Dr. Rowshan Ara Begum

Dr. Rowshan Ara Begum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rowshan Ara Begum, Family doctor, House name-Snehaloy, Professor Drive Rowshan Ara Clinic, 41/2 Siddhswari Lane, Near Siddhswari Kali Mondir, Dhaka.

17/10/2024

অগনি কন্যা মতিয়া আপা
চলে গেলেন না ফেরার দেশে, নিজেকে অপরাধী মনে হচ্ছিল অনেক দিন তার খোঁজ রাখতে পারি নাই।
আমার ইসকুল জীবনে তার হাত ধরেই ছাত্র ইউনিয়ন করা, রাজ পথে নামা, হোসেনী দালানে বসে বকতিতা
করতে সেখা। আমরা তখন পুরোনো ঢাকার লক্ষীবাজার থাকি , আমাদের দুবোনকেই মুরীর টিনের
ঝকর মকর বাসে করে পহেলা বৈশাখ , একুশে ফেব্রুয়ারি তুলে আনতেন, সাথে আরো অনেকে
থাকতেন। ৬৪ সনের কোন একটা অনুষ্ঠানে আমাদের তুলে প্রথমেই শুরু করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গান, সেই প্রথম তার সাথে এই গান শুরু করা!
বদরুন নেসা ইডেন কলেজে আমি ঢুকি ৬৬ সনে , সেই সময়ে কলেজ সংসদ নির্বাচনে আমরা পুরো প্যানেল জিতে আসি ভিপি ছাড়া , ভিপি হলে সাবেক প্রধান মনতীরী শেখ হাসিনা।
আপা কে বলেছিলাম
পরবর্তী বার আমরা ই পুরো প্যানেল আসব।
সত্যিই পেরেছিলাম আমি হলাম ভিপি শেখ ফরিদাকে পরাজিত করে । আপা ভীষন খুশী হয়ে ছিলেন!
রাজনীতি র সামনে চলার পথ পরিক্রমা বোঝাদায়!
আপা ন্যাপ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন,
তার সততা , নিষ্ঠা , দেশের প্রতি দায়বদদতা
কোন কিছুই কম ছিলনা।
একদিন আমাদের একটি
পেশাগত অনুষ্ঠানের শেষে আমি অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, কেন আপনি বাম ধারার রাজনীতি
ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন? এত কিছুর মধ্যে
আপনি কোন প্রতি বাদ করতে পারছন না!
রাগ হননি ধীরে ধীরে অনেক কথা বললেন! আমি হাসতে হাসতে বললাম ওরা কিন্তু আপনাকে কম্যুই
(কমুনিষট) ডাকে!
আজকে শেষ যাত্রা র সময় দেখলাম সেই আমরাই আছি!
তবুও বলি বলি জীবনে এত দূরনীতির মাঝে কি ভাবে সৎ , থাকা যায় সাধারন জীবন যাপন করা যায়,
সেটি তিনি দেখিয়ে গেলেন!
আমরা আপনাকে অনেক ভালবাসি আপা!
না ফেরার দেশে ভাল থাকবেন!

28/03/2024

আজ আমার দুই বন্ধু অধ্যপক আনোয়ারা, অধ্যাপক লায়লার জন্ম দিন, দুজনে দুজনার জায়গায় বিশাল
অর্জন , আমিও অহংকার বোধ করি আমাদের বন্ধু দুজনাকে নিয়ে !
তোমরা ভাল থেক, তোমাদের সামনের দিনগুলো
আলোকিত হোক, চলার পথ আননদময় হোক, আমরা সবাই তোমাদের সুস্থ তা কামনাকরি,দীরঘায়ূ হোক তোমাদের।

11/03/2024

বহমান জীবন চলিছ বহে!
২৯ ফেব্রুয়ারির বেলী রোডের হৃদয় বিদারক দৃশ্য কিছুতেই চোখের আড়াল হচছে না! আমার বাসার গাড়ীর চালক তার পরিবার সহ আমার কাছেই থাকে ,
পিজা খাবার সখ পূরন করতে গিয়ে পরিবারের চারজন মৃত্যুর মুখ থেকে কি ভাবে ফিরে এল !
নাটক সিনেমাও হার মানবে ! আমি ভয়ে কাপছি , চারটি নিথর দেহ মনে হচছে সামনে পড়ে আছে।
সকাল হোল, একের পর এক খবর আসছে, পিলে চমকানো সব খবর!
আমাদের কোন কাজ থেমে নেই , নেই দুংখ পরকাশ, ভাববার সময় নেই, চলছে সভা,
আলোচনা, সমালোচনা- কেন মহিলারাই এত বেশী মারা গেল ? কি এত দরকার রেষটুরেনটে যাবার !

হায়রে!
মধ্যবিত্ত , নিম্ন মধ্যবিত্ত শিশুরা যখন তার বিদ্যপীঠে গিয়ে ই শোনে , তার সহপাঠিদের আনননদউৎসব পালনের সব আলো ঝলকানির মহোত্সব , সেখানে একটু বিনোদনের জন্য শিশু , তরুন, তরুনী মায়ের কাছে একটু আবদার!
কারো কি কোন দায়িতত নেই এই নিরাপত্তা টুকু দেবার!

বৃষটি খাতুন!
আমাদের কতই না সময় একজন নারীকে মৃত্যুর পরও
তার চরিত্র , চলাফেরা, পিতৃপরিচয় নিয়ে কি হেনসথাই না করা হোল ! আনন্দ উৎসব হচছে , আন্তর্জাতিক নারী দিবস নিয়ে , আমরা সবাই নারীর প্রতি বিনিয়োগ করে দেশকে এগিয়ে নেবার দাবীতে বেগুনী শাড়ী তে ভেসে যাচ্ছি, ওদিকে বৃষ্টি খাতুন নিথর দেহে অপেক্ষমাণ মায়ের সাথে ডি এন এ মিলিয়ে নিজেকে প্রমান করতে !
আহারে জীবন ! বাবা
মায়ের চোখের জলে বৃষ্টি জানিয়ে দিল আমি তোমাদের ই !

গাজায় হাজারে হাজার প্রসূতী মা, শিশু র চীৎকারে বাতাস ভারী হয়ে আসছে , এ বাতাস আমাদের ধাক্কা দেয় কি না জানি না! আমরা যখন বিশ্বের সকল মায়ে র কথা চিন্তা করছি তখন আমরা একবারের জন্য হলেও ওদের কথাভাবি!
নারী কে মানুষ হিসেবে গন্য করার কথা ভাবি।

11/02/2024

দুংখ , বেদনা আনন্দ !
বোনটিও আমার চলে গেল নাফেরার দেশে!
ওর ছেলে মেয়েদের নিয়ে সব শোক সইবার শক্তি
চাইছি মহান আল্লাহর কাছে॥
অনেক বেদনার মাঝে তিনিই আনন্দ দেন !
আমাদের ভীষন আদরের , ভালবাসার , পরিবারের
সকল সুখ দুংখের সাথে যে মানুষ টি জডিয়ে আছে
ড এম এ তাহের সাইফ , আমরা বলি তাহের , তার অসামান্য কৃতিত্বের জন্য নোবেল পুরষ্কারসম
পুরষকারে আমরা বিমোহিত!
তাহের একজন সাদা মনের মানুষ , অসম্ভব রকমের
মানবিক গুনে গুনাননিত সে, ছাত্র বান্ধব শিক্ষক, সকলের সুখে দুংখে সে আছে, সব কঠিন কাজ ঠান্ডা মাথায় নিয়ে এগিয়ে চলতে পারে সে!
কোন অহংকার তাকে ছুতে পারে নাই, বাংলাদেশের
অহংকার সে, আমাদের সকলের অহংকার সকলের গর্ব !
তাহেরের সামনের চলার পথ আলোকিত হোক, দীরঘায়ূ হোক তার জীবন, সুস্থ থাকুক , ভাল থাকুক
আমাদের সকলের অহংকার তাহের!

Address

House Name-Snehaloy, Professor Drive Rowshan Ara Clinic, 41/2 Siddhswari Lane, Near Siddhswari Kali Mondir
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rowshan Ara Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category