20/02/2025
গত ১৯feb,2025 আমাদের বাসায় কিশোর গ্যাং ও কিছু খারাপ এলাকার ছেলে ও সন্ত্রাসীরা হামলা করে,,,বলে রাখি আমার বড় বোনের বাচ্চা হওয়ার আমার আম্মু বাসায় ছিল না,বাসায় শুধু আমার ৯৮ বছরের বৃদ্ধা দাদি আর আমার আব্বু ছিল,আমাদের বাসার পিছনে বাগানে ডাব চুরি করতে আসে তারা দুইদিন আগেই তখন আমার আব্বু তাদের দেখে ফেলে, আমার আব্বু আসলে বুঝতে পারে নাই যে তারা বাসার অবস্থা বুঝতে এসেছে যে বাসায় কে কে আছে এবং হামলা করা যাবে নাকি। দুইদিন পর এসে তারা বাগানের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আগে আমার দাদিকে মেরে অজ্ঞান করে ফেলে পরে আমার বাবার ওপর হামলা করে আমার বাবার মাথা ফাটাই ফেলে আমার বাবার ওপর ছুরি দিয়ে আঘাত করতে যাবে এই সময় আমার বাবা জোরে চিল্লানি দিলে আশেপাশের মানুষ আসলে ওরা পালিয়ে যায়।আমি ও আমার ভাই মিলে আব্বুকে ইমার্জেন্সিতে নেই রাজশাহী মেডিকেল হাসপাতালের সেখান থেকে নিউরোসার্জারী ৮ নং ওয়ার্ডএ নিয়ে আব্বুর সামনে forehead আর পিছনে ফ্রন্টাল ও parietal region e deep cut injury তে ৮ টা stitches পরে।এই পুরা সময় আমার আব্বু পাগলের মতো করছিল কোনো কিছু বুঝছিল না traumatised হয়ে গেছিল পুরাই।
আমাদের মাথায় কাজ করছিল না কি করবো, আমরা রাজপাড়া থানাতে মামলাদায় করায় সাথে সাথে কিন্তু just মামলা লিখতে তারা রাত ১১ টা বাজায়,, আমরা মিনিমাম ১০ বার গেছি তাদের কোনো গুরুত্ব নেই এমন একটা ভাব,দেশের বিচার ব্যবস্থা কোন পযার্য়ের হলে দিন দুপুরে মানুষের বাড়িতে এমন হয়,,,সারাজীবন Facebook এ দেখছি বাট নিজের সাথে না হলে বোঝা যাই না আসলে কোথায় বাস করছি কোন দেশ এইটা কিসের স্বাধীন হলাম,,Where is the damn law of this country????????????????? এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি, তারা আামাদের বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে,, আজ আমার বাবা মারা গেলে কাল জানাযা করতে হতো হারাতাম আমরা আমার family,, এই দেশ এ যদি বিচার না হয় তাহলে এই ভাবেই মরতে হবে জেনে রাখা উচিত,,, কোথায় কেউ নেই হেল্প করার নিজেদের বাসাই ভয়ে থাকতে পারতেসি না,,,নিজের বাবার রক্ত মাথা নিথর দেহ নিয়ে যখন দৌড়াদৌড়ি করবেন বারবার vitals check করবেন যে বাবা বেচে আছে নাকি তার আগে কেও কিছু বুঝবেন না,আমিও বুঝিনি,,,।
সারাজীবন শুধু আফসোস করতে হবে এই দেশ এ আছি বলে,, থানায় যাওয়ার পর যখন দেখবেন কোনো পাও্ওা নাই আপনার কথার অসহায় কাকে বলে বুজবেন।। বারবার বলার পরও যখন আসামি আপনার সামনে মোড়ে বসে চা খাবে আর হাসবে অসহায় তখন লাগবে,, আমরা শুধু সারাজীবন চিল্লাবো Where is the damn law???? Where is the safety???
Dr.Khadiza khanam Mow
Rangpur Medical College
Session - 2016-17