21/12/2023
মরমী সাধক আবদুল গফুর হালির
গুন বন্দনা।
----------------------------------
গৌরবধন, চট্টলগৌরব, মরমী সাধক,চট্টগ্রামের আঞ্চলিক ভাষার - চাটগাঁইয়া ভাষার দূত খ্যাত আবদুল গফুর হালি। ( জন্ম: ৬ আগস্ট, ১৯২৯- মৃত্যু: ২১ ডিসেম্বর, ২০১৬)। আবদুল গফুর হালি একজন বাংলাদেশী প্রখ্যাত গীতিকার, সুরকার ও লোকশিল্পী। তিনি চট্টগ্রামের চাটগাঁইয়া ভাষায় মাইজভাণ্ডারী, মুর্শিদি, মারফতি প্রভৃতি ধারায় প্রায় দুই হাজারের অধিক মহামুল্যবান সংগীত রচনা করেছেন।
২০১০ সালে তাঁকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র মেঠোপথের গান। তাঁকে নিয়ে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে । এই জনপদের সাহিত্য সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আবদুল গফুর হালি । চট্টগ্রামের আঞ্চলিক লোকসাহিত্য বিকাশে তাঁর অবদান স্মরণ যোগ্য।
ঐতিহাসিক মাইজভান্ডারি গান , জারি, সারি, মারফতি, সুফিতত্ত্বের গান ও চট্টগ্রামে আঞ্চলিক গান কে তিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন গৌরবের সাথে। চট্টগ্রামের কৃতীসন্তান আবদুল গফুর হালি পটিয়া উপজেলার রশিদাবাদের অধিবাসী ছিলেন। রশিদাবাদে তাঁর জন্ম ভিঠাতে তাঁর সমাধী রয়েছে। ব্যক্তিগত ভাবে তাঁর সাথে আমার মধুর সম্পর্ক ছিলো। চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী খ্যাত শেফালী ঘোষ ও আবদুল গফুর হালি সাহেবের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রথম নাটক রচনা করেছেন। সংগীতের এই মহা সাধককে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাঁর ৭ম মৃত্যু দিবসে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুক। আমীন।
---..