Voice of Rosni

Voice of Rosni I Believe in Allah. I Believe in Honesty & Hard work.Thanks to following us & can order online any types of drugs.
(1)

আসসালামু আলাইকুম।
আপনাদের সাথে বিভিন্ন ধরনের গল্প, রান্না,বাস্তব জীবনের কাহিনী গুলো ব্লগিং আকারে তুলে ধরব।ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন।ফলো দিয়ে সাথে থাকবেন।

29/11/2025

কোন ধরনের ব্যথায় কোন ঔষধ সেবন করবেন সেটা জেনে নিন।

🏵️🏵️🏵️ নিচে Alphapress ১ মিগ্রা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানানো হলো — কী ওষুধ, কি কাজ করে, কখন/কিভাবে ব্যবহৃত হয়, এবং...
27/11/2025

🏵️🏵️🏵️ নিচে Alphapress ১ মিগ্রা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানানো হলো — কী ওষুধ, কি কাজ করে, কখন/কিভাবে ব্যবহৃত হয়, এবং কি-কি সতর্কতা আছে। (তবে মনে রাখুন: আমি চিকিৎসক নই; চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত না নেয়াই ভালো।)

💊 Alphapress কী?
💊💊 Alphapress এর সক্রিয় উপাদান হলো
Prazosin Hydrochloride।
💊 এটি একটি “alpha-1 adrenoceptor blocker” — অর্থাৎ নির্দিষ্ট রিসেপ্টরকে ব্লক করে কাজ করে।
💊 প্রস্তুতকারী: বাংলাদেশে সাধারণত Renata Limited।

🩺 কী জন্য ব্যবহৃত হয় (Indications / Uses)
Alphapress সাধারণত নিচের অবস্থায় দেয়া হয়ঃ
✅✅✅ উচ্চ রক্তচাপ (Hypertension):
প্রাথমিক (essential) এবং বিভিন্ন ধরনের সেকেন্ডারি উচ্চ রক্তচাপে ব্যবহার হয়।
✅✅✅ প্রোস্টেট বা প্রস্রাবের সমস্যার ক্ষেত্রেঃ
যদি পুরুষে মূত্রনালায় বা প্রোস্টেটে ঘনত্ব বা বড় হওয়ার কারণে প্রস্রাব করতে সমস্যা হয় (উদাহরণ: বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া, BPH), সেখানে মূত্রনালার পেশী শিথিল করতে সাহায্য করে।
কিন্তু প্রধানত এর ব্যবহারের উদ্দেশ্য হলো রক্তচাপ কমানো — রক্তনালি (blood vessels) শিথিল করে রক্ত সঞ্চালন সহজ করা।

অর্থাৎ, যদি আপনার রক্তচাপ বেশি হয় অথবা BPH–র কারণে প্রস্রাবে সমস্যা হয় — তবে Alphapress উপযোগী হতে পারে (চিকিৎসকের পরামর্শে)।

⚙️ কাজ করার পদ্ধতি (Mechanism of Action)
✅ Prazosin রক্তনালার মসৃণ পেশীতে alpha-1 রিসেপ্টর ব্লক করে। এতে মসৃণ পেশী শিথিল হয় → রক্তনালি প্রশস্ত হয় (vasodilation) → রক্তচাপ কমে যায়।
✅ একইভাবে, প্রোস্টেট বা মূত্রনালার পেশীও শিথিল করার মাধ্যমে প্রস্রাব সহজ হয়।

💊 ডোজ ও সেবন (Dosage & Administration)
✅ সাধারণত Alphapress ১ মিগ্রা ট্যাবলেট।
✅ অনেক সময় রাতের খাবারের পর বা রাতে শোয়ার আগে খাওয়ার পরামর্শ দেওয়া হয় — কারণ প্রথম দিকের উচ্চ রক্তচাপ হঠাৎ কমায় মাথা ঘোরা বা dizziness হতে পারে। ([MedEasy][2])
✅ প্রয়োজন অনুযায়ী ডাক্তার ডোজ বাড়াতে বা দিনে একাধিক ডোজ দিতে পারেন — তবে নিজে-নিজে ডোজ পরিবর্তন করবেন না।

