Maa Child Day Care And Pre School

Maa Child Day Care And Pre School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maa Child Day Care And Pre School, Child Development, 6/A R. N. D Road , Lalbagh, Dhaka.

একটি শিশু যখন বড় হয়, তখন চারদিকের পরিবেশ তাকে অনেক বেশি প্রভাবিত করে এবং এর প্রতিফলন ঘটে তার বেড়ে ওঠার ক্ষেত্রে। শিশুর স...
26/11/2023

একটি শিশু যখন বড় হয়, তখন চারদিকের পরিবেশ তাকে অনেক বেশি প্রভাবিত করে এবং এর প্রতিফলন ঘটে তার বেড়ে ওঠার ক্ষেত্রে। শিশুর সামগ্রিক বিকাশের সঙ্গে পরিবেশ ও পারিপার্শ্বিকতা নিবিড়ভাবে জড়িত।

শিশুদের নেক সন্তান হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই তার প্রতি যত্নবান হতে হবে।

তাই তাদের সামনে কোনো ধরনের অসৌজন্যমূলক কথা ও কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাদের সামনে ঝগড়াঝাটি, পরনিন্দা ইত্যাদি কাজ থেকেও বিরত থাকতে হবে।

সন্তানের জন্য মায়ের কোন বিকল্প হয় না। কিন্তু জীবনের তাগিদে কর্মজীবী মায়েরা কিছুটা নিরুপায়। বর্তমানের একজন আধুনিক-শিক্ষিত...
25/11/2023

সন্তানের জন্য মায়ের কোন বিকল্প হয় না। কিন্তু জীবনের তাগিদে কর্মজীবী মায়েরা কিছুটা নিরুপায়। বর্তমানের একজন আধুনিক-শিক্ষিত-রুচিশীল বাবা-মা তার সন্তানকে ঠিক কিভাবে মানুষ করতে চায় তা কখনোই একজন গৃহকর্মী বুঝতে পারবে না।

অফিসের সময়টুকু বাচ্চাকে যেমন সাথে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তেমনি ফাঁকা বাসায় শিশুকে রেখে যাওয়া ঝুঁকির কারণ হয়ে যায়। অনেকে বাসার গৃহকর্মীর কাছে তার সন্তানকে রাখতে চান না। এটি নিরাপদ ও না ।

তাই শিশুদের নিরাপত্তার জন্য আমরা শুরু করতে যাচ্ছি একটি নিরাপদ ডে-কেয়ার । আমাদের এখানে সকাল ১০ টা থেকে দুপুর কিংবা সন্ধ্যা পর্যন্ত শিশুরা থাকতে পারবে। তাদের দেখাশোনার পাশাপাশি কিছু খেলাধুলার মাধ্যমে শিশুর শিক্ষণ-শিখন পরিচালনা করা হবে ইনশাআল্লাহ ।

কেবল ডে কেয়ার-ই নয়, একই সাথে শিশুর ডে কেয়ার এবং প্রি স্কুলিং হয়ে যাবে একই প্রতিষ্ঠানে। আলাদা আলাদা করে ড্রইং, হাতের লেখা, আবৃত্তি, স্পোকেন ইংলিশ ইত্যাদি ক্লাসে শিশুকে ভর্তি করার কোন প্রয়োজন নেই।

লোকেশন: লালবাগ, কেল্লারমোড়।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
ধন্যবাদ।

শিশুর বয়স যখন তিন ছুঁই ছুঁই তখনই মা-বাবার মাথায় চিন্তা আসে বাচ্চাকে একটি ভালো স্কুলে দিতে হবে।কর্মজীবী বাবা-মার ক্ষেত্রে...
25/11/2023

শিশুর বয়স যখন তিন ছুঁই ছুঁই তখনই মা-বাবার মাথায় চিন্তা আসে বাচ্চাকে একটি ভালো স্কুলে দিতে হবে।
কর্মজীবী বাবা-মার ক্ষেত্রে এই চিন্তাটা আরও প্রকট আকার ধারণ করে । কোথায় একটা সুষ্ঠু -সুন্দর পরিবেশের
প্রি স্কুল পাওয়া যাবে এ চিন্তাই যেন মাথায় ঘুরে সারাক্ষণ। এমন একটি পরিবেশ চাই যেখানে বাচ্চাটি খেলার ছলে শিখবে অনেক কিছু।

