Speech Therapy Lab স্পিচ থেরাপি ল্যাব

Speech Therapy Lab  স্পিচ থেরাপি ল্যাব This is Nurnobi Babu. I am a Clinical Speech and Language Therapist. Love to work people with Communication & Swallowing difficulties.
(3)

We Serve

▪️ Day -Care ( Residential / Non- Resident)
▪️ Advice from specialist Doctors
▪️ Therapy & Assessment (SLT, ABA, OPT, SIT, OT)
▪️Speech Therapy training and certificate course

“Speech Therapy Lab"পারফেক্ট থেরাপিউটিক মেডিসিন টু লিডিং আ ফাংশনাল লাইফ।”স্ট্রোকের পর কথা হারিয়ে ফেলেছেন?–ভয় নয়, স্পিচ থ...
25/10/2025

“Speech Therapy Lab"
পারফেক্ট থেরাপিউটিক মেডিসিন টু লিডিং আ ফাংশনাল লাইফ।”

স্ট্রোকের পর কথা হারিয়ে ফেলেছেন?
–ভয় নয়, স্পিচ থেরাপি-ই হতে পারে আপনার নতুন কণ্ঠের সূচনা।”
ধৈর্য, নিয়মিত থেরাপি আর সঠিক গাইডেন্স—
ফিরিয়ে আনতে পারে আপনার নিজের কণ্ঠ,
আপনার আত্মবিশ্বাস।”

★Speech Therapy Lab★
🧩 বিশেষায়িত থেরাপি সেবা — স্ট্রোক, তোতলামি, স্পিচ ডিলে ও অন্যান্য সমস্যায়।
📞 যোগাযোগ করুন আজই —

+8801762-030500 (হেড অফিস)
+8801979-030500 (বসুন্ধরা)
+8801601610990 (উত্তরা)
+8801867551584 (রংপুর)
+8801724957599 (সিলেট)

আপনার শিশু কি— 🔹 অতিচঞ্চল ও অমনোযোগী?🔹 সামাজিক আচরণে পিছিয়ে আছে? 🔹 খাবার চিবিয়ে খায় না বা খেতে অনীহা? 🔹 কথা অস্পষ্ট বা ব...
24/10/2025

আপনার শিশু কি—
🔹 অতিচঞ্চল ও অমনোযোগী?
🔹 সামাজিক আচরণে পিছিয়ে আছে?
🔹 খাবার চিবিয়ে খায় না বা খেতে অনীহা?
🔹 কথা অস্পষ্ট বা বোঝা যায় না?
🔹 লালা পড়ে?
🔹 কথা বলতে আটকে যায় বা তোতলায়?

তবে দেরি না করে আসুন —
🎯 **Speech Therapy Lab (স্পিচ থেরাপি ল্যাব)** এ

এখানে আমাদের
**অভিজ্ঞ ও দক্ষ স্পিচ-ল্যাংগুয়েজ থেরাপিস্টগণ**
শিশুর
✅ পূর্ণাঙ্গ এসেসমেন্টের ভিত্তিতে সঠিক থেরাপি ও চিকিৎসা নিশ্চিত করেন।
✅ রয়েছে **হোম সেশনের ব্যবস্থা**
✅ **অসচ্ছল পরিবারের জন্য ফ্রি চিকিৎসা সেবা**

💬 শিশুর বিকাশে কথা ও যোগাযোগের সীমাবদ্ধতা যেন ভবিষ্যতের বাঁধা না হয়।তাই
আজই যোগাযোগ করুন —
📞 +8801762030500
📞 +8801979030500
📞 +8801724957599

📍 **Speech Therapy Lab — “Perfect Therapeutic Medicine to Leading a Functional Life.”**

স্পিচ থেরাপির লক্ষ্য শুধু কথা বলানো নয়, বরং —➡️ যোগাযোগ, বোঝাপড়া, সামাজিক সম্পর্ক ও আত্মপ্রকাশের সক্ষমতা তৈরি করা।➡️ প্র...
23/10/2025

