Dr. Tanvin Sweety

Dr. Tanvin Sweety Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Tanvin Sweety, Doctor, Dhaka.

30/04/2025
05/03/2025

#মৃত_বাচ্চার_সিজার_নরমাল্লি_করা_হয়না..

তবে মৃত বাচ্চার পজিশন যদি #পাতাইলা থাকে সেক্ষেত্রে আলাদা কথা....

#গাইনি_বিশেষজ্ঞ_দের_প্রেস_কনফারেন্স_চাই



যদি সত্যিই বাচ্চা আগে থেকে মৃত হয়, হলে পচা গলা অবস্থায় থাকলে গলা ছিড়ে যেতে পারে না কেন? সেটা ভুল চিকিতসা হয় কিভাবে। একেবারে খারাপ অবস্থায় বাচ্চা নিয়ে আসেন ঠিক আছে। আপনাদের আহ্লাদ ইচ্ছা। বাচ্চা অলমোস্ট মরার পর ই সরকারি হাসপাতালে এসে ডাক্তারের দায় দিবেন দেন।তাও ভালো কিন্তু। মরা বাচ্চার সিজার করার জন্য যেই মহিলা বলছেন, তাকে আবার যারা কমেন্টে সমর্থন করছেন, তারা কি জানেন এরকম মরা বাচ্চা পেটে থাকা অবস্থায় সিজার করাটা নিয়ম না বরং মা এর সমুহ ক্ষতি হওয়ার সম্ভাবনা। জানেন না জানেন না তাও ভালো। পাকনামি করে যে জানে তাকে ভুল বলেন কোন আস্পর্ধায়! একটা জিনিস জানেন না জ্ঞান না থাকা অবস্থায় আবোল তাবোল মন্তব্য করার ও তো সীমা থাকার উচিত।

হাসপাতালে রুগী মারা গেলেই তো ডাক্তারের দোষ হয় না।

আধুনিক যুগে পৃথিবী নামের গ্রহের প্রায় সব মানুষ ই হাসপাতালেই মারা যাবে।

উসিলা পেলেই ডাক্তারের বাই ডিফল্ট দোষ দেওয়ার আগে জেনে দেন।

দোষ ডাক্তারেরাও করে। কিন্তু আপনারা আন্দাজে সবাইকে দোষী বলেন।

তো আসল দোষী ডাক্তার দের তো কিছু হল।

নির্দোষ ডাক্তারদের কে ও তো হেনস্থা করলেন।

24/02/2025

রেমেডি জেনারেল হাসপাতালের সাফল্য, আলহামদুলিল্লাহ।

১৯/০২/২৪ বুধবার রাত ৯টায় মরিয়ম নামে একজন রাপচার একটপিক (টিউবে বাচ্চা ছিল যা ফেটে যায়) প্রেগন্যান্সির একজন রুগি রেমেডি জেনারেল হাসপাতালে আসেন। রুগীর অবস্থা অনেক খারাপ ছিলো।

রক্তের পরিমান অনেক কম ছিল ( ৬.৫ )

উল্লেখ্য রুগী আগে অন্য একটি হসপিটালের ভর্তি ছিলো সেখানে অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করেছিলো।

রেমেডি জেনারেল হাসপাতালে তারা আগে ও সেবা নিয়ে উপকৃত হওয়ায় ঢাকা মেডিকেলে না গিয়ে রেমেডি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আসার পর ডাঃ তানভিন সুইটি এর পরামর্শে রুগী হসপিটালে ভর্তি হন, পরবর্তীতে
বিশেজ্ঞ ডাক্তারগণ জরুরী ভাবে হাইরিক্সে সফলভাবে অপারেশন করেন। রোগীর শরীরে ৫ ব্যাগ রক্ত দেয়া হয়।

আল-হামদুলিল্লাহ্ বর্তমানে রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

#রেমেডি_জেনারেল_হাসপাতাল, আশুলিয়া বাজার, আনোয়ার জং রোড, আশুলিয়া, সাভার ঢাকা।
সিরিয়াল এর জন্য - ফোন - 01725911811

নাক কান গলার যে কোন সমস্যায়, চিকিৎসার প্রয়োজনেনিশ্চিন্তে চলে আসুন রেমেডি জেনারেল হসপিটালে।সেবা সমূহ:১) নাক দিয়ে পুজ, রক্...
02/11/2024

