Health Bangla

Health Bangla Healthbangla.com হেল্থ বাংলা - একটি সম্পূর্ন স্ব?

হেল্থ বাংলা - একটি সম্পূর্ন স্বাস্থ্য বিষয়ক পোর্টাল। সকল স্বাস্থ্য তথ্য, টিপস, ব্যাধি, রোগ জিজ্ঞাসা, ঔষধ, স্বাস্থ্য-কথা জানতে চোখ রাখুন।

17/07/2024

❤️‍🔥 Like Posts to get Regular Updates ❤️‍🔥

17/07/2024

Please like or react for engagement.

27/02/2024

বয়স বাড়ার সাথে সাথে তিনটি জিনিস নিয়মিত চেক করবেন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
৩) লিপিড প্রোফাইল।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবণ,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা জাতীয় খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সবজি, সীম বা মটরশুঁটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্র পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) কোনো নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিসের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্জ,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন।
“সুস্থ থাকুন - ভালো থাকুন - ভাল রাখুন”
নিয়মিত চেক আপ করুন,
অসুস্থ হলেই ডাক্তার দেখিয়ে নিন।

14/10/2023

মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এইচপিভি টিকাদান কর্মসূচি চলছে!

টিকা পেতে,
👉ভ্যাক্সইপিআই অ্যাপ বা ওয়েবসাইটে ( https://vaxepi.gov.bd/ ) ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।

👉টিকা সংক্রান্ত যেকোন তথ্য পেতে বা কল করুন ১৬২৬৩ নম্বরে।

আপনার পরিচিত যদি ১০ থেকে ১৪ বছর বয়সী কোন কিশোরী থাকে তবে তাকে এখনই ( https://vaxepi.gov.bd/ ) তে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করে তাকে সহায়তা করুন। স্কুল থেকে টিকা পেতে হলে অবশ্যই এই ডিজিটাল টিকা কার্ড লাগবে।

এটি সরকার থেকে বিনামূল্যে দেয়া হবে ১৫ তারিখ থেকে। বৃহস্পতি শুক্র ছুটি থাকার কারণে অনেক স্কুলেই এটি প্রচার করেনি।

এটি অত্যন্ত দামি টিকা এবং মাত্র এক ডোজ দেয়া হবে। জরায়ু ক্যান্সার থেকে বাঁচতে এই টিকা সবাই চাইলেও পাবে না পরে।

আপনার শেয়ার একজনকে ক্যান্সার থেকে বাঁচাতে পারে।বিষয়টি দ্রুত শেয়ার করুন না হলে রবিবার ১৫ ই অক্টোবর ২০২৩ অনেকেই টিকা পাবে না। আর Cancer হয়ে গেলে, ১ টাকা ও কেও সাহায্য করবে না।

13/10/2023

মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এইচপিভি টিকাদান কর্মসূচি চলছে!

টিকা পেতে,
👉ভ্যাক্সইপিআই অ্যাপ বা ওয়েবসাইটে ( https://vaxepi.gov.bd/ ) ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।

👉টিকা সংক্রান্ত যেকোন তথ্য পেতে বা কল করুন ১৬২৬৩ নম্বরে।

12/10/2023

আপনার পরিচিত যদি ১০ থেকে ১৪ বছর বয়সী কোন কিশোরী থাকে তবে তাকে এখনই https://vaxepi.gov.bd তে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করে তাকে সহায়তা করুন। স্কুল থেকে টিকা পেতে হলে অবশ্যই এই ডিজিটাল টিকা কার্ড লাগবে।

এটি সরকার থেকে বিনামূল্যে দেয়া হবে ১৫ তারিখ থেকে। বৃহস্পতি শুক্র ছুটি থাকার কারণে অনেক স্কুলেই এটি প্রচার করেনি।

এটি অত্যন্ত দামি টিকা এবং মাত্র এক ডোজ দেয়া হবে। জরায়ু ক্যান্সার থেকে বাঁচতে এই টিকা সবাই চাইলেও পাবে না পরে।

আপনার শেয়ার একজনকে ক্যান্সার থেকে বাঁচাতে পারে।বিষয়টি দ্রুত শেয়ার করুন না হলে রবিবার ১৫ ই অক্টোবর ২০২৩ অনেকেই টিকা পাবে না।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Health Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Bangla:

Share