স্পিচ থেরাপির লক্ষ্য শুধু কথা বলানো নয়, বরং —
➡️ যোগাযোগ, বোঝাপড়া, সামাজিক সম্পর্ক ও আত্মপ্রকাশের সক্ষমতা তৈরি করা।
➡️ প্রতিদিনের জীবনে কার্যকরভাবে নিজের প্রয়োজন, চিন্তা, আবেগ প্রকাশ করতে শেখানো।

★স্পিচ থেরাপি ধারাবাহিকভাবে পেশেন্টকে নিচের দিকগুলোয় উন্নত করে:

🗣️ উচ্চারণ, তোতলামি, শব্দ উৎপাদন উন্নত করে।
🧏 শব্দভান্ডার, বাক্যগঠন, বোঝাপড়া বাড়ায়।
🗣️চোখে চোখে তাকানো, পালা নেওয়া, আবেগ বুঝে কথা বলা শেখায়।
🗣️ নিজের চাওয়া, অস্বস্তি বা আনন্দ প্রকাশ করতে শেখায়।
🗣️অন্যদের সাথে যোগাযোগে সাফল্য পেলে আত্মসম্মান বাড়ে🧑‍🤝‍🧑

অক্ষমতা মানে হেরে যাওয়া নয়, আর দূচিন্তা মানে সমাধান নয়, সঠিক গাইডলাইন ও কঠোর চেষ্টাই পারে ব্যক্তিকে লক্ষে পৌঁছে দিতে।

তো আর দেরি নয় আজই শুরু হোক আপনার শিশুর স্বপ্নযাত্রা, সবসময় পাশে আছি আমরা 😍🤝
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরগুলোতে।

📞 +8801762-030500 (হেড অফিস)
‎📞 +8801601-610990 (উত্তরা)
‎📞 +8801867-551584 (রংপুর)
‎📞 +8801724-957599 (সিলেট)
‎📞 +8801755-204042 (ঠাকুরগাঁও)
‎📞 +8801866-967949 (ধামরাই)

🌿 বাংলাদেশে এখন প্রতিটি স্পেশাল শিশু ও ব্যক্তির কথা বলার সক্ষমতার বাস্তব রূপ পাচ্ছে স্পিচথেরাপি চিকিৎসার দ্বারা!আপনি কি ...
23/10/2025

🌿 বাংলাদেশে এখন প্রতিটি স্পেশাল শিশু ও ব্যক্তির কথা বলার সক্ষমতার বাস্তব রূপ পাচ্ছে স্পিচথেরাপি চিকিৎসার দ্বারা!
আপনি কি জানেন?
👉 সারাদেশে ১০৩টি জেলা ও ৩৯টি উপজেলায়
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে
Speech Therapy, Occupational Therapy ও Physiotherapy সম্পূর্ণ ফ্রি সেবা
সরকারি ব্যবস্থায় দেওয়া হচ্ছে 🇧🇩
এটি পরিচালিত হচ্ছে —
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (JPUF)
সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এখানে বিশেষ শিশু থেকে শুরু করে স্ট্রোক-পরবর্তী বয়স্ক রোগী পর্যন্ত—
সবাই বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সুবিধা পাচ্ছেন।
🩺 আমাদের ক্লিনিক্যাল স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট:
✨ জনাব নূরনবী বাবু ✨
Clinical Speech & Language Therapist
Government of the People’s Republic of Bangladesh
Ministry of Social Welfare

📍 ২০১৪ সাল থেকে কর্মরত:
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (JPUF), মিরপুর-১৪, ঢাকা
🧭 রুম নং: ৪১২-৪১৩ | সুবর্ণ ভবন (লিফটের ৪র্থ তলা)
🎓 শিক্ষাগত যোগ্যতা:
• B.Sc in Speech & Language Therapy (BHPI, CRP, DU)
• Professional Master’s in Speech & Language Pathology (DU)
• MSS in Clinical Social Work (DU)
• Diploma in Medicine (NIT)
• Special Training in Sensory Processing, Intellectual Disability, Child Psychology & Counseling (India, Thailand, JPUF)
📚 সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত, গবেষক ও থেরাপি প্রটোকল ডেভেলপার।

