Chamber of BCS

Chamber of BCS BCS Preli, Written & Viva Aid

আজকের ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। কে কেমন দিলেন?
30/07/2025

আজকের ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। কে কেমন দিলেন?

25/07/2025

BCS Written (General) Time Management Strategy:

অনেকেই আমার কাছে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন।৪৬তম বিসিএস লিখিত (জেনারেল) টাইম ম্যানেজমেন্ট কেমন হতে পারে... (আপকামিং বিসিএস প্রার্থীরাও দেখতে পারেন)

🌻🌻বাংলা🌻🌻
১.ব্যাকরণ-৩৫-৪০ মিনিট
২.ভাব-সম্প্রসারণ -১৮-২০ মিনিট
৩.সারাংশ/সারমর্ম-১০-১২মিনিট
৪.সাহিত্য-৪০-৪৫ মিনিট
৫.অনুবাদ-১২-১৩মিনিট
৬.কাল্পনিক সংলাপ-১৪-১৫মিনিট
৭.পত্র/দরখাস্ত-১৪-১৫মিনিট
৮.গ্রন্থ সমালোচনা-১৭-১৮মিনিট
৯.রচনা-৫৫-৬০মিনিট

🌻🌻ইংরেজি🌻🌻
1.Thematic Questions-45-50mins (sometimes it kills more than 1hr + time, so be careful about it.)
2.Grammar-35-37 mins
3.Summary-14-15 mins
4.Letter to Editor-17-18mins
5.Essay-55-60mins
6.E to B Translation-22-23 mins
7.B to E Translation -22-23 mins
✅Essay সবার শেষে লেখার চেষ্টা করবেন।ভালো করে দেখে নিবেন ১টা নাকি ২টা উত্তর করতে হবে। (৪৫তম তে অনেকেই বুঝেনি ২টি essay উত্তর করতে হবে ⚠️⚠️)
✅Thematic question paraphrasing / objective style এ লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
✅Sentence এর ক্ষেত্রে simple /complex /compound যে কোনোটাতে লিখতে পারবেন।আর ৪৫ এর মতো ম্যানশন করা থাকলে ঐভাবেই লিখতে হবে।

🌻🌻বাংলাদেশ বিষয়াবলি🌻🌻
এখানে মার্কস অনুসারে সময় ভাগ করা খুব টাফ বিষয়, কারণ এমন কিছু প্রশ্ন থাকবে অনেক সুন্দর করে লিখা যায়। আবার কিছু প্রশ্ন থাকে ১০মার্কসের জন্য ১-১.৫পেইজ লেখার মতো পুঁজি থাকে না 😑😑
আর,এখানে সময় ভাগ করতে গেলে নিম্নরূপ হয়:
⏭️৫মার্কসের জন্য ৬মিনিট
⏭️১০মার্কসের জন্য ১২ মিনিট
⏭️২০ মার্কসের জন্য ২৪মিনিট।
সুতরাং আমি বলবো পারা না পারা প্রশ্ন বুঝে এখানে সময় সাজিয়ে নিবেন। যেমন: ৪৪তম বিসিএস-এ আমার ৬-৭টা ২০মার্কসের প্রশ্ন কমন পড়েছিলো (প্রায় ১৩৫-১৪০ মার্কস)। আমি ঐগুলোতে সময় একটু বেশি দিয়েছিলাম, বাকি গুলোতে কম দিয়ে বানিয়ে যা পারছি লিখে আসছি।
বাংলাদেশ বিষয়াবলিতে আপনাকে বানিয়ে লিখতেই হবে, কারণ ৬০-৭০% এর বেশি কমন পাওয়া যায় না বললেই চলে।
উপযুক্ত ম্যাপ,ডাটা দেওয়ার মতো সুযোগ থাকলে অবশ্যই দিবেন,এতে নাম্বার ভালো আশার চান্স বাড়ে।

