23/05/2025
✨ইনসুলিন রেসিসটেন্স সম্পর্কে জানেন কি?✨
বর্তমান বিশ্বে স্বাস্থ্য বিষয়ক ব্যাপক আলোচিত একটি বিষয় হলো ইনসুলিন রেসিসটেন্স। চলুন এই বেপারে কিছু তথ্য জেনে নেই।
আমরা যখন খাবার খাই তা হজম হয়ে খাবারের শর্করা অংশ ভেঙে গিয়ে গ্লুকোজ এ পরিণত হয়। এই গ্লুকোজ রক্তে শোষিত হয়ে সারা দেহে ছড়িয়ে যায়।
আমাদের অগ্ন্যাশয়ে Ilets of Langerhans নামক কিছু কোষগুছ থাকে যার মধ্যে বিদ্যমান থাকে Beta Cell নামক কিছু কোষ। রক্তে যখন গ্লুকোজ ছড়িয়ে পড়ে তখন এই বেটা সেলগুলো ইনসুলিনের নিঃসরণ ঘটায়। ফলে ইনসুলিন গ্লুকোজ অনুগুলোকে কোষের ভেতরে পৌঁছে দেয়। গ্লুকোজ এর কোষীয় বিপাকের মাধ্যমে তৈরি হয় শক্তি। যদি কোনো বাড়তি গ্লুকোজ থেকে যায় তবে তা কোষের ভিতরে ফ্যাট হিসেবে জমা হতে থাকে।
প্রতিনিয়ত প্রয়োজনের তুলনায় অধিক শর্করা গ্রহণ করলে আমাদের রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকোজ বিরাজ করে। ফলে এই বাড়তি গ্লুকোজ অনুগুলো কোষে জমতে জমতে এক পর্যায়ে দেহ কোষ কিছুটা সম্পৃক্ত হয়ে যায়। তখন কোষ ইনসুলিন এর প্রতি সাড়া দেয়া বন্ধ করে দেয়। এই অবস্থাকেই মূলত ইনসুলিন রেসিসটেন্স বলা হয়ে থাকে।
ইনসুলিন রেসিসটেন্স থেকেই শুরু হয় নানা প্রকারের Chronic Disease। যেমন: Diabetes, Heart Disease, Fatty Liver Disease ইত্যাদি। তাই ইনসুলিন রেসিসটেন্স এর ব্যাপারে সচেতন হওয়া আমাদের সকলের জন্য খুবই জরুরি।
~ Health Freak