আমাদের ডে কেয়ার এন্ড প্রি স্কুলে বাচ্চারা খেলতে খেলতে শিখে যাবে নানা রকম ছড়া, গান, গণনা সহ হরেকরকম মজার মজার গল্প যেগুলো শিশুর মানসিক বিকাশে সাহায্য করবে।

এখানে বাচ্চাদের শেখানো হবে তাদের বেসিক কাজ যেমন ব্রাশ করা, পটি ট্রেইন, পার্সোনাল হাইজেইন মেইন্টেন এবং সেসাথে নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও ধর্মীয় চর্চা।

ডে কেয়ারের সময়:
ফুলটাইম: সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত
হাফটাইম: সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত

এছাড়াও কেবল প্রি স্কুলের জন্য ৩+ বয়সের বাচ্চাদের ভর্তি করানো যাবে।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

 #মা_চাইল্ড_ডে_কেয়ার_এন্ড_প্রি_স্কুল  #লালবাগ_ঢাকা  #আমাদের_সেবসমূহ👉 শিশুর সার্বিক যত্ন নেওয়া👉 শিশুকে খাওয়ানো👉 বর্নমালা,...
25/11/2023

#মা_চাইল্ড_ডে_কেয়ার_এন্ড_প্রি_স্কুল
#লালবাগ_ঢাকা

#আমাদের_সেবসমূহ
👉 শিশুর সার্বিক যত্ন নেওয়া
👉 শিশুকে খাওয়ানো
👉 বর্নমালা, অ্যালফাবেট, সংখ্যা ও আরবি শেখানো।
👉 ছড়া, ড্রয়িং, ধর্মীয় জ্ঞান, সোশ্যাল নলেজ, কার্টেসি শেখানো
👉 শুদ্ধ ও সুন্দর ভাবে কথা বলা শেখানো
👉 খেলাধুলা করানো
👉 গ্রুপওয়ার্ক করানো
👉 গোসল করানো
👉 ঘুম পাড়ানো ইত্যাদি

সন্তানকে বাসার হেল্পিং হ্যান্ডের কাছে ছেড়ে দিয়ে আপনি কতটা নিশ্চিত থাকেন?আসলেই কি একজন হ্যাল্পিং হ্যান্ড আপনার সন্তানকে ত...
21/11/2023

সন্তানকে বাসার হেল্পিং হ্যান্ডের কাছে ছেড়ে দিয়ে আপনি কতটা নিশ্চিত থাকেন?

আসলেই কি একজন হ্যাল্পিং হ্যান্ড আপনার সন্তানকে তেমন শিক্ষাটা দিতে পারছে যেমনটা আপনি চান?

নিশ্চয়ই না।

সন্তানের শৈশব থেকে কৈশর বয়সটা তাদের বেড়ে উঠার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বয়সে তাদের সকল নৈতিকতা শিক্ষা সহ জীবনের প্রাথমিক ভিতটা তৈরি হয়। তাই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রয়াসে সন্তানের দায়িত্ব তুলে দিন আমাদের হাতে।

যাপিত জীবনের মূল্যবোধ শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চয়তা এবং একটা আদুরে পরিবেশে নিরাপদে বেড়ে উঠুক আপনার সন্তান।
আর এই নিরাপত্তা রক্ষার প্রয়াসে, আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ।

বাচ্চাকে সকালে ডে কেয়ার সেন্টারে বা দিবা শিশু কেন্দ্রে রেখে নিশ্চিন্তে অফিসে যান। ফেরার পথে আবার বাচ্চাকে নিয়ে ফিরুন। সন...
17/11/2023

বাচ্চাকে সকালে ডে কেয়ার সেন্টারে বা দিবা শিশু কেন্দ্রে রেখে নিশ্চিন্তে অফিসে যান। ফেরার পথে আবার বাচ্চাকে নিয়ে ফিরুন। সন্তানের নিত্যদিনের কাজগুলো যেমন গোসল, খাওয়া, পড়ানো, হোমওয়ার্ক করে দেওয়া সবটাই করে দিবে সেন্টারের কর্মীরা। ভাবছেন, এটা সম্ভব? আসলেই সম্ভব।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

17/11/2023

লালবাগে অবস্থিত ‘মা চাইল্ড ডে কেয়ার এন্ড প্রি স্কুল’ হতে পারে আপনার আদরের শিশুর নিরাপত্তা ও আলোকিত ভবিষ্যৎ এর পথিকৃৎ।

Address

6/A R. N. D Road , Lalbagh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa Child Day Care And Pre School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram