Slim Pickings

Slim Pickings Assalamualaikum...I am SR Khan, I am a doctor, I treat sexually transmitted diseases.

I treat the most difficult sexually transmitted diseases.So feel free to inbox me about your problem.I will try my best to provide a helpful solution inshallah.

24/02/2025

সারাদিনের রোজার ক্লান্তি মূহুর্তেই দূর করতে & মানসিক প্রশান্তি ও পেট পরিস্কার রাখতে এক গ্লাস জুস'ই যথেষ্ট।

জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শে
ডায়েট কিংবা ব্যায়াম ছাড়াই ডেইলি কেয়ার জুস সেবন করে অসংখ্য ভাই & আপুরা ভালো রেজাল্ট পেয়েছেন।

চমৎকার বিষয় হচ্ছে স্যার নিজেও প্রোডাক্ট টি সেবন করেন।।

আপনিও সংগ্রহ করতে Send Message বাটনে ক্লিক করুন .

09/12/2024

কথা কমে যায়,দূরত্ব বেড়ে আকাশ ছুঁয়ে ফেলে অথচ স্ক্রিন আসক্তি কমেনা! মুঠোফোন দূরে সরিয়ে একে অপরের কাছাকাছি আসা হয়না। অদৃশ্য দেয়াল দৃঢ় হতে থাকে। কেবলমাত্র একটি প্রযুক্তি কিভাবে সম্পর্কগুলো ‍নষ্ট করে দিতে পারে!! সংসার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়ে দুজন দম্পতিকে নিঃস্ব করে দেয়।
সুন্দর কিছু মুহূর্ত তৈরি করার বদলে এভাবেই বোধ করি সময়ের অপচয়কে বেছে নেয় মানুষ। গোটা একটি জীবন নিঃসঙ্গতায় কাটিয়ে দেয়া হয়ত একেই বলে!!

08/12/2024

দাম্পত্য জীবনে ভালো থাকার জন্য কিছু পরামর্শঃ-

১.নিয়মিত কেগেল এক্সারসাইজ অনুশীলন করা।এটার সুবিধা ৩ টা।
-সময় বৃদ্ধি করে
-বিশেষ অ-ঙ্গ দৃঢ়,শক্তিশালী করে
প্রসাবের সমস্যা দূর করে।

২.গোল্ডেন মিল্ক সেবন করা।
ঘন গরুর দুধ এর সাথে ডিমের কুসুম এবং ১ চামচ মধু মিশিয়ে খাবেন।

৩.দুইবেলা রুটি খাবেন অথবা ভাত পরিমিত নিতে হবে। কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন জাতীয় খাবার বেশি খান।বিকেলে সিদ্ধ ছোলা খেলে শক্তি বৃদ্ধি পাবে।

৪.ফলের মধ্যে লেবু, তরমুজ, ডালিম, কালো আঙ্গুর,কলা,সিমের বীচি, রসুন, আখরোট, বাদাম ইত্যাদি খেতে পারেন।

৫.মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন, ধ্যান বা মোরাকাবা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনুশীলন করলে ভালো ফল পাবেন।

৬.ধূ-ম-পান, ম-দ,এল-কো-হল যাবতীয় নে-শা থেকে দূরে থাকা।

৭.৬-৮ ঘন্টা এশার নামাজের পর ঘুমিয়ে যাবেন এবং ফজরের আজানের আগে উঠা উত্তম।

৮.স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত মি-লন জরুরি।
এতে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে।

05/12/2024

সুস্থ যৌ-ন জীবনের জন্যঃ-

১.ওজন টা বিএমআই এর মধ্যে রাখা খুব ই জরুরি।।
অতিরিক্ত ওজন আবার আন্ডার ওয়েট দুটোই খারাপ।

যাদের ওজন নিতান্তই কম তারা বেশি পরিমাণে প্রোটিন এবং পুষ্টিজাতীয় খাবার খাবেন। আর যাদের বেশি তারা কম ক্যালরি গ্রহণ করবেন,ওজন কমানোর পাশাপাশি এক্সারসাইজকে ফরজ করে নিবেন।

২.প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন, সাথে টাটকা ফলের জুস,ডাবের পানি,লেবুর শরবত, ডিটক্স ওয়াটার,আপেল সিডের ভিনেগার, গ্রিন টি, ব্লাক কফি, মিল্ক শেক। এগুলো পরোক্ষভাবে যৌ-ন শক্তি ঠিক রাখে।

৩.অলসতা করা যাবে না। দীর্ঘ সময় নিয়ে বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যায়।

৪.শরীরের জন্য টে-স্টো-স্টে-রন হরমোন,ভিটামিন ডি লেবেল ঠিক রাখা জরুরি। এর জন্য সকালে সোনালি রোদ্রে বসা,ডিম দুধ,ঘি সেবন করা।

৫.দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকালে উঠে হাঁটতে বের হওয়া।

04/12/2024

যৌ-/ন আকাঙ্ক্ষা বৃদ্ধির উপায়ঃ-

১.স্ত্রীর সাথে ফ্রি হোন, অনেক ভালোবাসুন।
পরনারী থেকে নিজের দৃষ্টি হিফাজত করুন।
স্ত্রীর সাথে মনখুলে কথা বলুন,আপনার ভালোলাগা গুলো শেয়ার করুন।

