04/07/2025
🔍 ডায়াবেটিস নিয়ে ১৫টি প্রচলিত ভুল ধারণা (ভুল জানলে হতে পারে বড় বিপদ!)
❌ ১. মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়
➡️ আসলে শুধু মিষ্টি নয়, অতিরিক্ত ক্যালরি ও শরীরচর্চার অভাব ডায়াবেটিসের বড় কারণ।
❌ ২. আমি মোটা না, তাই ডায়াবেটিস হবার প্রশ্নই ওঠে না
➡️ ওজন স্বাভাবিক হলেও পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
❌ ৩. ইনসুলিন নেওয়া মানেই অবস্থা খুব খারাপ
➡️ না! অনেক সময় ইনসুলিনই সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান।
❌ ৪. একবার ডায়াবেটিস হলে সবসময় থাকবে, কিছু করার নেই
➡️ সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধে অনেকের ক্ষেত্রেই সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
❌ ৫. শুধু ওষুধ খেলেই চলবে, খাবার নিয়ন্ত্রণ দরকার নেই
➡️ খাবারই ডায়াবেটিস ব্যবস্থাপনার মূল চাবিকাঠি।
❌ ৬. ডায়াবেটিস হলে ফল খাওয়া একদম নিষেধ
➡️ ভুল! পরিমিত ও সঠিক ফল যেমন আপেল, জাম, পেয়ারা খাওয়া নিরাপদ।
❌ ৭. ভাত খেলেই সুগার বাড়ে, তাই একদম বাদ দিতে হবে
➡️ ভাত কমিয়ে, পরিমাণমতো খেলে এবং আঁশযুক্ত খাবার রাখলে সমস্যা হয় না।
❌ ৮. হারবাল বা ঘরোয়া টোটকায় ডায়াবেটিস ভালো হয়ে যায়
➡️ অনেক সময় এসব অপচিকিৎসা বিপজ্জনক হতে পারে। ডাক্তারি পরামর্শ ছাড়া কিছু গ্রহণ নয়।
❌ ৯. ডায়াবেটিস থাকলে চিনি ছাড়া মিষ্টি যত খুশি খেতে পারি
➡️ না! চিনি না থাকলেও অনেক ‘sugar-free’ খাবারে ক্যালরি বা কার্ব বেশি থাকে।
❌ ১০. শিশুদের ডায়াবেটিস হয় না
➡️ ভুল! টাইপ-১ ডায়াবেটিস শিশুদের মধ্যেও হতে পারে।
❌ ১১. শুধু টাইপ-২ ডায়াবেটিসই চিন্তার বিষয়
➡️ টাইপ-১, টাইপ-২ উভয়ই যথাসময়ে না বুঝলে বিপদ ডেকে আনতে পারে।
❌ ১২. সুগার স্বাভাবিক থাকলে ডায়াবেটিস ‘নাই’ ধরে নিতে পারি
➡️ নিয়মিত চেকআপ ছাড়া নিশ্চিত হওয়া যায় না, সুগার ওঠানামা করে।
❌ ১৩. ডায়াবেটিস মানেই জীবন শেষ!
➡️ একেবারেই না! সচেতন জীবনযাপন ও চিকিৎসায় দীর্ঘ ও সুস্থ জীবন সম্ভব।
❌ ১৪. ডায়াবেটিসের জন্য শুধু ওষুধ খেলে হবে, ব্যায়াম জরুরি নয়
➡️ ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে শক্তিশালী সহায়ক।
❌ ১৫. আমি সুস্থ অনুভব করি, তাই টেস্ট করার দরকার নেই
➡️ ডায়াবেটিস অনেক সময় নিরব ঘাতক। উপসর্গ ছাড়াও রক্তে সুগার বেড়ে যেতে পারে।
---
📢 সতর্ক থাকুন, সচেতন হোন। নিজের ও প্রিয়জনের সুস্বাস্থ্যের জন্য ভুল ধারণা দূর করে সত্য জানুন, সঠিক সিদ্ধান্ত নিন।
❤️ শেয়ার করে সচেতনতা ছড়ান।
゚ #স্বাস্থ্যকর_জীবন #স্বাস্থ্য_বিষয়ক_জ্ঞান #ডায়াবেটিস