🔬 গবেষণার ক্ষেত্র:
✅ Speech Delay
✅ Autism Spectrum Disorder
✅ Down Syndrome
✅ Cerebral Palsy
✅ Stammering
✅ Dementia & Stroke Recovery
✅ Intellectual & Learning Disabilities
🏥 Speech Therapy Lab – ঢাকা | সিলেট | রংপুর | ঠাকুরগাঁও
আমাদের সেবাসমূহ:
🔹 বৈজ্ঞানিক এসেসমেন্ট ও চিকিৎসা পরিকল্পনা
🔹 শিশু ও বয়স্কদের জন্য আবাসিক ও আউটডোর থেরাপি
🔹 হোম সেশন সুবিধা
🔹 অসচ্ছল পরিবারের জন্য ফ্রি চিকিৎসা
🔹 ককলিয়ার ইমপ্লান্ট ও হিয়ারিং এইড ফলোআপ

💡 যেসব সমস্যায় আমরা বিশেষজ্ঞ:
(কথা বলতে দেরি) | (তোতলামি) | |
| | |
| | |
| #শিশুর_আচরণগত_সমস্যা
🌟 কেন Speech Therapy Lab বেছে নেবেন?
✅ ১০+ বছরের অভিজ্ঞতা
✅ সরকারি ও আন্তর্জাতিক ট্রেনিংপ্রাপ্ত থেরাপিস্ট টিম
✅ শিশুর বিকাশ ও বয়স্কদের বাক-সমস্যায় প্রমাণভিত্তিক থেরাপি
✅ সারাদেশের সরকারি সেবার সাথে সংযুক্ত সহযোগিতা
📞 স্লট বুকিং বন্ধের আগে, আজই যোগাযোগ করুন:
📍 ঠিকানা: পূর্ব মিরাবাজার, রায়নগর, সিলেট
🥼 Speech Therapy Lab →
প্রতিটি শিশুর হাসি, কথা ও স্বপ্নের পথে আপনার বিশ্বস্ত সঙ্গী 🤝
🌈 চলুন একসাথে বলি —
“থেরাপি বিলাসিতা নয়, এটি একটি মানবিক অধিকার।”



#সিলেট_স্পিচথেরাপি_ল্যাব #ঢাকা_স্পিচথেরাপি_ল্যাব #ঠাকুরগাঁও_স্পিচথেরাপি_ল্যাব
#রংপুর_স্পিচথেরাপি_ল্যাব #উত্তরা_স্পিচথেরাপি_ল্যাব #মিরপুর_স্পিচথেরাপি_ল্যাব
#ধামরাই_স্পিচথেরাপি_ল্যাব

‎আমার মতে "অটিজম " শব্দটি পৃথিবী থেকে উঠে যাওয়া উচিৎ...  কারণ এ-ই অটিজম শব্দটির জন্য হাজারো বাবা মা আজ নীরবে ডিপ্রেশনের ...
22/10/2025

‎আমার মতে "অটিজম " শব্দটি পৃথিবী থেকে উঠে যাওয়া উচিৎ... কারণ এ-ই অটিজম শব্দটির জন্য হাজারো বাবা মা আজ নীরবে ডিপ্রেশনের কারণ হচ্ছে... না পাচ্ছে প্রপার সাহায্য না পাচ্ছে ভালোবাসা... এদের জীবনে যত কিছুই থাকুক না কেন... দিন শেষে শুনতে হয়" বাচ্চাটা অটিজম না হলে কতোই না ভালো হতো😔" এ-ই কথাটা ঐ বাবা মায়ের জন্য কতোটা ডিপ্রেশনের সেটা একমাত্র বাবা মা'ই জানে....