⚠️⚠️ ⚠️ পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
(Side Effects & Warnings)

Alphapress–এ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি থাকতে পারে; সাধারণ এবং বিরল — উভয় ধরনের।

🚹🚹 সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াঃ
✅ মাথা ঘোরা, মাথাব্যথা, ক্লান্তি, দুর্বলতা
✅ হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে মাথা ঘোরা বা মাথা ভারী অনুভব হতে পারে (postural hypotension)
✅ কখনো বমিভাব, গ্যাস্ট্রিক সমস্যা, পাল্পিটেশন, মানসিক অস্বস্তি, দুর্বলতা — যদিও এসব কম হয়।

⛔⛔⛔ সতর্কতাঃ
✅ যদি আগে থেকেই আপনি রক্তচাপ বা হৃদযন্ত্র (হৃদরোগ), কিডনি বা লিভারের সমস্যা, গ্যাস্ট্রিক বা ব্লিডিং সমস্যা থাকে — তাহলে Alphapress খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।
✅ হঠাৎ ডোজ বন্ধ করলেই রিবাউন্ডের চিন্তা প্রায় নেই (relatively safer compared to some) — কিন্তু তারপরও নিয়মিত ব্যবহারে ডাক্তারের পরামর্শ মেনে চলা ভালো।
✅ গর্ভবতী বা স্তনদানকারী মহিলাদের ক্ষেত্রে — নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত নয়; প্রয়োজন হলে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন।

✅ কে কার জন্য উপযোগী — এবং কখন সাবধান থাকা উচিত

➡️➡️উপযোগীঃ
✅ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন।
✅ পুরুষ যারা প্রোস্টেট বড় হওয়ায় মূত্রনালায় সমস্যা পাচ্ছেন (BPH), এবং বিশেষ করে রাতে বা সকালে প্রস্রাবে সমস্যা হয়।
✅ যারা ভাসোডিলেটর (রক্তনালি প্রশস্তকারী) ওষুধ চান — এবং সময়িকভাবে রিল্যাক্সেশন পেতে চান।

⚠️⚠️⚠️ সাবধান থাকা উচিত যখনঃ
* গ্যাস্ট্রিক বা ব্লিডিং ইতিহাস আছে।
* কিডনি বা লিভারে সমস্যা আছে।
* গর্ভবতী বা স্তনদায়ী।
* হঠাৎ রুখে দেওয়া বা নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো/কমানো করবেন না।

📝 সংক্ষেপে
Alphapress হলো একটি “alpha-1 blocker” ওষুধ, যার generic name Prazosin। এটি রক্তনালি ও মূত্রনালার পেশী শিথিল করে রক্তচাপ কমায় এবং পুরুষদের প্রোস্টেটিক সমস্যায় প্রস্রাব সহজ করতে সাহায্য করে। তবে ওষুধ হিসেবে ব্যবহারে সতর্কতা জরুরি — বিশেষ করে শুরুতে মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়ার জন্য।

➡️➡️➡️➡️ ঔষধ সম্পর্কে জানুন এবং ঔষধের ব্যবহার সম্পর্কে এখনই সচেতন হোন।

🗣️🗣️🗣️🗣️🗣️ নিচে Tufnil ট্যাবলেট (Tufnil tablet) সম্পর্কে তথ্য দেওয়া হলো — এর কার্যকারিতা, কী কাজে ব্যবহৃত হয়, ডোজ-নির্দে...
26/11/2025

🗣️🗣️🗣️🗣️🗣️ নিচে Tufnil ট্যাবলেট (Tufnil tablet) সম্পর্কে তথ্য দেওয়া হলো — এর কার্যকারিতা, কী কাজে ব্যবহৃত হয়, ডোজ-নির্দেশ, সতর্কতা ইত্যাদি। (তবে আমি চিকিৎসক নই; যদি ওষুধ নেওয়ার কথা হয়, অবশ্যই নিজের ডাক্তার বা ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ করুন।)

