Dr Rakibul Hasan

Dr Rakibul Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Rakibul Hasan, Surgeon, Dhanmondi 15/A , Shankar, Dhaka.

Talks about Vascular Surgery

ডা: রকিবুল হাসান অপু
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি.এম.ইউ)
সাবেক (পিজি) হাসপাতাল
ঢাকা।

21/09/2025

✨ প্রতিনিয়ত রক্তনালীজনিত জটিল রোগের আধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন ✨

👨‍⚕️ ডা: রকিবুল হাসান অপু
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক

ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল, ঢাকা

🔹 দক্ষতা, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রোগীদের জন্য নিরবচ্ছিন্ন সেবা।













17/09/2025

রোগের ব্যাখ্যা :-

Lt SFA (Left Superficial Femoral Artery) → বাম দিকের উরুর প্রধান ধমনীর একটি শাখা।

Rt EIA (Right External Iliac Artery) → ডান দিকের পেলভিসের বড় রক্তনালীর একটি অংশ।

এই ধমনীগুলো যদি অ্যাথেরোস্ক্লেরোসিস (Atherosclerosis) বা Peripheral Arterial Disease (PAD) এর কারণে ব্লক/সংকুচিত হয়ে যায়, তবে রক্তপ্রবাহ কমে যায়। এর ফলে রোগীর পায়ে ব্যথা, হাঁটার সময় ক্র্যাম্প, পায়ে ঠান্ডাভাব, ক্ষত না শুকানো, এমনকি গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে।

এটি মূলত পেরিফেরাল আর্টারি ডিজিজ (Peripheral Artery Disease, PAD)।

রোগের লক্ষণসমূহ :-

*হাঁটার সময় পায়ের পেশীতে ব্যথা (Claudication)

*পা ঠান্ডা হয়ে যাওয়া

*পায়ে ক্ষত বা ঘা তৈরি হওয়া এবং দেরিতে শুকানো

*অগ্রসর পর্যায়ে গ্যাংগ্রিন (পায়ের আঙুল বা অংশ কালো হয়ে যাওয়া)

চিকিৎসা :-

প্রাথমিক পর্যায়ে –

ওষুধ: ব্লাড থিনার (Antiplatelet যেমন Aspirin, Clopidogrel), কোলেস্টেরল কমানোর ওষুধ (Statins), ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ

জীবনধারার পরিবর্তন: ধূমপান সম্পূর্ণ বন্ধ, হাঁটা-ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ

যখন ধমনীতে গুরুতর ব্লক হয় এবং ওষুধে উপশম হয় না, তখন ইন্টারভেনশনাল চিকিৎসা প্রয়োজন হয়:

👉 Stenting

অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে ব্লক ধমনীতে বেলুন দিয়ে প্রসারিত করে সেখানে ধাতব স্টেন্ট বসানো হয়।

Lt SFA & Rt EIA তে স্টেন্ট বসানো মানে বাম উরুর প্রধান ধমনী এবং ডান দিকের ইলিয়াক ধমনীর ব্লক অংশকে খুলে রক্তপ্রবাহ সচল করা।

এটি মিনিমালি ইনভেসিভ চিকিৎসা – কাটা-ছেঁড়া ছাড়াই, ক্যাথেটার দিয়ে করা হয়।

চিকিৎসার লক্ষ্য :-

*রক্তপ্রবাহ স্বাভাবিক করা

*পায়ে ব্যথা, অসাড়তা, হাঁটার কষ্ট কমানো

*ক্ষত শুকাতে সহায়তা করা

*গ্যাংগ্রিন প্রতিরোধ করে অঙ্গ বাঁচানো

প্রতিনিয়ত রক্তনালীজনিত জটিল রোগের আধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন।

ডা: রকিবুল হাসান অপু
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক

ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল, ঢাকা।

#পেরিফেরাল_আর্থারি_ডিজিজ
#পায়ে_রক্তনালী_চিকিৎসা
#স্টেন্টিং
#রক্তপ্রবাহ_সচল
#ডায়াবেটিস_রোগী_চিকিৎসা
#পা_ব্যথা_সমাধান
#উরু_ধমনী_চিকিৎসা
#স্বাস্থ্য_পরামর্শ








16/09/2025

👉 গ্যাংগ্রিন (Gangrene) হলো শরীরের কোনো অংশে রক্ত সঞ্চালন কমে যাওয়া বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই অংশের টিস্যু মারা যাওয়া। এটি সাধারণত হাত, পা, আঙুল বা ত্বকে দেখা যায় এবং দ্রুত চিকিৎসা না করলে মারাত্মক হতে পারে।

🔹 গ্যাংগ্রিন চিকিৎসা পদ্ধতি
১. জরুরি চিকিৎসা ও মূল্যায়ন

রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

আক্রান্ত অংশ পরীক্ষা করে রক্তপ্রবাহ আছে কিনা নির্ণয় করা হয়।

ব্লাড টেস্ট, এক্স-রে, সিটি-স্ক্যান বা ডপলার আল্ট্রাসাউন্ড করা হতে পারে।

২. অ্যান্টিবায়োটিক (Infection Control)

