Health Services Zone

Health Services Zone সুস্থতা আল্লাহ তায়ালা সবচেয়ে বড় নেয়ামত

12/09/2025

""আমি সবসময় আল্লাহর কাছে একটি জিনিস থেকে আশ্রয় চাই!
আর সেটি হলো-নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা! একটু হলেও অন্যদের ওপরে ভাবা!
কারণ আমি জানি, এটাই শয়তানের প্রথম ও সবচেয়ে বড় পাপ ছিলো!
*সে এটাই দাবি করেছিলো যে আমি আদমের চেয়ে উত্তম।
আর এই অহংকারের কারণে তাকে আল্লাহর দরজা থেকে চিরতরে বঞ্চিত করেছেন!
*আজ যখন কারো একটু ফ্যান-ফলোয়ার হয়!
তখন তার চারপাশে শুধু বাহবা দেওয়ার মতো লোক থাকে!
ঠিক তখনই শয়তান সেই প্রশংসার ভিতর দিয়েই আস্তে আস্তে আত্মাকে ঘিরে ফেলে!
সে ফিসফিস করে বলে,
*তুমি একটু ব্যতিক্রম, তুমি সেরা, তুমি সবার চাইতে আলাদা**
ঠিক তখন আমাদের মনে অহংকার গেঁথে দেয়!
আর আমরা সেটা বুঝতেই পারি না-
আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি!
আমি আল্লাহর কাছে বলি🤲
*হে আমার প্রতিপালক! আমাকে অহংকার থেকে রক্ষা করো(আমিন)
আমার হৃদয়কে বিনয়ী করো! আমার অন্তরকে নম্র করো,
তোমার সামনে আমি ধুলার চেয়েও তুচ্ছ*
*তুমি ছাড়া আমি কিছুই নই*
*তুমি ছাড়া আমার কোনো এলাহ নাই*
প্রিয় মানুষজন,
আমার আচরণে, কথায়. চোখে-মুখে বা কোনোভাবে
যদি কখনো অহংকারের ছাপ এসে থাকে!
যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি!
আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন!🙏
আমি প্রতিজ্ঞা করছি-
আমি কারো ওপরে না, আমি কারো নিচেও না*
আমি কেবল একজন বান্দা,
যে আল্লাহর করুণা ছাড়া এক কদমও চলতে পারেনা!
সব অহংকার, সব প্রশংসা, সব শ্রেষ্ঠত্ব,
শুধু আল্লাহরই প্রাপ্য
আমি তাঁরই দাস,
তাঁর দরবারেই আমি আমার সমস্ত অহংকার ভেঙে ফেলেছি!
আমার জন্য দোয়া করবেন-
যেন আমি সারা জীবন বিনয়ী, নম্রতা ও খাঁটি ইখলাসের সাথে পথ চলতে পারি!

*হে আমার রব চোখের এক পলক কিংবা তার চেয়েও অল্প সময়ে আপনার রহমত ও করুণা হতে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। (আমিন)🤲🤲🤲

29/12/2024
22/12/2024

কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন।

আসসালামু আলাইকুম,, দ্রু-ত বী-র্য পাত থেকে স্থা-য়ী ভা-বে স-মা-ধান নিন,, বিস্তারিত জানতে মেসেজ বক্সে ক্লিক করুন,,
21/11/2024

আসসালামু আলাইকুম,,
দ্রু-ত বী-র্য পাত থেকে স্থা-য়ী ভা-বে স-মা-ধান নিন,,
বিস্তারিত জানতে মেসেজ বক্সে ক্লিক করুন,,

আসসালামু আলাইকুম,, দ্রু-ত বী-র্য-পাত থেকে মু-ক্তি নিন স্থা-য়ী ভা-বে,,বিস্তারিত জানতে মেসেজ বক্সে ক্লিক করুন,,
17/11/2024

আসসালামু আলাইকুম,,
দ্রু-ত বী-র্য-পাত থেকে মু-ক্তি নিন স্থা-য়ী ভা-বে,,
বিস্তারিত জানতে মেসেজ বক্সে ক্লিক করুন,,

আসসালামু আলাইকুম,, দ্রু-ত বী-রয পাত নিয়ে ল-জ্জি-ত? ল-জ্জা নয় সচেতন হন। স্থা-য়ী ভা-বে স-মা-ধান নিন। বি-বা-হিত অ-বি-বা-হিত...
13/11/2024

আসসালামু আলাইকুম,,
দ্রু-ত বী-রয পাত নিয়ে ল-জ্জি-ত? ল-জ্জা নয় সচেতন হন। স্থা-য়ী ভা-বে স-মা-ধান নিন। বি-বা-হিত অ-বি-বা-হিত ভাই দের জন্য সুখবর।
বিস্তারিত জানতে মেসেজ বক্সে ক্লিক করুন,,

08/10/2024

যারা বোঝে না, ১৪০০ বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী, ভিন্নভাষী ব্যাক্তি, কি করে আজ শত শত কোটি হৃদয়ের স্পন্দন – তাদের কি করে বোঝাই আপনাকে কেন এতো ভালবাসি, ইয়া রাসুলাল্লাহ (সঃ)? যে মানুষটিকে কখনো দেখিনি, যার কন্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছনোর সৌভাগ্য কখনো হয়নি, কিভাবে বোঝাবো সে মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠলো?

ভাষায় কি করে প্রকাশ করি, আপনাকে কেন ভালবাসি ইয়া রাসুলুল্লাহ (সঃ)

08/10/2024

মুসলিম নামধারী অনেকেই আছে যারা বলে কুরআন,হাদিস বিশ্বাস করে শ্রদ্ধা করে, মানে।।কিন্তু কুরআন বা হাদিস থেকে দলিল দেয়া হয় তখন তারা মানতে চায় না, নিজের মন মতো সেটাকে ব্যাখ্যা করে কুরআন হাদিস কে প্রত্যাখান করে।।
এটা এক ধরনের মুনাফিকদের চরিত্র।। রাসূল(স)যেভাবে তার জীবনে আল্লাহর হুকুমে ইসলামের জন্য জি/হা/দ করেছে, যেভাবে ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে করেছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেটা এসব নামধারী মুসলিমরা খুব ভালোভাবেই বলে। আর বলে এগুলো এখন সম্ভব না, আগে একসময়ের জন্য ঠিক ছিল। আমি জানিনা রাসুলুল্লাহ সাঃ এখন জীবিত থাকলে এই নামধারী মুসলিমরা তারে ডাকাত, চরিত্রহীন, লোভী এগুলো বলতে দ্বিতীয়বার ভাবতো কিনা,তার উম্মত হতে চাইতো কিনা?এই ধরনের মুনাফিক অহরহ।এরা নিজেদেরকে রসুলের উম্মত দাবি করে। অথচ রাসুলের আদর্শ মন থেকে মানেনা এরা শুধু ইসলাম বলতে নামাজ, রোজা, হজার যাকাত কেই বুঝে।।
আর কিছু বোঝেনা।। কি করলে ঈমান নষ্ট হয়,কি করলে বেইমান হয় এই বোধ এদের নাই।অমুকে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত বাহ বেশ ভালো তাহলে। মনে হয় নামাজ পড়াটাই যেন পুরা ইসলাম। রাসুল (স)এর যুগে কেউ নামাজ পড়বে না এটা ভাবাই যেতো না। মুনাফিকরা জামাতে শরিক হয়ে নামাজ পড়তো।। আমাদের ঈমানের যে কি অবস্থা আমরা নিজেরাও জানিনা।। খালি নামাজ, রোজা , তসবীহ গুনে গেলাম অথস ঈমান আছে নাকি শেষ হয়ে গেছে সেই খেয়াল নাই। মনে রাইখেন ইমান ব্যতীত সকল নেক আমল ধ্বংস হয়ে যাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Services Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category