‎কিন্তু সত্য হলো —
‎অটিজম কোনো রোগ নয়, এটা এক ভিন্ন ধরনের সক্ষমতা।
‎যদি আমরা সময় দিই, সঠিক থেরাপি দিই, আর ভালোবাসায় পাশে থাকি —
‎তাহলে “অটিজম” নয়, “অসাধারণ” শব্দটাই ওদের প্রাপ্য হবে 💙

*হতাশা নয় সেবাই পারে আপনার বাচ্চাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে*
✔️তাই আজেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে!

‎আমাদের শাখাসমূহঃ
‎📞 +8801762-030500 (হেড অফিস)
‎📞 +8801601-610990 (উত্তরা)
‎📞 +8801867-551584 (রংপুর)
‎📞 +8801724-957599 (সিলেট)
‎📞 +8801755-204042 (ঠাকুরগাঁও)
‎📞 +8801866-967949 (ধামরাই)

22/10/2025

রংপুর ও ঠাকুরগাঁওবাসীর জন্য সুসংবাদ! Speech Therapy Lab – এখন উত্তরবঙ্গে!
বিশেষ শিশুদের জন্য আন্তর্জাতিক মানের থেরাপি সেবা এখন আরও কাছে।

👦আপনার সন্তানের কথা বলার জড়তা, তোতলামি, বিকাশজনিত সমস্যা বা আচরণগত সমস্যায় ভুগছে?
ভয় নয়, এখন রয়েছে আন্তর্জাতিক মানের থেরাপি সেবা—একদম আপনার পাশে।
📅 প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার বিশেষ শিশুদের সেবায় নিয়োজিত

👨‍⚕️ বিশেষজ্ঞ থেরাপিস্ট:
জনাব নূরনবী বাবু
ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
🎓 ঢাকা বিশ্ববিদ্যালয় | CRP | JPUF | Thailand | India
📍 লোকেশন: রংপুর এবং ঠাকুরগাঁও

📍 আমাদের সেন্টার সমূহ:
🔹 রংপুর মডার্ণ মোড়: 01867-551584
🔹 ঠাকুরগাঁও সদর: 01755-204042
🔹 হেড অফিস: 01762-030500, 01724-957599

👩‍👩‍👧‍👦 আপনার শিশুর ভবিষ্যতের জন্য সময়মতো সিদ্ধান্ত নিন!
আমাদের সেবাসমূহ:
🔹 অভিজ্ঞ ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
🔹 আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার টিম
🔹 ১:১ থেরাপি, থেরাপিউটিক প্লে, হাইজিন ও লাইফ স্কিল ট্রেনিং
🔹 হোম সেশন ও আবাসিক সুবিধা
🧠 আমরা যে সমস্যাগুলোর সমাধানে কাজ করি:
✔️ অটিজম
✔️ ADHD
✔️ ডাউন সিন্ড্রোম
✔️ তোতলামি
✔️ শ্রবণ সমস্যা
✔️ ককলিয়ার ইমপ্লান্ট
✔️ স্ট্রোক পরবর্তী বাক সমস্যা
✔️ মেয়েলি কণ্ঠস্বর
✔️ যেকোনো ভাষা, উচ্চারণ ও বিকাশজনিত সমস্যা

👨‍👩‍👧‍👦 আপনার শিশুর বিকাশ নিশ্চিত করতে আজই সিদ্ধান্ত নিন!