নাক কান গলার যে কোন সমস্যায়, চিকিৎসার প্রয়োজনে
নিশ্চিন্তে চলে আসুন রেমেডি জেনারেল হসপিটালে।
সেবা সমূহ:
১) নাক দিয়ে পুজ, রক্ত পড়া।
২) নাকের হাড় বাকা, নাক দিয়ে পানি পড়া।
৩) নাক বন্ধ হওয়া, নাক ডাকা।
৪) নাকের ভিতর পলিপ, টিউমার।
৫) কান দিয়ে পানি, পুজ, রক্ত পড়া।
৬) কানে কম শোনা, কানে ব্যাথা, কানে শব্দ হওয়া।
৭) মাথা ঘুরানো, মাথা ব্যাথা।
৮) সাইনাস ইনফেকশন, সাইনাস ব্যাথা।
৯) গলার স্বর পরিবর্তন হওয়া।
১০) গলা ব্যাথা বা টিউমার (থাইরয়েড, গ্ল্যান্ড), গলা ফুলে যাওয়া
১১) টনসিল এবং অ্যডিনয়েড
১২) নাক, কান, গলার ফরেনবডি
১৩) নাকের ভিতর ক্ষতস্থান
১৪) মুখের ভিতর ক্ষতস্থান, রক্ত পড়া, টিউমার
১৫) লালা গ্রন্থির টিউমার
১৬) মুখ বা ঘাড়ে টিউমার
এপয়েন্টমেন্ট এর জন্য কল

#রেমেডি_জেনারেল_হাসপাতাল, আশুলিয়া বাজার, আনোয়ার জং রোড, আশুলিয়া, সাভার ঢাকা।
সিরিয়াল এর জন্য - ফোন - 01725911811

19/08/2024

ডাক্তার!

নামের পূর্বে এই ডাক্তার শব্দটা দেখতে এই যোগ্যতা অর্জন করতে ছয়টা বছর রাতের পর রাত না ঘুমিয়ে ,নিজের জীবনের অনেক আনন্দ সুখকে বিসর্জন দিতে হয়।
শতশত ভাইবা ফেস করতে হয়,আছে পরীক্ষার পর পরীক্ষা।
আমাদের এতো বেশি পড়তে হয় কারণ আমরা যোগ্য হয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষের জীবন নিয়ে deal করি।
মানুষের লাইফ নিয়ে deal করা ছেলেখেলা বিষয় না,এজন্য প্রয়োজন হয় knowledge ,effort,dedication।বছরের পর বছর পরিশ্রম।

MATS/DMF/LMF/DT রা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/ডেন্টাল টেকনোলজিস্ট। তারা ডাক্তারের কাজকে সহজ করবে তারা ডাক্তার নয়।

১-২ বছর আর ৬ মাসে চটিবই পড়ে BMDC থেকে রেজিস্ট্রেশনসহ ডাক্তার তকমা যদি পেয়ে যায় এরা স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিবে।এখন হাজারে হাজারে malpractice হচ্ছে ,সামনে লক্ষ লক্ষ হবে।

হোক প্রতিবাদ ,লং মার্চ টু BMDC ,২১শে আগস্ট ,সকাল ১০টা।

18/07/2024

জরুরী! জরুরী!! জরুরী!!

নর্দান ইউনিভার্সিটি আইন বিভাগের ছাত্র Jannatu Nayem Evan এর জন্য ১৫ ব্যাগ রক্ত লাগবে।

রক্তের গ্রুপ: O+

বর্তমানে ইভান গুলশান-২ এর ইউনাইটেড হসপিটালের আইসিউ তে আছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

যোগাযোগ:
+880 1715-032133 ( ইভানের আত্বীয়)
01625932881 (নুহাস, ১৯ ব্যাচ, এক্স সেকশন)
01799873367 (শরীফ, ১৯ ব্যাচ, এক্স সেকশন)

+880 1748-133503 (ইভানের আম্মু)

18/07/2024

A student in Uttara has been shot in the head. Urgently need A-negative blood.

Please find an A-negative donor in Uttara.

Contact: 01793117664 (Sumon)
Patient's Name: Tamim.
Hospital: Uttara Lab Aid, Sector 6
Blood Type: A-negative.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvin Sweety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category