17/10/2024
অগনি কন্যা মতিয়া আপা
চলে গেলেন না ফেরার দেশে, নিজেকে অপরাধী মনে হচ্ছিল অনেক দিন তার খোঁজ রাখতে পারি নাই।
আমার ইসকুল জীবনে তার হাত ধরেই ছাত্র ইউনিয়ন করা, রাজ পথে নামা, হোসেনী দালানে বসে বকতিতা
করতে সেখা। আমরা তখন পুরোনো ঢাকার লক্ষীবাজার থাকি , আমাদের দুবোনকেই মুরীর টিনের
ঝকর মকর বাসে করে পহেলা বৈশাখ , একুশে ফেব্রুয়ারি তুলে আনতেন, সাথে আরো অনেকে
থাকতেন। ৬৪ সনের কোন একটা অনুষ্ঠানে আমাদের তুলে প্রথমেই শুরু করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গান, সেই প্রথম তার সাথে এই গান শুরু করা!
বদরুন নেসা ইডেন কলেজে আমি ঢুকি ৬৬ সনে , সেই সময়ে কলেজ সংসদ নির্বাচনে আমরা পুরো প্যানেল জিতে আসি ভিপি ছাড়া , ভিপি হলে সাবেক প্রধান মনতীরী শেখ হাসিনা।
আপা কে বলেছিলাম
পরবর্তী বার আমরা ই পুরো প্যানেল আসব।
সত্যিই পেরেছিলাম আমি হলাম ভিপি শেখ ফরিদাকে পরাজিত করে । আপা ভীষন খুশী হয়ে ছিলেন!
রাজনীতি র সামনে চলার পথ পরিক্রমা বোঝাদায়!
আপা ন্যাপ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন,
তার সততা , নিষ্ঠা , দেশের প্রতি দায়বদদতা
কোন কিছুই কম ছিলনা।
একদিন আমাদের একটি
পেশাগত অনুষ্ঠানের শেষে আমি অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, কেন আপনি বাম ধারার রাজনীতি
ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন? এত কিছুর মধ্যে
আপনি কোন প্রতি বাদ করতে পারছন না!
রাগ হননি ধীরে ধীরে অনেক কথা বললেন! আমি হাসতে হাসতে বললাম ওরা কিন্তু আপনাকে কম্যুই
(কমুনিষট) ডাকে!
আজকে শেষ যাত্রা র সময় দেখলাম সেই আমরাই আছি!
তবুও বলি বলি জীবনে এত দূরনীতির মাঝে কি ভাবে সৎ , থাকা যায় সাধারন জীবন যাপন করা যায়,
সেটি তিনি দেখিয়ে গেলেন!
আমরা আপনাকে অনেক ভালবাসি আপা!
না ফেরার দেশে ভাল থাকবেন!