✅ Tufnil কী — মৌলিক তথ্যঃ
➡️Tufnil-এর সক্রিয় উপাদান হল Tolfenamic acid।
➡️এটি একটি NSAID (Non-Steroidal Anti-Inflammatory Drug) — অর্থাৎ প্রদাহনাশক, ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধ।
➡️প্রস্তুতকারী: Eskayef Pharmaceuticals Ltd. (বাংলাদেশ)।

🩺 Tufnil- এর ব্যবহারের ক্ষেত্রে
(Indications / Uses)

💊 Tufnil সাধারণত নিচের অবস্থায় ব্যবহৃত হয়ঃ
✅অ্যাকিউট মাইগ্রেইন (Migraine headache) — যখন মাইগ্রেনের প্রথম উপসর্গ দেখা যায়।
✅হালকা থেকে মাঝারি ব্যথা** — যেমন পেশী বা জয়েন্ট ব্যথা, শ্লথ ব্যথা ইত্যাদি।
✅জ্বর বা ফিভার** — NSAID হিসেবে তাপ এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হতে পারে।
✅কখনো কখনো — অপারেশনের পরে ব্যথা বা সাধারণ ব্যথা-উপাত্তেও প্রয়োগ হতে পারে।

⚙️ কাজের উপায় (Mechanism of Action)
✅ Tolfenamic acid পদ্ধতিতে কাজ করে — এটি cyclooxygenase (COX) এনজাইম বাধা দেয়, যা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অন্যান্য প্রদাহজনক পদার্থের সৃষ্টিকে কমায়। এতে ব্যথা, ফুলে যাওয়া ও জ্বর কমে।

✅ পাশাপাশি কিছু উৎস অনুযায়ী, Prostaglandin receptor-এ সরাসরি কাজ করেও ব্যথা ও প্রদাহ কমাতে পারে।

💊 ডোজ ও নেওয়ার নিয়মঃ
(Dosage & Administration)

✅বয়স্কদের জন্য (Acute migraine): 200 mg — মাইগ্রেনের প্রথম উপসর্গ দেখা দিলেই একবার। প্রতিক্রিয়া না পেলে ১–২ ঘণ্টা পর পুনরায় দেওয়া যেতে পারে।
✅হালকা/মাঝারি ব্যথা বা জ্বর: দিনে ২–৩ বার, 100–200 mg; তবে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ প্রয়োজন।
✅ট্যাবলেট খাওয়ার সময় **ভোজনের সময় বা খাবারের পর নিয়ে ভালো — এতে গ্যাস্ট্রিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম।
✅বাচ্চা বা শিশুর জন্য কোনো নির্ধারিত Pediatric ডোজ সাধারণত নেই।

⚠️ সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়াঃ
(Contraindications & Side Effects)

Tufnil নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবেঃ

❗ বিরুদ্ধে নির্দেশনঃ
(Contraindications)

✅ যদি আপনি অ্যাসিডিজ, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো–ইনটেস্টাইনাল ব্লিডিং–র ইতিহাসে থাকেন।
✅ যদি কিডনি বা যকৃতের সমস্যা থাকে (severe renal/hepatic impairment) — বিশেষভাবে সতর্কতা প্রয়োজন।
✅যদি আপনার পুরানো NSAID-related bleeding বা গ্যাস্ট্রিক সমস্যার ইতিহাস থাকে।

⚠️ সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াঃ
✅সাধারণ প্রতিক্রিয়াঃ পেট ব্যথা, গ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, বমিভাব, বদহজম, ডায়রিয়া, গ্যাস্ট্রিক আলসারেশন।
✅রঙ–চামড়ায় ফুসকুরি, এলার্জিক প্রতিক্রিয়া (যেমন – uriticaria, pruritus) কিছু ক্ষেত্রে।
✅বিরলভাবে: গ্যাস্ট্রিক ব্লিডিং, গ্যাস্ট্রিক আলসার, প্রস্রাবের সমস্যা (dysuria), কিডনি বা লিভার ইস্যু, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাসকুলার ঝুঁকি।
✅গর্ভবতী মহিলাদের — বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক (third trimester)–এ NSAID জাতীয় ওষুধ সেবনে সমস্যার ঝুঁকি থাকতে পারে; সাধারণত শেষ ত্রৈমাসে Tufnil পরিহার করা হয়।

