Online Doctor BD

Online Doctor BD অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যেকোন শারীরিক মানসিক সমস্যার পরামর্শ নিন

মুসলিমদের একেকটা উৎসবে হাজার হাজার কোটি টাকা Shuffle হয়অর্থনীতির চাকা সচল হয়ধনী গরীব সম্পর্কে নতুন দুয়ার খুলে ইসলাম -...
04/06/2025

মুসলিমদের একেকটা উৎসবে হাজার হাজার কোটি টাকা Shuffle হয়

অর্থনীতির চাকা সচল হয়

ধনী গরীব সম্পর্কে নতুন দুয়ার খুলে

ইসলাম - সিলমুন
শান্তি
াক্তার

ওষুধের জেনেরিক নাম লেখার আন্দোলন কারা প্রোমোট করে বুঝেছেন? আপনি জেনেরিক নাম লিখে দিবেন রোগী খাবে আটা ময়দা। খাদ্যদ্রব্য থ...
28/05/2025

ওষুধের জেনেরিক নাম লেখার আন্দোলন কারা প্রোমোট করে বুঝেছেন?
আপনি জেনেরিক নাম লিখে দিবেন রোগী খাবে আটা ময়দা। খাদ্যদ্রব্য থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ সর্বত্র ভেজাল।
মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো কোনভাবেই এ দায় এড়াতে পারে না।

🔔ভূয়া ডাক্তার ডি এম এফের হাতে ৫ মাসের বাচ্চা খুন  MD Afjal  ভাইয়ের বাচ্চার  খুনির কঠিন বিচার চাই।৫ মাসের বাচ্চা কে বড়দের...
31/03/2025

🔔ভূয়া ডাক্তার ডি এম এফের হাতে ৫ মাসের বাচ্চা খুন MD Afjal ভাইয়ের বাচ্চার খুনির কঠিন বিচার চাই।
৫ মাসের বাচ্চা কে বড়দের মত স্যালাইন দিছে দেওয়ার কথা ৫ ড্রপ এ দিছে ৩০ ড্রপ এ সাধােরনত বড়দের আমরা ২৫-৩০ ড্রপ দেয়।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ভোলা বোরহানউদ্দিন হাসপাতালে ডাং আবুল কালাম আজাদের ভুল চিকিৎসায় আমার ৫ মাসের বাচ্চাকে ৫বছরের বাচ্চার ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের নসিব করেন। আমাকে যেন আল্লাহ সোক সহার মতো দৌয দান করে।

25/03/2025

কিন্তু না..... তামিমকে বাঁচানো গেল না।

তামিম ইকবালের রিসাসিটেশন কালীন একটা ভিডিও দেখলাম৷ নিথর একটা দেহ পড়ে আছে। মুখে নল দেয়া, বুকে কয়েকটা লিড দেয়া। জানা গেল তাকে ২২ মিনিট সিপিআর দেয়া লেগেছে,৩ বার ডিসি শক দেয়া লেগেছে। আর পর প্রাইমারি PCI করে হার্টে রিং বসিয়ে ১০০% ব্লক ক্লিয়ার করা হয়েছে। অবিশ্বাস্য ভাবে তামিম বেচে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তার দ্রুত সুস্থতা কামনা করি।

কিন্তু এদিকে একদল ক্যাচাল লাগিয়েছে যে তামিম আজ গরীব হলে বেচে ফিরত না,তার টাকা আছে জন্যই দ্রুত চিকিৎসা হইছে,ডাক্তাররা টাকার কাছে মানবিক ব্লা ব্লা...!

