08/11/2025
হ,স্তমৈথুন, প,র্নোগ্রাফিতে আসক্ত?
সর্বদাই হতাশ, আত্মবিশ্বাস কমে গেছে? কোন উপায় পাচ্ছেন না? মূলত ধর্মীয় অনুশাসনের বহু দূরে চলে গেছেন তাই এমন হচ্ছে। আপনার জন্য কিছু আমল দিলাম, ইনশাআল্লাহ ভালো আল্লাহ দেখাবে। যা পালন করা যায় হাটতে, বসতে, শুয়তে, চলতে, ফিরতে খুব সহজে। আমল করুন, আল্লাহ সহজ পথ দেখাবে।
➡️ছোট কিন্তু শ্রেষ্ঠ আমলসমূহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া।
এই মর্মে রাসূল ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি প্রতিদিন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়ে, তার পাপসমূহ সমুদ্রের ফেনার মতো হলেও ক্ষমা করা হবে (সুবহানাল্লাহ)।”
(সহিহ মুসলিম)
#ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ বলা)
প্রতিদিন ১০০ বার বললে নবী ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেন সুবহানাল্লাহ।”
(আবু দাউদ)
➡️দরুদ শরিফ পড়া (ﷺ)
অল্প সময়েই বড় সওয়াব।
“যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশটি রহমত পাঠান।”
(সহিহ মুসলিম)
➡️হাসি মুখে সালাম দেওয়া
“সালাম প্রচার করো, একে অপরের মধ্যে ভালোবাসা জন্মাবে।”
(সহিহ মুসলিম)
➡️কুরআনের ছোট সূরা পাঠ করা (সূরা ইখলাস, ফালাক, নাস)
সূরা ইখলাস পড়লে ১/৩ কুরআন পড়ার সওয়াব পাওয়া যায়।
(সহিহ বুখারী)
সদা নামাজ সময়মতো আদায় করা
ছোট হলেও এটি শ্রেষ্ঠ আমল।
“সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে হলো নামাজ সময়মতো পড়া।”
(সহিহ বুখারী)
আলোর পথে থাকুন,
♦️♦️♦️ঠিকানা🌹🌹🌹
ডা. মো সাইফুল ইসলাম।
উত্তরা ৬নং সেক্টর, ৫নং রোড,২০নাম্বার হাউজ।
[ এখানে নারী, পুরুষের সকল ব্যক্তিগত, শারীরিক ও যৌ,ন রোগ সহ সকল জটিল কঠিন, পুরাতন, রোগের সুচিকিৎসা করা হয়।
নিয়ম গুলো জেনে রাখুন:-
১.ক্যাশ অন ডেলিতেও (পণ্য হাতে পেয়ে বিল পরিশোধ করে) নিতে পারবেন। যদি পছন্দ না হয়, ভালো না লাগে, ইচ্ছে না হয়, রুচিসম্মত না হয় দয়া করে এড়িয়ে চলার বিনীত 🙏অনুরোধ🙏 রইলো। এটাই নিয়ম সকলের জন্য।
২. অবশ্যই বাংলা ফ্রন্টে লিখতে হবে যদি সমস্যা শেয়ার করতে চান। কেননা বাংলিশ লেখলে পড়তে কষ্ট হয়, পরিস্কার ভাবে সমস্যা গুলো বুঝা যায় না। বাংলা ফ্রন্টে লিখলে আপনার জন্যই নিরাপদ। অথবা ইংরেজিতে লিখেন।