26/01/2025
৭ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরও NS1 Ag টেস্ট নেগেটিভ আসলো কেন, পরে আবার কিভাবে পজিটিভ আসলো?
আসলে আমরা আপাতত ডেঙ্গু ভুলে যাই। আমরা যে ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়েই আক্রান্ত হইনা কেন, তা আমাদের শরীরের কাছে বিদেশি বা ফরেন পার্টিকল। ডাক্তারি ভাষায় এর সুন্দর একটা নাম আছে- "Antigen".
যখন রোগ সৃষ্টির জন্য শরীরে Antigen তথা ভাইরাস/ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন তা প্রতিহত করার জন্যও আমাদের body defence system শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যার নাম Antibody.
এবার আসি ডেঙ্গু প্রসঙ্গে। ডেঙ্গুজ্বরে সাধরণত ভাইরাস তথা Antigen শরীরে প্রবেশ করে ৫ দিন পর্যন্ত অক্ষত থাকে, ততোদিনে শরীরে কোনো Antibody তৈরি হয়না। তাই প্রথম ৫ দিনের মধ্যে যদি আপনি NS1 Ag টেস্ট করেন তাহলে ডেঙ্গু Positive পাবেন। Ag মানে কিন্তু Antigen.
তারপর ৫ দিন অতিবাহিত হলে window period শুরু হয়, যখন শরীরের ডিফেন্স সিস্টেম Antibody তৈরি করে। তখন আর Antigen পরিক্ষা করে পজিটিভ পাওয়া যায়না। তাই Antibody তথা IgM, IgG পরিক্ষা করা হয়, তখন ডেঙ্গুর বিপরীতে নির্দিষ্ট Antibody পজিটিভ পাওয়া যায়। এতে কতদিন আগে আক্রান্ত হয়েছিলেন তাও (+/-) বুঝা যায়।
ঠিক এ কারণেই আপনার ৭ম দিনে প্রথমে NS1 Antigen টেস্ট নেগেটিভ আসলেও, IgM ও IgG Antibody টেস্ট পজিটিভ আসে, যা কনফার্ম করে আপনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।