🌻🌻আন্তর্জাতিক বিষয়াবলি🌻🌻
১.কনসেপচুয়াল-৭৫-৮০ মিনিট
২.ইম্পেরিকাল-প্রতিটি ২৩-২৪ মিনিট করে
৩.প্রবলেম সলভিং-২২-২৩ মিনিট
এখানেও আপনাকে বানিয়ে লিখতে হবে, তবে সম্প্রতিক অংশ থেকে বেশি প্রশ্ন আসে। তাই আপ টু ডেট থাকা জরুরি। ভালো মার্কস পাওয়ার জন্য ম্যাপ এবং কালার পেন (নীল কালি) ইউজ করতে পারেন।
কনসেপচুয়াল সাবধানে লিখবেন,কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হাবিজাবি লিখে মার্কস তেমন পাবেন না। ৪১ তম বিসিএসে শ্যাডো প্যানডেমিক এসেছিলো, বানিয়ে যা লিখেছি নিশ্চিত শূন্য পাবো (উল্টা মার্কস মাইনাস করে দিছে কিনা কি জানি 😃)

🌻🌻গাণিতিক যুক্তি🌻🌻
২ ঘন্টায় ৫০ মার্কসের গণিত আরামসে উত্তর করা যায়।তবে কমন না পড়লে বা না পারলে ২ঘন্টা কেনো ২০ ঘন্টা দিলেও গণিত মিলাইতে পারবেন না। সুতরাং এখানে টাইম নিয়ে টেনশনের কিছু নাই। বেসিক ক্লিয়ার থাকলে এবং মাথা ঠান্ডা রাখলে ভালো উত্তর করা সম্ভব।
⏭️ম্যাথ না মিললে বারংবার ট্রাই করবেন না, কারণ মাথা গরম করলে বাকি ম্যাথ গুলাও মিলাইতে পারবেন না,সহজ গুলাও তখন কঠিন মনে হবে। সুতরাং১/২বার ট্রাই করার পর না পারলে পরের ম্যাথে চলে যাবেন।
⏭️মুদি দোকানে ব্যবহার করে এমন নরমাল ক্যালকুলেটর নিয়ে যাবেন। (মানসিক দক্ষতার আগে ঐ ক্যালকুলেটর ইনভিজিলেটর জমা নিয়ে নিবে অথবা রুমের বাহিরে রেখে আসতে বলবে)
⏭️কোনো লাইন ভুল হলে কচুকাটা না করে একটানে কেটে দিবেন। কচুকাটা করলে দৃষ্টিকটু লাগে।
⏭️জ্যামিতির চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন।

🌻🌻মানসিক দক্ষতা🌻🌻
এখানে ৫০ মার্কসের জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকে। প্রিলির মতোই এমসিকিউ টাইপ প্রশ্ন হয়। এখানে চিত্র সংক্রান্ত, কাউন্টিং ফিগার বা জটিল ক্যালকুলেশন থাকলে এইগুলো স্কিপ করে প্রথমে সহজগুলো উত্তর করে ফেলবেন, তারপর হাতে যথেষ্ট সময় নিয়ে বাকিগুলো উত্তর করবেন।একদমই না পারলে স্কিপ করুন,আন্দাজে ভুল দাগাবেন না।
⚠️⚠️বৃত্ত ভরাটে সতর্ক থাকবেন যেনো ৪০ দাগাতে গিয়ে ৪১ দাগিয়ে না ফেলেন। কিংবা 'খ' দাগাতে গিয়ে 'গ' যেনো না দাগান। রেজিষ্ট্রেশন নম্বর পূরণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন।

🌻🌻সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি🌻🌻
এখানে লিখে শেষ করাই চ্যালেঞ্জিং হয়ে যায়,কারণ বিজ্ঞান বিষয়ে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে।
বিজ্ঞান, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল যে পার্টটি আপনার কাছে সহজ মনে হবে ঐটি দিয়ে শুরু করতে পারেন। যেমন:আমি ৪৪তম তে শুরুতে ইলেক্ট্রিক্যাল দিয়েছি,তারপর কম্পিউটার, সবার শেষে বিজ্ঞান লিখেছি।
তবে সময় বিভাজনের ক্ষেত্রে,
বিজ্ঞান অংশের জন্য-১ ঘন্টা ৪০মিনিট
কম্পিউটার -৫০-৫৫মিনিট
ইলেকট্রিক্যাল-২০-২৫মিনিট