ধরি, গরীব তামিম বুকে ব্যথা নিয়ে কোনো সরকারি হাসপাতালে গেলেন। ইমারজেন্সিতে টিকেট কাটতে দীর্ঘ লাইন। টিকেট পাওয়ার পর ইমারজেন্সি ডাক্তারের রুমের সামনে দীর্ঘ লাইন। এখন রোগ নির্ণয়ে ইসিজি করতে ডাক্তার পাঠালেন কার্ডিয়াক ডিপার্টমেন্টে সিসিইউতে। যাত্রা পথে ট্রলির দাদু বা খালা বকশিশ চাইলেন। না দিলে ট্রলি পাওয়া যাবে না।

ইসিজি করে জানা গেল হার্ট এটাক। প্রাইমারি PCI করা লাগবে,কিছু টেস্ট করা লাগবে। কিন্তু গরীব তামিমের তো টাকা নাই। ভাগ্য ভালো সিসিইউতে সিট খালি আছে যা অধিকাংশ সময়ই খালি থাকে না রোগীর চাপে। এর উপর তামিমের সাথে আছে কিছু মাতব্বর আত্মীয়-স্বজন ওরফে দালাল। তাদের কথা- রিং ছাড়া ওষুধে কাজ হবে না?

একজন আবার জানালেন-এলাকা থেকে তামিমের বড় ভাই আসতেছে। উনি এসে ডিসিশন নিবে। তারা কিছু জানে না।

সময় কেটে যাচ্ছে........

ডাক্তাররাও নিজেদের হাতে এভেইএবল জিনিসপত্র দিয়ে তামিমকে বাচানোর চেষ্টা করতেছেন। কিন্তু না..... তামিমকে বাঁচানো গেল না।

এখন আমাকে বলেন- এখানে ডাক্তারের দোষ কোথায়?

ইমারজেন্সিতে এতো লম্বা লাইন কেন?
ডাক্তারের রুমের সামনে এতো লাইন কেন?
ইমারজেন্সিতে ইসিজি মেশিন নাই কেন?
ট্রলির দাদু-খালা বকশিশ চায় কেন?
হাসপাতালে হার্টের রিং সাপ্লাই নাই কেন?
সবার জন্য সব টেস্ট ফ্রি না কেন?

সব দোষ ডাক্তারের কারণ- সে এইসব ফেইস করে,নিধিরাম সর্দারের মতো নিজের যা কিছু আছে তাই নিয়েই চেষ্টা করে।
এর পর যদি রোগী মরে......
নিউজ হয়-

"ইঞ্জেকশন দিয়ে রোগী মেরে ফেলল ডাক্তার।
২২ মিনিট রোগীর বুক চেপে চেপে মেরে ফেললেন ডাক্তার।
বুক চাপতে চাপতে রোগীর বুকের হাড় ভেঙে ফেললেন ডাক্তার।
রোগীকে ভুল শক দিয়ে মেরে ফেললেন ডাক্তার।ইত্যাদি ইত্যাদি।"

এর পর কি?
হাসপাতাল ভাঙচুর।
ডাক্তারকে মারা।হয়রানি?

এই যে নাই নাই এর রাজ্য। এর জন্য দায়ী কে?
দায়ী আপনার সেই জনপ্রতিনিধি যাকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করেছেন,সেই মন্ত্রী যার সামনে দাড়ালে আপনি গলে যান,যার সাথে একটা ছবি তুলতে পারলে নিজেকে ধন্য মনে করেন।তাদের প্রশ্ন করেন-তারা কেন ওই সংসদে বসে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা করতে পারে নাই?

জনগণকে বলব- সঠিক জায়গায় প্রশ্ন করতে শেখেন। ভুল জায়গায় মাতব্বরি কইরেন না।

আর সাংঘাতিক সাংবাদিক ভাইদের বলব- মেডিকেলীয় কোনো বিষয় না বুঝলে অন্তত কোনো ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট এর কাছে আগে জেনে নিবেন। ভূল ভাল নিউজ করে জনগণ ও ডাক্তারের মাঝে বিভেদ সৃষ্টি করবেন না।ধন্যবাদ।

24/02/2025

যারা আমাদের কাছ থেকে সেবা নিয়েছেন তারা দয়া করে সেবার মান সম্পর্কে জানাবেন।

গত ১৯feb,2025 আমাদের বাসায় কিশোর গ্যাং ও কিছু খারাপ এলাকার ছেলে ও সন্ত্রাসীরা হামলা করে,,,বলে রাখি আমার বড় বোনের বাচ্চা ...
20/02/2025