২.দীর্ঘ সময় নিয়ে ফো-র প্লে করুন।
অনেকেই সঠিকটা জানে আবার যারা জানে তারা মানে না।
স্বামী এককভাবে করবে, এটা স্বামীর ই কাজ এমনটা ভাবা ভুল।
ফিফটি ফিফটি দুজনের ই ভূমিকা রয়েছে।
এই দ্বায়িত্ব টা বর্তমানে অবহেলিত হচ্ছে।
চেম্বারে রোগীর সাক্ষাৎ কারে বিষয়টি জানা যায়।

৩.প্রাকৃতিক সাপ্লিমেন্ট ও ফল খাওয়া যেমন ডালিম, কালো আঙ্গুর,তরমুজ,বাদাম,মধু,দুধ,হাঁসের ডিম,সিদ্ধ ছোলা,দুবেলা রুটি, ব্লাক কফি,অরিজিনাল চকলেট, ওমেগা ৩ ফ্যাটি এসিড, কড লিভার ওয়েল,সামুদ্রিক তৈলাক্ত মাছ,ঘি,টক দই,শিলাযিত,অশ্বগন্ধা, মাকা,কোরিয়ান রেড জিংসেং ইত্যাদি সামর্থ‍্যের মধ্যে একটু একটু করে প্রতিদিন।

৪.স-হ-বা-সের সঠিক পজিশন খুবই গুরুত্বপূর্ণ।
অনেকেই আকার,অ-র্গা-জ-ম নিয়ে চিন্তিত থাকে তাদের বিভিন্ন রকম আসনে চেষ্টা করা দরকার। এতে একঘেয়েমি দূর হবে।

৫.ওয়ার্কআউট করা,হতে পারে সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বা ইন্স্ট্রুমেন্ট নিয়ে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন।
আমাদের দেশে ৯০% মানুষ ই ওয়ার্কআউট করেনা তবে তারা শারীরিক অন্যভাবে পরিশ্রম করছে সেটা যৌ-/ন জীবনে খুব একটা উপকার দিচ্ছে না।

02/12/2024

পেলভিক ফ্লোর ব্যায়াম (কেগেল এক্সারসাইজ)
প্রতিদিন এই ব্যায়াম করুন।
এটি ইজা-কু-লেশন নিয়ন্ত্রণ এবং যৌ-ন মি-লনে স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে।
Dr SR Khan

29/11/2024

এমনিতে সুন্দর আচরণ প্রায় মানুষই করেন।তবে ভুল হলে সেসময়ে রাগ নিয়ন্ত্রণ করে উত্তম ব্যবহারটাই জীবনসঙ্গীর থেকে কাম‍্য।

29/11/2024

কিছু পরিবার আছে তারা ভুলেও ছেলেকে বিয়ে করাবে না।বিয়ের বয়স পার হয়ে যাক,প্রেম করুক,অবৈ-ধ মেলামেশা করুক কিংবা বুড়ো হোক ব্যাপার না।সব করুক শুধু সামর্থ্য থাকলেও বিয়ে দেয়া যাবেনা।

29/11/2024

দাম্পত্য জীবনে সুখি হওয়ার জন্য যৌ-ন জীবন ঠিক রাখার পাশাপাশি স্বামীর কাছের আত্মীয় স্বজনদের সাথে সু সম্পর্ক বজায় রাখা জরুরী।
অনেক পরিবারে স্বামীর আত্মীয়দের সাথে স্ত্রীর যোগাযোগ হয় না ফলে সংসারে সুখ তো থাকেই না বরং দূরত্ব তৈরি হয়-সংসারটাই অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়।

স্বামীর পক্ষে স্ত্রী ও নিজের ভাই বোন, বাবা মা দু'দিকে ভারসাম্য বজায় রেখে চলা চ্যালেন্জিং হয়ে পড়ে।বেশিরভাগ ক্ষেত্রে ব্যালেন্স হারিয়ে যায়।

হয়তো কোন পুরুষ স্ত্রীকে বেশি সাপোর্ট দিচ্ছে আবার কিছু পুরুষ চরমভাবে অবহেলা করে নিজের পরিবার কে নিয়ে ব্যস্ত থাকে।স্ত্রী নির্যাতিত হলেও প্রতিবাদ করার হিম্মত থাকেনা বা পারেনা।

আবেগে দৌড়ে গিয়ে বিয়ে করার আগে নিজেকে চিনুন। বিয়ের আগে থেকেই নিজেকে যাচাই করে নিন এরপর বিয়ে করুন। ভাবুন দু'দিকে ভারসাম্য বজায় রাখতে পারবেন কিনা? আর বিয়ে করে ফেললে শতভাগ চেষ্টা করুন।

আল্লাহর সন্তুষ্টি কে প্রাধান্য দিলে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত সহজ হয়ে যায়।
সূরা ফুরকানের শেষ আয়াত বেশি বেশি তিলাওয়াত করুন। আল্লাহ সহজ করে দিক।
আমিন।

Address

Dhaka, Keraniganj, Arshinagar , Testo Life Hospital
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Slim Pickings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category