💊💊 কখন এবং কীভাবে ব্যবহার করবেনঃ
(General Advice)

✅যদি মাইগ্রেনের মাথা-ব্যথা হয় — তৎক্ষণাৎ ২০০ mg Tufnil খেতে পারেন; প্রয়োজনে ১–২ ঘন্টার মধ্য আবার ২০০ mg।
✅যদি ব্যথা বা জ্বর হয় — খাবারের সঙ্গে বা পর পর ট্যাবলেট নিন, যাতে গ্যাস্ট্রিক সমস্যা কম হয়।
✅দীর্ঘ সময় (দিন কয়েক) ব্যবহারের আগে — যদি গ্যাস্ট্রিক, যকৃত বা কিডনির সমস্যা থাকে, তাহলে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন।
✅গর্ভবতী বা স্তনদানকারী হলে — ডাক্তারের অনুমোদন ছাড়া না নিন।
✅যদি কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হয় (যেমন — চুলকানি, ব্লিডিং, প্রস্রাব বা পেট সমস্যা) — তখন ব্যবহারের বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।

📝 সংক্ষেপেঃ
Tufnil একটি শক্তিশালী NSAID ওষুধ যা মাইগ্রেন, ব্যথা, জ্বর ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। তবে যেহেতু NSAID — দীর্ঘকাল নেওয়ার সময় গ্যাস্ট্রিক, কিডনি বা লিভারে সমস্যা, গ্যাস্ট্রিক আলসার বা ব্লিডিংয়ের ঝুঁকি থাকতে পারে। তাই এটি শুধুই ডাক্তারের পরামর্শে, এবং নির্দেশিত ডোজ ও সময় অনুযায়ী গ্রহণ করা ভালো।

✅✅✅ Billi Syrup uses। Billi Syrup এর কার্যকারিতা এবং ব্যবহার।বিলি ওরাল সলিউশন এর প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিটিক্যাল ...
26/11/2025

✅✅✅ Billi Syrup uses। Billi Syrup এর কার্যকারিতা এবং ব্যবহার।

বিলি ওরাল সলিউশন এর প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড। ৬০ মিলি এই billi syrup তে রয়েছে বিলাস্টিন এর একটি প্রিপারেশন।

আর প্রতি এক মিলিতে থাকে বিলাস্টিন ২.৫ মিলিগ্রাম।
বিলাসটিন একটি তন্দ্রা মুক্ত দীর্ঘমেয়াদী হিস্টামিন বিরোধী ঔষধ। এবং এটি নির্দিষ্টভাবে
H1 রিসেপ্টরের উপর কাজ করে থাকে। যা সিটিরিজিন ওষুধের তুলনায় তিনগুণ এবং #ফেক্সোফেনাডিন​ ওষুধের তুলনায় ছয় গুণ বেশি শক্তিশালী।
আর এটি অন্যান্য ওষুধের থেকে এলার্জির চিকিৎসায় অধিক মাত্রায় কার্যকর এবং নিরাপদ।

billi oral solution যে রোগের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকারিতা প্রদর্শিত করে তা হচ্ছে এলার্জিক রাইনাইটিস চিকিৎসাতে। এলার্জিক রাইনাইটিস এর লক্ষন গুলো যদি । ছোটদের যদি এই ধরনের এলারজিক রাইনাইটিস অসুখ থাকে তাহলে একজন ডক্টর এই বিলি ওরাল সলিউশন ​ ​ টি প্রেসক্রিপশন করতে পারেন।

এছাড়া এলার্জিক রাইনো কঞ্জাংক্টিভাইটিস রোগের বিরুদ্ধেও এটি ব্যাপক কাজ করে থাকে। যখন শিশুদের নাক এবং চোখ উভয়ই একসাথে #এলার্জি​ দারা আক্রান্ত হয়,ফলে নাক দিয়ে অনবরত পানি পারে অথবা চোখ লাল হয়ে যেতে পারে,চোখ দিয়ে পানি পড়তে পারে, এই ধরনের লক্ষণের উপশমের ক্ষেত্রে এই #বিলি_সিরাপ​ সলিউশন দারুন কাজ করে থাকে।