গত ১৯feb,2025 আমাদের বাসায় কিশোর গ্যাং ও কিছু খারাপ এলাকার ছেলে ও সন্ত্রাসীরা হামলা করে,,,বলে রাখি আমার বড় বোনের বাচ্চা হওয়ার আমার আম্মু বাসায় ছিল না,বাসায় শুধু আমার ৯৮ বছরের বৃদ্ধা দাদি আর আমার আব্বু ছিল,আমাদের বাসার পিছনে বাগানে ডাব চুরি করতে আসে তারা দুইদিন আগেই তখন আমার আব্বু তাদের দেখে ফেলে, আমার আব্বু আসলে বুঝতে পারে নাই যে তারা বাসার অবস্থা বুঝতে এসেছে যে বাসায় কে কে আছে এবং হামলা করা যাবে নাকি। দুইদিন পর এসে তারা বাগানের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আগে আমার দাদিকে মেরে অজ্ঞান করে ফেলে পরে আমার বাবার ওপর হামলা করে আমার বাবার মাথা ফাটাই ফেলে আমার বাবার ওপর ছুরি দিয়ে আঘাত করতে যাবে এই সময় আমার বাবা জোরে চিল্লানি দিলে আশেপাশের মানুষ আসলে ওরা পালিয়ে যায়।আমি ও আমার ভাই মিলে আব্বুকে ইমার্জেন্সিতে নেই রাজশাহী মেডিকেল হাসপাতালের সেখান থেকে নিউরোসার্জারী ৮ নং ওয়ার্ডএ নিয়ে আব্বুর সামনে forehead আর পিছনে ফ্রন্টাল ও parietal region e deep cut injury তে ৮ টা stitches পরে।এই পুরা সময় আমার আব্বু পাগলের মতো করছিল কোনো কিছু বুঝছিল না traumatised হয়ে গেছিল পুরাই।
আমাদের মাথায় কাজ করছিল না কি করবো, আমরা রাজপাড়া থানাতে মামলাদায় করায় সাথে সাথে কিন্তু just মামলা লিখতে তারা রাত ১১ টা বাজায়,, আমরা মিনিমাম ১০ বার গেছি তাদের কোনো গুরুত্ব নেই এমন একটা ভাব,দেশের বিচার ব্যবস্থা কোন পযার্য়ের হলে দিন দুপুরে মানুষের বাড়িতে এমন হয়,,,সারাজীবন Facebook এ দেখছি বাট নিজের সাথে না হলে বোঝা যাই না আসলে কোথায় বাস করছি কোন দেশ এইটা কিসের স্বাধীন হলাম,,Where is the damn law of this country????????????????? এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি, তারা আামাদের বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে,, আজ আমার বাবা মারা গেলে কাল জানাযা করতে হতো হারাতাম আমরা আমার family,, এই দেশ এ যদি বিচার না হয় তাহলে এই ভাবেই মরতে হবে জেনে রাখা উচিত,,, কোথায় কেউ নেই হেল্প করার নিজেদের বাসাই ভয়ে থাকতে পারতেসি না,,,নিজের বাবার রক্ত মাথা নিথর দেহ নিয়ে যখন দৌড়াদৌড়ি করবেন বারবার vitals check করবেন যে বাবা বেচে আছে নাকি তার আগে কেও কিছু বুঝবেন না,আমিও বুঝিনি,,,।
সারাজীবন শুধু আফসোস করতে হবে এই দেশ এ আছি বলে,, থানায় যাওয়ার পর যখন দেখবেন কোনো পাও্ওা নাই আপনার কথার অসহায় কাকে বলে বুজবেন।। বারবার বলার পরও যখন আসামি আপনার সামনে মোড়ে বসে চা খাবে আর হাসবে অসহায় তখন লাগবে,, আমরা শুধু সারাজীবন চিল্লাবো Where is the damn law???? Where is the safety???