Speech Therapy Lab বলে—চেতনার বিজ্ঞানই মানুষের প্রকৃত পরিচয়। মানুষের মস্তিষ্ক শুধু চিন্তা করে না, এটি অনুভব করে, শেখে, ও...
21/10/2025

Speech Therapy Lab বলে—চেতনার বিজ্ঞানই মানুষের প্রকৃত পরিচয়। মানুষের মস্তিষ্ক শুধু চিন্তা করে না, এটি অনুভব করে, শেখে, ও প্রতিক্রিয়া দেয়— যা আমরা বলি চেতনা। প্রতিটি আচরণ, প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা— মস্তিষ্কের ভেতরে ঘটে যাওয়া এক সূক্ষ্ম সাইকোলজিক্যাল প্রক্রিয়ার প্রতিফলন। কখনও হাসি মানে আনন্দ নয়, আবার নীরবতাও হতে পারে মানসিক ক্লান্তির ভাষা।
🌀 Speech Therapy Lab–এ আমরা বিশ্বাস করি— মানুষের কথা বলার ক্ষমতা, বুদ্ধিমত্তা, আর অনুভূতি— সবই তার “চেতনার অভিব্যক্তি”। যে শিশু বা প্রাপ্তবয়স্ক নিজের ভাব প্রকাশে আটকে যায়, সেখানে আমরা শুধু “থেরাপি” দিই না, আমরা বোঝার চেষ্টা করি— তার মনের ভাষা কীভাবে বিকশিত হচ্ছে। কারণ প্রতিটি কণ্ঠ, প্রতিটি আচরণ, প্রতিটি মন— একটি বিকাশমান গল্প। আর আমরা সে গল্পের সহযাত্রী।

জাতীয় প্রতীবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন এর সূবর্ণ ভবনের লিফটের ৪ তলায় রুম নাম্বার ৪১২-৪১৩✔️আমাদের এই সেন্টারে সরকারি ভাবে সম্প...
21/10/2025

জাতীয় প্রতীবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন এর সূবর্ণ ভবনের লিফটের ৪ তলায় রুম নাম্বার ৪১২-৪১৩
✔️আমাদের এই সেন্টারে সরকারি ভাবে সম্পূর্ণ বিনামূল্যে স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

👉এছাড়া Speech Therapy Lab স্পিচ থেরাপি ল্যাব এর প্রাইভেট শাখা আছে
আমাদের শাখাসমূহঃ
‎📞 +8801762-030500 (হেড অফিস)
‎📞 +8801601-610990 (উত্তরা)
‎📞 +8801867-551584 (রংপুর)
‎📞 +8801724-957599 (সিলেট)
‎📞 +8801755-204042 (ঠাকুরগাঁও)
‎📞 +8801866-967949 (ধামরাই)

আমাদের সেবা সমূহঃ


‎ (Online/Offline)


21/10/2025

জাতীয় প্রতীবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন এর সূবর্ণ ভবনের লিফটের ৪ তলায় রুম নাম্বার ৪১২-৪১৩
আমাদের এই সেন্টারে সরকারি ভাবে সম্পূর্ণ বিনামূল্যে স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
StrokeRecovery

আমাদের সেবা সমূহঃ


‎ (Online/Offline)




এছাড়া Speech Therapy Lab স্পিচ থেরাপি ল্যাব এর প্রাইভেট শাখা আছে! আমাদের শাখাসমূহঃ
‎📞 +8801762-030500 (হেড অফিস)
‎📞 +8801601-610990 (উত্তরা)
‎📞 +8801867-551584 (রংপুর)
‎📞 +8801724-957599 (সিলেট)
‎📞 +8801755-204042 (ঠাকুরগাঁও)
‎📞 +8801866-967949 (ধামরাই)

