
22/07/2025
জান্নাতে আজ লম্বা লাইনে ওরা সবাই জান্নাতের ফুল!
আল্লাহ আরশে ছায়াতলে পাশেই অনন্তকাল!
আসবেনা ফিরে তোদের এই জনজাটের নগরে!
ঘুমিয়ে থাকবে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে !
ওখানে ওরা করবে ক্লাস খেলবে, করবে ওরা গল্প!
ওদের খেলায় সঙ্গ দিবে ফেরেশতারা!
আর কোন থাকবে না ব্যথা জলন্ত শরীলে!
কষ্ট ওদের ছুঁতেই পারবেনা ওই পড়ারে নগরীতে!
Glamour World.BD