16/03/2025
যেকোন একটা Medical Equipment বাংলাদেশে তৈরি করে বাজারে সাপ্লাই দেয়া এবং তা স্মুথলি রানিং বা একটিভ রাখা যথেষ্ঠ কষ্ঠসাধ্য বিষয়।
আর যদি competitors India হয়, তাহলে তো বলাই বাহুল্য! প্রথম আঘাত আসে দাম কমিয়ে দিয়ে, যাতে বাংলাদেশী পন্য কোনভাবেই বাজারে দাঁড়াতে না পারে।
তারপর চলে Bad Marketing ও প্রপাগান্ডা। এমনও শুনেছি রোগী নাকি চেয়ার টেবিল ভেঙে ফ্লোরে পড়ে গেছে! যা মোটেই সত্যি নয় বরং হাস্যকর!
তবুও আমরা অনেক প্রতিকুলতার মধ্যদিয়ে এগিয়ে চলেছি। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সমস্ত খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞদের যাঁরা প্রথমেই বিনা দ্বিধায় আমাদের প্রতি আস্থা রেখেছেন, প্রথমে কিছুটা কষ্ট মেনে নিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আমরাও উনাদের পরামর্শমতে product quality, finishing আরো উন্নত করার আপ্রাণ চেষ্টা করেছি। এখন পর্যন্ত করে যাচ্ছি।
গত দুই যুগ Bangladesh Ophthalmic Market এর সাথে জড়িত আছি। যদি Trading business আর সরকারি কিছু কাজ করতাম হয়ত অনেক টাকা ইনকাম করা যেত!
কিন্তু সত্যি বলতে কি, বাংলাদেশের জন্য কিছু করতে চেয়েছি জন্যই, জেনে বুঝেই মোটামুটি ভাল পজিশনের চাকুরি ছেড়ে দিয়ে ২০১৪ সাল থেকে শুরু করি Innovation and Manufacturing business.
আমাদের প্রথম তৈরী Product হলো PC Digital Vision Chart. যেটা এখন Bangladesh এ Brand Leader.
Indian টার দাম ছিল আশি/ পঁচাশি হাজার টাকা আর আমরা বিক্রি করেছি এবং এখনো করি প্রায় অর্ধেক দামে। দিনশেষে তো বাংলাদেশেরই লাভ।
আলহামদুলিল্লাহ! বিগত বছর গুলোতে বিক্রিতে সংখ্যার দিক থেকে Ophthalmic Refraction Unit, Ophthalmic Operation Table, PC Digital Vision Chart সবচেয়ে বেশি আমরাই বিক্রয় করেছি। এটাই আমাদের ভালোলাগা আর সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আমাদের সন্মানিত ব্যবহারকারী ও ক্লায়েন্টগন সাথে থাকলে আমরা বাংলাদেশ অফথালমিকস ফিল্ডে আরো কিছু কাজ করার ইচ্ছা পোষণ করছি।
উপলব্ধিঃ বাংলাদেশে তৈরী মেডিকেল পন্য ব্যবহারে বেশিরভাগ কাষ্টমারের আগ্রহ আছে, তবে সন্দিহান থাকেন শুধুমাত্র বিক্রয়োত্তর সেবা নিয়ে। আর এটাই আমাদের পুঁজি, দক্ষ ইন্জিনিয়ার টিম এজন্য সর্বদা নিয়োজিত আছে।
Our Slogan:
Representing Bangladesh
Because all are made in Bangladesh.
Optosi Ophthalmic Refraction Unit,
Optosi OT Table,
Optosi Motorized Table &
PC Digital Vision Chart are Available
Thank you.
Md. Mohidul Islam
Managing Director, Optosi Limited &
Proprietor, Prime Class Ophthalmics
Contact: 01712-539083 (WhatsApp)