেহেম বা জরায়ুতে ব্যথা বা অবর্ণনীয় সমস্যা অনুভব করা।
১২.। কোনো কোনো যাদুগ্রস্থ ব্যক্তির চোখে জ্যোতি/দীপ্তির বৃদ্ধি লক্ষ্য করা যায়।
১৩.। যাদুগ্রস্থ ব্যক্তি কারো দিকে তাকিয়ে কথা কথা বলতে পারে না। কারণ বেশিরভাগ সময় তিনি অনিচ্ছাকৃতভাবে নীচের দিকে তাকিয়ে থাকে।
১৪.। যাদুগ্রস্থ ব্যক্তির ব্যাক্তিত্ব নষ্ট হয়ে যাওয়া। ব্যক্তিত্বের দুর্বলতা এবং সন্দেহ প্রবণ হয়ে উঠার বিষয়টি লক্ষ্য করা যায়।
১৫.। পরিপাকযন্ত্রে বা মুখে রোগ ও স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্ত হওয়া সত্ত্বেও মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া। আর মুখ থেকে দুর্গন্ধ বের হয় সাধারণত পানাহারের যাদুর সমস্যা থাকলে।
১৬.। হঠাৎ হতাশা বা বিষন্নতা লাগা, নিকটে মৃত্যুর অনুভূতি হওয়া, এবং আত্মহত্যা করতে আকাঙ্ক্ষা বা ইচ্ছা করা।
১৭.। দূর থেকে কোনো আওয়াজ শোনা বা কোনো অদ্ভুত আওয়াজ শোনা, চায় একা থাকুক বা লোকজনের মধ্যে থাকুক এবং কখনও কখনও অদ্ভুত প্রাণী, বিশেষত বিড়াল এবং সরীসৃপ স্বপ্নে দেখা।
১৮.। কোনো বিষয় সংঘটিত হবে বা ঘটবে আগে থেকেই এর পূর্বাভাস পাওয়া বা অনুভূতি হওয়া। কিন্তু কি হবে বা ঘটবে তা নির্দিষ্ট করে বলতে,জানতে ও বুঝতে না পারা।
১৯.। দ্রুত রাগান্বিত হওয়া এবং নার্ভাস