21/10/2025

🧠 SpeechDelay Present Level of Performance (PLOP) বুঝার উপায়
🔹 ১️⃣ Communication Skills (যোগাযোগ দক্ষতা)
দেখতে হবে:
শিশুটি কি শব্দ বা বাক্যে কথা বলতে পারে?
ইশারা বা ভিজ্যুয়াল মাধ্যমে যোগাযোগ করে কি না?
চোখে চোখ রেখে কথা বলে কি না?
নিজের প্রয়োজন বোঝাতে পারে কি না?
অন্যের কথা বুঝে সঠিকভাবে সাড়া দেয় কি না?
🧩 উদাহরণ:
“শিশুটি এক শব্দে কথা বলে (‘পানি’, ‘মা’), কিন্তু বাক্য গঠন করতে পারে না। চোখে চোখ রেখে যোগাযোগ কম করে।”
স্পিচথেরাপি ল্যাব
— শুধু কথা বলার জায়গা নয়, এখানে শেখানো হয় শিশুর স্বনির্ভর জীবনযাপনের দক্ষতা! এখানে প্রতিটি থেরাপি সেশনের লক্ষ্য
— শিশুর আচরণ, ভাষা ও বুদ্ধিবিকাশকে একই পথে এগিয়ে নেওয়া।
🌈 অনলাইন ও অফলাইনে সারাদেশে আমাদের সেবা চলছে ৭টি শাখায়।

🏥 আমাদের শাখাসমূহঃ
📞 +8801762-030500 (হেড অফিস)
📞 +8801979-030500 (বসুন্ধরা)
📞 +8801601-610990 (উত্তরা)
📞 +8801867-551584 (রংপুর)
📞 +8801724-957599 (সিলেট)
📞 +8801755-204042 (ঠাকুরগাঁও)
📞 +8801866-967949 (ধামরাই)

💬 আমাদের সেবা সমূহঃ
আমরা পাশে আছি —

🌼 স্পিচথেরাপি ল্যাব — যেখানে প্রতিটি শব্দই শিশুর স্বনির্ভরতা পথে এক একটি ধাপ।
👉 স্বনির্ভরতা শেখার শুরু হোক এখনই!

21/10/2025

🧠✨ স্ট্রোকের পর থেরাপি — ধীরে ধীরে ফিরে আসার পথে এক নতুন শুরু!

👉 নিয়মিত থেরাপি করুন – প্রতিদিন একটু অনুশীলনই এনে দিতে পারে বড় পরিবর্তন।
👉 কথা, গিলতে বা হাত-পা নড়াচড়ায় সমস্যা হলে স্পিচ ও ফিজিওথেরাপিস্টের সহায়তা নিন।
👉 পরিবার ও থেরাপিস্টের উৎসাহই সবচেয়ে বড় ওষুধ 💪
👉 ধৈর্য রাখুন — সুস্থতার পথে সময় লাগে, কিন্তু অগ্রগতি হয়ই।



আমাদের সেবা সমূহঃ


‎ (Online/Offline)

‎💬 আমরা পাশে আছি:




‎🏥 আমাদের শাখাসমূহঃ
‎📞 +8801762-030500 (হেড অফিস)
‎📞 +8801601-610990 (উত্তরা)
‎📞 +8801867-551584 (রংপুর)
‎📞 +8801724-957599 (সিলেট)
‎📞 +8801755-204042 (ঠাকুরগাঁও)
‎📞 +8801866-967949 (ধামরাই)

‎💚✨ #স্পিচথেরাপি_ল্যাব — পারফেক্ট থেরাপিউটিক মেডিসিন
‎যেখানে শিশুর মুখে ফিরে আসে “মা” ডাক,আর জীবনে ফিরে আসে হাসি 😊🌸

 #স্পিচথেরাপি_ল্যাবের_জরুরী_নিয়োগঃ📞 +8801866967949📞 +88019 1170 2280📞 +8801889422234ঠিকানাঃ মিরপুর ১০ সেনপাড়া পর্বতা ঈদগ...
19/10/2025

#স্পিচথেরাপি_ল্যাবের_জরুরী_নিয়োগঃ
📞 +8801866967949
📞 +88019 1170 2280
📞 +8801889422234

ঠিকানাঃ মিরপুর ১০ সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠের পূর্ব দিকে রোড ৭, বাস ৭ জননী ছায়া ২য় তলা।

🧑‍🍼 চাকরির সুযোগ – বিশেষ শিশুদের কেয়ারগিভার 👩‍🍼
📍 অবস্থান: মিরপুর-১০, ঢাকা
📌 ভ্যাকেন্সি: ০২ জন
📌 পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন

আমরা বিশেষ শিশুদের (Special Children) যত্নের জন্য নিবেদিতপ্রাণ, দায়িত্বশীল ও আন্তরিক কেয়ারগিভার খুঁজছি।

🌸 বিশেষ শিশু কারা?
বিশেষ শিশুরা সাধারণ শিশুদের মতো হলেও তাদের দৈনন্দিন জীবনে কিছু সীমাবদ্ধতা থাকে। তারা –
হাঁটা, খাওয়া, পড়াশোনা বা কথা বলায় অতিরিক্ত সহায়তা প্রয়োজন করে।
মানসিক, শারীরিক ও আচরণগত চ্যালেঞ্জের কারণে সবসময় স্নেহ, ধৈর্য ও ভালোবাসা চায়।

👉 তাই কেয়ারগিভার হিসেবে কাজ করা মানে শুধু চাকরি নয়, বরং মানবিক সেবা ও গর্বের এক মহৎ সুযোগ।

🏥 আমাদের কেন্দ্র সম্পর্কে:
এটি একটি থেরাপি সেন্টার, যেখানে কাজ করার পাশাপাশি বিভিন্ন থেরাপি পদ্ধতি, শিশুদের যত্নের বিশেষ কৌশল এবং পেশাগত দক্ষতা অর্জন করার সুযোগ রয়েছে।

👉 অর্থাৎ এখানে কাজের পাশাপাশি শিখে নেওয়া যাবে অনেক মূল্যবান অভিজ্ঞতা, যা ভবিষ্যতে ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে।

🕒 ডিউটি সময়:

🔹ফুল টাইম: সকাল ৯ টা থেকে রাত ৮ টা
🔹 শিফট–১: সকাল ৯টা থেকে রাত ৮টা
🔹 শিফট–২: রাত ৮টা থেকে সকাল ৯টা

💰 বেতন:
👉 আলোচনাযোগ্য (Negotiable)

🌟 আমাদের বিশেষ সুবিধাসমূহ (Facilities):
✨ প্রফেশনাল সার্টিফিকেট: ৬ মাস শেষে অফিসিয়ালি সার্টিফিকেট প্রদান।
✨ পদোন্নতির সুযোগ: ৬ মাস শেষে কর্মক্ষমতা অনুযায়ী পদোন্নতি।
✨ অতিরিক্ত আয়ের সুযোগ: বেসিক বেতনের পাশাপাশি বিশেষ বোনাস ও ইনসেনটিভ।
✨ আবাসন সুবিধা: প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকার সম্পূর্ণ ব্যবস্থা।
✨ পেশাগত দক্ষতা বৃদ্ধি: বিশেষ শিশু ও থেরাপি সেন্টারে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
✨ নিরাপদ ও সম্মানজনক পরিবেশ: নিশ্চিন্ত ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ।

📩 আবেদন করার নিয়ম:
আপনার বায়োডাটা/সিভি Whatsapp এ পাঠান নিচের নম্বরে 👇
📞 017 6203 0500
📞 019 1170 2280
📞 017 2495 7599

সরাসরি অফিসে এসে সিভি জমা দিতে পারবেন ।

🌼 বিশেষ শিশুদের হাসি আপনার যত্নের অপেক্ষায়।
💖 আজই যোগ দিন আমাদের দলে – ভালোবাসা, দায়িত্ব, অভিজ্ঞতা ও শেখার সুযোগের সাথে গড়ে তুলুন আপনার ক্যারিয়ার।

Address

বাসা-৭. রোড৭ আমতলা কাঁচাবাজার, সেনপাড়া পর্বতা ঈদগাঁ মাঠ ও বায়তুল কাড়া মসজিদের সামনে
Dhaka
1216

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801979030500

Alerts

Be the first to know and let us send you an email when Speech Therapy Lab স্পিচ থেরাপি ল্যাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Speech Therapy Lab স্পিচ থেরাপি ল্যাব:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category