যদি ইনফেকশন থাকে তবে শিরায় (IV) শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

টিস্যু সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য এটি খুবই জরুরি।

৩. ডিব্রাইডমেন্ট (Debridement)

মৃত ও পচা টিস্যু কেটে ফেলা হয়।

এতে ইনফেকশন ছড়ানো বন্ধ হয় এবং সুস্থ টিস্যু বাঁচানো যায়।

৪. রক্তপ্রবাহ ফিরিয়ে আনা (Revascularization Surgery)

বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি/স্টেন্টিং করে রক্ত চলাচল ফিরিয়ে আনা হয়।

এতে আক্রান্ত অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে টিস্যু বাঁচানোর সম্ভাবনা বাড়ে।

৫. হাইপারবারিক অক্সিজেন থেরাপি (HBOT)

রোগীকে বিশেষ অক্সিজেন চেম্বারে রাখা হয় যেখানে বেশি মাত্রায় অক্সিজেন দেওয়া হয়।

এটি টিস্যুর পুনরুজ্জীবনে সাহায্য করে এবং ইনফেকশন কমায়।

৬. অ্যাম্পুটেশন (Amputation)

যদি টিস্যু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং বাঁচানো সম্ভব না হয়, তবে সেই অংশ কেটে ফেলা হয়।

এটি শরীরের বাকি অংশ রক্ষা করার জন্য করা হয়।

৭. ওষুধ ও সাপোর্টিভ কেয়ার

ব্যথা কমানোর জন্য Painkiller।

রক্ত পাতলা করার ওষুধ (Blood thinner)।

ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলে তা নিয়ন্ত্রণ করা।

🔹 প্রতিরোধের উপায়

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।

ধূমপান ও মাদক পরিহার করা।

ক্ষুদ্র ক্ষত হলেও পরিষ্কার রাখা ও দ্রুত চিকিৎসা নেওয়া।

নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা।

👉 গ্যাংগ্রিনের চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু হবে, রোগীকে অঙ্গ হারানো থেকে বাঁচানোর সম্ভাবনা তত বেশি।

15/09/2025

🌟 ভাসকুলার চিকিৎসায় নতুন যুগের সূচনা! 🌟

পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল – গর্বের সাথে প্রথমবারের মতো ক্যাথ ল্যাবে ভাসকুলার ফিস্টুলোপ্লাস্টি সম্পন্ন করেছে।

🔹 পরিচালনায় ছিলেন –
সহযোগী অধ্যাপক ডা. রকিবুল হাসান
চেয়ারম্যান, ভাসকুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)

✨ এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশে উন্নত ডায়ালাইসিস চিকিৎসার নতুন মানদণ্ড স্থাপিত হলো।

🌍 প্রমাণিত হলো – বিশ্বমানের চিকিৎসা দক্ষতা এখন দেশেই।

14/09/2025

📌বাম পায়ের বুড়ো আঙ্গুলে ঘা নিয়ে ৬০ বছর বয়সী এক রোগী চিকিৎসার জন্য স্যারের কাছে আসেন।

পরীক্ষায় দেখা যায় পেটের ভিতরে প্রধান রক্তনালী সম্পূর্ণ বন্ধ।

👉 চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা: রকিবুল হাসান অপু স্যার সফলভাবে বন্ধ রক্তনালীতে রিং (স্টেন্ট) বসান।

👉অপারেশনের পর সচল রক্তনালীতে আবার রক্তপ্রবাহ নিশ্চিত হয়।

📷 অপারেশনের আগে বনাম অপারেশনের পরে ছবিতে পার্থক্য স্পষ্ট।

প্রতিনিয়ত রক্তনালীজনিত জটিল রোগের আধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন।

চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ডা: রকিবুল হাসান অপু
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল, ঢাকা।



09/09/2025

📌ডান পায়ে ঘা নিয়ে ৪৭ বছর বয়সী এক রোগী চিকিৎসার জন্য স্যারের কাছে আসেন।
পরীক্ষায় দেখা যায় পেটের ভিতরে প্রধান রক্তনালী সম্পূর্ণ বন্ধ।

👉 চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা: রকিবুল হাসান অপু স্যার সফলভাবে বন্ধ রক্তনালীতে রিং (স্টেন্ট) বসান।
অপারেশনের পর সচল রক্তনালীতে আবার রক্তপ্রবাহ নিশ্চিত হয়।

📷 অপারেশনের আগে বনাম অপারেশনের পরে ছবিতে পার্থক্য স্পষ্ট।

প্রতিনিয়ত রক্তনালীজনিত জটিল রোগের আধুনিক চিকিৎসা প্রদান করে আসছেন।

চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ডা: রকিবুল হাসান অপু
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল, ঢাকা।



06/09/2025

📌 ৪৫ বছর বয়সী রোগীর ডান পায়ের আঙ্গুলে গ্যাংগ্রিন!

চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ডা. রকিবুল হাসান অপু স্যারের দক্ষ হাতে সফল অপারেশনের মাধ্যমে অঙ্গহানি থেকে রক্ষা পেলেন।

👨‍⚕️ ডা. রকিবুল হাসান অপু
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক পিজি হাসপাতাল, ঢাকা।

⚠️ মনে রাখবেন—
গ্যাংগ্রিন হওয়ার আগেই একজন ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হন, অঙ্গহানি থেকে মুক্ত থাকুন।

04/09/2025

পঞ্চান্ন বছর বয়সের ১ জন রোগী, পায়ের আঙ্গুলে ঘা নিয়ে স্যারের কাছে আসেন।
পরীক্ষায় দেখা যায় পেটের ভিতরে দুই পায়ের প্রধান রক্তনালী সরু।
সরু রক্তনালীতে রিং পড়িয়ে পুনরায় সচল করা হয়েছে ।

প্রতিনিয়ত রক্তনালী জনিত সকল রোগের চিকিৎসা প্রদান করছেন,

চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক

ডাক্তার রকিবুল হাসান অপু
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
সাবেক (পিজি) হাসপাতাল
ঢাকা।

23/08/2025








15/08/2025

রক্তনালী বিশেষজ্ঞ ও সার্জন
--------------------------------------------------
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ডাঃ রকিবুল হাসান অপু
ভাসকুলার সার্জারী বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি.এম.ইউ)
সাবেক (পিজি) হাসপাতাল
ঢাকা।

ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন
***যে সমস্ত রোগের সেবা প্রদান করছেন***
-------------------------------------------
✅ আঁকাবাঁকা রক্তনালীর অথবা ভেরিকোস ভেইন
(Varicose Vein) এর চিকিৎসা (কেটে/ লেজার- RFA)
✅ ব্লক হয়ে যাওয়া রক্তনালীর পুনরায় চালু করার জন্য
রিং/স্টেন্ট লাগানো।
✅ হাত কিংবা পায়ের বাইপাস অপারেশন।
✅ রক্তনালীর টিউমার এর চিকিৎসা ও অপারেশন।
✅ দুর্ঘটনাজনিত কারনে রক্তনালী ছিড়ে বা কেটে গেলে
তার জরুরী অপারেশন।
✅সারভাইকাল রিব অপারেশন।
✅ কিডনি ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা অপারেশন, গ্যাংরিন
বা পচন রোগের জরুরী চিকিৎসা।
✅ স্ফীত রক্তনালীর / এনিউরিজম (Aneurysm) রোগের চিকিৎসা।
✅গভীরের শিরায় ব্লক (পা ফুলে যাওয়া) / DVT রোগের চিকিৎসা।
✅ পায়ে দীর্ঘস্থায়ী ঘা এর চিকিৎসা।
✅ হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথা, পা ভারী লাগা ইত্যাদি চিকিৎসা।

#অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ-
👉ইবনে সিনা
বাড়ি # 68, রোড # 15/A, ধানমন্ডি, ঢাকা - 1209
শনি, সোম, বুধবার: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
হটলাইন: 09610009611, 01823039800

👉পপুলার ডায়াগনস্টিক সেন্টার
রুম: 309, বিল্ডিং: 6, রোড নম্বর 2, ধানমন্ডি, ঢাকা-1205
শনি থেকে বুধবার: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা
হটলাইন: 09613787801, 09666787801

👉পপুলার ডায়াগনস্টিক সেন্টার
শহীদ নজরুল ইসলাম সড়ক, দক্ষিণ আলেকান্দা, বাংলাবাজার, বরিশাল।
প্রতি বৃহস্পতি ও শুক্রবার
হটলাইন: 09666-787819, 01313-032693

09/08/2025

ঘা বা গ্যাংগ্রিন হওয়ার আগেই একজন ভাস্কুলার সার্জনের শরনাপন্ন হন,
অঙ্গহানি থেকে মুক্তি পান।

প্রতিনিয়ত রক্তনালী জনিত সকল রোগের চিকিৎসা প্রদান করছেন,

চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ডা: রকিবুল হাসান অপু
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল
ঢাকা।

30/07/2025

৪১ বছর বয়সের ১ জন রোগী,

ডান হাত উঁচু করতে পারতো না।
ডান হাত দিয়ে কোনও কাজ করতে পারতো না।
ডান হাতের অসহনীয় ব্যাথা নিয়ে স্যারের কাছে আসেন।

ঘা বা গ্যাংগ্রিন হওয়ার আগেই একজন ভাস্কুলার সার্জনের শরনাপন্ন হন,
অঙ্গহানি থেকে মুক্তি পান।

প্রতিনিয়ত রক্তনালী জনিত সকল রোগের চিকিৎসা প্রদান করছেন,

চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ডা: রকিবুল হাসান অপু
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল
ঢাকা।

Address

Dhanmondi 15/A , Shankar
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Rakibul Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category