🌻🌻কিছু নির্দেশনা🌻🌻
✅কালার পেন ইউজ করতে সময় বেশি লাগলে কালার পেন ইউজ করবেন না।
✅খাতায় যথাসম্ভব কাটাকাটি কম করবেন।
✅ইংরেজি Complex / Compound Sentence লিখতে গিয়ে ভুল করার চেয়ে প্রয়োজনে simple sentence লিখুন।কিন্তু ভুল যেনো না হয়/একদম কম হয়।
✅অযথা জায়গায় জায়গায় কোটেশন বা ডাটা দিবেন না, মনে রাখবেন ডাটা বা কোটেশনের চেয়ে ভিতরের লিখার মান ভালো হলে ডাটা / কোটেশন ছাড়াই ভালো নম্বর পাবেন।
✅বিজ্ঞানে চিত্রসহ উত্তর চাইলে চিত্র পেন্সিল দিয়ে আঁকবেন, লেভেলিং করবেন, চিত্রের নিচে নাম দিবেন।
✅রচনা ১৫-২০ পেইজ লিখতে হবে এমন ধারণা থেকে বের হয়ে, গুছিয়ে ভালোভাবে উপস্থাপন করে ১০-১২ পেইজ লিখলেও অনেক ভালো নম্বর পাবেন (আমি কখনো ১২-১৩ পেইজের বেশি লিখতে পারিনি 😑)
তেমনিভাবে ভাব-সম্প্রসারণও গুছিয়ে ২.৫-৩পেইজ লিখুন, মোর দেন এনাফ।।।
✅বাংলা এবং ইংরেজি এই ২টি বিষয়ে বানানের দিকে খেয়াল রাখবেন।
✅English Letter to editor, বাংলায় পত্র / দরখাস্ত এইসবের ফরমেট ঠিক রেখে লিখবেন।
✅সম্ভব হলে প্রতিটি প্রশ্নের শুরুতে ভূমিকা সূচক কিছু লিখুন এবং শেষে উপসংহার সূচক কিছু লিখুন। এতে করে আপনার খাতা অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা দেখাবে।
✅সর্বোপরি,সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করুন,উনাকে স্মরণ করে পরীক্ষার খাতায় লিখা শুরু করুন।আশা করি আপনার পরিশ্রমের মূল্য কোনোনা কোনোভাবে উনি আপনাকে দিবেন।

শুভেচ্ছান্তে
সুশান্ত চন্দ্র সেন
বিসিএস(প্রশাসন) সুপারিশপ্রাপ্ত,৪৪তম বিসিএস
সিনিয়র অফিসার,বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বর্তমানে কর্মরত)

25/07/2025

ইংরেজি : বিষয়ভিত্তিক ১০০ মার্কস
৪৯তম বিশেষ বিসিএস (সা. শিক্ষা)

৪৯তম বিশেষ বিসিএসে "ইংরেজি" বিষয়ভিত্তিক সিলেবাস অ্যানালাইসিস নিয়ে আলোচনা করে যা পেলাম- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স ও মাস্টার্সের সিলেবাস থেকে কিছু কিছু সাহিত্য নিয়ে এই সিলেবাস তৈরি করা হয়েছে। যেহেতু এটার প্রস্তুতির জন্য বাজারে কোনো বই নেই, তাই অনার্স ও মাস্টার্সের বই থেকে পড়ে নিতে হবে। এজন্য কোথা থেকে কি পড়বেন তা দেখে নিতে পারেন..........

ENGLISH (Post Related)
Total Marks - 100

⊕⊕⊕> Part 01 : 50 Marks Part 02 : 50 Marks

23/07/2025

৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।

20/07/2025

৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ।

কমেন্টে,,,

24/03/2025

৮ ই মে থেকে ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু।

শুভকামনা সবার জন্য।

আজকে অনুষ্ঠিত পল্লী বিদ্যুতের পরীক্ষার বাংলা অংশের সমাধান। কার্টেসি: অগ্রদূত বাংলা
07/02/2025

আজকে অনুষ্ঠিত পল্লী বিদ্যুতের পরীক্ষার বাংলা অংশের সমাধান।

কার্টেসি: অগ্রদূত বাংলা

বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ে আমার চার বছরের অভিজ্ঞতালব্ধ সারমর্ম তুলে ধরছি এই পোস্টে। প্রত্যেক ক্যাডারেরই আর্সেনালেই নিজস...
14/12/2024

বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ে আমার চার বছরের অভিজ্ঞতালব্ধ সারমর্ম তুলে ধরছি এই পোস্টে। প্রত্যেক ক্যাডারেরই আর্সেনালেই নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে; কারোরটা হুবহু ফলো করে কেউ ক্যাডার হবে না। অনেকরকম কৌশল পড়ে নিজের মত প্ল্যান বানাবেন, এটাই এই পোস্টের উদ্দেশ্য।

আমার অনুসরণকৃত বুকলিস্ট:

বাংলা: সাহিত্য+ব্যাকরণ: (শীকর প্রকাশনীর বই), বাকিটা ইন্টারনেট থেকে চর্চা।

ইংরেজি: নির্দিষ্ট কোন বই পড়িনি; নিয়মিত ইংরেজি পত্রিকার কলাম ভাবানুবাদ’ করা শিখতে হবে+ ফ্রি-হ্যান্ড রচনা লেখার অভ্যাস করতে হবে+ বিভিন্ন ফরম্যাট ইন্টারনেট থেকে অনুসরণকৃত।

গণিত+মানসিক দক্ষতা: ওরাকল লিখিত গণিত+ প্রিলির বইসমূহ+ এসএসসির পূর্বতন শিক্ষাক্রমের গণিত বই + উচ্চতর গণিতের সিলেবাসের নির্দিষ্ট কিছু অধ্যায় (অবশ্যই লিখিত পরীক্ষার বিগত প্রশ্নাবলী এবং বোর্ড বইয়ের অধ্যায়গুলোর উদাহরণ ভালোভাবে দেখতে হবে)

বাংলাদেশ বিষয়াবলি: ইউনিক প্রকাশনীর বই + অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রয়োজনীয় অংশ+ পত্রিকা পড়তে হবে দৈনিক।

আন্তর্জাতিক বিষয়াবলি: কনসেপচুয়াল+ইমপিরিকাল ইস্যুর জন্য কনফিডেন্স প্রকাশনীর আতিক স্যারের বই এবং ‘এনাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স’- মিরাজ আলী (খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা আছে অনেক টার্ম+ যেগুলো অর্থ বুঝতে সমস্যা হয় তার জন্য Investopedia/Wikipedia থেকে নোট করে নিতে হবে)

বিজ্ঞান: এস্যুরেন্স প্রকাশনী+ ইলেক্ট্রিকাল অংশ উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান বই থেকে পড়েছিলাম।

আরো কিছু কথা:

- প্রচুর, প্রচুর, এবং প্রচুর হাতের লেখার চর্চা করতে হবে। কথাটার মর্ম পরীক্ষার হলে বুঝতে পারবেন। এমন প্রশ্ন কমই পাবেন যেগুলোর উত্তর একেবারেই অজানা: কিন্তু যা জানেন, তা যদি সময়ের অভাবে খাতায় লিখে না আসতে পারেন, তাহলে ঐ কষ্ট করা না করা সমান হবে। তাই খুব খেয়াল এই বিষয়টা।

- ডাটা-ফাটা নিয়ে অপ্রয়োজনীয়ভাবে মাথা জ্যাম করার কোন দরকার নাই। ডাটা হলো তরকারিতে মসলার মতো, অল্পই ভাল। তরকারির চেয়ে মসলা যেন বেশি না হয়ে যায়। গুরুত্বপূর্ণ টপিক অনুযায়ী ইন্টারনেট থেকে সংগৃহীত সহজ-সুন্দর কিছু কোটেশন, অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রাসঙ্গিক কিছু ডাটা ঠিকঠাক প্রয়োগ করতে পারলেই যথেষ্ট হবে।

- গৎবাঁধা লেখা পড়তেও কষ্ট, মার্কিং করতেও কষ্ট। তাই আপনার লেখা যদি আমার মতো স্লো হয়ে থাকে, আপনি সেক্ষেত্রে উত্তর যথাসম্ভব পয়েন্ট করে লিখবেন, সাইডে ছোট করে ম্যাপ আঁকিয়ে দিতে পারেন বা ছক আকারে ডাটা জুড়ে দিতে পারেন। উক্তি লিখতে নীলকালি ব্যবহার করলে ভালো হবে।

- যেকোনো প্রশ্নের উত্তর চেষ্টা করবেন তিনভাগে লিখতে। (সূচনা, ব্যাখ্যা, উপসংহার- এইভাবে; টাইটেল উল্লেখ করতে হবেনা। সূচনার স্থানে হয়তো একলাইনে মূলভাবটা তুলে ধরলেন, মাঝে বিশদ ব্যাখ্যা করলেন, অতঃপর উপসংহারে একলাইনে আপনার মতামত দিলেন। তিন প্যারার মাঝে একলাইন করে গ্যাপ থাকবে।)

- গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক একটা নোটখাতা বানান। যেমন: ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং বাংলাদেশ/ জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ/ বর্তমানের চ্যালেঞ্জিং সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নে বাংলাদেশের করণীয় ইত্যাদি। এই ধরনের টপিকের ক্ষেত্রে চারটা মূল পার্ট নোট করবেন-

১। বিষয়টির ইতিহাস
২। এই থেকে দেশের কী লাভ হচ্ছে/হবে
৩। এর উন্নয়নে এখনো কী কী চ্যালেঞ্জ রয়েছে
৪। চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সুপারিশসমূহ।

এইভাবে টপিকভিত্তিক নোট করা থাকলে, একই পড়া একাধিক সাবজেক্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। টপিক যথাসম্ভব সংক্ষিপ্ত এবং পয়েন্টভিত্তিক রাখবেন; প্রাসঙ্গিক ডাটা-কোটেশন-ম্যাপ অল্প এড করতে পারেন।

- আন্তর্জাতিক বিষয়াবলির ক্ষেত্রে পত্রিকায় আলোচিত+ গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংবাদপত্র, রাজধানীর নাম মুখস্ত রাখবেন (লেখার সময়ে সময়ে কাজে লাগাতে পারবেন।) ‘ভারত-বাংলাদেশ’ সম্পর্ক লেখার পরিবর্তে ‘দিল্লী-ঢাকা’ সম্পর্ক কথাটা লেখার মান বাড়াবে।

প্রচুর পড়েন, আর যত পারেন ঘড়ি ধরে মডেল টেস্ট দেন। বিশেষত প্রতি শুক্রবারে বাসায়/কোচিংয়ে অন্তত ৩-৪ ঘন্টার একটা মডেল টেস্ট দেওয়াটা বাধ্যতামূলকভাবে অনুসরণ করেন। আর যেকোন টপিক পূর্বোক্ত উপায়ে চারভাগে ভাগ করে পড়েন, নোট নেন। প্রতিদিন ইংরেজি ফ্রি-হ্যান্ড লেখার অভ্যাস করেন আর রেগুলার গণিত এবং মানসিক দক্ষতা চর্চা করতে ভুল করবেন না, ধরা খাবেন। আমার লেখার ধরন বোঝাতে আমার লেখা রচনার কয়েকটি ছবি এড করে দিলাম।

সকল পরিশ্রমীর জন্য শুভকামনা রইলো। পড়া দেখে ভয় পাবেন না; এইক্ষেত্রে কোন প্রশ্ন মুখস্ত করার চেয়ে বেশি বিষয়টা সম্পর্কে যেটুকু আইডিয়া আছে- সেটাকে যথাসাধ্য সুন্দরভাবে খাতায় তুলে আসারই কাজ। সময়ের মূল্যায়ন করুন, নিয়মিত পড়ুন আর লিখুন- ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।

--Navid Tasnim

ইংরেজি সাহিত্য
12/12/2024

ইংরেজি সাহিত্য

৪৬ তম বিসিএস লিখিত প্রস্তুতি।বিষয়: সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
07/12/2024

৪৬ তম বিসিএস লিখিত প্রস্তুতি।

বিষয়: সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

৪৬ তম লিখিত প্রস্তুতি বিজ্ঞান নোট: অধ্যায় - পানি।
03/12/2024

৪৬ তম লিখিত প্রস্তুতি

বিজ্ঞান নোট: অধ্যায় - পানি।

02/12/2024

ব্রেকিং,,

বিসিএস ভাইভার নম্বর ১০০ এবং আবেদন ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chamber of BCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram