12/09/2025
""আমি সবসময় আল্লাহর কাছে একটি জিনিস থেকে আশ্রয় চাই!
আর সেটি হলো-নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা! একটু হলেও অন্যদের ওপরে ভাবা!
কারণ আমি জানি, এটাই শয়তানের প্রথম ও সবচেয়ে বড় পাপ ছিলো!
*সে এটাই দাবি করেছিলো যে আমি আদমের চেয়ে উত্তম।
আর এই অহংকারের কারণে তাকে আল্লাহর দরজা থেকে চিরতরে বঞ্চিত করেছেন!
*আজ যখন কারো একটু ফ্যান-ফলোয়ার হয়!
তখন তার চারপাশে শুধু বাহবা দেওয়ার মতো লোক থাকে!
ঠিক তখনই শয়তান সেই প্রশংসার ভিতর দিয়েই আস্তে আস্তে আত্মাকে ঘিরে ফেলে!
সে ফিসফিস করে বলে,
*তুমি একটু ব্যতিক্রম, তুমি সেরা, তুমি সবার চাইতে আলাদা**
ঠিক তখন আমাদের মনে অহংকার গেঁথে দেয়!
আর আমরা সেটা বুঝতেই পারি না-
আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি!
আমি আল্লাহর কাছে বলি🤲
*হে আমার প্রতিপালক! আমাকে অহংকার থেকে রক্ষা করো(আমিন)
আমার হৃদয়কে বিনয়ী করো! আমার অন্তরকে নম্র করো,
তোমার সামনে আমি ধুলার চেয়েও তুচ্ছ*
*তুমি ছাড়া আমি কিছুই নই*
*তুমি ছাড়া আমার কোনো এলাহ নাই*
প্রিয় মানুষজন,
আমার আচরণে, কথায়. চোখে-মুখে বা কোনোভাবে
যদি কখনো অহংকারের ছাপ এসে থাকে!
যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি!
আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন!🙏
আমি প্রতিজ্ঞা করছি-
আমি কারো ওপরে না, আমি কারো নিচেও না*
আমি কেবল একজন বান্দা,
যে আল্লাহর করুণা ছাড়া এক কদমও চলতে পারেনা!
সব অহংকার, সব প্রশংসা, সব শ্রেষ্ঠত্ব,
শুধু আল্লাহরই প্রাপ্য
আমি তাঁরই দাস,
তাঁর দরবারেই আমি আমার সমস্ত অহংকার ভেঙে ফেলেছি!
আমার জন্য দোয়া করবেন-
যেন আমি সারা জীবন বিনয়ী, নম্রতা ও খাঁটি ইখলাসের সাথে পথ চলতে পারি!
*হে আমার রব চোখের এক পলক কিংবা তার চেয়েও অল্প সময়ে আপনার রহমত ও করুণা হতে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। (আমিন)🤲🤲🤲