Dr.Khadiza khanam Mow
Rangpur Medical College
Session - 2016-17

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদা...
19/02/2025

স্যাবিকার্ড (ARNI) হার্ট ফেইলিওরের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীকে এই স্লিপ দিয়ে বাইরে কিনতে পাঠানো হয়েছে। ওষুধের দোকানদার দিয়ে দিয়েছে সোডিকার্ব। রোগীর রক্তে সোডিয়াম কম থাকলে এটি প্রেসক্রাইব করা হয়। অর্থাৎ দুটো একেবারেই ভিন্ন জাতের দুটো ওষুধ।

রোগীর ছেলে দোকানদারকে বলল, 'পাওয়ার' তো মেলে না। দিয়েছে ৫০ মিগ্রা, আপনি দিলেন ৬০০ মিগ্রা। ওষুধওয়ালা দারুণ একটা উত্তর দিয়েছে। বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৬০০ মিগ্রার বদলে ৫০ মিগ্রা লিখেছে। এই ওষুধ ৬০০ মিগ্রা ছাড়া হয় না। বেচারা আর কী করবে, সে ওষুধই নিয়ে এসেছে।

ওষুধটা আমাদের হাতে পড়াতে নাহয় পরিবর্তন করতে পাঠানো গেছে। ধরুন এই রোগীকে ছুটির কাগজে আমরা এই ওষুধটি লিখে দিয়েছি। আর রোগী প্রতিদিন সোডিকার্ব খেয়ে যাচ্ছে। কল্পনা করা যায়?

আজকেরই আরেক ঘটনা। রোগীকে আনতে দেওয়া হয়েছে Ancor (2.5 mg), রোগীকে দিয়ে দিয়েছে Fincor (10 mg)। রোগীকে বলেছে এই ওষুধ তো ২.৫ হয় না, ১০-ই হয়। অথচ একটা বিটা ব্লকার আরেকটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর এন্টাগনিস্ট।

এটা শুধু আজকের ঘটনা বললাম। এমন যে কতো ঘটনা...

এক রোগীকে হার্ট ফেইলিওরের জন্য এমপাগ্লিফলোজিন দেওয়া হয়েছে। দোকানদার জিজ্ঞেস করেছে, আপনার কি ডায়াবেটিস আছে? রোগী বললেন, না। দেখেন ডাক্তার আপনাকে ডায়াবেটিসের ওষুধ দিয়ে রেখেছে। রোগীদের ওষুধের দোকানদারদের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সে ঐ ওষুধ বন্ধই করে দিয়েছে। আর খায়নি। বারবার হসপিটালাইজেশান।

ঠিক একই ঘটনা বহুবার ঘটেছে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে। তাদেরকে মেটফরমিন দেওয়া হলে ওষুধের দোকানদাররা ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিয়েছে বলে ভয় দেখিয়ে দেয়।

মক্সাক্লাভ ৩৭৫ মিগ্রা দেওয়া হয়েছে। এটি এন্টিবায়োটিক। ৩৭৫ দেখে দোকানদার দিয়ে দিয়েছে জেনোল ৩৭৫। যা একটা শক্তিশালী ব্যথার ওষুধ। আর বলেছে, ডাক্তার ভুল করেছে। ভুল করে ৩ বেলা লিখেছে। এটা ২ বেলা খাওয়ার ওষুধ।

হাই প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে ব্লাড প্রেশার ১১০/৭০ মিমি মার্কারি। ফার্মেসিওয়ালা জিজ্ঞেস করেছে আপনি কি এখনও ওষুধ খান? হ্যাঁ। হায়হায় করে উঠেছে ফার্মেসিওয়ালা। এই প্রেশারে ওষুধ খেলে তো মরবেন মিয়া। ঐ দোকানওয়ালাকে কে বোঝাবে, অনেকদিন প্রেশারের ওষুধ খেয়েই বিপি কন্ট্রোলে আছে। সেই থেকে রোগীর ওষুধ বন্ধ। এরপর এসেছে ২২০/১২০ মিমি মার্কারি বিপি নিয়ে।

এক বাচ্চার এক দিনের ডায়রিয়া। বিশ্বাস করবেন কি-না জানি না, ফার্মেসিওয়ালা গুনে গুনে ৫টি এন্টিবায়োটিক দিয়েছে। নিজের সামান্য লাভের জন্য শিশুটার ক্ষতি করতে এদের একটুও হাত কাঁপে না।

