16/12/2023
আসসালামু আলাইকুম।
ঢাকা দক্ষিণখানবাসী মানুষের জন্য অত্যন্ত খুশির সংবাদ। প্রিয়নবী হযরত মুহাম্মদ(সাঃ) এর চিকিৎসা পদ্ধতি হিজামা কাপিং থেরাপির সেবা অদ্য হইতে চালু হয়েছে। গত ১৪ই ডিসেম্বর গণকবরস্থান রোড, ফায়দাবাদ পুরাতন পুলিশফাড়ি, ইডেন পাবলিক স্কুলের পাশে উদ্ভোধন হল "ঢাকা হিজামা সেন্টার'' তৃতীয় শাখা। আসুন এক নজরে দেখে নেয়া যাক হিজামা কি?
হিজামা কি?
হিজামা একটি আরবি শব্দ এর অর্থ শোষণ, মূলত এটি শিঙ্গা নামে বেশি পরিচিত। মাথাব্যথা, শরীর ব্যথাসহ অনেক জটিল ও কঠিন অসুস্থার নিরাময়ে এই চিকিৎসা প্রয়োগ করা হয়। হাদিসে এই চিকিৎসা পদ্ধতি উল্লেখ্য করা হয়েছে।
যে চিকিৎসা সবচেয়ে ভালো বলেছেন মহানবীঃ
রাসুল(সাঃ) অন্যতম চিকিৎসা পদ্ধতি হলো হিজামা। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। হিজামার ব্যবহার রাসুল(সাঃ) ও সাহাবাদের মধ্যে ব্যাপক প্রচলিত ছিল।
হিজামা কিভাবে মানবদেহে কাজ করে?
হিজামার মাধ্যমে দূষিত রক্ত(Toxin) বের করে নেয়া হয়। এতে শরীরের মাংসপেশীগুলোতে রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগানগুলোর কার্যকারিতে বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। বাংলাদেশ ছাড়া বর্হিরবিশ্বে হিজামা বেশ জনপ্রিয়। এটি প্রায় তিন হাজার বছরের পুরানো চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু আগে থেকেই প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও হিজামার প্রচলন রয়েছে।
রাসুল(সাঃ) যখন হিজামা চিকিৎসা নিয়েছিলেনঃ
আল্লাহর রাসুল(সাঃ) তার মাথা ব্যথার জন্য,পায়ে, পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে। (বুখারি হাদিস-৫৭০০, নাসায়ি হাদিস-২৮৫২, আবু দাউদ হাদিস-৩৮৫৯)
অন্য এক হাদিসে আনাস(রা) বর্ণনা করেন যে, রাসুল(সাঃ) হিজামা লাগাতেন এবং কারও পারিশ্রমিক কম দিতেন না। (বুখারি হাদিস-২২৮০)
হিজামা রাসুল(সাঃ) এর নিকট কিভাবে আসলোঃ
মিরাজের রাত সম্পর্কে রাসুল(সাঃ) বলেছেন, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন, তারা বলেছেন, আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন। (ইবনে মাজাহ, হাদিস-৩৪৭৯, তিরমিজি হাদিস-২০৫২)
হিজামা চিকিৎসা যেসব রোগের ক্ষেত্রে কাজ করেঃ
👉ব্যাক পেইন
👉উচ্চ রক্তচাপ
👉পায়ে ব্যথা
👉হাটুর ব্যথা
👉মাথা ব্যথা(মাইগ্রেন)
👉ঘাড়ে ব্যথা
👉কোমরে ব্যথা
👉জয়েন্টে ব্যথা
👉আর্থাইটিজ
👉জাদু
👉বাত ব্যথা
👉ঘুমের ব্যাঘাত
👉থাইরয়েড
👉জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা
👉ত্বকের বর্জ্য পরিস্কার
👉অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা
👉অর্শ
👉অন্ডকোষ ফোলা
👉পাঁচড়া
👉ফোড়া
👉হ্যামিস্ট্রিং ইনজুরি
👉স্পোর্টস ইনজুরি
👉চুল পড়া
👉টাক সমস্যা
👉মানসিক অবসাদ
👉স্ট্রোক/প্যারালাইসিস
👉একজিমা
👉পারকিনসন
👉ডায়াবেটিস
👉ডায়াবেটিক নিউরোপ্যাথি
👉স্থুলতা
👉বাচ্চাদের বিছানায় পেশাবের সমস্যা(৫ বছরের উর্ধ্বে)
👉মানসিক অস্থিরতা
👉হৃদরোগ(প্রাথমিক অবস্থা)
👉ফ্যাটি লিভার
👉ব্রণ ও ব্রণের দাগ
👉মেছতা
👉মুখের কালো দাগ
👉লাল তিলক, আঁচিলের সমস্যা
👉হাত-পায়ে জ্বালাপোড়া ইত্যাদি।
হিজামা চিকিৎসা কোন সময়ে নেয়া উত্তম?
সাধারণত হিজামার জন্য উত্তম সময় হচ্ছে চন্দ্র মাসের ১৭,১৯ ও ২১ তারিখ। যদি অসুস্থতা বা ব্যথা অনুভব হয়, তবে নিজের সুবিধামত হিজামা করানো যাবে।
হিজামা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ম্যাসেজ করুন।
আমাদের অন্যান্য সেবা সমূহঃ Face and Foot Care.
আমাদের সেবার বিশেষত্বঃ
আমরা হিজামার জন্য ব্লেড ব্যবহার করিনা, সূক্ষ্ম পিন ব্যবসার করা হয়, উন্নতমানের এনেস্থেসিয়া ব্যবসার করা হয়, উন্নতমানের অলিভ অয়েল ব্যবসার করা হয়, জীবানুমুক্ত বিছানা এবং পরিচ্ছন্ন পরিবেশ।
Visiting Time: 09:00am to 01:00pm
03:00pm to 08:00pm
Contact:
Mobile: 01841-294363 (WhatsApp)
Email: drabulhasanazad@outlook.com
Address:
ফায়দাবাদ, পুরাতন পুলিশফাড়ি, ইডেন পাবলিক স্কুলের পাশে, গণকবরস্থান রোড, দক্ষিণখান, ঢাকা-১২৩০
মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তন্মেধ্যে হিজামাই হলো সর্বোত্তম চিকিৎসা। (আল-হাকিম ৭৪৭০)
বিঃদ্রঃ- এসএসসি ২০০২ ব্যাচ, এইচএসসি ২০০৪ ব্যাচ, আলেম-উলামা, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য ডিসকাউন্ট থাকবে।