゚viralシ ゚

24/11/2025

Norix 1 ইমারজেন্সি পিল বাজারে নিয়ে এসেছে smc এন্টারপ্রাইজ লিমিটেড ।

প্রতিটি ​ 1 ট্যাবলেটে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিভোনোরজেস্ট্রেল বিপি ১.৫ মিলিগ্রাম। লিভোনোরজেস্ট্রেল একটি প্রোজেস্টজেন গ্রুপের ঔষধ।

ইমারজেন্সি জন্মনিয়ন্ত্রণ হিসেবে নোরিক্স ট্যাবলেট অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব সেবন করলে জন্মনিরোধ করা সম্ভব হয়।সহবাসের 12 ঘণ্টার মধ্যে খাওয়া উত্তম। সরবোচ্চ সময় #72 ঘন্টার ভিতর খেতে হবে।এর পরে খেলে এই ঔষধ কোন কাজ করে না।

এবার আসুন জানা যাক কোন কোন পরিস্থিতির সুম্মুখিন হলে নোরিক্স ট্যাবলেট সেবন করতে হয় ...

আপনি অথবা আপনার সঙ্গী যদি অন্য কোন জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করে সহবাস করে থাকেন সে ক্ষেত্রে বেবি না রাখতে চাইলে খাবেন।

অথবা যদি আপনি পরপর তিনদিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান অথবা সহবাসের সময় যদি সঠিকভাবে কনডম ব্যবহার না করেন মানে যদি কনডম ফেটে যায় তাহলে খাবেন।

অথবা আপনি যদি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত #জন্মনিরোধক​ কোন পদ্ধতি স্থানচ্যুত হয়েছে তাহলেও খেতে পারেন।

এবং ধর্ষণজনিত অবস্থায় #গর্ভধারণ​ এড়িয়ে যেতে এই নোরিক্স খাওয়া হয়ে থাকে।

মোট কথা অরক্ষিত সহবাস হবার পরে বেবি না চাইলে ৭২ ঘণ্টার ভিতর #নোরিক্স​ ১ ট্যাবলেট খেতে হয়। খাওয়ার পর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত পরবর্তী মিলনের ক্ষেত্রে কন্ডম ব্যবহার করতে হবে।
#গর্ভধারন #জন্মনিরোধক

23/11/2025

✅✅✅নাকের পলিপাস দূর করার উপায়। Fson Nasal spray।

✅✅✅Fson ন্যাজাল স্প্রে । একজন ডাক্তার সফলতার সাথে এই এফসন স্প্রে টি প্রেস্কক্রিপশন করে থাকেন। এফসন ন্যাজাল স্প্রে টি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। আর প্রতিবার স্প্রেতে পাওয়া যায় ২৭.৫ মাইক্রোগ্রাম ফ্লুটিকাসন ফিউরয়েট।

#এফসন​ ন্যাজাল স্প্রে ব্যবহার এ নাকের পলিপ, সিজনাল এবং পেরিনিয়াল এলারজিক #রাইনাইটিস​ দূর হয়ে যায়। এর ফলে মাথা ব্যথা, হাচি, কাশি, নাকের দুরঘন্ধ চলে যায় এবং নাক খুলে যায়। নাক দিয়ে শ্বাস নেয়া বা ছাড়া যায় খুবি আরাম ভাবে।

​ ন্যাজাল স্প্রে ব্যবহার করাও খুবই সহজ। যাদের বয়স ১২ বছরের উপরে তারা প্রতি নাকের ছিদ্রে ২ টা স্প্রে করতে হবে আর শুধু মাত্র দিনে একবার।রোগটির তীব্রতা কমে আসলে ১ টা স্প্রে দিনে একবার ব্যবহার করলেই হবে।

আর ২ বছরের উপরে কিন্তু ১২ বছরের নিচে তাদের ক্ষেত্রে প্রতি নাকের ছিদ্রে ১ টা স্প্রে করতে হবে দিনে একবার। এটি দিয়ে মোট ১২০ বার #স্প্রে​ করা যায়। মোটামোটি ১ থেকে দের মাস ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি সম্ভব হয়।
সঠিক ডোজ সম্পর্কে জানতে একজন ডাক্তারের পরামর্শ গ্রহন করুন। এবং ব্যবহারের পূর্বে বোতলটি ভালো করে ঝাকিয়ে নিন।

20/11/2025

ক্যান্ডিরক্স নেইল ল্যাকার Candirox nail lacquer টি প্রস্তুত করে থাকে ইন্সেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড। প্রতি গ্রাম সলিউশনে রয়েছে ciclopirox 8% সাইক্লোপাইরক্স বিপি ৮০ মিলিগ্রাম.

এটি একটি নেইলল্যাকার ​ । এর সাথে কিছু আনুষঙ্গিক উপকরণ রয়েছে। এর মধ্যে আছে নেইল ব্রাশ। ১৬ টি এলকোহল প্যান্ট।৮ টি নেইল ফাইল।

তো চলুন এটি আনবক্সিং করে দেখা যাক।

​ ​ ক্যান্ডিরক্স ঔষধ টি একটি সংশ্লেষি ছত্রাক নাশক ঔষধ। আপনার দেখতে পাচ্ছেন এই নেইল ল্যাকার টি একটি পরিষ্কার বর্ণহীন,, ঈশ্বত হলুদ ভাব সলিউশন। এটা শুধুমাত্র হাতে এবং পায়ের আঙ্গুলে ব্যবহার করার জন্য।

বিশেষ করে যাদের হাতে এই ধরনের অনেক মেসেজ অসুখ থাকে তাদের নখে সরাসরি এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। হাতের নখে যেমন হতে দেখা যায় এর থেকে বেশি দেখা যায় পায়ের নখে।

​ (অনাইকোমাইকোসিস) হলো নখের এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ। এটি নখের রঙ, গঠন ও গন্ধে পরিবর্তন ঘটায়।

🗣️🗣️🗣️ লক্ষণসমূহঃ

নখ মোটা হয়ে যাওয়া

হলুদ বা বাদামি রঙ ধারণ করা

নখ ভঙ্গুর বা ঝুরঝুরে হয়ে যাওয়া

নখের নিচে আবর্জনার মতো বস্তু জমা

দুর্গন্ধ

নখ আলগা হয়ে যাওয়া বা পড়ে যাওয়া

এ ধরনের সমস্যায় কার্যকরী চেয়ে ঔষধ হচ্ছে এই #ক্যান্ডিরক্স_নেইল_ল্যাকার​

➡️➡️শিশুদের ডায়াপার পরানো ফলে শিশুর চামড়াতে এক ধরনের ফাংগাল জনিত লালচে বিচির মত র‍্যাশ দেখা যায়। এ ধরনের ফাংগাল ইনফেকশন ...
25/09/2025

➡️➡️শিশুদের ডায়াপার পরানো ফলে শিশুর চামড়াতে এক ধরনের ফাংগাল জনিত লালচে বিচির মত র‍্যাশ দেখা যায়। এ ধরনের ফাংগাল ইনফেকশন থেকে শিশুকে নিমিষেই মুক্তি দিবে এই কিউ - র‍্যাশ অয়েন্টমেন্টটি।

➡️➡️নির্দেশনাঃ
কিউ - র‍্যাশ মলম ছত্রাক সংক্রমণের সাথে সম্পর্কিত ডায়াপার ডার্মাটাইটিসের চিকিৎসার জন্য নির্দেশিত।

কিউ - র‍্যাশ ডায়পার র‍্যাশ অয়েন্টমেন্টটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।

দুই বছর ও তার চেয়ে কম বয়সি বাচ্চাদের মধ্যে ডায়পার র‌্যাশ সাধারণ একটি সমস্যা। এই সমস্যাটি বাচ্চাদের প্রচুর অস্বস্তি এবং নানান অসুখের কারণ হয়ে দাঁড়ায়। ডায়পারের ঘষা লেগে শিশুর কোমল ত্বক লাল হয়ে যায় এবং জ্বালা করতে শুরু করে।

অতিরিক্ত ময়শ্চার, দীর্ঘ সময় ধরে ইউরিনের সংস্পর্শে থাকার কারণে র‌্যাশ দেখা যায়। ফলে ডায়পার পরিহিত স্থানে ভিষণ রকম জ্বালা শুরু হয়।