কিছু ফার্মেসিওয়ালা সন্ত্রাসের চেয়েও বড়ো অপরাধ করে। এরা সঙ্গোপনে নিজেদের মূর্খতা, অসভ্যতা ও লকলকে লোভের জন্য রোগীর যে কতো বড়ো ক্ষতি করে চিন্তাই করা যায় না। এদেরকে প্রতিহত না করা গেলে জনগণ নীরবে ধুঁকতেই হবে। রোগীর বড়ো বড়ো ক্ষতি হতেই থাকবে।

“Vane Pain” কি জিনিস ? তার চেয়েও বড় কথা এই স্বনামধন্য প্যারামেডিক কিছু সস্তা কোম্পানির ওষুধ পুশ করে রোগীর Creatinine খ...
18/02/2025

“Vane Pain” কি জিনিস ? তার চেয়েও বড় কথা এই স্বনামধন্য প্যারামেডিক কিছু সস্তা কোম্পানির ওষুধ পুশ করে রোগীর Creatinine খারাপ করে শেষ বেলায় রেফার করেছে। এরপরও উনি এলাকায় দেবতুল্য ডাক্তার
SMC: 14-15

দয়াকরে কেউ বলবেন কি? কামাল সাহেবের Chief complain কি? Accidently surgery ব্যাপার টা আসলে কি? কেউ কি Accidentally surgery...
18/02/2025

দয়াকরে কেউ বলবেন কি? কামাল সাহেবের Chief complain কি?
Accidently surgery ব্যাপার টা আসলে কি? কেউ কি Accidentally surgery করে ফেলছে?
আর Adina আবার কোন রোগ? নতুন কিছু মেডিকেল সাইন্সে আবার আসলো কিনা?
এই প্রফেসর সাহেব আবার Feropen এর মতো Antibiotics ৩ বেলা করে দিছে এই অতিপ্রাকৃত রোগের জন্য।যেটা দেয়ার কোন এখতিয়ারে নাই।
যাই হোক পৃথিবীতে এই প্রথম দেখলাম নামের আগে চিকিৎসক ,আর নামের শেষে কবিরাজ। আল্লাহ! তুমি আর কত কি দেখাবে? স্যান্ডো সার্জনের পর দেখলাম চিকিৎসক কবিরাজ। এই DMF বগুড়া Health complex এ প্রতারণা করে আসছে।পরিচয় দিয়ে দিলাম। নাইলে অনেকেই এসে চিল্লাবে এইটা নাকি DMF না।

11/02/2025

কিছু গুরুত্বপূর্ণ কথা সবাই শুনবেন এবং শেয়ার করবেন।

11/02/2025
🍀উপজেলা কথন 🍀💔বাপ্পা রাজ সিন্ড্রোম💔চাচা হেনা কোথায়??আর বাড়িঘর এত সাজানো কেনো??চাচা: হেনার তো বিয়ে হয়ে গেছেনা আ আ আ আ, এ ...
11/02/2025

🍀উপজেলা কথন 🍀

💔বাপ্পা রাজ সিন্ড্রোম💔

চাচা হেনা কোথায়??
আর বাড়িঘর এত সাজানো কেনো??

চাচা: হেনার তো বিয়ে হয়ে গেছে

না আ আ আ আ,
এ আমি বিশ্বাস করিনা....
বলার পর বাপ্পা রাজ হয়েছিলো
মনে মৃত, বাস্তবে জীবিত

🌼তেমনি দেখা পেয়েছিলাম এক রোগীর

রোগী জীবিত অথচ ইসিজি তে মৃত

রোগীর বুকে ব্যাথা অত:পর

লিড বসিয়ে ইসিজি চালু করতেই মেশিনে ভেসে উঠলো "ইসিজির সরল রেখা"

আর ইসিজি র সরল রেখা মানে রোগী মৃত,
অথচ রোগী দিব্যি বেচেঁ আছে....

এটা হলো 💔বাপ্পারাজ সিন্ড্রোম💔

আলো
MBBS,BCS,MD(Paediatrics)
আজীবনের মেডিকেল অফিসার

দুপুর ৩.৩০মিনিট
১০/২/২৫

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Doctor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category