Dr.mijan's point

Dr.mijan's point hi i m Dr.mijanur Rahman..its ur Doctor. always ready to help or advice u about ur health....Thank y

22/08/2024

⚠️ফেনী বন্যা আপডেট
২২ আগস্ট ২০২৪; রাত ৩ঃ০৫

ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কোনো পরিবারকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না ||

অনেকের লাশ পানিতে ভেসে উঠেছে। ৫০+ লাশ পেয়েছে সেনাবাহিনী।

রেস্কিউ ৮ টিমের পাশাপাশি আর্মির ৪টি কোস্টগার্ড ও আটকে পড়ে আছে। আপাতত উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।

ইয়া আল্লাহ সহায় হোন। আল্লাহর করুনা ছাড়া আর কোনো পথ নাই।
-আতিকুর রহমান

21/08/2024

সর্বশেষ আপডেট:
পরশুরাম এর সাথে যোগাযোগ সম্ভব না আর। পুরোপুরি নাগালের বাহিরে।

ফুলগাজী তেও আর যাওয়া যাচ্ছে না। লাস্ট বন্দুয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে ।

ছাগলনাইয়া এখন পানির নিচে বিশেষ করে শুভপুর ইউনিয়ন ও উত্তর মন্দিয়া গ্রাম।

তীব্র স্রোতের কারনে কিছুই করা সম্ভব হচ্ছেনা। এয়ার সাপোর্ট ছাড়া আর কিছু করা সম্ভব না।

একতলা ভবন ডুবে গেছে বেশিকিছু যায়গায়, লাস্ট কয়েকঘন্টা ধরে পানি অস্বাভাবিকভাবে বাড়ছে।

দাগনভূইয়া প্লাবিত হচ্ছে। ফেনী সদরের অন্যান্য গ্রামগুলোতেও পানির পরিমাণ বাড়ছে।

ফেনী শহরে বেশিরভাগ বাসাতে হাঁটু-কোমর পরিমান পানি এখন।

⛔⛔দয়া করে সবাই এখন বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়ান। দেশ বাচান।

গৌরবময় সেনাবাহিনী আমাদের। 🇧🇩
21/08/2024

গৌরবময় সেনাবাহিনী আমাদের। 🇧🇩

06/01/2024

মাথাব্যথা।।
আমাদের অনেকেরই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে অথবা রোদে গেলে কিংবা টেলিভিশন দেখলে মাথাব্যথা করে এবং সাথে বমি হয়।।।
যদি এমন হয় তাহলে বাসায় সবসময় ২টা medicine রাখতে পারেন।।
tab.xenole 500mg
1+0+1......3দিন।।
tab.deflux 10mg(সাথে বমি হলে)
1+1+1........দিন।।
আর যদি লম্বা সময় ধরে মাথাব্যথা হয় অথবা মাসে ২বারের বেশি ব্যথা হয় তাহলে অবশ্যই নিউরো মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ নিবেন।।।।।

বাসায় ছোট করে নিজের চিকিৎসা।। অনেকেরই এই শিতে ঘুম থেকে উঠার পর নাক বন্ধ থাকে।।আপনি rynex nsala drop ২ফোটা করে তিনবেলা ব্...
04/01/2024

বাসায় ছোট করে নিজের চিকিৎসা।।
অনেকেরই এই শিতে ঘুম থেকে উঠার পর নাক বন্ধ থাকে।।
আপনি rynex nsala drop
২ফোটা করে তিনবেলা ব্যবহার করতে পারেন।।।
এবং অবশ্যই বেশি সমস্যা মনে হলে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন।।।

14/12/2023

Hi this is my officials page...plz like share comment and follow for next short health tips..

Address

Dhaka

Telephone

+8801720274945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.mijan's point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.mijan's point:

Share