Mom's Care

Mom's Care Our mission is to provide moms with the support they need to take care of themselves and their babies

13/08/2025

একজন গর্ভবতী মাকে যেকোনো সুবিধাজনক পজিশনে শুতে এবং বসতে আমাদের এই পিলো বিশেষ ভাবে সাহায্য করে। এজন্য ডক্টর রা প্রেগনেন্সি পিলো ব্যাবহার করার জন্য বিশেষ ভাবে নির্দেশ করে। শুধু গর্ভাবস্থাতেই নয়, গর্ভ পরবর্তী কালীন সময়ে ব্রেস্ট ফিডিং বা সিজারিয়ান মায়েদের জন্য পিলোর কার্যকারিতা অপরিসীম।

🛑আমাদের এই কম্বোতে যা যা পাবেন
✅২ টি সাপোর্ট পিলো
✅১ টি নি পিলো
✅১ টি এক্সট্রা পিলো
✅প্রিমিয়াম প্যাকেজিং
✅Thank You Card + পিলো ব্যবহারের টিপস
✅Discount Coupon (পরবর্তী কেনাকাটায় ১০০ টাকা ছাড়)

তাই গর্ভবতী মা ও অনাগত সন্তানের বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে নিচের দেওয়া অর্ডার নাউ বাটনে ক্লিক করে অর্ডার টি কনফার্ম করুন।
🛑 ০১৬০১-৭৭৬২৭৩

12/08/2025

গর্ভধারণ হতে সন্তান প্র*সব,সন্তানকে ছোট থেকে বড় করা,সমাজে মানুষের মতো মানুষ করা।

এই কাজ গুলো করতে গিয়ে একজন মা কতটা আত্নত্যাগ করেন,কত টা নির্ঘুম রাত কাটান,কত টা নি:স্বার্থ ভাবে হাসিমুখে দুঃখ কে বরন করেন,কত কথা যে শুনেন, তা কেবল মা ই জানেন।স্যালুট সকল মা কে ❤️

13/01/2025

✅নবজাতকের দুগ্ধ পানের ক্ষেত্রে সঠিক নিয়ম অবলম্বন না করার ফলে নবজাতকের বিভিন্ন জটিলতা দেখা দেয়।যেমন সঠিক পদ্ধতিতে দুগ্ধ পান না করানোর ফলে,গ্যাসের সমস্যা, শ্বাস রোধ হওয়া,নাকে কানে দুধ গিয়ে কানে ইনফেকশন অর্থাৎ কান পাকা। এইসব জটিলতা শিশুর সাভাবিক জীবন ও বৃদ্ধিকে ব্যাহত করে।শিশুকে নিরাপদ এবং জীবন গঠনে প্রতিটা স্টেপ গুরুত্বসহকারে নেয়া জরুরি।

🛑এ সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি নার্সিং পিলো! নার্সিং পিলো ব্যবহারের ফলে
✅কোমর ঝুঁকে যাবে না
✅মেরুদন্ড থাকবে স্ট্রেইট
✅এবং শিশুকে ঝুঁকিমুক্ত দুধ পান নিশ্চিত করে আমাদের এই নার্সিং পিলো।

🛑আমাদের এই কম্বোতে যা যা পাবেন
✅১ টি নার্সিং পিলো
✅বেবির মাথা রাখার বালিশ
✅১ টি নার্সিং পিলো কভার
✅এবং ভিতরে ফাইবার তুলা ঢুকানো থাকবে

✅তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নার্সিং পিলো একজন মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বের তাৎপর্য প্রত্যেক মা ই অনুভব করেন। তাই দেরি না করে আমাদের নীচে দেওয়া অর্ডার নাউ বাটনে ক্লিক করে অর্ডার টি কনফার্ম করে ফেলুন।

🛑 ০১৬০১-৭৭৬২৭৩
🛑 https://momscarebd.com/products/nursing-pillow/

19/12/2024

একজন গর্ভবতী মাকে যেকোনো সুবিধাজনক পজিশনে শুতে এবং বসতে আমাদের এই পিলো বিশেষ ভাবে সাহায্য করে। এজন্য ডক্টর রা প্রেগনেন্সি পিলো ব্যাবহার করার জন্য বিশেষ ভাবে নির্দেশ করে। শুধু গর্ভাবস্থাতেই নয়, গর্ভ পরবর্তী কালীন সময়ে ব্রেস্ট ফিডিং বা সিজারিয়ান মায়েদের জন্য পিলোর কার্যকারিতা অপরিসীম।

🛑আমাদের এই কম্বোতে যা যা পাবেন
✅২ টি সাপোর্ট পিলো
✅১ টি নি পিলো
✅১ টি এক্সট্রা পিলো
✅প্রিমিয়াম প্যাকেজিং