অত্যন্ত সংবেদনশীল শিশুর ত্বকের কারণে অথবা অধিক সময় ধরে প্রস্রাব বা মলের সংস্পর্শে থাকলে, সংশ্লিষ্ট স্থানে ঘা হয়ে যায় এবং লাল হয়ে যেতে পারে।

দীর্ঘদিন এই ডায়পার র‍্যাশ​ সমস্যায় ভুগলে নবজাতক বা শিশুদের ত্বকের অপরিপক্বতা এই ইনফেকশানের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ফলে দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যায়।

শিশু ভেজা বা ময়লা ডায়াপার diaper rash পড়ে থাকলে যত দ্রুত সম্ভব সেই ডায়াপার পরিবর্তন করতে হবে। তারপর আক্রান্ত স্থান ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে হবে। শুকানো হয়ে গেলে খুবই আলতো ভাবে এই Q ​ ointment এর প্রলেপ লাগাতে হবে।

এভাবে প্রতিবার ডায়াপার পরিবর্তনের পূর্বে এই ডি র‍্যাশ অয়েন্টমেন্ট টি ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে অথবা যখন দীর্ঘ সময় ডায়াপার ব্যবহার করা হয় তার আগে এই Q- Rash ​ ব্যবহার করলে দারুন কার্যকারিতা পাওয়া যায়।

Q-Rash অয়েনমেন্টটি খুব সহজেই শিশুর চামড়ায় বিস্তৃত করা যায় ফলে শিশু কোন অস্বস্তি বোধ করেনা আবার কোন জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া থেকে মুছেও ফেলা যায়।

➡️➡️ব্যবহারবিধিঃ
মলম লাগানোর আগে, হালকা গরম জল দিয়ে ত্বক পরিষ্কার করুন এবং নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। ডায়াপারের জায়গায় কোনও সুগন্ধযুক্ত সাবান, শ্যাম্পু বা লোশন ব্যবহার করা এড়িয়ে চলুন। প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় আক্রান্ত স্থানে ৭ দিন ধরে এটি প্রয়োগ করা উচিত।

➡️➡️পার্শ্ব প্রতিক্রিয়াঃ
ভালোভাবে সহ্য করা হয়। এর কোনও উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কখনও কখনও ত্বকে জ্বালা হতে পারে।
💊অন্যান্য ব্র্যান্ডঃ
📍De - Rash
📍Happynap
📍Napguard
📍Rashnil

MD Rasel Khan

টাকা এবং সময় মানুষ চিনতে সাহায্য করে.. ......
25/07/2025

টাকা এবং সময়
মানুষ চিনতে
সাহায্য করে.. ......

জীবনে কাউকে এতটাও কষ্ট দিতে নেই যে সামনে থাকা খাবার তার মুখে নিলে নোনতা নোনতা লাগে....  🙂
24/07/2025

জীবনে কাউকে এতটাও কষ্ট দিতে নেই
যে সামনে থাকা খাবার তার মুখে
নিলে নোনতা নোনতা লাগে.... 🙂

16/07/2025

সময়টা খুব অল্প,কিন্তু কথাগুলো দীর্ঘ..
সময়টা থেমে থাকবে না, দুঃখ কষ্ট সব কিছুই একদিন শেষ হবে..
কিন্তু
কিছু মানুষের কথা, ব্যবহার সারা জীবন রয়ে যাবে... !!

হাজারবার খারাপ ব্যবহার পাওয়ার পরও, যদি সে আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে বুঝে নিবেন, মানুষটি মোটেও সস্তা নয়।। (তার ...
16/07/2025

হাজারবার খারাপ ব্যবহার পাওয়ার পরও, যদি সে আপনার সাথে ভালো ব্যবহার করে
তাহলে বুঝে নিবেন,
মানুষটি মোটেও সস্তা নয়।। (তার দামটা বরং বেশিই)

কারন এটা তার ভদ্র ফ্যামিলি থেকে পাওয়া
পারিবারিক শিক্ষা
যেটা সবার থাকে না...

Address

Dhaka
1206

Telephone

+8801680021228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rosni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Voice of Rosni:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram