29/09/2024
আমি কোন দলকে চিরস্থায়ী সাপোর্ট করিনা। সময়, পরিবেশ ও পরিস্থিতে, যেই দল ইসলাম এবং দেশের পক্ষে থাকবে। আমি ওই মুহূর্ত আমার জীবনের সমস্ত শক্তি ও রক্ত দিয়ে, জীবন দিতে প্রস্তুত আছি, ইনশা আল্লাহ। এর কারণ, যেমন বর্তমানে আমার জামায়াত শিবিরকে ভালো লাগে, এবং আমি তাঁদের একজন কর্মী হয়ে গেলাম। পরবর্তী তাঁদের ব্যাক্তিগত কোন কর্মীর কারণে নয়, সাংঘঠনিক কারণে, জামায়াতের উপর আমার ভালো লাগা উঠে গেলো। এখন আমি এই দলে থাকবোনা, কিন্তু আমরা কি করি, আমরা দলের ভালো কিছু দেখে সাপোর্ট শুরু করলাম। কিন্তু একটা সময় দল অন্যায় করতেছে, তারপরেও আমরা অন্ধের মতো ওই দলকে সাপোর্ট দিয়ে যাবো, এটা কেমন কথা। ওই দলের পক্ষে অন্যায় চোখে দেখেও দলের পক্ষে কিভাবে কথা বলি, তাহলে এটা অন্ধ বিস্বাস না?
দল থেকে টাকা খাওয়ার জন্য দল করবোনা। দল করবো দলের আদর্শ কে ভালোবেশে, ইসলাম এবং দেশের জন্য দল করবো। ইনশা আল্লাহ
আর আমার কিছু ব্যাক্তিগত কথা,
আমার চাইতে ভালো কেউ এই বেপারে বুজাইতে পারলে, আমি আন্তরিকভাবে তার কথা গুলো গ্রহণ করবো। উগ্রতার সহিত কেউ মন্তব্যে করবেন না, বদ্রতা বজায় রাখুন।