তাই গর্ভবতী মা ও অনাগত সন্তানের বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে নিচের দেওয়া অর্ডার নাউ বাটনে ক্লিক করে অর্ডার টি কনফার্ম করুন।

🛑 ০১৬০১-৭৭৬২৭৩
🛑 https://momscarebd.com/products/pregnancy-support-pillow/

বেশি না,শত বর্ষ আগের কথা!আমার দাদী সকালে তিন সার চাউল বেটে চুই পিঠা বানিয়ে বাবার বাড়ি যেতো নারকেল আনতে। বলে রাখি, দাদী...
04/12/2024

বেশি না,শত বর্ষ আগের কথা!
আমার দাদী সকালে তিন সার চাউল বেটে চুই পিঠা বানিয়ে বাবার বাড়ি যেতো নারকেল আনতে। বলে রাখি, দাদীর বাবার বাড়ি খালের এপার আর ওপার শ্বশুর বাড়ি। নারকেল এনে ভেঙে পিঠা বানিয়ে, দুপুরের রান্না শেষ করে যখন দাদা যোহরের নামাজ পড়ে আসতো তখন দুপুরের ভাত দিয়ে পিঠা দিত সামনে।

তার পরবর্তী প্রজন্ম আমার মাও পিঠা বানাতো। দুই স্যার চাউল আগের দিন বেটে রাখতো। দুপুরের বানানো শুরু করতো রাতের খাবার শেষ করে পিঠা খেতাম। খেতে খেতে তখন দাদীর পিঠা বানানোর গল্প শুনতাম।

হাঃ এখন আমার বউও পিঠা বানায়!
এক কেজি চাল কোটানো হয়। সে এবং হেলপিং হ্যান্ড মিলে করতে করতে ক্লান্ত। তখন আমার মা গল্পঃ শুনায় কেমনে আগে চাউল বেটে এক হাতে পিঠা বানাতো!

কি বুঝলেন?
দোষ আমার বউয়ের না। দাদীর প্রজন্ম থেকে এখন পর্যন্ত একশত বিশ বছর কেটে গেছে। আগের মানুষের মতো এখন আমাদের তেমন শক্তি - সমর্থ নেই। এখনকার মানুষ কর্মঠ না। আমাদের বাবা দাদদের মতো আমরাও কি পরিশ্রমী আছি? নেই।

সময়ের বিবর্তনে ফরমালিন আর সার ঔষধের প্রভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
সব কিছুরই পরিবর্তন হয়েছে। তখনকার মানুষের পিলো দরকার হয়না, এখন বেশির ভাগ গর্ভবতী মায়েরা হাই রিস্কি প্রেগনেন্সি জার্নিতে থাকেন। আগের সময়কার প্রেগনেন্সি জার্নি এখনকার জার্নি সেম না।

আগে মা দাদীরা সব কাজ করত, কিছু অনুধাবন করতো না। আর এখন হাজারো সাবধানতার পরেও কত রকমের সমস্যা দেখা দেয় ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করেন।

যারা কমেন্ট করেন নানি দাদীদের সময়তো কিছু লাগতো না, এখন এতো কিছু লাগে কেনো, তাদের উদ্দেশ্যেই বলা।

আপনারা যারা বলেন তারা ব্যক্তিগত জীবনেও এতকিছু লাগার কারণ অনুভব করেন তবুও এরকম কমেন্ট করা নিতান্তই হাস্যকর বিষয় ছাড়া কিছুই নয়।

যাই হোক আমাদের প্রেগনেন্সি পিলোর এতো এতো রিভিউ দেখে আসলেই আমরা আবেগে আপ্লুত। প্রেগনেন্সি জার্নিতে মায়েদের যত্ন নিশ্চিত করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আমাদের কাস্টমারগণ আমাদের এক্সপেক্টেশনের বেশি সন্তুষ্ট সেইটা ভাবতেই ভালো লাগে।

যাই হোক যারা এখনো নেন নি তারা এখনি নিয়ে নেন। কারণ যতো দেরি করবেন ততই আফসোস করে বলবেন আগে কেনো নিলাম না।

দেরি না করে এখনি অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে বা নক দিন পেইজে।

💕প্রেগ্নেন্সি পিলো অর্ডার করতে ক্লিক করুন
https://momscarebd.com/products/pregnancy-support-pillow/

💕প্রয়োজনে কল করুন 01601-776273

আপনাদের এই রকম রিভিউ গুলো আমাদের কি পরিমান অনুপ্রেরণা দেয় সেটা বলে বুঝানো যাবে না। আমরা সব সময়ই চেষ্টা করি আমাদের প্রো...
01/12/2024

আপনাদের এই রকম রিভিউ গুলো আমাদের কি পরিমান অনুপ্রেরণা দেয় সেটা বলে বুঝানো যাবে না।

আমরা সব সময়ই চেষ্টা করি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করতে। কাস্টমারদের হ্যাপি করতে।

01/12/2024

আমাদের ছোট্ট মডেল সে নার্সিং পিলোর সাপোর্ট নিয়ে চিন্তা মুক্ত ভাবে ফ্লোরে খেলা করতেছে।

অনেক সময়ই দেখা যায় যে বেবীরা ফ্লোরে বসে বসে খেলতে খেলতে পিছনে পরে যায়। এতে করে মাথায় প্রচন্ড আঘাত পায়।

তাই এই দুর্ঘটনা এড়াতে নার্সিং পিলো ব্যবহার করতে পারেন।

আলহামদুলিল্লাহ্‌  আমাদের সম্মানিত কাস্টমারদের অসাধারণ রিভিউ…।  আমাদের প্রেগ্নেন্সি পিলো সেল করার শুরু থেকে এখন অবধি সবাই...
25/11/2024

আলহামদুলিল্লাহ্‌
আমাদের সম্মানিত কাস্টমারদের অসাধারণ রিভিউ…।

আমাদের প্রেগ্নেন্সি পিলো সেল করার শুরু থেকে এখন অবধি সবাই একটাই কথা বলেছে যে খুবই আরামদায়ক। তবে হাজারে ১ জন হবে কিনা সন্দেহ, যারা বলছে যে আরামদায়ক না।

আমরা সর্বচ্চ চেষ্টা করে থাকি আরাম নিশ্চিত করার জন্য। তাই প্রতি ট মুহূর্তে সুখ ও শান্তি অনুভব করুন। এবং Mom's Care এর সাথেই থাকুন।

“গর্ভাবস্থায় সুস্থতাই সুন্দর জীবনের চাবিকাঠি” 💕

💕প্রেগ্নেন্সি পিলো সম্পর্কে জানতে লিঙ্কে ক্লিক করুন
https://momscarebd.com/products/pregnancy-support-pillow/

💕প্রয়োজনে কল করুন 01601-776273

24/11/2024

আমাদের প্রেগ্নেন্সি পিলো নিয়ে অনেকেরই কমন কিছু প্রশ্ন থাকে। এই ভিডিও দেখলে আপনার সব প্রশ্নের উওর পেয়ে যাবেন আশা করি।

এই ভিডিওতে ৩ টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেমনঃ
১। কিভাবে ব্যবহার করবো?
২। কি কি ম্যাটেরিয়েলস দিয়ে তৈরি করা হয়েছে?
৩। অর্ডার দিলে কয়দিনের মধ্যে হাতে পাবো?

আপনাদের এই প্রশ্নের জবাব গুলো ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিও টি দেখে ফেলুন এবং গর্ভবতী মায়ের জন্য আরাম দায়ক এই পিলো টি অর্ডার করে ফেলুন।

💕প্রেগ্নেন্সি পিলো অর্ডার করতে ক্লিক করুন
https://momscarebd.com/products/pregnancy-support-pillow/

💕প্রয়োজনে কল করুন 01601-776273

আমাদের হার্ড ওয়ার্কিং টিম মেম্বার যখন প্যাকিং করতে খুব ব্যস্ত।
23/11/2024

আমাদের হার্ড ওয়ার্কিং টিম মেম্বার যখন প্যাকিং করতে খুব ব্যস্ত।

23/11/2024

গর্ভাবস্থায় শিশুর সুস্থ্য বিকাশ ও বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুবই জরুরি।

ঘুম হয়না কেনো, সেই কথা উঠলেই মায়েরা বলেন পেটের আকার বৃদ্ধির জন্য বিছানায় শুতেই অসুবিধা হয়, সেখানে ঘুম কি করে আসবে?

জি ঠিক।

পর্যাপ্ত ঘুমের জন্য সর্বপ্রথম আরামদায়ক পজিশন নিশ্চিত করতে হবে। আর আপনার এই আরামদায়ক পজিশন নিশ্চিত করবে আমাদের এই প্রেগনেন্সি পিলো।

💕প্রেগ্নেন্সি পিলো সম্পর্কে জানতে লিঙ্কে ক্লিক করুন
https://momscarebd.com/products/pregnancy-support-pillow/

💕প্রয়োজনে কল করুন 01601-776273

23/11/2024

hello

Address

Monumia Market, Sarulia, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Mom's Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mom's Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram