Dr.Sk.Golam Mostofa

Dr.Sk.Golam Mostofa Dr. Sheikh Golam Mostafa is one the renowned oncologist in Bangladesh. He was born in Gopalgonj on 2nd July 1956.He is also a freedom fighter.

He got his M.B.B.S degree then FCPS degree on Radiation Oncology.He has done WHO Fellowship from Bankok.

করিমননেছা আলহামদুলিল্লাহ্ ভালো আছে এখন
22/07/2025

করিমননেছা আলহামদুলিল্লাহ্ ভালো আছে এখন

22/07/2025

অনেক ভালো আছে এখন
আলহামদুলিল্লাহ্

গরু ছাগল এর মাংস                                             খাওয়া নিয়ে ভয় 😴                               প্রাসঙ্গিক...
06/06/2025

গরু ছাগল এর মাংস খাওয়া নিয়ে ভয় 😴 প্রাসঙ্গিক কিছু কথা !!
💢💢💢💢💢💢💢

অনেকেরই এলার্জীর সমস্যা আছে ! তাদের আবার অনেকেরই ধারনা, এলার্জীর কারন, শুধু -----
গরু- ছাগলের মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ ও বেগুন !!

আর এজন্য,
ভয়ে তাঁরা এগুলো পুরোপুরিই
এড়িয়ে চলেন !! ভালকথা !!

কিন্ত, আসলে এলার্জী কি শুধুমাত্র এগুলিতেই হয় ? উত্তর হলো- না !!
এলার্জীর রোগীদের যদি জিজ্ঞেস
করা যায়, এগুলি বাদ দিলেই কি
আপনি, পুরোপুরি এলার্জী মুক্ত
থাকেন ? অধিকাংশ ক্ষেত্রেই----
উত্তর আসবে- "না" !!

যদি জিজ্ঞেস করা হয়, তাহলে
কেন এগুলো খান না, উত্তর
আসবে--- "তাতো জানিনা,
লোকে বলে তাই" !!!

আসলে----
যে কোনো খাদ্যদ্রব্য, বাতাসে থাকা ধুলি কণা, ধোঁয়া সহ পরিবেশের বিভিন্ন বিষয়, পোষাক পরিচ্ছদ
এবং ব্যক্তিগত ব্যাবহার্য সকল বস্তু, বিছানার লেপ তোশক ও ব্যাবহার্য কাপড়, এমনকি, অনেক ওষুধেও অনেকের এলার্জী হতে পারে !!

কাজেই, কার কিসে এলার্জী, সেটা নিশ্চিত না হয়ে, শুধু গরু ছাগল
এর মাংস ও নির্দিষ্ট কিছু
খাদ্যদ্রব্যকে সবসময় কারন
হিসাবে ধরে নেয়া যুক্তিযুক্ত নয় !!

তবে, কারো যদি হৃদরোগ, এলার্জী, হজমজনিত সমস্যা অথবা অন্য কোনো রোগের কারনে, এগুলির কোনোটি খাওয়া, নির্দিষ্ট ভাবে পুরোপুরি নিষেধ করা থাকে,
তাহলে ভিন্ন কথা !! সেক্ষেত্রে
সেটি খাওয়া বাদ দেওয়াই উচিত!! (অবশ্য, শুধু এলার্জীর কারনে
নিষেধ হলে, এলার্জীর পর্যাপ্ত
ওষুধ খেয়ে, ওটা অল্প কিছুদিন
অল্প মাত্রায় খাওয়া যেতে পারে) !!

এখানে উল্লেখ্য যে,
গরু ছাগল এর মধ্যে, মাংস বাদ
দিয়ে, ৪টি ব্যতিক্রমী স্বাদের
জিনিস রয়েছে, যা খেতে খুবই
মজা !! সেগুলি হলো--
মগজ, কলিজা, ভুড়ি এবং
হাড্ডির ভেতরে থাকা নলি বা মজজা !!
কিন্ত, খেতে মজা হলেও ,
এই ৪ টির সবগুলোই উচ্চ
মাত্রায় কোলেস্টেরল এ ভরা !!
তাই যাদের রক্তে, কোলেস্টেরল অনেক বেশী এবং উচ্চ রক্তচাপ
বা হৃদরোগ আছে, তাদের
অবশ্য এগুলি এড়িয়ে চলাই
উচিত !!

সাধারণ ভাবে--
একটি কথা বলা যায়, "Excess of everything is bad" . অতিরিক্ত
সব কিছুই খারাপ ! যেমন- ভাত বা
পানিও যদি অতিরিক্ত খাওয়া হয়, তাও শরীরের জন্য ক্ষতিকর !!
কিন্তু, মাঝে মধ্যে পরিমিত পরিমানে কোনো খাবার খেলে, সেটা
সাধারণত শরীরের জন্য, খুব
একটা বড় ক্ষতির কারন হয় না !!
এখানে উল্লেখ্য যে, বয়সের সাথে
সাথে "রেডমিট" বলে পরিচিত
গরু এবং ছাগলের মাংস ভক্ষণ তুলনামূলকভাবে সবারই কমিয়ে
দেওয়া উচিত !! তবে, গরু
ছাগলের মাংসে, প্রথম শ্রেণীর
প্রোটিন সহ, শরীরের জন্য
অনেক উপকারী ও প্রয়োজনীয় উপাদান আছে !! তাই, বড় কোন সমস্যার কারণে, এগুলো খাওয়া পুরোপুরি নিষেধ না থাকলে,
পরিমিত মাত্রায় খাওয়া
যেতেই পারে !!

সবশেষ কথা হলো,
ইদানিং কালে, অন্যান্য
খাদ্যদ্রব্যর মতো গরু ছাগল
এর বেলায়ও ভেজাল এর
খবর শোনা যাচ্ছে, বিশেষ
করে, কোরবানীর গরুতে মোটাতাজাকরনের জন্য
বিভিন্ন ওষুধ ও হরমোন
প্রয়োগ !! শুধুমাত্র গরুকে
মোটা তাজা করার জন্য,
আমাদেরকে বিষাক্ত এবং
শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর
মাংস খেতে বাধ্য করা হচ্ছে !!
এটা প্রতিরোধে এখনই উদ্যোগ
গ্রহন জরুরী !! আর এজন্য
প্রয়োজন ব্যাপক জনসচেতনতা
এবং সরকারী নজরদারী !!!

💢কপি পোষ্ট

08/03/2025
09/02/2025
21/01/2025
18/01/2025

গ্যাসের অভাবে মানুষের চুলা জ্বলছে না। মানুষের দৈনন্দিন রান্না -বান্না, খাওয়া-দাওয়া অত্যন্ত বিপর্যয়ের মধ্যে পড়েছে।
অথচ বাস-ট্রাক দেদারসে সিএনজি গ্যাস ব্যাবহার করে চলেছে। অথচ এরা ডিজেল ব্যবহার করে সাচ্ছন্দে চলতে পারে। শুধু প্রয়োজন প্রশাসনের উদ্যোগের। জনগণের এই মৌলিক প্রয়োজনগুলো দ্রুতার সঙ্গে বিবেচনায় নিয়ে তরিত্ সমাধানের চেষ্টা করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

Korayel bostite kombol bitoron.
17/01/2025

Korayel bostite kombol bitoron.

16/01/2025

Address

Bir Uttam Ak Khandoker Road
Dhaka
1212

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801819239017

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sk.Golam Mostofa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Sk.Golam Mostofa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category